বেবি-কাঁথা-হাউজ
""" গল্পে----গল্পে----সেল----পোস্ট""
"আমরা ক্রেতা
আমরাই বিক্রেতা"
(ইকবাল বাহার জাহিদ স্যার)
"আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ"
সর্বপ্রথম কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি সেই মহান রবের নিকট যিনি আমাদেরকে এই পরিস্থিতেও ভালো রেখেছেন,সুস্থ রেখেছেন💜
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় শিক্ষক, মেন্টর,কিংবদন্তির আইডল #ইকবাল বাহার জাহিদ স্যার কে।যার অক্লান্ত পরিশ্রমে আর এই বিশাল পরিবারের দেখা পেয়েছি।
নিজের বলার মত একটা গল্প গ্রুপের সকল আজীবন সদস্যদের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা 💙
সব গল্প কাল্পনিক হয় না কিছু গল্প বাস্তব জীবনের সত্যিকার গল্প হয়।আজ সেই রকম একটা বাস্তব সত্য গল্প আপনাদের সাথে শেয়ার করব।সবাইকে গল্পটি পড়ার অনুরোধ রইল🙏
🌿একটা স্বপ্ন এবং আশা নিয়ে নিজের বলার মত একটা গল্প গ্রুপে এসেছি।ভাবি নাই এতো তাড়াতাড়ি স্বপ্ন পূরণ এর দিকে এগিয়ে যাব।
গত হাট বারে প্রথম সেল পোস্ট করি ।সবার মত আমিও ভেবেছি সেল পোস্ট করতে করতে এক সময় হয়তো অর্ডার পাব।প্রথম সেল পোস্টই যে অর্ডার পাব আশা ছিলো না।
সেল পোস্ট করার পর অনেক কমেন্ট আসে।আলহামদুলিল্লাহ সবাই পজেটিভ এবং গঠন মূলক কমেন্ট করে।অনেকেই কাঁথার দাম সম্পর্কে জিজ্ঞেস করছে।কেউ কেউ ইনবক্সে মেসেজ দিয়েছে।সবাইকে রিপ্লাই দিয়েছি।বিকালেই একজন ভাইয়া ইনবক্স করেন।
ভাইয়াঃ আসসালামুয়ালাইকুম আপু।আমি কিছু কাঁথা
----------নিতে চাই।
আমিঃ ভাইয়া কয়টা নিবেন।
ভাইয়াঃ আমাকে কয়েকটা কাঁথার পিক দেন। আমি --------দেখে বলছি।
আমিঃ পিক দিলাম।দেখে বলেন।
ভাইয়াঃ আমি ৪টা নিব।পিক গুলা দিয়েছি দেখেন।যে --------গুলা দিয়েছি সেই গুলো লাগবে।দিতে পারবেন?
আমিঃ জ্বি পারব।ধন্যবাদ ভাইয়া। এগুলা রেডি করা ---------আছে।আপনি প্রডাক্ট এর অর্ধেক টাকা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করেন।
ভাইয়াঃ বিকাশ নাম্বার দেন।
আমিঃ (০১৭.......)দিয়েছি দেখেন।আর কুরিয়ার ফি --------আপনার বাকি টাকা পণ্য হাতে পেলে দিবেন।
ভাইয়াঃ আচ্ছা আপু আপনি বিকাশ চেক করেন।টাকা ---------চলে গেছে।ইনশাআল্লাহ বাকি টাকা পণ্য হাতে আসলে দিয়ে দিব।
আমিঃ ধন্যবাদ ভাইয়া। টাকা আসছে।
পরের দিনই গিয়ে কুরিয়ার করে আসলাম।২দিন পর কাঁথা হাতে পেয়ে ভাইয়া অনেক খুশি হন।বলেছেন লাগলে আবার নিবে।আলহামদুলিল্লাহ একটা রিপিট কাস্টমার পাব।
"জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে সততা ও বিশ্বাস "
{ইকবাল বাহার জাহিদ স্যার }
🍀আমাদের Cm Hasan ভাইয়া সব সময় বলে সেল হোক বা না হোক প্রতি দিন একটা করে সেল পোস্ট করবেন। সেই অনুপ্রেরণায় হাট বারের পরের দিন আবার সেল পোস্ট করি।
কারন আমাদের স্যার বলেনঃ
"প্রচারেই প্রসার"
আমরা প্রচার না করলে আমাদের কাজের প্রসার হবে না৷ কেউ কিনবেও না।কারন,
#যে চিনে, সেই কিনে
সেল পোস্ট দেখে একজন ভাই ইনবক্স করেন যে উনি পাইকারিতে কাঁথা নিতে চান।
ভাইঃ আসসালামুয়ালাইকুম।আপু আপনি কি -------পাইকারিতে বেবি কাঁথা দিতে পারবেন?
আমিঃ ওয়ালাইকুমআসসালাম।জ্বি ভাই পারব৷ আপনি --------কি নিতে চান?
ভাইঃ জ্বি আমি কিছু কাঁথা পাইকারিতে নিতে চাই।
আমিঃ ইনশাআল্লাহ পারব।তবে সময় দিতে হবে।কারন --------কাঁথা আমার কাছে রেডি করা নাই।আপনি অর্ডার কনফার্ম করলে রেডি করে দিব।
ভাইয়াঃ তাহলে আমাকে কিছু কাঁথার পিক দেন।আমি -------পছন্দ করে আপনাকে বলছি।
আমিঃআমার পেইজ লিংক দিয়ে দিচ্ছি পেইজে ঘুরে --------আসতে পারেন। সেখানে অনেক পিক আছে।আর পেইজে অর্ডার করার কিছু নিয়ম আছে।ইনবক্সেও অনেক গুলো কাঁথার পিক দিলাম।
https://www.facebook.com/অনলাইন-বেবি-কাঁথা-হাউজ-110173391120586/
আসসালামুয়ালাইকুম
সবাইকে অনলাইন বেবি কাঁথা হাউজ এ স্বাগত
🍁আমাদের পেইজে অর্ডার করার কিছু নিয়মাবলিঃ
🌱পণ্য সম্পর্কে ১০০% জেনে অর্ডার করুন।
🌱আমাদের পণ্য গুলো কাস্টমাইজে করা হয়।তাই হাতে কিছু দিন সময় নিয়ে অর্ডার কনফার্ম করুন।
🌱যে কোনো ধরনের ডিজাইন বা সাইজ এর কাঁথা কাস্টমাইজ করে নিতে পারেন।
🌱শুধু নকশিকাঁথা নয়, প্রতিদিন ব্যবহার এর জন্য সাধারণ কাজের কাঁথাও অর্ডার করতে পারবেন।
🌱ক্যামেরার জন্য পন্যের রং এর সামান্য তারতম্য হতে পারে তাই সে বিষয়ে নিশ্চিত হয়ে অর্ডার করুন।
🌱পণ্যের ডিজাইন ও সাইজের উপর দাম নির্ভর করবে।
🌱অর্ডার কনফার্ম করে পন্যের অর্ধেক টাকা এবং কুরিয়ার ফি পেমেন্ট করতে হবে।বাকিটা পন্য হাতে পেলে পেমেন্ট করবেন।
🌱কুরিয়ার ফি কাস্টমার নিজে বহন করবে।
🌱যারা আমাদের বিশ্বাস করতে পারবেন, তারাই অর্ডার করবেন।
আমরা পণ্য নয়,বিশ্বাস বিক্রি করি।
🌱পাইকারি এবং খুচরা নিতে পারবেন।পাইকারিতে ১৫-২০ পিস নিতে পারবেন।
ধন্যবাদ সবাইকে
হ্যাপি শপিং💙💜
ভাইঃ মাশাআল্লাহ অসাধারণ নিয়মাবলী আপু।আপনার ------পেইজ ঘুরে লাইক দিয়ে আসলাম।আমি ২০টা কাঁথা নিব।
আমিঃ জ্বি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আপনার অর্ডার --------কনফার্ম করে ফেলুন।
ভাইঃ বিকাশ নাম্বার দিন।
আমিঃ দিলাম(০১৭........)
ভাইঃ আপু বিকাশ চেক করেন।আমি টাকা পাঠিয়ে দিয়েছি।
আমিঃ জ্বি ভাইয়া পেয়েছি।তবে আপনি পুরা টাকা -------কেনো দিলেন।হয়তো ভুলে আসছে।আমি অর্ধেক টাকা দিতে বলেছি।বাকিটা পণ্য হাতে পেলে দিবেন।আপনি আপনার বিকাশ নাম্বার দেন আমি টাকা পাঠিয়ে দিচ্ছি।
ভাইঃ নাহ আপু ভুলে না।আমি আপনাকে অর্ধেক টাকা -------দিয়ে বিশ্বাস করতে পারলে পুরা টাকা দিয়েও বিশ্বাস করতে পারব।আমি নিজের বলার মত একটা গল্প গ্রুপের সদস্য।এই ভালো মানুষের গ্রুপে আপনিও একজন ভালো মানুষ।তাই বিশ্বাস করতে ভয় পেলাম না।
আমিঃ আলহামদুলিল্লাহ ভাই।আমরা সবাই ভালো -------মানুষ। আমাদের স্যার প্রতি দিন আমাদের ভালো মানুষের শিক্ষা দিচ্ছেন।অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ সময় মত প্রডাক্ট পেয়ে যাবেন।আপনার অর্ডার কনফার্ম। আমি কাল থেকে কাজ শুরু করব।
ভাইঃ অনেক ধন্যবাদ আপু।ভালো সার্ভিস পেলে আবার -------নিব ইনশাআল্লাহ।
আমিঃ ধন্যবাদ।
এই গ্রুপেরই ভাই।আজ উনি ক্রেতা আমি বিক্রেতা।তাই তো স্যার বলেন আমরা ক্রেতা,আমরাই বিক্রেতা।
পরিশেষে স্যার এর সুস্বাস্থ্য কামনা করছি এবং সকল মডারেটর, কোর ভলেন্টিয়ার,অন্যান্য পদে দায়িত্বরত সকল আপু ভাইয়া দের ধন্যবাদ জানিয়ে আমার গল্প এখানেই শেষ করছি।
💜সবাইকে ধন্যবাদ আমার গল্পটি পড়ার জন্য💙
(বিঃদ্রঃ পণ্যের সাইজ এবং মানের উপর দাম নির্ভর করে)
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬০৫**
Date:- ২৪/০৮/২০২১
👩🎓আমি তাহামিনা আক্তার
🏅কমিউনিটি ভলেন্টিয়ার
🎗️ব্যাচঃ১৪
✍️রেজিষ্ট্রেশনঃ৬৬৩৯৩
🇧🇩জেলাঃ লক্ষ্মীপুর
🏡বর্তমান অবস্থানঃ নোয়াখালী
🎨কাজ করছিঃ বেবি কাঁথা নিয়ে
🎀পেইজঃhttps://www.facebook.com/অনলাইন-বেবি-কাঁথা-হাউজ-110173391120586/