ছোট ছোট সম্পর্ক গুলো একসময় জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসে, যা হয়তো আপনি কোনদিন কল্পনাও করেননি।
আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
গল্পে গল্পে সেল পোস্ট
লাখোকোটি শুকরিয়া আদায় করতেছি মহান সৃষ্টিকর্তার নিকট যিনি আমাদেরকে এখনো এই মহামারীতেও সুস্থ রেখেছেন। সবাই নিরাপদে থাকুন মাস্ক পরুন।
ছোট ছোট সম্পর্ক গুলো একসময় জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসে, যা হয়তো আপনি কোনদিন কল্পনাও করেননি। তার জন্য প্রয়োজন সততা ও লেগে থাকা, এটা শুধু অর্থনৈতিক সততা নয়, সম্পর্কের সততা ও কমিটমেন্ট।
ইকবাল বাহার জাহিদ স্যার
প্রথমেই অনেক অনেক দোয়া কৃতজ্ঞতা জানায় প্রাণপ্রিয় মেনটর""ইকবাল বাহার জাহিদ""স্যারের প্রতি যিনি আমাদেরকে এত বিশাল একটা পরিবার সারা বাংলাদেশ ৬৪ জেলা প্রায় ৫৫টি দেশের প্রায় ৬লাখ সদস্যের সাথে যুক্ত করে দিয়ে #নিজের বলার মত গল্প ফাউন্ডেশন "" গঠন করে দিয়েছেন। আমাদের দিয়েছেন ৬লাখ রেডিমেড ক্রেতা। যাদের কাছে কাছ থেকে আমরা নিরদ্বিধায় নিশ্চিন্তে মনে ক্রয় বিক্রয় করতেছি।
স্যারের এই ২২তন সেশন ছিল আমার জন্য অনেক অনেক বেশি অনুপ্রেরনার। যে সেশনের জন্য সাহস করে দোকান নেওয়ার সিন্ধান্ত নিয়েছিলাম।কারন তখন আমার এনআরবি কাতার পরিবারে প্রায় ১০০০+ মেম্বার ছিল। আমি চিন্তা করছিলাম অন্তত এই পরিবারের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারলে এবং নিজেকে ব্রান্ডিং করতে পারলে ইনশাআল্লাহ ব্যবসায়ে কখনো ঠেকবনা কারন আমার এত বিশাল একটা ভালমানুষের পরিবার আছে।
স্যার আমাদেরকে এত বড় প্লাটফর্ম গঠন করে দিয়েছেন রেডিমেড কাস্টমার দিয়েছেন এখন কাজ হচ্ছে আমাদের আমরা আমাদেরকে কিভাবে ব্রান্ডিং করতে পারতেছি তার উপর নির্ভর করবে আমাদের সেল।
জুলাই মাসে রেজিষ্ট্রেশন করে জানুয়ারিতে আমি দোকান নিই। তার আগে স্যারের শেসন গুলো শিখেছি চর্চা করেছি। জানুয়ারিতে দোকান দেওয়ার পর আস্তে আস্তে আমার এনআরবি কাতার পরিবারের সাথে সময় দিতে লাগলাম। করোনার কারনে অফলাইন মিটআপ না হওয়াতে অনলাইনে পরিবারের সাথে যুক্ত হয়ে মোটামুটি সবার সাথে পরিচিত হয়ে উঠলাম।
কাতারে করোনা পরিস্থিতিতি মোটামুটি আয়ত্ত আসার পর আমরা অনলাইন মিটআপ করতে লাগলাম এবং আমি এগুলোতে যুক্ত হয়ে নিজে ব্রান্ডিং করতে চেষ্টা করলাম। #আগেই বলেছিলাম আমার এনআরবি কাতার পরিবার আমাকে অনেক সহযোগিতা করে।
মিটআপে যখন আমি আমার দোকানের কথা সবার সামনে তুলে ধরলাম আলহামদুলিল্লাহ সবাই এত উৎসাহ দেখালো কল্পনার বাইরে। সবাই এক কথায় বলল এখন থেকে দেশে যাওয়ার সমস্ত মার্কেটিং আনিস ভাইয়ের দোকান থেকেই করব। সেদিন এত খুশি লাগছিল কল্পনার বাইরে।
আরো খুশি বাড়তে লাগল যখন দেখলাম পরিবারের সদস্যরা জাস্ট আমার সাথে দেখা করতে এসে আমার দোকান দেখতে এসে কিছু না কিছু কিনে নিয়ে যাচ্ছিল(তখন শুধু মনে মনে স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছিলাম এরকম একটা পরিবার গঠন করে দেওয়ার জন্য আমাদেরকে)।
প্রথম আসল আমাদের কাতার কান্ট্রি এম্বাসাডর Abdul Motaleb ভাই উনার সাথে আরো ২জন। কথাবার্তার পর ভাইয়ের সাথে থাকা ২জনের বাচ্চার জন্য জুতা পছন্দ করে ফেলল।
অথীতিঃভাই আপনার সাথে পরিচিত হয়ে আপনার দোকানে এসেত ভাল হল আমার ছেলের জন্য এই জুতা গুলো দেন।
আমিঃ অবশ্যই অবশ্যই ভাই। ভাই ২জোড়া জুতা নিল আলহামদুলিল্লাহ। পরে আবার আসবে বলছে।
আমাদের মডারেটর কোরভলেন্টিয়ার প্রিয় ভালবাসার শ্রদ্ধেয় বড় ভাইয়া MD Showkat Ali ভাইয়া কল করে আমার সাথে দেখা করতে আসতেছে বলল।ভাইয়া আসল আলহামদুলিল্লাহ দোকান দেখে মাশাআল্লাহ বলল। ভাইয়ার সাথে কথাবার্তা বলে চা নাস্তা খেয়ে ভাইয়ার যাওয়ার টাইমে....
ভাইয়াঃ দোকানে আসছি প্রথম ভাইয়ের খালি হাতে কেমনে যায়
আমিঃ বললাম ভাইয়া সমস্যা নাই
ভাইয়াঃ না ভাইয়া কোনমতেবখালি হাতে যাবেনা।
ভাইয়া নিতে নিতে প্রায় ২৫০০ টাকার জিনিস নিয়ে ফেলল। ভাইয়াকে শুকরিয়া জানালাম।(আর মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলাম প্রিয় মেন্টরের প্রতি এরকম একটা পরিবার গঠন করে দেওয়ার জন্য)
ভালোবাসার প্রিয় বড়ভাই কাতার এম্বাসাডর এবং মডারেটর Iqbal Hossain ভাইয়া দেশে যাবে তাই দোকানে আসল আরো ৪/৫ জন কে নিয়ে।
আলহামদুলিল্লাহ ভাইয়া প্রায় ১৫০০০ টাকার জিনিস নিল। বাকি জিনিস পরে এসে আবার নিবে বলছে।
এখন প্রায় সময় আমার এনআরবি কাতার পরিবারের সদস্যরা এসে আমার দোকান থেকে নিত্য প্রয়োজনীয়(জুতা,ক্রিম ইত্যাদি) আইটেম কিনে নিয়ে যায়।
প্রানপ্রিয় স্যারের জন্য আবারও অনেক অনেক দোয়া ভালবাসা কৃতজ্ঞতা এমন একটা পরিবার "" নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন"" গঠন করে দিয়েছেন যার মাধ্যমে নিজের স্বপ্ন শুরু করলাম সেই পরিবারের সদস্যরা স্বপ্ন পূরন করতে সহযোগিতা করে দিচ্ছে। স্যারের শিক্ষায় সামনের দিকে এগিয়ে আমিও"""নিজের বলার মত একটা গল্প"" তৈরী করতে পারব ইনশাআল্লাহ।
নিজে যত ব্রান্ডিং করতে পারবেন নিজের উদ্যেগের সফলতার জন্য ততবেশি লাভবান হবেন। কারন এখানে আমরা সবাই ভালোমানুষ।
এখানে "" আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা """"
তাই নতুনদের বলব নিজেকে ব্রান্ডিং এর জন্য সফলতা পাওয়ার সবসময় জন্য আমাদের স্যারআএর ৯০ দিনের সেশন করুন,অনলাইন /অফলাইন মিটআপে উপস্থিত থাকুন, বেশি বেশি পোস্ট লিখুন সবার পোস্টে বেশি বেশি লাইক কমেন্ট করুন প্রিয় প্লাটফর্মের সাথে লেগে থাকুন ইনশাআল্লাহ সফলতা অনিবার্য। আমি তার প্রমান।
আলহামদুলিল্লাহ দোহা কাতারে আমার ২টা দোকান। এই পরিবারের যত আত্মীয় স্বজন দোহা কাতারে আছে সবাইকে বলতে পারবেন আমার দোকান থেকে নিশ্চিন্তে নির্দ্ধিধায় দেশে যাওয়ার সব আইটেম (কম্বল, লাগেজ,জুতা,কসমেটিকস, ঘড়ি,ইলেকট্রনিকস আইটেম,মেকাপসেট ইত্যাদি) সাশ্রয় মূল্যে মানসম্পন্ন জিনিস পাবে ইনশাআল্লাহ কারন আমাদের স্যারের শিক্ষা
আমার দোকানে কাতার প্রবাসী সবাই সাধরে আমন্ত্রিত। আমার পেইজও আছে একটা আলহামদুলিল্লাহ।
আমার দোকান
Bangladesh trading centre (shope no-117)
Tata new store (shope no-113)
Al atihya market
Industrial area, street no-18
Doha Qatar
পেইজ-ঃhttps://www.facebook.com/AR-collection-Mart-108522028150527/
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬০৫
Date:- ২৪/০৮/২০২১
আনিছুল আযম
কমিউনিটি ভলেন্টিয়ার
ব্যাচ-১১
রেজিষ্ট্রেশন নং-২১০২১
চান্দগাঁও চট্টগ্রাম
এনআরবি কাতার