আজ কিছু ব্যবসায়িক কথা বলবো
🍂 আসসালামু আলাইকুম
#গল্পে #গল্পেসেল #পোস্ট৬১ #তমো #হাট #বার
#নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউনন্ডেশন।
২৪/৮/২০২১
🍂মঙ্লবার 🍁🍁আজ অনলাইন হাট বার
------হাটে কেঁনা বেঁচা করবো সবাই।
গর্বের সাথে বলি এটা আমাদের #নিজের #বলার #মতো #একটি #গল্প #ফাউন্ডেশনের হাট।
ভালো মানুষের হাট, তাই নিয়ম কানুন মেনে হাটে চলবো
ইনশাআল্লাহ।
ছোট বেলার সেই গাছ তলা বট তলার হাট নয়।
এটা অনলাইন হাট
প্রিয় স্যার #জনাব #ইকবাল #বাহার #জাহিদ #সাহেবের অনলাইন হাট, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি।
স্যারের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি, স্যার উদ্দ্যোক্তা দের
উদ্দ্যোক্তা আমাদের এ যুগের আইডল।
ভালো মানুষ, তাই, উদ্দ্যোক্তা চর্চার পাশাপাশি, ভালো মানুষ হবার চর্চা এটা যেনো একটা গল্প তৈরি করতে বেশি বেশি
বেঁচে থাকার চর্চা ------------------
হাটের নিয়ম কানুন মেনে চলবো ইনশাআল্লাহ।
এবং #গল্পে #গল্পে #সেল #করবো।
সিমি ---আমাকে ফোন করে বললো।
আংটি।
---------_আমি উদ্দ্যোক্তা হতে চাই।
আলহামদুলিল্লাহ
সাবিনা --- সিমি বলো কি তুমি তো অনেক বড় ব্যবসা করো
সিমি----জিঁ আংটি ব্যবস্হা করি তবে আপনাদের মতো
এতো শিক্ষা উন্নয়ন মূলক না আমি আপনাকে খুব ভালো
বাসি৷ আপনি আমাকে রেজিষ্টেশন করে দিবেন।
সাবিনা -- করে দিবো ইনশাআল্লাহ।
আমি ---সাবিনা সারমিন রেজিষ্ট্রেশন টিম মেম্বার।
দেখো আজ হাট বার প্রতি সপ্তাহে আননাইনে স্যার
হাট বারের ব্যবস্হা করে দিয়েছেন আমরা উদ্যোক্তারা
হাটে কেঁনা বেঁচা করছি ইনশাআল্লাহ।
এবং একটানা ৯০ দিন টানা ক্লাস করি
বিনা বেতনে।
আজ দেখো কিছু সেশন ফলো করতে হবে।
গল্পে /গল্পে /সেল /পোস্ট ও সেশন চর্চা।
🍁🍁 আজ কিছু ব্যবসায়িক কথা বলবো। নতুন আপুরা যারা বিজনেস করবেন ভাবছেন, কিনতু এখনও সিদ্ধান্তং নিতে পারছেন না কি করবেন। তাদের জন্য আশা করি খুব উপকার হবে।
🍁🍁প্রথমে আপনি ভাবেন আপনি কোন কাজটা খুব ভালো পারেন। কোন কাজটাতে আপনি খুব সাচ্ছন্দ বোধ করেন। এবং সে কাজের খরচ বাবধ সব কিছুর লেনদেন করার পর, আপনার পুজি কেমন থাকবে।
,🍁🍁কত টাকা পূঁজি আছে বা কি ধরনের সুযোগ-সুবিধা আছে তা নয়, বরং একজন উদ্যোক্তার সবচেয়ে বড় মূলধন তার নতুন কিছু করতে চাওয়ার ইচ্ছা।" আমাদের সমাজে সফল ব্যবসায়ীর তালিকায় নারীর সংখ্যা খুব একটা নেই বললেই চলে। এর পিছনে বিভিন্ন ধরনের মানুষিক, পারিবারিক এবং সামাজিক কারন সক্রিয়ভাবে কাজ করছে। তারপরেও কিছু কিছু নারী পিছপা হয়ে থাকেনি। সকল বাঁধা পেরিয়ে নিজেদেরকে সাফল্যের শিখরে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। বর্তমানে নিজেকে প্রতিষ্ঠিত করা পূর্বের তুলনায় সহজ।
🍁🍁আত্মবিশ্বাস সাফল্যের চাবিকাঠি। নারীরা স্বাভাবিক ভাবেই তাদের ক্ষমতার অপ্রতুলতার জন্য পরিচিত। তাই যে কোন জায়গায় লড়াই করার আগে নিজেকে প্রস্তুত করতে হবে আত্মবিশ্বাস সৃষ্টির মাধ্যমে। এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি নিজেকে বিশ্বাস করেন না তাহলে কেউ আপনার পণ্য বা পরিষেবাগুলিতে বিশ্বাস করবে না। বিনিয়োগকারীরা আপনার সাথে বিনিয়োগ করবে না; এমনকি আপনার অধীনস্থ কর্মীরাও আপনার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে না। আত্মবিশ্বাস ছাড়া ব্যবসার কোন ক্ষেত্রেই আপনি ইতিবাচক ফলাফল পাবেন না। বিশ্বাস করুন যে আপনার মাঝে সুপ্ত যে মেধা আছে বিশ্ব সেটাই চায়। আপনি পৃথিবীকে অনেক কিছু দিতে পারবেন যদি শুরুতেই আপনার আত্মবিশ্বাসকে বাড়াতে পারেন।
🍁🍁কেন আপনি একটি ব্যবসা শুরু করতে চান? এই প্রশ্নটি অনেকটা অপ্রত্যাশিত হতে পারে কিন্তু এটি একটি নীরব ফ্যাক্টর যা নির্ধারণ করে যে আপনি একজন উদ্যোক্তা হিসেবে সফল হবেন নাকি ব্যর্থ হবেন। বিশ্বের সবচেয়ে সফল নারী উদ্যোক্তাদের খেয়াল করুন। আপনি দেখতে পাবেন যে তাদের সব ব্যবসার জন্য একটি শক্তিশালী কারণ আছে এবং সেই কারণই তাদের ব্যবসার প্রকৃত উদ্দেশ্য।
উদ্দেশ্য যত স্পষ্ট হবে লক্ষ্য তত সুনির্দিষ্ট এবং সফল হবে।
🍁🍁ব্যবসার সাফল্য মানসিকতা ও কাজের প্রস্তুতির উপর নির্ভরশীল। সফল উদ্যোগক্তা হতে ব্যবসা নিয়ে আপনার সঠিক মানসিকতা থাকা আবশ্যক। আপনার পথ যাই হোক না কেন তার সাথে মোকাবিলা করার প্রস্তুতি থাকতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে নারীদের চলার পথ স্বভাবতই খুব কঠিন হবে তাই ভেঙ্গে পড়া যাবে না। এগিয়ে যেতে হবে সামনের দিকে।
🍁🍁ব্যবসা মানেই ঝুঁকি। সফল হওয়ার জন্য শুরুতে আপনাকে অবশ্যই ব্যর্থ হতে হবে। সবচেয়ে সফল ব্যবসায়ী নারীরা প্রত্যেকেই ব্যর্থতার মুখোমুখি হয়েছে। তাই যদি আপনি এমন কয়েকজন নারীর মধ্যে থাকতে চান তাহলে যা কিছু ঘটবে সেগুলোকে সফলতার প্রক্রিয়ার অংশ হিসাবে আপনাকে অবশ্যই ব্যর্থতাগুলোকে স্বীকার করতে হবে।
🍁🍁একটি ব্যবসা শুরু করুন মনে সাহস নিয়ে অনেকেই নিজেকে উচ্চ পর্যায়ের সফল নারীদের মত দেখতে চায় কিন্তু বেশির ভাগই উদ্যোক্তা হতে ভয় পায় তাই কোন পদক্ষেপ নিতে চায় না। আপনি শুধু স্বপ্ন দেখার মাধ্যমে সফল নারী উদ্যোক্তা হতে পারবেন না, সেখানে যেতে আপনাকে কিছু শুরু করতে হবে। রিসোর্সের অভাব আপনাকে থামাতে পারবে না যদি আপনি সামনে অগ্রসর হতে চান।
🍁🍁মনে রাখবেন কেউ আপনাকে আপনার ব্যাবসায় সাহায্য করবে না অন্য একজন উদ্যোক্তা তো নাই।কারন আপনি যার কাছে সাহায্য চাইবেন সে তার নিজ দক্ষতায় একজন উদ্যোক্তা হয়েছে সে যদি তার দক্ষতা আপনাকে বলে দেয় তাহলে সে তার প্রতিভা কিভাবে কাজে লাগাবে। তাই কখোনই অন্য একজন উদ্যোক্তার কাছে সাহায্য না চেয়ে আপনি নিজেই আপনার সিদ্ধান্তকে স্বাগতম জানিয়ে কাজে নেমে পড়ুন। এতে করে যার কাছে সাহায্য চাইবেন সেও লজ্জাই পরবে না আর আপনিও আপনার সুপ্ত মেধা কাজে লাগাতে পারবেন। প্রয়োজন হলে নিজের দক্ষতাকে বাড়ানোর জন্য বিভিন্ন রিসোর্স থেকে কাজ শিখুন, অভিজ্ঞতা বাড়ান।
🍁🍁আপনি আপনার ব্যবসা কতটা ভাল জানেন? আপনি কেন আপনার ব্যবসা নিয়ে এত উৎসাহী? আপনার ব্যবসা সমাজকে কি কি ইতিবাচক ফল দিচ্ছে?” -এই ব্যাপারগুলো আপনি কিভাবে বিনিয়োগকারী অথবা অন্য ব্যবসায়ীকে বোঝাবেন তা নিয়ে কাজ করুন। চলার পথ সহজ করার জন্য আপনার ব্যবসাকে বুঝুন এবং সুস্পষ্টভাবে ব্যাখ্যা করুন।
🍁🍁আপনার ব্যবসার সফলতার মৌলিক মাধ্যম হল গ্রাহক শ্রেণী। তারা কি চায়, কিভাবে চায় তা আপনাকেই দেখতে হবে। কারন তারাই একটি ব্যবসার মিশন ও ভীষণকে পরিপূর্ণ করতে সহযোগিতা করে।
🍁🍁ব্যবসার জন্য উপরের প্রতিটি বিষয়ই আপনাকে নিয়মিত চর্চা করতে হবে। তাই প্রতিটি প্রক্রিয়া যেন সঠিক উপায়ে সঠিক সময়ে পরিচালিত হয় তার দিকে খেয়াল রাখতে হবে। প্রক্রিয়ার ভিত্তি যত মজবুত হবে কাজের উৎকর্ষতা তত বাড়াতে হয়।
সাবিনা --- কেমন লাগলো ক্লাস।
সিমি --- খুব ভালো অনেক কিছু শিখতে পারলাম।
ধন্যবাদ আপনাকে আংটি এতো সুন্দর প্লাটফর্ম এ
আমাকে যুক্ত করেছেন।
আমার প্রতিষ্ঠান এর পেজে ঘুরে আসবেন -------
https://www.facebook.com/SabinaBoutiqueHouse/
কুষ্টিয়া জেলার মেয়ে।
কাজ করছি মেয়েদের পণ্য সামগ্রী নিয়ে।
আমার প্রতিষ্ঠান--
#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন এর
থেকে, অনলাইন হাট বার এর #বিক্রয় # পোস্ট
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬০৫**
Date:- ২৪/০৮/২০২১
আমি --সাবিনা সারমিন
সাবিনা বুটিক হাউজে ওনার
অষ্টম ---- ব্যাচ
রেজিষ্ট্রেশন নাম্বার --৬০২১
কুষ্টিয়া খোকশা উপজেলা এম্বাসেডর
রেজিষ্ট্রেশন টিম মেম্বার।
কমেনিটি ভলেন্টিয়ার।
৬৪ জেলার রক্তের ফেরিওয়ালা