আজকে আমি বলব কিছুদিন আগে বয়োজ্যেষ্ঠ এক মিষ্টি কাস্টমারের সাথে আমার কিছু আলাপচারিতা---- কেননা তিনি আমাকে এই প্রশ্নগুলো করেছেন, আমরা এই ফাউন্ডেশন থেকে কি পাই ?
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
#গল্পে_গল্পে_সেল_পোস্ট
আজকের #৬২তম হাট-বাজারে সবাইকে জানাই সুস্বাগতম,,,,
মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানাই প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তের জন্য। কেননা তাঁর বদৌলতে আমরা সবাই এখন অব্দি ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ..
এরই প্রেক্ষিতে "নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন" এর প্রতিষ্ঠাতা এবং আমাদের সকলের প্রিয় মেন্টর, লাখো তরুণ তরুণীর আইডল শ্রদ্ধেয় Iqbal Bahar Zahid স্যারের প্রতি জানাই আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা।
আমাদের এই ফাউন্ডেশনের যতই সুনাম করি না কেন, আমার মতে অনেক কম। কেননা আমরা এই ফাউন্ডেশনে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছি ভালো মানুষি চর্চা, ৯০ দিনের কোর্সের মাধ্যমে কিভাবে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায় এবং ১১টি স্কিলস এর মাধ্যমে নিজেকে পরিবর্তন করা যায় এবং আরো পাচ্ছি ক্রেতা-বিক্রেতা, পাচ্ছি চমৎকার একটি হাট বাজার। যা কিনা বিশ্বের এই প্রথম শুধুমাত্র এই প্লাটফর্মে রয়েছে। কোন বুষ্টিং ছাড়াই নিজেদের বেচা-বিক্রি বৃদ্ধি। আসলে সকল পাওয়ার মধ্যে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে সকল আপু ভাইয়াদের দোয়া, ভালোবাসা ও আন্তরিকতা। যা আমাকে আমার সফলতার দিকে এগিয়ে যেতে অনেকখানি অনুপ্রেরণা দেয়,,
এরই সুবাদে আজকে আমি বলব কিছুদিন আগে বয়োজ্যেষ্ঠ এক মিষ্টি কাস্টমারের সাথে আমার কিছু আলাপচারিতা----
কেননা তিনি আমাকে এই প্রশ্নগুলো করেছেন,
আমরা এই ফাউন্ডেশন থেকে কি পাই ?
কেন আমরা সারাক্ষণ এই ফাউন্ডেশনে সময় দেই ?
এছাড়াও আরো প্রশ্ন করে,
আমরা কিভাবে দেশে-বিদেশে বিজনেস করি ?
কিভাবে আমরা আমাদের পণ্যগুলো সার্ভিস দেই ?
বা আমরা আমাদের পণ্যগুলো কোথা থেকে কালেক্ট করি ?
এবার আমি একটু মুচকি হেসে উত্তর দিলাম
আঙ্কেল কি বলব, কোথা থেকে শুরু করব। কারণ এই ফাউন্ডেশন আমাকে আজ অব্দি যা কিছু দিয়েছে তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। কারণ আমাদের প্রিয় স্যার আমাদেরকে এমন ভাবে শিক্ষা দিয়ে যাচ্ছেন যা আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিদিন প্রয়োগ করে যাচ্ছি। যার কারণে আমরা সবার আগে বুক ফুলিয়ে নিজের পরিচয় দিয়ে থাকি। সেটা কি আপনি দিতে পারবেন, আঙ্কেল ??
এবার আঙ্কেল মুচকি হেসে আমাকে উত্তর দিলেন, মা এসব তুমি কি বলো? আমার পরিচয় দিতে দিতে আমি বুড়ো হয়ে গেছি আর এখন তুমি বলছো আমরা নাকি বুক ফুলিয়ে পরিচয় দিব। এই আবার কেমন কথা, কে বলেছে তোমাকে এসব কথা ?
তারপর আমি বললাম, আমাদের প্রিয় স্যার আমাদেরকে প্রথমে এই শিক্ষাটুকু দেন। যাতে আমরা সবাই নিজেকে নিজের পরিচয় সবার সামনে তুলে ধরতে পারি।
এর কিছুক্ষণ পরে আঙ্কেল বলল, বাপরে বাপ তোমাদের অত সত কথা আমরা বুঝিনা
আচ্ছা বলতো এবার, তুমি ওই গ্রুপ থেকে কি কি পেয়েছো আর কিভাবে ব্যবসা করছ ?
তখন আমি আংকেল কে বললাম, গ্রুপে আসার পরেই আমি আমার উদ্যোক্তা জীবন শুরু করি প্রিয় স্যারের অনুপ্রেরণায়। এবং তিনি আমাদেরকে প্রতিদিন ৯০ দিনের সেশনের মাধ্যমে যেভাবে শিক্ষা দিয়ে যাচ্ছেন, তা পৃথিবীর ইতিহাসে বিরল শিক্ষা। যা আপনি কোথাও পাবেন না। এবং আমরা সেই শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছি।
আমার কথা শুনে আঙ্কেল অবাক হয়ে বললেন, তাই নাকি ?? তাহলে আমার নাতিকেও চেষ্টা করবা তোমাদের ওই গ্রুপে নিতে।
আমার নাতিও পড়াশোনার ফাঁকে ফাঁকে কিছু একটা তোমাদের থেকে শিখুক, যা আমিও চাই।
আচ্ছা এইসব শেখাতে তোমাদের ওই গ্রুপে মাসে কত টাকা নেয় ?
তখন আমি আবারো হেসে বললাম, আরে আঙ্কেল এখানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে A to Z সবকিছু শেখায় একেবারে বিনামূল্যে। তাইতো আমি দিনরাত পরিশ্রম করে শুধু শিখছি আর শিখছি। কারণ শেখার কোনো শেষ নাই।
তারপর আঙ্কেল বললেন, ওমা এগুলা কি বলো মা। এমনও কি মানুষ আছে নাকি, যারা টাকা ছাড়া শেখায় ?
আমার কিন্তু বিশ্বাস হয়না
তারপর আমি আংকেল কে বললাম, আপনিও চাইলে আমাদের এই ফাউন্ডেশনে রেজিস্ট্রেশন করে অনেক কিছু শিখতে পারবেন। যদিও বুড়ো হয়ে গেছেন কিন্তু বলব আপনার মত আমাদের ফাউন্ডেশনে দুইটা আঙ্কেল আছেন,
যাদের দেখেই আমরা অনেক অনুপ্রেরণা পাই। আপনি সহ আসলে ৩ জন আঙ্কেল পাব আমরা আমাদের এই ফাউন্ডেশনে।
( এই কথা বলতে বলতে আমি হেসেই যাচ্ছি )
আংকেল তখন অবাক হয়ে বললেন, কি বলো! আমার বয়সেরও কি কেউ আছে ওই গ্রুপে? তারা কি করে ওখানে এই বুড়া বয়সে।
আমি বললাম, তারা শুধু বয়সেই বড় নয় তারা কিন্তু এখনো অনেক স্ট্রং এবং উনাদের শেখার আগ্রহ অনেক বেশি। কথায় আছে না, #শেখার_কোন_বয়স_নেই...
তাই আপনিও চাইলে লাঠির উপর ভর দিয়ে চলে আসেন আমাদের এই গ্রুপে
( আমি বলছি আর শুধু হাসছি )
তারপর আঙ্কেল জোরে বললেন, আরে নারে বাবা!! আমার কোন ইচ্ছা নাই। তোমার চাচি শুনলে বকা দেবে। তার চেয়ে ভালো আমার নাতিকে নিতে পারো তোমাদের ওই গ্রুপে। পড়াশোনা অফ থাকার কারণে সে আপাতত বেকার ঘুরতেছে।। দেখো তাকে কিছু শিখাতে পারো কিনা,,
আমি বললাম, আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আপনার নাতিকে বলবেন আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে।
আঙ্কেল বললেন, আচ্ছা আমার নাতিকে বলবো তোমার সাথে যোগাযোগ করতে।
আমি আংকেল কে বললাম, ঠিক আছে আঙ্কেল আমি অপেক্ষায় রইলাম।
( সেদিন রাতেই আমি উনার নাতিকে রেজিস্ট্রেশন করে দিয়েছি আমাদের প্রিয় প্লাটফর্মে )
তারপর আংকেল আমাকে বললেন, আচ্ছা মা, সেদিন ফেসবুকে দেখলাম তোমার একটা ছবি দিয়ে মেয়েদের বোরকা বিক্রি করতেছো। তাই আমি ভাবলাম তোমার চাচির জন্য একটা কালো বোরকা নিব।
তখন আমি বললাম, তাই নাকি,, জি আঙ্কেল আমি বোরকা সহ মেয়েদের বিভিন্ন রকম আইটেম, সুন্দর সুন্দর বেডশীট ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিংড়ি শুটকির বালাচাও সেল করি।
আঙ্কেল বললেন, তাহলে তো ভালো কথা মা, আমি তোমার চাচীকে বলবো তোমার থেকে কিনতে।
তখন আমি বললাম, ইনশাআল্লাহ
এরপর আঙ্কেল আমাকে কিছু বোরকার ছবি দেখাতে বললেন। যেই বলা সেই ওমনি আমি সাথে সাথে বোরকার ছবিগুলো পাঠিয়ে দিলাম।
আঙ্কেল বললেন, মা একটু অপেক্ষা করো। আমি তোমার চাচির সাথে কথা বলে তোমাকে জানাবো।
এরপর আঙ্কেল সন্ধ্যায় আমাকে কল দিয়ে বললেন, তোমার চাচীর জন্য একটা কালো ও একটা সবুজ বোরকা পাঠায় দিবা। তোমার চাচি ওই দুইটাই পছন্দ করছে।
তখন আমি খুশী হয়ে বললাম, আলহামদুলিল্লাহ ,,,
সাথে সাথে আঙ্কেল আবার বললেন, আচ্ছা মা আমি আমার নাতনির জন্য একটা বিছানার চাদর নিতে চাই। সুন্দর একটা চাদরও পাঠিয়ে দিও তোমার চাচির বোরকার সাথে।
তারপর আমি আবারও বললাম, আলহামদুলিল্লাহ।।
তবে আঙ্কেল আপনার কি কোন পছন্দ আছে আমার বেডশীট গুলোর মধ্যে ?
আঙ্কেল বললেন, আমি তো তোমার অনেকগুলো বেডশীট দেখলাম। আলহামদুলিল্লাহ সবই তো সুন্দর সুন্দর,,, কোনটা ফেলে কোনটা বলবো। তাই তুমি তোমার পছন্দমত একটা পাঠিয়ে দিও আমার নাতনির জন্য
তখন আমি খুশী হয়ে বললাম, আঙ্কেল কালকের মধ্যে ইনশাআল্লাহ পাঠিয়ে দেব। দোয়া করবেন আমার জন্য,,
তখন আঙ্কেল খুশি হয়ে আমাকে অনেক দোয়া করলেন
এরপর আমাকে বললেন, তোমাকে কোথায় কেমনে টাকা পাঠাবো, বলে দাও।
আমি বললাম, থাক আঙ্কেল,, আগে আপনার পার্সেল পাঠিয়ে দেই। তারপর আপনি পেমেন্ট করবেন,,
কিন্তু আংকেল শুনতে নারাজ
তিনি বললেন, এটা কেমন কথা মা। তোমরা অনেক কষ্ট করো, তোমাদের প্রাপ্য আগে তোমরা বুঝে নিও
আমি বললাম, থাক আঙ্কেল। আপনি যেটা ভালো মনে করেন। এই বলে আমি আমার বিকাশ নাম্বার এবং পেমেন্ট লিস্ট পাঠিয়ে দিয়েছি।
তার কিছুক্ষণের মধ্যে আঙ্কেল পেমেন্ট করে আমাকে বললেন, আমি যখনই সময় পাই তখন যেন উনার পার্সেল গুলো পাঠিয়ে কল দেই। এই বলে আমাকে অনেক অনেক দোয়া করলেন
তারপরের দিন আলহামদুলিল্লাহ আমি সুষ্ঠুভাবে আঙ্কেলের পার্সেল কুরিয়ার করে দেই।
এবং তিনি পার্সেল পেয়ে মহাখুশি
তারপর তিনি বললেন, আমার সততা, বিশ্বাস ও কমিটমেন্ট সারা জীবন যেন এভাবেই অটুট রাখি।
এর সাথে সাথে বললেন, তোমাদের যে স্যার তোমাদেরকে এত ভালো ভালো শিক্ষা দিচ্ছেন, আল্লাহ তাকে সুস্থতা নেয়ামত দান করুক এবং এ ধরনের ভালো ভালো কাজগুলো করার জন্য আল্লাহ তাকে দীর্ঘায়ু করুক।
তখন আমি সাথে সাথে বললাম,
আমিন৷ ছুম্মা আমিন।।
এরপরে আমি আংকেল কে ফোনে বিদায় দিলাম।
আসলে এই ধরনের নিঃস্বার্থ ভালোবাসা গুলো একমাত্র এই ফাউন্ডেশন এর মাধ্যমেই পসিবল হয়েছে। তাই প্রিয় স্যারের প্রতি আমি আজীবন ঋণী ও কৃতজ্ঞতা জানাই। এই ফাউন্ডেশনে না আসলে আমি এত এত দোয়া আর ভালোবাসাগুলো পেতাম না। তাই আবারও প্রিয় ফাউন্ডেশন এর সকল প্রিয় আপু ভাইয়াদের প্রতি জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা অবিরাম। যারা সব সময় ছায়া হয়ে পাশে থেকে আমাকে অনুপ্রেরণা দিয়ে যায়, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই,,,
পরিশেষে শুধু একটাই বলবো, এক্টিভিটি ও পজেটিভিটির কোন বিকল্প নেই।
#তাই_যাকে_চিনি_তার_থেকেই_কিনি
ওহ, আমি তো বলতেই ভুলে গেলাম
আমি মূলত কাজ করি বিভিন্ন রকম লেডিস আইটেম, কালারফুল কালারফুল বেডশীট ও আমাদের চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী মজাদার টেস্টি খাবার চিংড়ি শুটকির বালাচাও নিয়ে।
স্ট্যাটাস অব দ্যা ডে--৬১০
Shirin Sultana
ব্যাচ ১২/৪৬৫৩৮
কমিউনিটি ভলান্টিয়ার
টপ টুয়েন্টি ক্লাব মেম্বার
রেজিস্ট্রেশন টিম মেম্বার
হাট মনিটরিং টিম মেম্বার
জেলা চট্টগ্রাম
এই ফাউন্ডেশনের একজন গর্বিত সদস্
আমার পেইজ লিংকঃ
https://www.facebook.com/Shirins-Collections-105990271289004/