এই পৃথিবী এমন এক জায়গা, এখানে বেচে থাকলে নিজেকে, নিজের আপন অস্তিত্বকে অস্বীকার করার সাধ্য কারো নেই।
-----------------আসসালামুআলাইকুম -------------
-----------------ওয়ারাহমাতুল্লাহি--------------
---------------------ওয়াবারাকাতুহু ------------
শুরুতেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আজও আমাকে বাঁচিয়ে রেখেছেন অত্যন্ত সচ্ছলতার সাথে এই ভুবনে।
হৃদয় উজার কৃত শ্রদ্ধা কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেদন করছি এমন একজন মহান ব্যক্তির সমীপে,যিনি দেশ ও জাতীকে চরম ক্লান্তিময় পরিস্থিতি থেকে উত্তোলণের কিংবদন্তি, অন্যের ব্যথায় ব্যথিত হৃদয়ের অধিকারী, অন্যের ক্ষুধায়যিনি ক্ষুধার্ত,, অসহায়ের সহায়ক
যিনি তাঁর সুকোমল মেধার সুনিপুণ কৌশল দিয়ে তরুণ প্রজন্মের হতাশার ঘন কুয়াশায় অন্ধকারাছন্ন জীবনকে
দিন কে দিন দিয়ে চলেছেন আলোকোজ্জ্বল জীবন, সেই মহান প্রাণ প্রিয় ব্যক্তি জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি।
এই প্রিয় প্লাটফর্মে প্রিয় ভাই বোনদের কে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, কামনা করছি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন।
নিজের বলার মত একটা গল্প গ্রুপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার জাহিদ স্যার বলেন,
#যার_শেখার_অনেক_আগ্রহ_আছে_এবং_অনেক #পরিশ্রম_করতে_আগ্রহী_এমন_লোককেই-এই #প্লাটফর্মে_চাই।
প্রিয় স্যারের সাথে সুর মিলিয়ে আমি আজ লিখতে চেষ্টা করব জীবন -দুনিয়া- এবং- সফলতা সম্পর্কে।
#জীবন_হচ্ছে_অর্থবহুল_রংহীন_এক_রহস্যপূর্ণ_শব্দের #নাম।
আমার কাছে জীবনের সংজ্ঞা খুবই সংক্ষিপ্ত ও সাদামাটা। জীবন বলতে আমি দুইটি কথাই বুঝি ১. জীবনের লক্ষ্য নির্ধারণ করা এবং ২. লক্ষ্য অনুযায়ী নিরন্তর কাজ করে যাওয়া।
আমার কাছে মৃত্যুর সংজ্ঞাও সংক্ষিপ্ত। অলসতা, অচলতাই মৃত্যু। যদি উড়তে না পার, তবে দৌড়াও, যদি দৌড়াতে না পার, তবে হাঁটো, যদি হাটতে না পার, তবে হামাগুড়ি দাও, যাই কর না কেন, মনে রেখ সামনে তোমাকে এগিয়ে যেতেই হবে, পেছনে তাকানোর কোন সুযোগ নেই। মার্টিন লুথার কিং এর এই জীবন নীতি আমাকে জীবনের সংজ্ঞা বুঝতে সাহায্য করে। আমি বলি লক্ষ্য অনুযায়ী সামনে এগিয়ে চলার নামই জীবন।
জীবনের আসলে উদ্দেশ্য কি?? আমার অস্তিত্বের সার্থকতা কোথায় ??? কেন আমি কাজ করব??? এটা জানা আমার জীবনের জন্য অতি জরুরি । আমার মরণ অনিবার্য। তাহলে কাজ করে লাভ কি!! বসে বসে দিন পাড় করলে অসুবিধা কোথায়!! এতো দুঃচিন্তা, মাথা ব্যথা, মাথা খাটানো, মাথা ঘামানোর দরকার কি!!! এই সব প্রশ্নের উত্তর জানাও গুরুত্বপূর্ণ।
এই পৃথিবী এমন এক জায়গা, এখানে বেচে থাকলে নিজেকে, নিজের আপন অস্তিত্বকে অস্বীকার করার সাধ্য কারো নেই। আমি বেচে থাকলে, আমাকে বলতেই হবে " আমি আছি, আমার অস্তিত্ব বাস্তব "। যতক্ষন শ্বাস আছে, ততক্ষন বেঁচে থাকার ইচ্ছাটাও মানুষের প্রবল।
মৃত্যু টা কবে হবে তা মানুষ জানে না। তাই মানুষ আজীবন বাঁচতে চায়, আর এই চাওয়া থেকেই মানুষের মাঝে তৈরি হয় আশা নিরাশা পাওয়া না পাওয়া সুখ-দুঃখ ,একারণেই জীবনের এত রং ও অর্থ।
বেচে থাকাই মানুষের প্রথম লক্ষ্য। কে চায় এই সুন্দর ধরনী অকারনে ত্যাগ করতে??? কেউ চায় না। মোটকথা, আমরা বাঁচতে চাই। বাঁচার কোন বিকল্প নেই আমাদের । মৃত্যুর কাছে চুড়ান্ত পরাজিত হওয়ার এক সেকেন্ড আগ পর্যন্ত বাঁচতে চাই আমরা। বলতে গেলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সুস্থ, সুন্দর ও গৌরবে বাচঁতে চায় মানুষ। এটাই মানব মনের প্রথম ও অভিষ্ট চাওয়া, চিরন্তন প্রত্যাশা।
কিন্তু পৃথিবীতে সকল প্রানীর বেঁচে থাকা সমান কথা নয়!!!! বেচেঁ থাকার জন্য প্রকৃতিতে মানুষকেই কেবল অগনন, অসংখ্য, অকারনে সংগ্রাম করতে হয়। মানুষের জন্য আল্লাহর সৃষ্টি প্রকৃতি সবই দিয়েছে কিন্তু কোন কিছুই সহজ করে দেয় নি।অন্যান্য প্রানীর মত মানুষেরও প্রথম চাহিদা খাদ্য। ধান গাছ ও আগাছার মাঝে পার্থক্য কিসে ???? কৃষক জমিতে বহু শ্রম ঘাম ঝরিয়ে ধানের চারা রোপন করে। বাধা হয়ে দাড়ায়, নানা রকমের আগাছার উৎপাত। অকারনে ধানক্ষেত ভরে উঠে আগাছায়!!! অথচ ফসল ফলে না। ধানগাছ তো আগাছার মতই রীরুৎ বৃক্ষ। আগাছায় ধানের মত শস্য হলে মানুষের এত কষ্ট করতে হত!!! বরং আগাছা নিধন করার জন্যই কষ্ট করে মানুষ !!!
একটু লক্ষ করুন সৃষ্টিকর্তা পৃথিবীতে এক একজনকে এক এক রকমের শক্তি বা ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। তাই জীবন নিয়ে হতাশ না হয়ে আপনি আপনার ক্ষমতা বিকশিত করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন।
সামনের দিকে এগিয়ে যাওয়া মানি মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, আর এই মৃত্যু হলেই তো সব শেষ, তাই না?
মৃত্যুর পরও যাতে আপনি বেঁচে থাকতে পারেন সেজন্য সৃষ্টিকর্তার দেওয়া আপনাকে এসপেশাল শক্তি ব্যবহার করে এমন ভালো কিছু কাজ করে যান তাহলে আপনি মৃত্যুর পরেও নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন দুনিয়ায়। যার জ্বলন্ত উদাহরণ আমাদের ইকবাল বাহার জাহিদ স্যার। মৃত্যুর পরে ও প্রিয় মেন্টর বেঁচে থাকবেন লাখো মানুষের অন্তরে, চিরঞ্জীব হয়ে থাকবেন লাখো মানুষের অশ্রু জলে, দীর্ঘনিঃশ্বাস এর সহিত মানুষ থাকে স্মরণ করবে, হৃদয়ের করুনা দিয়ে প্রিয় স্যারের জন্য দোয়া করবে, হাজারো আত্মা প্রিয় স্যারের মাগফেরাত কামনা করবে। এটাই তো পরম সাফল্যময় জীবন। একজন মানুষের জন্য এর চেয়ে পরম প্রাপ্তি আর কিছু হতে পারে না।
তাই বলি জীবন নিয়ে হতাশার কিছু নেই, নিজেকে নিয়ে একটু ভাবুন নিজেকে একটু সময় দিন ,সময় নিন,
খুঁজে বের করুন সৃষ্টিকর্তা আপনাকে কোন শক্তি বেশি দিয়েছে সেটা নিয়ে লেগে থাকুন, শ্রম দিতে থাকুন
সাফল্য আসবেই ইনশাল্লাহ।
প্রিয় স্যারের বাণীটি আমাদের স্মরণ করা উচিত----
স্বপ্ন দেখুন, সাহস করুন ,শুরু করুন ,লেগে থাকুন,
পরিশেষে বলতে চাই--------
বিনা শ্রমে ভাল কিছু প্রকৃতি মানুষকে দিতে চায় না । প্রকৃতিতে টিকে থাকতে হলে মানুষকে সংগ্রাম করতে হয়। বাচতে চাইলে মানুষের জন্য জীবন সংগ্রাম অনিবার্য। কর্ম, কৌশল, উদ্যম, ইচ্ছাই হলো বেচে থাকার, টিকে থাকার হাতিয়ার। থামা যাবে না, চলতে হবে। কিছু একটা করতে হবে। বসে থাকলে কোন কিছুই পাওয়া সম্ভব নয়। অবিরত পথ চলতে হবে। এই চলার নামই জীবন। গায়ের ঘাম না ঝরালে প্রকৃতি রিক্ত হস্তে বিদায় করে । এটাই প্রকৃতির চিরাচরিত নিয়ম।
আপনাদের মঙ্গল কামনায়
-
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬০৫**
Date:- ২৪/০৮/২০২১
মোহাম্মদ দুলাল
কমিউনিটি ভলান্টিয়ার
সদস্য হাট মনিটরিং টিম
সদস্য ব্লাড ডোনার ম্যানেজমেন্ট
সদস্য রেজিস্ট্রেশন টিম
নবম ব্যাচ
রেজিস্ট্রেশন---১১২৫৫
জেলা শরীয়তপুর/টঙ্গী গাজীপুর
সৌদি আরব প্রবাসী
ফোন+৯৬৬-০৫৫৯৩৬৯৯২৪