এই সুন্দর একটা মানুষের কারণে, কথায় অনেক মোটিভেট হতে শুরু করলাম, আমি নিজেকে বদলে ফেলার চেষ্টা শুরু করি।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
আশাকরি সকলে ভালো আছেন
আজ আমি নিজেকে নিয়ে কিছু লিখছি,
আমি মোঃ রাসেল খান
ভালোবাসার গ্রুপ নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের একজন গর্বিত সদস্য।
আমি নিম্নমধ্যবিত্ত ফ্যামিলির একটি বড় ছেলে সন্তান, আমার ছোটবেলা বড় ছেলে হিসেবে সবার আদরের ছিলাম আমি সবাই আমাকে খুব আদর করত মা-বাবা দাদা দাদি নানা নানি সকলকে দেখেছি আমি সকলের প্রচুর আদর স্নেহ ভালোবাসা পেয়েছি আমি।
আমার ছোটবেলার লেখাপড়া খুব ভালোই চলছিল হাটি হাটি পাপা করে প্রাইমারি, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, আমি ছাত্র হিসেবে অনেক ভালো ছিলাম না অনেক খারাপ ও ছিলাম না মধ্যম অবস্থানে ছিলাম আমি। এইচএসসি কম্পিলিট করে, ভাবতে লাগলাম কিছু করব অনেক চেষ্টার পরে নিজ থানা শহরে ছোট্ট একটি দোকান করলাম, ব্যবসা করার বেসিক কোন শিক্ষাই আমার ছিলনা, শুধু সবাই করতেছে, ভালো করতেছে, আমার ও কিছু করতে হবে, আমিও করবো, সেইখান থেকে দোকান দেয়া, মূলধন সংকীর্ণ থাকায় ব্যবসা কন্টিনিউ করা হলো না।
তারপরে কি করব বাবা ছিলেন প্রবাসী বাবার সাথে আলাপ করলাম বাবা কি করবো কি করতে পারি বললাম প্রবাস আসবো কিনা, বাবা বল্লো তোর যা ভাল মনে হয়, তো মনে হল সকলে প্রবাসে যায়, ভালো করে আমিও গেলে ভালো করব। আমার কোনো কাজই জানা ছিল না, তো প্রবাসে আসার পরে বাস্তব জীবনের সম্মুখীন হলাম, শুরু হল জীবন যুদ্ধ, আত্মীয়-স্বজনদের কাছে কিছুদিন বেশ ভালোই কাটলো, কিন্তু আমাকে যে কাজ করতে হবে আত্মীয়স্বজনের কাছে থাকলে তো হবে না।
বেশ উত্থান পতন এর মধ্য দিয়ে প্রবাস জীবন চলছে আমার, দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পরিবার পরিজন ছেড়ে সুদূর প্রবাসে, সারাক্ষণ দুশ্চিন্তা, আসলে প্রবাসীদের মোবাইলটা একটা বড় বন্ধু, এই মোবাইল আমাকে আজ আমার জীবনের গল্প, শেয়ার করার সুযোগ করে দিয়েছে।
ইউটিউব নামক সোশ্যাল প্ল্যাটফর্মে ঘুরতে ঘুরতে ছোট্ট একটা ভিডিও আমার সামনে পড়ে ইকবাল বাহার জাহিদ স্যারের বেশ মনোযোগ সহকারে শুনলাম একটার পর দুইটা দুইটার পর তিনটা এরকমের যত ভিডিও সামনে আসে, যখনি আসে তখনই দেখতাম।
এরপরে প্ল্যাটফর্মৈ এর বিভিন্ন তথ্য পেয়ে প্লাটফর্মে জয়েন হওয়া 11 তম ব্যাচের রেজিস্ট্রেশন করা কিছু ভালো মানুষের সন্ধান পেলাম এই সুন্দর একটা মানুষের কারণে তাদের কথায় অনেক মোটিভেট হতে শুরু করলাম আমি নিজেকে বদলে ফেলার চেষ্টা শুরু করি, এরপর থেকে ভাবনা শুরু হল আমার কি করা উচিৎ আমি কি করছি। প্রবাসের ব্যর্থ গল্প না হয়, নাই বললাম।
এক বুক স্বপ্ন নিয়ে এই প্রবাসে আশা, পরিবারের পাশে থাকবো, অসহায় গরীব দুঃখীর পাশে থাকবো, আত্মীয়-স্বজনের পাশে থাকবো, সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখবো, এই যে কিছু চিন্তা নিজের মনের মধ্যে ছিলো স্যারের সাথে অনেকটাই মিলে গেলো, ভালো মানুষ হওয়ার জন্য স্যার যা যা শিখিয়ে যাচ্ছেন, তার কিছু কিছু পরিকল্পনা তো আমার মনের মধ্যেও আছে।
এইসব ভালো কাজ করার স্বপ্ন নিয়ে প্রবাসে আশা চেষ্টা করে যাচ্ছি, আমরা যারা প্রবাসে আছি যে যাই বলি না কেন আমাদের একটা মূল লক্ষ্য থাকে আমাদের আর্থিক মুক্তির, আর্থিক মুক্তি পেলে আমি মনে করি প্রবাসীরা সবাই ভালো মনের মানুষ অল্প কিছু সংখ্যক মানুষ ছাড়া সবাই মানুষের বিপদে-আপদে এগিয়ে আসেন।
আলহামদুলিল্লাহ আর্থিক মুক্তির জায়গায় আমি ব্যর্থ, আমি ব্যথিত প্রবাসী, সকলের কাছে দোয়ার আবদার জানাই, আমিও সকলের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের নেক আশা পূরণ করুক।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬২১
Date:- ১৫/০৯/২০২১
মোঃ রাসেল খান
ব্যাচ নং ১১
রেজিস্ট্রেশন নং ২০৩৭০
নিজ জেলা ঝালকাঠি, বরিশাল
বর্তমান অবস্থান সৌদি আরব রিয়াদ