আমার কাছে মনে হয়েছে চাকরি একটা নির্দিষ্ট ইনকাম যেটা দিয়ে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি কিছুই করতে পারবোনা
🕋🕋বিসমিল্লাহির 🕋রাহমানির রাহিম🕋🕋
🌷আসসালামু 🌹আলাইকুম🌷
🚹জীবনের গল্প ছিলো না তো অল্প
বলবো আজ নিজের গল্প 🚺
❤️❤️❤️❤️❤️প্রথমত ❤️❤️❤️❤️❤️
সারাজাহান এর সূষ্টিকর্তা পরম করুনাময় দয়ালু মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি।
আল্লাহ্ তায়ালার নেয়ামতের শেষ নেই তার অশেষ রহমতে বৈশ্বিক মহামারীতে আমাকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের কেউ সুস্থ রেখেছেন আর যারা অসুস্থ আছি তাদের সুস্থতা তিনিই দান করে দিবেন আমিন
আর যার সৃষ্টি না হলে সারা জাহানের সৃষ্টি হতো না তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা:) তার উম্মত হতে পেরে আমি অধম ধন্য মনে করছি।
❤️❤️❤️দ্বিতীয়তঃ❤️❤️❤️
প্রাণপ্রিয় পিতা-মাতা
যাদের ভালোবাসার পূর্ণরূপ হিসাবে আমি এসেছি আধম পৃথিবীর বুকে। এটাই আমার বড় প্রাপ্তি না হলে হয়তো সুন্দর পৃথিবীর মুখ দেখা হতো না।
আল্লাহ্ পাক এর রহমতে মা বাবা বেঁচে আছে।
মা আমার অসুস্থ স্পাইনাল কর্ড অপারেশন করানো
২০১৮ সালে।
বাবা আমার অসুস্থ মালয়েসিয়া মাটিতে ঘর বন্দি অবস্থাতে।
তাদের প্রতি দায়িত্ব ও ভক্তি শ্রদ্ধাভরে ভালোবাসার মনিকোঠায় রাখবো ইনশাআল্লাহ।
❤️❤️তৃতীয়তঃ❤️❤️
#ইকবাল বাহার জাহিদ#
জীবনের এক অল্প অধ্যায়ে তাহারা আগমন আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক।
তাহার আলোয় আলোকিত লাখো তরুণের প্রাণ
তাহার অনুপ্রেরণায় আজ বাংলার কৃষক ছেলেটাও হয়েছে উদ্যোক্তা বা হয়েছে ব্যবসায়ী আরো হয়েছি ভালো মানুষে পরিণত আমার চোখে দেখা উদাহরণ বহুতি আছে তাহার প্রেমে পাগলপারা প্রান প্রিয় বাংলার নিবেদিতপ্রাণ আমাদের স্বপ্নদ্রষ্টা এক স্বপ্নবাজ মানুষ যাহার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গঠনমূলক নির্দেশনা মাধ্যমে গড়ে তুলেছে এ যেন এক ভালোবাসার পরিবার যে পরিবারের অংশ হিসাবে আজ বলার সুযোগ পাচ্ছি।
তিনি তো আর কেউ না আমাদেরই মধ্যমণি প্রিয় শিক্ষক
মোঃ ইকবাল বাহার জাহিদ স্যার
নিজের বলার মতন একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
আল্লাহ তায়ালার অশেষ রহমতে তিনি দ্বিতীয় জীবন ফিরে পেয়েছে সেই জীবন পেয়ে তিনি আমাদের লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ এবং ভাগ্যের ব্যাপার ছিল
শুকরিয়া আল্লাহতালা প্রতি ভালোবাসার জয় আছে ।
প্রিয় শিক্ষকের প্রতি ভক্তি দোয়া ও ভালোবাসা রেখে শ্রদ্ধাভরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ভালোবাসার গ্রুপের দায়িত্বশীল ও সাধারণ প্রিয় ভাই ও বোনেরা আজীবন সদস্যদের প্রতি রইল অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও শুভ কামনা আল্লাহ পাক সকলের সুস্থতা দান করুক ও সততার শহীদ সফলতার সর্বোচ্চ স্থান দান করুক আমিন
✅পরিচয়
মোঃ আরিফ আহমেদ
পিতা মোঃ আক্কাচ আলী
মাতা মোছাঃ আমেনা খাতুন
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা ছেলে আমি ।
পরিবারে ৪ জন সদস্য মা-বাবা ও ছোট ভাই।
আমি বাবা-মায়ের বড় ছেলে ।
ছোটবেলা থেকে একটু ঘোরাঘুরি পছন্দ করি।
🏰🏰শিক্ষা জীবন🏰🏰🏰
প্রিয় গ্রাম কেদার নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করি এবং পার্শ্ববর্তী গ্রাম বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করি বিজ্ঞান বিভাগে।
প্রথম শ্রেণী থেকে 9 পর্যন্ত আমি প্রথম স্থান দখল করে এসেছি ক্লাস নাইনে উঠার পরে পরে যাই প্রেমে হয়ে গেল ছাত্রজীবনের সেই প্রথম স্থান ছেড়ে দেওয়া।
লেখাপড়া ছেড়ে দিব
এমন সময় খালাতো বোনের অনুপ্রেরণায় ভর্তি হয় নিজে জেলায় সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এর মধ্যেই দিয়েই ডিপ্লোমা শেষ হয়ে যায়।
কনকড রিয়েল এস্টেট থেকে বাস্তব প্রশিক্ষণ শেষ করেছি 2017 সালে 2018 সালের শেষের দিকে
সিভিল ডিপার্টমেন্ট এর বিএসসি করার জন্য ভর্তি হয়ে পড়ি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের
রানিং স্টুডেন্ট আমি।
🙋🙋বাস্তব জীবনের শিক্ষা🙋🙋
পিতা মাতা গুরুত্বসহকারে মায়ের শিক্ষা
প্রিয় শিক্ষক ইকবাল বাহার জাহিদ স্যার।
🙆🙆জীবনে ঘটে যাওয়া দুইটি স্মরণীয় ঘটনা:🙆🙆
2018 সাল আমার জীবনে ঘটে যাওয়া সব চাইতে স্মরণীয় ঘটনা আমার মা অসুস্থ।
তখন আমি গাজীপুরের ডুয়েট এডমিশন এর জন্য প্রস্তুতি নিতে গেছি অপটিমাম কোচিং সেন্টারের অধীনে হঠাৎ ফোন পাই আমার মা হাঁটতে পারছে না
ওই অবস্থাতেই ঢাকাতে নিয়ে আসা হয় বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে শেষ পর্যায়ে সিদ্ধান্ত নেয়া হয় অপারেশন করানোর জন্য শেখ জটিল অপারেশন মেরুদন্ডের পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেয়া হয় অপারেশন করানোর জন্য এমন সময় আমার বাবা দেশের বাইরে যেদিন অপারেশন হয়েছিল সময় লেগেছিল সাড়ে তিন ঘন্টা আমি অপারেশন থিয়েটারের সামনে একদম একা দাঁড়িয়ে বুঝতে পেরেছিলাম মা ছাড়া একটা সন্তান কত একা
আমার ছোট ভাই ভয় করবে দেখে বাসায় ছিল।
সেই দিনের পর থেকে মায়ের প্রতি আমার এক অন্যরকম ভালোবাসা জন্ম নিয়েছে এই দিনটাকে কোনদিন ভুলব না।
আমার ব্যর্থতার কারণে যখন আবার বৈশ্বিক মহামারীর ঠিক আগ মুহূর্তে দেশ ছেড়ে বিদেশে যেতে হলো আমার বাবার যেখানে বাবা ছিল অসুস্থ তার দায়িত্বটা বুঝতে পেরে আমি সেদিন অনেক কেঁদেছি ভুলতে পারবোনা আমি আমার জীবনের যত সফলতাই পাই।
🚴🚴🚴🚴কর্মজীবন🚴🚴🚴🚴
মাহাদিয়া কনস্ট্রাকশন এন্ড সাপ্লায়ার নামের একটা একটা কনস্ট্রাকশন কম্পানি তে সাইড ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেছিলাম রানিং ছাত্র অবস্থায়
কিন্তু সেটা ভাগ্যের নির্মম পরিহাস এর কারণে ছেড়ে দিতে হলো।
বলে রাখি এরই মধ্যে আমার পরিবারের সচ্ছলতা
নেই মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি আমার বাবা একজন কৃষক ছিল তারপর তিনি প্রবাস জীবনে যে বেশ পরিবর্তন চলে আসে আমাদের জীবনের কিন্তু মার চিকিৎসার জন্য আমাদের প্রায় সর্বোচ্চ লেগে যায়
আলহামদুলিল্লাহ তারপরও যে আমার আম্মু বেঁচে আছে আমাদের কাছে আছে হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে।
বাবার ইনকামের টাকা দিয়ে আমার লেখাপড়া এবং পরিবার খরচ মিটিয়ে বাড়তি যে জমানো টাকা ছিল সেটা আকাঙ্ক্ষিত দুর্ঘটনায় শেষ হয়ে যাওয়ার পরে আমার পরিবার অর্থনৈতিকভাবে খুবই খারাপ অবস্থায়
আমার বাবা যখন দেশে ছিল তিনি এই অবস্থা দেখে প্রবাসী জীবনে আবার পাড়ি জমালো আমার ব্যর্থতায়। তাকে আমি আমার কাছে আটকায় রাখতে পারলাম না
তিনি সেখানে লকডাউন অবস্থায আছে এখনো।
আমি আবার চাকরির নেই নাখিল প্রপার্টিস এ ওই কোম্পানি করোনার সময় কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার চাকরি চলে যায় এবার আমি সিদ্ধান্ত নেই এবং স্যারের ভিডিও দেখে অনুপ্রেরণা পাই সাহস পায় স্বপ্ন দেখি চলে আসি গ্রামের বাড়িতে
যেহেতু আমার টাকার উপরে আমার পরিবার চলত পুজি বলে আমার তেমন কিছু ছিল না
আমি গ্রামে আছি মাত্র দশ হাজার টাকা দিয়ে 110 টি হাঁসের বাচ্চা নিয়ে একটি খামার শুরু করি
আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি প্রায় 1 লক্ষ টাকার একটা প্রজেক্ট শেষ করি
ফার্মিং জীবনের সমাপ্তি ঘটে তা হল আমার মা অসুস্থ আমি বাসার বাইরে গেলেই অনার খুব বেশি পরিশ্রম হয়ে যেত এই ব্যাপারটা আমার মাথায় চলে আসে তখনই আমি ফার্ম বন্ধ করে দিই
বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছি এমন সময় মা বলল একবার খাঁটি খেজুরের গুড় বানিয়ে নিয়ে আসো
আমি চলে গেলাম সেই ফজরের নামাজ পড়ে গিয়ে দেখি কাছি কেবল গাছে উঠেছে আমি তখন থেকে ভিডিও করা শুরু করি প্রায় তিন ঘণ্টা উপস্থিত থেকে আমি আমার জন্য গুড় বানিয়ে নিন এবং ভিডিওটা আমার ফেসবুক আইডিতে পোস্ট করি
আমার কিছু প্রাণপ্রিয় বন্ধু আমাকে রিকোয়েস্ট করে খাঁটি খেজুরের গুড় বানিয়ে দেয়ার জন্য আমি তাদের কাজটা সম্পন্ন করি তাতে আমার বেশি টাকা খরচ হয়ে যায়।
আমি চিন্তা করলাম এইটা নিয়ে তো অনেকেই ব্যবসা করছে আমিও তো করতেই পারি তারপরে সিদ্ধান্ত নিলাম যে আমি অর্গানিক ফুড এর বিজনেস করবো
মাত্র 600 টাকা দিয়ে আমি শুরু করি।
আলহামদুলিল্লাহ গত সিজনে খাঁটি খেজুরের গুড় বেশ ভালো সেল করেছি।
এখন আমি আমার নিজ গ্রামে একটি দোকান করেছি
অর্গানিক ফুড এর এবং পোশাকের দোকান হিসাবে।
পোশাকের ব্যবসাটা এখন শুরু করতে পারেনি এটিই করবো ইনশাল্লাহ।
এখন আমি নিজের বাড়িতে গরুর দেখাশোনা করি চুয়াডাঙ্গা জেলার কৃষি ও অর্গানিক ফুডের নিয়ে কাজ করছি।
সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আর কখনো চাকরি করব না
ইনশাআল্লাহ চাকরি দিব ।
💶🔙চাকরি ছেড়ে দেওয়ার কারণ
আমার কাছে মনে হয়েছে চাকরি একটা নির্দিষ্ট ইনকাম যেটা দিয়ে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি কিছুই করতে পারবোনা ধরে নিলাম আবার 50 হাজার টাকা বেতন হবে এই টাকা দিয়ে আমি কি করব আমি কোম্পানি চাকরি করলে কোন শহরে বাড়ি করতে পারবোনা সব জায়গায় আমার বাসা ভাড়া দিয়ে থাকতে হবে এবং কিনে খেতে হবে তার পারপাস আমার 30 হাজার টাকা লেগে যাবে চিকিৎসা সেবা চালু আছে বিনোদন আছে নিজের পার্সোনালিটি আছে এবং ফ্যামিলি কতজন আছে এবং ছোট ভাইটার আবদার আছে।
সব চাহিদা পূরণ করতে গেলে আমার প্রতি মাসের টাকা সব শেষ হয়ে যাবে কিন্তু সবাইকে আমি খুশি রাখতে পারব না
তাই আমার মনে হয়েছে যে 20 বছর চাকরি করার পরে তো আমার নিজ গ্রামে অবশ্যই ফিরে যেতে হবে গিয়ে আবার ব্যবসা করতে হবে যখন আর চাকরি করার সক্ষমতা থাকবে না। তখন ব্যবসা করতে হবে নতুন করে শুরু হয়ে যাব বৃদ্ধ পারবোনা এখনকার মতো আর চলতে।
যেহেতু হিসাব করে দেখলাম নেড়েড় বেল তলায় আসাই লাগবে
তাই একটু আগে আগে সিদ্ধান্ত নিয়ে চলে আসলাম
নিজের বাড়িতে থাকলে বাসা ভাড়া দেওয়া লাগছেনা চাউল কিনে খাওয়া লাগছে না মোটামুটি খুব অল্প টাকা ইনকাম করলে সবাই মিলে খুব ভালোভাবে চলতে পারব এই চিন্তা থেকেই চাকরি জীবনের সমাপ্তি দিয়ে নিজ পরিবারের সাথে থাকার উদ্দেশ্যে চলে আসছি নিজ গ্রামে কিন্তু দুঃখজনক বিষয় ভাগ্যের নির্মম পরিহাস এর কারনে আজও হয়তো আমার বাবা দেশের বাইরে।
🚻🚻🚻স্বপ্ন:🚻🚻🚻🚻
একজন ভালো মানুষ হওয়া ও একই সাথে কাঁধে কাঁধ রেখে দু চারজন একসাথে কাজ করে যদি সবার পরিবার একসাথে চালাতে পারি সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এটাই জীবনের লক্ষ্য।
জীবনে একজন মানুষের হলেও জীবন পরিবর্তন হওয়ার ওছিলাম মাত্র হব আল্লাহ পাক যদি চান
এটাই সব থেকে বড় প্রাপ্তি।
খুব তাড়াতাড়ি আমার বাবাকে দেশে ফিরিয়ে আনা।
👥গ্রুপ এই যুক্ত হওয়া
স্যারের ভিডিও মে 2019 সাল থেকে দেখি কিন্তু এতদিন পর্যন্ত আমার সামনে একটা ভিডিওও আসেনি যেটা এই প্ল্যাটফর্মের রেজিস্ট্রেশন হওয়া যায় যুক্ত হওয়া যায় আমি শুধু ইউটিউবে ভিডিও দেখি চাকরিরত অবস্থায় আবার নতুন করে স্যারের ভিডিও দেখি তখন বুঝতে পারি যেখানে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক তখনই প্রাযয় ১১ ব্যাচ শেষ হয় ১২ আমি রেজিস্ট্রেশন করি সেখানেও হয়ে যায় আর একটা ভুল কথা বলার জড়তা কাটানোর সেশনগুলো ভিডিও আকারে পোস্ট করি একটা ভুল ফেক গ্রুপে যেটা আমাদের গ্রুপে ছিল না
আমি তখন আমার বর্তমান ভালোবাসার প্ল্যাটফর্ম থেকে ব্লক লিস্টে পড়ে যায়। এমন সময় আমার প্রিয় দুলাভাই আমাকে বলে যে তোমাকে মূল গ্রুপে কোন পোস্ট করতে দেখি না কেন আমি তখন বলি যে আমি মূল গ্রুপে ঢুকতেই পারিনা তারপরে একটা কমেন্টে এই বিষয়ে আমি লিখি হাবিব খান ভাই এবং হাসানুল ভাই সি এম হাসান ভাইয়ের সহযোগিতায় আমি 14 ব্যাচ শেষের দিকে গ্রুপে একটিভ হতে পারি ঠিক তখনই আমাদের প্রিয় শিক্ষক অসুস্থ মাথার উপর একটা বাজ ভেঙে পড়ল চিন্তা করলাম আমার হয়তো আর সফলতা পাওয়া হলো না এই ভাবেই আল্লাহর নিকট দোয়া প্রার্থনা প্রিয় শিক্ষকের সুস্থতা দান করুক।
15 তম ব্যাচ থেকে আমি শুরু করছি সবকিছু।
কিন্তু স্যারের এই গ্রুপের সন্ধান আমি জানি প্রায় দুই বছর হয়ে গেল কিন্তু সে সময় আমি বুঝতে পারিনি যেখানে এত কিছু হয়।
🌹প্রিয় শিক্ষকের বাণী🌹
শিক্ষকের কিছু কথা প্রতিদিন একবার করে শুনলেও কখনো স্বপ্ন হারাবে না আপনি কখনো ভয় পাবেন না
👉আমি চাকরি করব না চাকরি দিব
👉নিজের বলার মত একটা গল্প থাকা দরকার
স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন লেগে থাকুন সফলতা আসবেই
👉অন্ততপক্ষে পাঁচটি বছর নয়টা-পাঁচটা ভুলে গিয়ে কাজটা কে ভালবেসে কাজ করুন আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না
👉সফলতার হচ্ছে ৪ স সুশিক্ষা সুস্বাস্থ্য সুখ সম্পদ
👉সবথেকে বড় বিনিয়োগ হচ্ছে সততা ও কমিটমেন্ট
👉সময় নিন সময় দিন সময় বদলাবে সময় সব ঠিক করে দিবে
👉সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে কোন বিজনেস আইডিয়া
👉বৃষ্টি সবার জন্য পড়ে কিন্তু ভেজে কেউ কেউ
👉সবসময় জিততে হবে এমন মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে
👉কোন কোন ব্যর্থতা নতুন পথ দেখায়।
💯 গ্রুপ থেকে পাওয়া
সর্বপ্রথম পাওয়া একজন ভালো মানুষ কিভাবে হতে হবে এই ভালো মানুষের কি পরিমান গুরুত্ব এই লোক সমাজের কাছে এটা আমি বুঝতে পেরেছি
এবং আমার জীবন পরিবর্তন হওয়ার আশা-আকাঙ্ক্ষা অনুপ্রেরণা পাই এই গ্রুপ থেকে না হলে হয়তো হতাশায় শেষ হয়ে যেতাম আজ অব্দি।
আমাকে স্বপ্ন দেখাতে শেখায়েছে এবং সাহস করে শুরু করাটাও শিখে ফেলেছি লেগে থাকাটা হয়তো পারবো ইনশাল্লাহ
সর্বোপরি শেষ কথা বলতে চাই যে আমার জীবনের মানসিকতা এবং সবকিছু পরিবর্তনের মূল হচ্ছে এই প্রিয় ভালবাসার প্লাটফ্রম।
আমি এই ভালবাসার আদর্শকে বুকে লালন করে বাকীটা জীবন বাঁচতে চাই ইনশাআল্লাহ।
মনে-প্রাণে বিশ্বাস আছে সফলতা একদিন আসবেই।
ভবিষ্যৎ প্ল্যানিং আমি কচুরিপানা নিয়ে কাজ করতে চাই।
বর্তমান অবস্থায় আছি এমন আমার
শুধু মা-বাবা বাদে সবাই বলে তোকে দিয়ে কিছু হবে না আসলে আমার নিজের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে আমি কিছু করতে পারবো ইনশাআল্লাহ
হয়তো আমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারিনা তাই জীবনের গল্প হয়তো গচ্ছিত আকারে তুলে ধরতে পারলাম না প্রিয় দায়িত্বশীল ভাইয়েরা বোনেরা আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ আমার এই পোস্টটি ধৈর্য্য সহকারে দেখার জন্য।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬০৪**
Date:- ২৩/০৮/২০২১
👉মোঃ আরিফ আহমেদ
💮💮ব্যাচ নং 12
💠💠💠রেজিস্ট্রেশন নাম্বার 50355
✳️✳️✳️✳️উপজেলা : আলমডাঙ্গা
🌼🌼🌼🌼🌼জেলা : চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলার অর্গানিক ফুড নিয়ে কাজ করছি
আমার পেজ
https://www.facebook.com/Engrarifahmed/