✍️ আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হতে; এর জন্য আমি অনেক পরিশ্রমও করেছি কিন্তু আমি কোনোভাবেই সফল হইনি, অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম- অন্যের মতো নয়- বরং আমি হবো আমার মতো....✌️
💕 উদ্যোক্তা হওয়ার জন্য মাল্টিন্যাশনাল কোম্পানি র চাকুরী ছেড়ে দিয়ে, নিজেকে প্রতিষ্টিত করার জন্য চলে গিয়েছিলাম, সুদুর চট্রগ্রাম......
>>> আজকে আমি সপ্নবাজ, উদ্যোমী, আত্মবিশাসী এক যুবকের উদ্যোক্তা জীবনে, মার্কেটিং, মার্কেট এনালাইসিস সহ নিজের প্রডাক্ট সেল করা, এবং সর্বোপরি একজন দক্ষ সেলসম্যান হওয়ার গল্প শুনাবো আপনাদেরকে..
.... আহা, সেই দিন গুলি, না খেয়ে রাস্তায়, রাস্তায় হেটে শো রুম, কন্ট্রাক্ট করা, ঝড় বৃষ্টি মাথায় করে বয়ে বেড়ানো, কত শত স্মৃতি মনের গহীনে অন্তহীনভাবে , ভাবায় আমাকে...
শিখায়, নতুন করে, হাল ধরার জন্য, স্বপ্নকে বাস্তবে রুপ দিয়ে নতুন করে বেঁচে থাকার প্রত্যয়ে... 🤾♂️
আজীবনের জন্য কৃতজ্ঞঃ
=========✍️=======
💕.. সন্মান এবং শ্রদ্ধার সাথে মাধ্যমে, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায়, মিছিলের অগ্রনায়ক, ভালবাসাময় সুদর্শন পুরুষ, বাংগালী র গর্ব, আমাদের উদ্যোমী উদ্যোক্তাদের , আশ্রয়স্থল , রিয়েল হিরু...
মাননীয়, ইকবাল বাহার জাহিদ স্যার, মহোদয়..
কৃতজ্ঞতা, প্রকাশ করছি..
🥀 আশা করছি সবাই, একটু ধৈর্য নিয়ে পড়ে অনুপ্রানিত করবেন...
আমার প্রথম প্রদক্ষেপঃ
======== ✍️========
🙏.. আমি আমার, আমি আমার স্বপ্নকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ার জন্য, নিজ জন্মস্থান, সমাজ, সংসার, বন্ধু বান্ধব সব কিছু ছেড়ে চলে যাই, চট্রগ্রাম শহরে....
যে শহরের কোন কিছুই, আমার চেনা জানা ছিলনা, নতুন এক চ্যালেঞ্জ নিয়ে, মনে অসীম, সাহস নিয়ে, নেমে পড়ি, নতুন কিছু করার জন্য, নতুন ভাবে পরিচয় হওয়ার জন্য, কত শত সপ্নে ভিবোর ছিলাম আমি....
একটা প্রান চঞ্জল, ছেলে সপ্ন দেখছে, তাকে তার নীজ জেলায়, ব্যাবসায়ীরা বড় উদ্যোক্তা হিসাবে চিনবে, ভাল একজন দক্ষ সেলসম্যান হবে, যাকে সবাই অনুকরন, করবে, পোশাক খাতের সাথে, জড়িত সবাই জানবে, সাথে সাথে দেশ, বিদেশে জনপ্রিয় হবে তার তৈরিকৃত পোশাক গুলি,
যাকে অনন্য উদ্যোক্তা হিসাবে গ্রহন করবে, দেশের বাহিরের এবং , বাংলাদেশের দেশের ৬৪ জেলার পোশাকের সাথে, জড়িত মানুষগুলো....!
আহা...
কিযে
সুখ!
ড্রিম....
স্বপ্ন..
লেগে থাকা..💕
অচেনা এক শহরে মার্কেট পরিচিতি হওয়াঃ
=============✍️===============
💕 চট্রগ্রাম শহরে, কোথায় থাকবো বুঝে উঠতে পারছিলাম না, একেবারেই কিছু চিনি না, তাই নিজ এলাকার এক ছোট ভাইয়ের সাথে তার মেসে থেকে, সেখান থেকে মার্কেটিং প্লান শুরু করি, আগে আমাকে জানতে হবে, মার্কেট কোথায়, কোথায় আছে, এবং সেটা জানার জন্য, পরের দিন, আমি একটা সি, এন, জি কন্ট্রাক্ট করি, সারাদিন উনি, আমাকে শহরের প্রান কেন্দ্র গুলুর ভিতর ভাল ভাল মার্কেট গুলো চিনিয়ে দিলেন, আমি ও নোট করেছি, লোকেশান, সহ সব কিছু।
প্রথম দিনেই, আগ্রবাদ সহ দুই নাম্বার গেট পর্যন্ত, মার্কেট গুলো কে ভিজিট করেছি এবং কিভাবে যেতে হবে, আর সাপ্তাহিক বন্ধের দিন কখন সব নোট করেছি...
চেনা, নেই জানা নেই, সব কিছু অচেনা, একেবারে অচেনা,
চ্যালেঞ্জিং একটা কাজ হাতে নিয়ে ফেলেছি, মনে মনে আল্লাহ উপর ভরসা করে, প্রচন্ড কনফিডেন্স বুকে ধারন করে ফেলি, আমি পারবো, এবং এই শহরে ই আমি ভাল একটা মার্কেটে ভাল ফ্লেইস তৈরি করবো..ইনশাআল্লাহ 👍
মায়ের দোয়া নিয়ে প্রথম দিন মার্কেটিং প্রাক্টিস যাত্রাঃ
===============✍️===============
🙏... সেদিন টায় , মেঘলা আকাশ, বাহিরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল, সকাল সকাল ঘুম থেকে উঠে, আম্মাকে ফোন দিলাম...
আম্মা, আসসালামু আলাইকু..?
ওয়ালাইকুম সালাম.. কিরে পরান?
আম্মা, আজকে আমি প্রথম প্রডাক্ট, বাচ্ছাদের কিছু শার্ট নিয়ে, মার্কেটে যাবো..?
ফি, আমানিল্লাহ, আল্লাহর নাম করে, প্রথমে নামাযের ওজু করে নিবা, ওজু অবস্থায়, মুখে, আস্তাগ ফিরুল্লাহ পড়তে, থাকবা, মনে মনে..
সারাদিন, যতক্ষণ কাজেই থাকবা, অজু অবস্থায় থাকবা, মনে মনে দোয়া টা ও পড়বা, আল্লাহর হাওলা...আমার আব্বা 👌
আম্মায় তোমার জন্য, দোয়া করবো নামায পড়ে, মহান আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে..
ওকে, আম্মা ইনশাআল্লাহ সন্ধ্যার পর আপনাকে ফোন দেব, আমি..
ঠিক আছে, আব্বা…
প্রফেশনাল মার্কেটিং শুরুঃ
==========💕========
✍️ আগের দিন, ষ্টাইপ একটা ফুল স্লিপ শার্ট এবং কালো প্যান্ট, আয়রন করে রেখেছিলাম, ভালভাবে পরিপাটি হয়ে কাঁধে, একটা ব্যাগ ভর্তি সেম্পল নিয়ে, প্রফেশন্যালি মার্কেটিং কাজে আমার আম্মার দোয়া এবং আল্লাহ র উপর ভরসা করে, চট্রগ্রামের আগ্রাবাদে, লাকী প্লাজা, সিংগাপুর ব্যাংকক, সাউথ ল্যান্ড সেন্টার, এবং আখতারুজ্জামান মার্কেটে, আমি প্রথম দিন, মার্কেটিং করি, আমার নিজের ব্রান্ডের পোশাকের, সকল ধরনের গুনাগুন বর্ননা, সহ, মার্কেটে কেন, আমার প্রডাক্ট সেরা, এবং আমি সামনে আরো কি কি করবো, বিনয়ী এবং মার্জিত ভাষায়, খুব সুন্দর করে, শোরুম বায়ারকে বুঝিয়ে দিয়েছিলাম....
এবং কোন রকম অর্ডার কনফার্ম না হলে ও, আমার ভিজিটিং কাড় রেখে দিয়ে পরবর্তী তে পড়াক্ট নেয়ার আশ্বাস দিয়েছিলেন, সবার সাথে মিষ্টভাষা, এবং হাসিমুখ দিয়ে, পরিচিত হচ্ছিলাম, দীর্ঘ দিনের স্বপ্ন কে প্রতিষ্ঠিত করার জন্য...
যেটা, এখনো আজ অবধি চলছে, এবং প্রতিদিন নতুন, নতুন কাষ্টমার তৈরি হচ্ছে, বন্ধুত্বের বন্ধনে জড়াচ্ছি, সারা দেশের আনাছে, কানাছে প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ.....
যতদিন জীবন থাকে চলতে থাকবে..ইনশাআল্লাহ 👍
মার্কেট এনালাইসিস করাঃ
=========💕====≠===
... ✍️ সারা দিন, মার্কেটিং করার পর, রাতে একঘন্টা সময় ব্যায় করতাম, প্রতি শুক্রবার সন্ধার পর থেকে রাত ৯ টা পর্যন্ত, মার্কেট এনালাইসিস করতাম..
কাষ্টমার কি প্রডাক্ট চায়, কেমন দামে, কেমন ফেব্রিক্স, পছন্দ, সব নোট করতাম, এবং উৎসবের বিশেষ দিন গুলির জন্য, ঈদ, পুজা, বৈশাখের জন্য ভিন্নধর্মী টার্গেট রাখতাম, শোরুম বায়ারদের কুশলাদি, এবং কোন পোশাকের কোন চাহিদা থাকলে, ব্যাবস্থা করে দেয়ার আশ্বাস দেওয়া, তাদের কোন বিপদে সমবেদনা জানানো সহ একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে ফেলি..
এবং শোরুম বায়ারকে আশ্বাস দিতাম, সামনে আরো নতুনত্ব সংযোজন করে গ্রহনযোগ্য প্রডাকশন করে দেয়ার.. ✌️
আকজন দক্ষ স্টাইলিস সেলসম্যান হিসেবে পরিচিত পাওয়াঃ
=========💓👌================
✍️..... শোরুম বায়ার দের, চাহিদা অনুসারে,কোয়ালিটি প্রডাক্ট নিয়ে, আমি যতকিছুর বিনিময়ে হোক, কমিটমেন্ট রক্ষা করতাম, সুন্দর আচরণ এবং খুব পরিপাটি হয়ে মার্কেটে ডুকতাম, ধিরে ধিরে চট্রগ্রামের, লাকি প্লাজা, আখতারুজ্জামান, ফিনলে স্কয়ার, অলংকার শফিং, সানমার, পুলিশ প্লাজায় আমি নিজের একটা অবস্থান তৈরি করি, উনাদের ফেইজবুকের সাথে নিজেকে এড করে নেই, এবং আমার প্রডাকশনকৃত পন্যের, আপডেট শহ নিজের ফেইসবুক ফেইজে, সেল পোষ্ট দেয়া শুরু করি...
..... প্রথম ৬ মাসে আমি চট্রগ্রাম সহ দেশের ভিবিন্ন জেলায় ৩০০ জন, শোরুম বায়ার, এবং পোশাক হোলসেলারদের সাথে একটা বন্ডিং গড়ে তুলি, এবং প্রতিদিন ৯ - ৫ টা ভুলে, প্রচুর মার্কেটিং করতে থাকি,
যা এখনো চলমান....
নিজেকে ভেঙে আবার গড়াঃ
======🧛♂️============
💞 .... প্রতিদিন
পোশাক খাতের, মানুষ গুলোর সাথে ঘটে যাওয়া, বিভিন্ন আচার আচরণ, চলাফেরা, কমিটমেন্ট এবং সারা দিনে যা ই করেছি, সব কিছু আয়নার সামনে দাঁড়িয়ে ভুল গুলো মার্ক করে, নিজেকে ভেঙে ফেলতাম, নতুন করে উপস্থাপন করতাম, অনন্য মানুষ হওয়ার প্রত্যাশায়, ভালমানুষী এবং পজিটিভিটির চর্চা অব্যাহত থাকতো আছে,
থাকবে, ইনশাআল্লাহ... 👍
বিশাল নেট ওয়ার্কিং নিজেকে, সংযুক্ত করাঃ
===============❣️==============
... ✍️ বাংলাদেশের শেরা মার্কেট, সদরঘাটের মার্কেট গুলোতে..
সপ্তাহে একদিন, ফ্রেব্রিক্স গবেষণা করা, যারা এক্সপোর্ট , ফেব্রিকস ইমপোর্ট করে, তাদের গ্রুফে এড হওয়া, এবং গোডাউন গুলোতে ফেব্রিকস দেখা, এবং গবেষনা করা..
মেশিন, সুই, সুতা, বক্রম, প্যাটন , বুতাম, স্যাম্পল, প্যাকেজিং,পরিবহন কুরিয়ার, প্রতিষ্ঠানের নামে, ট্রেড লাইসেন্স, ব্যাংক, একাউন্ট, ছোট ছোট.. এস,এম,ই লোন বিষয়ক সম্যক ধারনা নেওয়া, গবেষণা করা, এবং সঠিক যায়গায় কিভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে হবে, এমন করে গড়ে নেওয়া..
যা অব্যাহতভাবে আমার উদ্যোক্তা জীবনের, সাথে এখন অঙাঅঙি ভাবে জড়িত, আছে, এবং এবং নতুন কিছুতেও জড়িত থাকবো..
আমার আত্ববিশ্বাসঃ
=====♦️=======
🤲 ✍️ আমি পারবো, জয় করবো..
আমাকে পারতেই হবে, আমার সেই কোয়ালিটি আছে, আমি আমার সেরাটা, ফ্যামিলিকে দিব, সমাজকে দেব, সর্বোপরি, দেশকে দেব..
"আমি একজন ভাল, এবং অনন্য মানুষ "
আমার শিক্ষা এবং
নিয়মিত চর্চা করার মত কিছু টিপ্সঃ
==========🥀🙏==========
🥀 কমল্পিট স্মার্ট লুকিং..
(নিজের প্রতি অন্যকে আকৃষ্ট করা)
🥀 প্রতিনিয়ত, নিজেকে ভেঙে, আবার নতুন করে গড়া..
🥀 সততা এবং কমিটমেন্ট রক্ষা করা..
🥀পজিটিভিটি, এবং কঠোর পরিশ্রমে ব্রত হওয়া..
🥀নিজের কাজটাকে প্রচন্ড ভালবাসা, লেগে থাকা, এবং এনজয় করা..
🥀 শত ব্যর্থতার এবং গ্লানির মাঝে ও, মুখে হাসি ধরে রাখা..
🥀 ছোটদের স্নেহ, বড়দের সন্মান এবং গুনিজনদের কদর করা..
🥀 গ্রুফের ভাই, বন্ধু, কাষ্টমারকে সর্বোপরি, যেকোন মেহমানকে সাধ্যমতো আপ্যায়ন করা..
🥀 নিজের সেরাটা উপস্থাপন করা, এবং নিজের দক্ষতা দিয়ে, অন্যের উপকার করা...
🥀 কখনো কোনভাবেই কারো সাথে তর্কে না জড়ানো...
🥀 ক্ষমার অভ্যাস গড়ে তোলা....🙏
👉 উদ্যোক্তাদের কে একটা কথা বুকে সব সময় ধারন করে সামনের পথ পাড়ি দিতে হবে..
👇👇👇
💕 " Customers Always Right "💕
ভাললাগার কাজ এবং ভবিষ্যৎ ইচ্ছাঃ
==========❣️==============
.... ✍️ বর্তমানে আমার সাথে, আমাদের গ্রুফের এবং গ্রুফের বাহিরে প্রায় ৫০ জন স্বপ্ন বাজ নিয়মিত কাজ করছেন..
🙏...আমি আমার, উদ্যোক্তা জীবনের নানান, ব্যার্থতা, পতন, সফলতা এবং নিজের তিক্ত অভিজ্ঞতাগুলোকে বিশ্লেষণ করে, মার্কেট থেকে প্রাপ্ত, উদ্যোক্তা বিষয়ক, প্রাক্টিক্যালি শিক্ষা, গ্রহন করে অন লাইন এবং অফ লাইনের বিজনেস কিভাবে শুরু করলে, প্রথম দিক থেকে সাফল্য আসবে, যেখানে অধ্যাবসায়, প্রতি কুল অবস্থাকে পাশ কাটিয়ে, ঘুরে দাঁড়ানোর দীক্ষা, এবং নতুন করে পোশাক খাতের, সাথে, জড়িত, স্বপ্নবাজ, উদ্যোগতাদের কে ট্রেইন আপ করে, তাদের নিজ জেলা বা থানায়, প্রতিষ্ঠিত করে দেয়ার জন্য পেছন থেকে কাজ করে যাচ্ছি....
এবং যাবো ইনশাআল্লাহ 👍
💕 " ধৈর্য্য ধরে টিকে থাকতে পারলে, নিজের যায়গা, নিজেই তৈরি করতে পারবেন"
তৈরি করতে পারবেন, নিজের বলার মত একটা গল্প..💓🤳
🤗 👉... ধৈর্য সহকারে যারা পড়েছেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি ভুলে ভরা, প্রচন্ড অযোগ্য নগন্য একজন মানুষ!
ভালবাসার অজস্রতায়__________
নিজের বলার মতো একটা গল্প গ্রুপের একজন গর্বিত শিক্ষার্থী______________
✌️স্ট্যাটাস অব দ্যা ডে নং ৬২৭
তারিখ ঃ ২৩/৯/২০২১.
♥️ রফিকুল আলম মানিক।
♥️রেজিস্ট্রেশন নং ১৬৩১৩
♥️ব্যাচ নং ১০
♥️কমিউনিটি ভলান্টিয়ার।।
♥️ম্যানুফ্যাকচারার, এক্সপোর্টার, এবং হোলসেলার ।।
♥️ডিজাইনার এবং পরিচালক এক্সপোর্ট জোন ফ্যাশান হাউজ ।।
♥️ফেনী