গড়ে উঠবে বেকার মুক্ত সমাজ ও দেশ
গল্পে........ গল্পে........সেল........ পোস্ট
শাহাবুদ্দীন ভাই , হাফিজ ভাই, ও হাফিজ ভাই , আমার কথা শুনতে পাচ্ছেন ।
হাফিজ , পিছন দিকে তাকিয়ে দেখি, শাহাবুদ্দীন ভাই আমাকে ডাকছেন ,কি যেন বলবেন ।আমি উনার ডাক শুনে থেমে গেলাম এবং শাহাবুদ্দীন ভাইকে বললাম,আপনি আমাকে কিছু বলবেন প্রিয় ভাই ।
শাহাবুদ্দীন ,জী হাফিজ ভাই আপনার সাথে আমার অনেক কথা আছে । আপনার সাথে সামনা সামনি কোন দিন দেখা হয় নাই ।সব সময় টেলিফোনে কথা হয়েছে ।আজ আপনাকে পেয়ে আমি খুব খুশি হয়েছি ।
হাফিজ ,কেন ভাই?
শাহাবুদ্দীন , আমি শুনতে পেলাম বা জানতে পারলাম ,আপনি সৌদি আরব থেকে একটা কোম্পানি বাংলাদেশে তৈরি করেছেন ।আপনার কোম্পানীর নাম প্রবাস বাংলা এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ।
হাফিজ, জী শাহাবুদ্দীন ভাই ,আপনি যা শুনেছেন, সত্য শুনেছেন ।আমি সৌদি আরব থেকে বাংলাদেশে একটি কোম্পানি তৈরি করেছি ।
শাহাবুদ্দীন ,এটা কি করে সম্ভব ?
হাফিজ, জী শাহাবুদ্দীন ভাই ইচ্ছে থাকলে সব কিছু সম্ভব । মানুষের অসাধ্যর বাহিরে কিছুই নাই । মানুষ আজ কাল সব কিছু হাতের মুঠোয় নিয়ে এসেছেন । যা কল্পনার বাইরে ।
শাহাবুদ্দীন ,আমরা দেশ থেকে কোন কিছু তৈরি করতে পারি না । আপনি সৌদি আরব থেকে কোম্পানী তৈরি করেছেন । আপনাকে কি বলে ধন্যবাদ দিব হাফিজ ভাই । আপনার জন্য এবং আপনার প্রতিষ্ঠানের জন্য দোয়া ও শুভকামনা রইল ।
হাফিজ ,আপনি ইচ্ছে করলে যে কোন প্রতিষ্ঠান তৈরি করতে পারেন ।
শাহাবুদ্দীন , কি করে ?
হাফিজ, আমাদের নাটোর জেলায় ,আম জাম , কলা, লিচু,ঘি মধু, খেজুরের গুড়, অনেক কিছু পাওয়া যায় ,আপনি সে গুলো নিয়ে ব্যাবসা শুরু করতে পারেন ।
শাহাবুদ্দীন, কি ভাবে শুরু করবো ভাই ?
হাফিজ ,আচ্ছা আপনাকে তাহলে আমি বলছি ,যে সমস্ত ভাইয়া আপুদের আম , লিচুর বাগান আছে , তাদের কাছ থেকে আম, লিচু,অল্প দামে কিনে , অন্য জেলায় জেলায় বেশি দামে বিক্রি করতে পারেন ।
শাহাবুদ্দীন ,কি ভাবে, আমাকে একটু বিস্তারিত খুলে বলেন ভাইয়া । আপনার কথা শুনে , আমার আম লিচুর ব্যাবসা করতে ইচ্ছে করছে ভাইয়া ।
হাফিজ, তাহলে শুনেন, আমাদের এলাকায় যে সমস্ত ভাইয়া আপুদের আম, লিচুর বাগান আছে , তাদের কাছে যাবেন এবং বলবেন ,আমি আম লিচুর ব্যাবসা শুরু করেছি ।আপনারা আমার কাছে আম লিচু বিক্রয় করতে পারেন ।আমি ন্যায্য মূল্য দিব ,ঠকাবো না । এই ভাবে এলাকার ,আসে পাশের গ্ৰামের ,সবার বাড়িতে বাড়িতে যাবেন, ইনশাআল্লাহ আম লিচু পেয়ে যাবেন ।
শাহাবুদ্দীন, ও আচ্ছা এখন আমি বুঝতে পেরেছি । আচ্ছা ,আম লিচু পেয়ে গেলাম, কিন্তু কোথায় বিক্রি করবো এবং কার কাছে বিক্রি করবো , কিছুই তো আমার জানা নেই ।
হাফিজ, ও আপনাকে তো কিছু বলাই হয়নি ,আপনি আম লিচু কোথায় বিক্রি করবেন ।
শাহাবুদ্দীন, কোথায় ভাইয়া?
হাফিজ, আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ,অন লাইন হাট আছে ।প্রতি মঙ্গল বার সাকাল ৯ থেকে রাত ৯ টা পর্যন্ত ,এক টানা ১২ ঘন্টা এই হাট চলে । কোন বিরতি নাই । আপনি এই গরুপের সদস্য হয়ে , এই অন লাইন হাটে ,আম লিচু বিক্রয় করতে পারেন ।
শাহাবুদ্দীন ,এটা আবার কিসের হাট , কিসের গুরুপ ?
হাফিজ , নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সরকার অনুমোদিত গুরুপ । পৃথিবীতে যেহেতু কোরনা মহামারী চলছে, মানুষ গ্ৰামের বা পাশের গ্ৰামের হাটে যেতে পারে না । তাই আমাদের স্যার অন লাইন হাট তৈরি করেছেন । আমরা যেন , এই হাটে সব কিছু বিক্রয় করতে পারি ।অন লাইন হাট বলতে , মোবাইলের মাধ্যমে , ভাইয়া আপুদের সাথে কথা বলে ,প্রডাক্ট বিক্রি করা এবং কেনা কাটা ।
শাহাবুদ্দীন, ও আচ্ছা এখন বুঝতে পেরেছি ।
হাফিজ ,আপনাকে আমি বলতে ভুলে গেছি , নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের অন লাইন হাট কে তৈরি করেছেন জানেন ।
শাহাবুদ্দীন, আমি তো জানিনা ভাইয়া ।
হাফিজ, আমাদের সবার প্রিয় মেন্টর শিক্ষক,উদ্যোক্তা তৈরি করার কারিগর, আমাদের সবার আইডল,সবার চোখের মণি, তরুণ প্রজন্মের আইকন, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ইকবাল বাহার জাহিদ স্যার ।
শাহাবুদ্দীন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ , শুনে খুব খুশি হলাম ভাই । এতো সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন ।
শাহাবুদ্দীন ভাই আমার কথা শুনে মনে প্রানে বিশ্বাস করে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের গর্বিত সদস্য হয়ে গেলেন ।স্বপ্ন দেখতে শুরু করলেন একজন ভালো মানুষ হওয়ার এবং একজন উদ্যোক্তা হওয়ার ।
আচ্ছা হাফিজ ভাই ,আমি আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন অন লাইন হাটে আম লিচু বিক্রয় করলাম । অনেক কাস্টোমার আমার কাছ থেকে হোম ডেলিভারি নিতে চাইবে ।আমি কি ভাবে কাস্টোমারের কাছে আম লিচু পাঠিয়ে দিব ।
হাফিজ ,আপনি আমার কোম্পানীর কথা ভূলে গেছেন । আমার কোম্পানী হোম ডেলিভারি নিয়ে কাজ করেন । আপনার যত আম লিচু আছে ,আমার কোম্পানীর মাধ্যমে হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো প্রিয় ভাই ।
শাহাবুদ্দীন,আমি এখন আম লিচু নিয়ে ব্যাবসা করবো এবং আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে হোম ডেলিভারি করাবো ভাইয়া । আমার জন্য দোয়া করবেন , আমি যেন , একজন উদ্যোক্তা হতে পারি এবং একজন ভালো মানুষ হতে পারি ।
হাফিজ, ধন্যবাদ প্রিয় ভাই , আপনি আম লিচু নিয়ে ব্যাবসা করবেন এবং আমার প্রতিষ্ঠানের মাধ্যমে হোম ডেলিভারি করাবেন। এই কথা শুনে আমি খুব খুশি হলাম প্রিয় ভাই । আপনার পাশে আমি সব সময় আছি এবং থাকবো প্রিয় ভাই ।
শাহাবুদ্দীন ,আচ্ছা হাফিজ ভাই ,আমি লোকদের মুখে শুনতে পেলাম, হোম ডেলিভারি যে সমস্ত প্রতিষ্ঠান করেন ,তারা ঠিক মতো হোম ডেলিভারি করেন না এবং হোম ডেলিভারি দেওয়ার পর,কাস্টোমারের টাকা দেন না । এই কথা কি সত্যি ভাইয়া ।
হাফিজ, জী প্রিয় ভাই , কিছুটা সত্য । অনেক কোম্পানী এমন করে থাকেন । যে সমস্ত কোম্পানী এমন করে থাকেন , তাদের ব্যাবসা বেশি দিন স্থায়ী হয় না । কয়েক দিন চলার পর বন্ধ হয়ে যায় ।আর যে সমস্ত কোম্পানী ,কাস্টোমারের সাথে এমন করে না , তাদের কোম্পানী স্থায়ি হয়ে যায় । তার পরেও সবার মন মানসিকতা এক নয় । কারো ব্যাবসা,কেউ নষ্ট করতে চাই না । যত টুকু পারে , সুন্দর সেবা দেয়ার চেষ্টা করেন ।
শাহাবুদ্দীন , ঠিক আছে ভাইয়া, আমি এখন থেকে আপনার কোম্পানীর মাধ্যমে হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।
হাফিজ, শাহাবুদ্দীন ভাই এই বছর ২৭ লক্ষ্য টাকার আম লিচু সেল করেছেন , আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সদস্যদের কাছে । বিনা খরচে , সামান্য পুঁজিতে । কাউকে এক টাকা চাঁদা দিতে হয়নি । তাছাড়া আম গুলো ছিল, ফরমালিন মুক্ত । আমাদের গুরুপে তার অনেক পরিচিত ছিল , মার্কেটিং ভালো ছিল এবং সবার সাথে সম্পর্ক ভালো ছিল , সকল দিক থেকে তার নেটওয়ার্ক ছিল খুব ভালো ।
আমাদের স্যার বলেন ,
যাকে চিনেন , তার কাছে কিনেন ।
স্যার আরো বলেন, কাস্টোমারের সাথে আপনাদের সম্পর্ক এবং নেটওয়ার্কার যত বেশি হবে,তত আপনাদের প্রডাক্ট সেল হবে । তাছাড়া স্যার আরো বলেন, আপনাদের সৎ এবং ভালো মানুষ হতে হবে । তবেই আপনাদের প্রডাক্ট তারাতাড়ি সেল হবে । এই ভাবে শুরু হলো শাহাবুদ্দীন ভাইয়ের আম লিচুর ব্যাবসা । তার গুড়ে দাঁড়ানোর গল্প । হয়ে উঠলেন সফল উদ্যোক্তা ।অল্প দিনের মধ্যে তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়লো ।বাবা মা ভাই বোনদের কাছে হয়ে উঠলেন , আদর্শ ছেলে হিসেবে । তার বাবা মা ভাই বোনদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়লো ।
শাহাবুদ্দীন ভাইয়ের দেখা দেখি অনেকেই আম লিচুর ব্যাবসা শুরু করে দিয়েছেন । অনেকেই উপকৃত হয়েছেন , এই গুরুপে জয়েন্ট হয়েছেন অনেকেই । অনেকে ফিরে পেয়েছেন নতুন জীবন । বেকার মুক্ত সমাজ গড়ে তুলেছেন । পেয়েছেন সমাজের কাছে সম্মান ভালো বাসা ।
স্যার আরো বলেন ,
মানুষ প্রডাক্ট কিনেনা ,কিনে বিশ্বাস ।
শাহাবুদ্দীন , আচ্ছা হাফিজ ভাই ,আপনি একজন প্রবাসী । আমি জানি,আপনি ভালো বেতন পান ।আপনি কেন , এই প্রতিষ্ঠান তৈরি করলেন ।কি দরকার ছিল, টাকা পয়সা নষ্ট করার ।আপনি দেশে আসার পর ,যে কোন প্রতিষ্ঠান তৈরি করতে পারতেন ।
হাফিজ , আমাদের স্যার , একদিন প্রবাসীদের উদ্দেশ্য বলেছিলেন, আপনারা যারা প্রবাসী ,আপনারা দেশে একেবারে আসার আগে , দেশে যে কোন প্রতিষ্ঠান তৈরি করে,তার পর দেশে একেবারে চলে আসবেন । আপনি একা না পারলে , কাউকে পার্টনার নিয়ে দেশে , প্রতিষ্ঠান তৈরি করবেন । কোম্পানীতে যখন লাভ হওয়া শুরু করবে , তখন দেশে আসার চেষ্টা করবেন ।
স্যারের এই কথা বুকে ধারণ করে,পালন করে , দেশে আমার ভাতিজাকে সাথে নিয়ে , তৈরি করেছি ৩ টি প্রতিষ্ঠান । যেমন
নাম্বার ঃ
১ । আই সি টি কম্পিউটার ফার্ম
২ । স্মার্ট ফার্নিচার ফেক্টোরী
৩ । প্রবাস বাংলা এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস ।
এই সমস্ত প্রতিষ্ঠান তৈরি করতে সক্ষম হয়েছি , নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সদস্য হতে পেরে ।আজ যদি আমি , নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সদস্য হতে না পারতাম , তাহলে এই সমস্ত প্রতিষ্ঠান তৈরি করতে পারতাম না বা কখনো সম্ভব হতো না ।
প্রবাস থেকে আমি একা প্রতিষ্ঠান তৈরি করি নাই । আমার মতো হাজার হাজার ভাই বোন মিলে , দেশের বেকার ভাই বোনদের কে নিয়ে অনেক প্রতিষ্ঠান তৈরি করেছেন । তাছাড়া প্রবাসে ও অনেক প্রতিষ্ঠান তৈরি করেছেন ।
যেমন ঃ
১। সি এম হাসান ভাই ( TRADE MARK LTD)
২। মাহাবুব হাসান ভাই ( IMAM TRADE MARK )
৩। মুন্না ভাই ( MAKSA LTD )
৪। মোস্তাক আহমেদ মৃধা ভাই ( PROJON ) কুরিয়ার লিঃ
আরো নাম নাজানা অনেক কোম্পানি আছে । এই গুরুপের সাথে লেগে থাকার কারনে এই সমস্ত প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছেন । আরো অনেক ভাই বোন , নতুন প্রতিষ্ঠান তৈরি করার পরিকল্পনা করছেন , এবং অনেক প্রতিষ্ঠান উদ্ধোধন হওয়ার অপেক্ষায় আছেন । স্যার পুরাপুরি সুস্থ্য হয়ে উঠলেই এই সমস্ত প্রতিষ্ঠান উদ্ধোধন হবে ইনশাআল্লাহ ।
স্যার আমাদেরকে হাতে কলমে যে ভাবে শিক্ষা দিয়ে যাচ্ছেন, উদ্যোক্তা তৈরি করার জন্য ।আমাদের দেশে আরো হাজার হাজার নতুন উদ্যোক্তা তৈরি হবে । গড়ে উঠবে বেকার মুক্ত সমাজ ও দেশ । থাকবেনা বাংলাদেশের দামাল ছেলেরা বেকার । থাকবেনা , কোন বাবা মায়ের বেকার সন্তান । থাকবেনা বেকার নামের অভিশাপ । সবার ঘরে ঘরে ,উদ্যোক্তা তৈরি হবে । হয়ে উঠবে সোনার বাংলা দেশ । সোনার সন্তান ।
আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সদস্য হয়ে , একজন উদ্যোক্তা হয়েছি ,তা নয় ।আমি হতে পেরেছি একজন ভালো মানুষ । হতে পেরেছি একজন আদর্শ শিক্ষকের আদর্শ ছাত্র । হতে পেরেছি একজন ভলেন্টিয়ার ,দেশ গড়ার কারিগর । হতে পেরেছি একজন রেমিটেন্স যুদ্ধা, হতে পেরেছি একজন স্যারের দেওয়া অক্সিজেন ।
এই গুরুপে সব সময় ভালো মানুষের চর্চা হয় , এখানে কোন নেগেটিপ আলোচনা হয় না ।সবাই সবাইকে সম্মান দিয়ে চলিবা থাকি ,কারো সমস্যা হলে,সাহায্যর হাত বাড়িয়ে দেয়, নতুন সদস্য এবং পুরাতন সদস্যর ভেদাভেদ নাই ।সবাই এক সাথে মিলে মিশে গুরুপের জন্য কাজ করি । আমরা যারা পুরাতন , নতুনদের কে শিখানোর জন্য চেষ্টা করি ।
নতুনদের কে উদ্দেশ্য করে বলছি আপনারা যারা নতুন ,স্যারের ৯০ দিনের সেশন পোস্ট পড়ুন এবং দেখুন ,যারা সিনিয়র বড় ভাই বোন আছেন, তাদের সাথে মিশুন , তাদের কাছে শিখুন । ইনশাআল্লাহ আপনারা একদিন ভালো মানুষ এবং সফল উদ্যোক্তা হতে পারবেন ।
গল্পের লিখার শুরুতে যার নাম উল্লেখ করেছি । উনার নাম ঃ
মোঃ শাহাবুদ্দীন ভাই
ব্যাচ নং। ঃ ৫
রেজিঃ নং ঃ ২৩০৩
কেম্পাস এম্বাসেডর ঃ ইউরিপিয়ান ইনভারসিটি অফ বাংলাদেশ ।
রেজিঃ টিম মেম্বার ।
জেলা ঃ নাটোর
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের গর্বিত সদস্য ।
অনার ঃ বনলতা
নাটোর জেলার একজন গর্বিত সন্তান ।
পরিশেষে স্যারের সুস্থ্যস্থা কামনা করে, সম্মানিত মডারেটর কোর ভলেন্টিয়ার এবং অন্যান্য কাজে দায়িত্বে আছেন ভাইয়া আপুদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার লেখা শেষ করলাম ।
আমি একজন রেমিটেন্স যুদ্ধা
স্যারের দেওয়া অক্সিজেন
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের গর্বিত সদস্য ।
ফাউন্ডার ঃ প্রবাস বাংলা এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ।
আমার কোম্পানী হোম ডেলিভারি নিয়ে কাজ করেন ।
আমার কোম্পানীর সাথে যোগাযোগের ঠিকানা ঃ ফোন নাম্বার ঃ
ঢাকা অফিস ঃ 01568200758/01752122464
আমার কোম্পানীর পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন ।
আমার কোম্পানীর পেইজ লিংক ঃ
https:www.facebook.com/probashbanglaexpress/
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬০৫**
Date:- ২৪/০৮/২০২১
হাফিজ রহমান
কমিউনিটি ভলান্টিয়ার ( NRB সৌদি আরব)
ব্যাচ নং। ঃ ৭
রেজিঃ নং। ঃ ১৬৬৫৮
মোবাইল নাম্বার ঃ ০০৯৬৬৫৭১৭২৫৬৫২
জেলা। ঃ নাটোর