সুই থেকে শুরু করে গরু ছাগল পর্যন্ত এখন অনলাইনে বিক্রি হয়।
#গল্পে_গল্পে_সেল_পোস্ট
"আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ"
লাখো কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ তায়ালার নিকট যিনি আমাকে এতো সুন্দর একটা সকাল দেখার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ।
🥰কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমাদের প্রিয় মেন্টর,প্রিয় শিক্ষক Iqbal Bahar Zahid স্যার এর প্রতি যিনি আমাদের এই সুবিশাল প্লাটফর্ম উপহার দিয়েছেন।
সবাইকে আজকের হাটে স্বাগত🌹
সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই হাট।
চলবে দুম বেচা কিনা।আমিও চলে আসলাম হাটে।
#গল্পের_চলে_এক_পণ্য_বিক্রেতা_আমি
✍️গত হাট বারে আমার ফুফু আসছে আমাদের বাসায়।সাথে ওনার ছোট্ট বাবুকে নিয়ে।এসে দেখে আমি ফোন নিয়ে বসে আছি।কিচ্ছু বলে নাই।সারা দিন হাতে ফোন দেখে অনেক বকা বকি করেছে।আমি শুধু বলি যে ফুফু আজ হাট। উনি তো বুজে না হাট কি।
রাতে থেকে গেলো আমাদের বাসায়।কিন্তু ওনার বাবুর জন্য কাঁথা আনতে ভুলে গেছে।এখন বাবুকে কিসে শোয়াবে চিন্তা করতেছে। আমি এসে বললাম আরে চিন্তা করার কিছু নেই।আমাদের বাসায় কাঁথা আছে।
ফুফু তো অবাক।বলল, কোথায় ফেলি কাঁথা।আমি বললাম ফুফু আমি #কাঁথা নিয়ে কাজ করি। আমার অনলাইন বিজনেস আছে।ফুফু তো বুজতেই পারছে না আমি কি বলছি।
উনি বাবুকে কাঁথা মোড়িয়ে শোয়ায় আমাকে এসে বলল কিসের বিজনেস তোর? অনলাইনে কি কাঁথাও বিক্রি হয়?আমি বললাম,ফুফু আপনি হয়তো জানে না। অনলাইনে এখন সব বিক্রি হয়।সুই থেকে শুরু করে গরু ছাগল পর্যন্ত এখন অনলাইনে বিক্রি হয়।
ফুফু কে আমার সব গুলো কাঁথা দেখালাম।ফুফু বলল কত করে সেল দেছ?দাম টা জেনে উনি অবাক হয়ে বলল, তোদের কি পোশায় এই দামে? যে কষ্ট হাতের কাজে।আর তুই অনার্স পড়ুয়া একটা মেয়ে কি বুজে এই বিজনেস করতে গেলি।আরও কত বিজনেস আছে।মাসে অনেক টাকা ইনকাম করতে পারতি।আর যে বিজনেস করছ তাতে তো তেমন লাভবান হবি না।আমি বললাম আমাদের স্যার বলেছেন,
#কখনও শুধু টাকার জন্য কাজ করবেন না।
কাজটাকে ভালোবেসে করে যাবেন
ওটা এমনিতেই আসবে।
(ইকবাল বাহার জাহিদ স্যার)
স্যার এর শিক্ষা নিয়ে আমি কাজ করছি।। টাকার জন্য নয়।কাজ কে ভালোবাসি তাই এই কাজ করছি।ইনশাআল্লাহ এক দিন টাকা আসবেই।আর হ্যাঁ ফুফু শিক্ষিত অশিক্ষিত দের মধ্যে কাজ নিয়ে কোনো পার্থক্য নেই। সব কাজ সমান।আমি এগিয়ে আসছি।আমাকে দেখে আরও অনেক নারী এগিয়ে আসবে।আমি কর্ম সংস্থানের ব্যবস্থা করব।আমাদের স্যার প্রতি নিয়ত শিক্ষা দিচ্ছে,
#যে_নিজেকে ভালো রাখেএবং
অন্যকেও ভালো রাখে সেই ভালো মানুষ।
(ইকবাল বাহার জাহিদ স্যার)
স্যার এর বানী নিয়ে আমি হাটছি ভালো মানুষের পথে।শিখছি প্রতি দিন কি ভাবে ভালো মানুষ হওয়া যায়।
আমার কথা শুনে ফুফু মুগ্ধ।ফুফু বলল এই স্যার ক?।কিসের ফাউন্ডেশন?আমি বললাম ফুফু ফেইসবুকে #নিজের_বলার_মত_একটা_গল্প নামে একটা ফাউন্ডেশন আছে আমি ওখানে সদস্য।আর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা #ইকবাল বাহার জাহিদ স্যার। উনি প্রতি ব্যাচে ৯০ দিনের একটা কোর্স করান।এখন ১৫ তম ব্যাচ চলে।অনেক গুলা স্কীল শিখান। আপনি যুক্ত হলে বুজতে পারবেন।আজ আমাদের হাট বার গেছে তাই সারা দিন ফোন নিয়ে ব্যাস্ত ছিলাম।
ফুফু বলল আমি কি ভাবে কোর্স টা করতে পারব বল।আমি বললাম রেজিষ্ট্রেশন করতে হবে আপনাকে।
ফুফু রেজিষ্ট্রেশন করার জন্য অনেক আগ্রহ দেখালো।করিয়ে দিলাম রেজিষ্ট্রেশন। হয়ে গেলো নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন আজীবন সদস্য।ফুফু বলল যে, আমি তো কোনো কিছু পারি না। কোনো বিজনেস করি না আমি এই ফাউন্ডেশনে থাকতে পারব? আর তোর কেমন সেল হয়?
আমি বললাম, ফুফু এই ফাউন্ডেশনে যুক্ত হয়েছি ৩ মাস আলহামদুলিল্লাহ আমার ভালোই সেল হচ্ছে।এখন আমার কাজ করার জন্য একজন দরকার।একা পারি না।আপনি যদি আমাকে সাহায্য করেন।ফুফু অনেক খুশি হলো এবং আমাকে সাহায্য করতে রাজি হয়ে গেলো।ফুফুকে বললাম আমার ফেইজ লিংক নেনে । এখানে ডুকে অনেক কিছু জানতে পারবেন।
https://www.facebook.com/অনলাইন-বেবি-কাঁথা-হাউজ-110173391120586/
আসসালামুয়ালাইকুম
সবাইকে অনলাইন বেবি কাঁথা হাউজ এ স্বাগত
🍁আমাদের পেইজে অর্ডার করার কিছু নিয়মাবলিঃ
🌱পণ্য সম্পর্কে ১০০% জেনে অর্ডার করুন।
🌱আমাদের পণ্য গুলো কাস্টমাইজে করা হয়।তাই হাতেকিছু দিন সময় নিয়ে অর্ডার কনফার্ম করুন।
🌱যে কোনো ধরনের ডিজাইন বা সাইজ এর কাঁথা কাস্টমাইজ করে নিতে পারেন।
🌱শুধু নকশিকাঁথা নয়, প্রতিদিন ব্যবহার এর জন্য সাধারণ কাজের কাঁথাও অর্ডার করে পারবেন।
🌱ক্যামেরার জন্য পন্যের রং এর সামান্য তারতম্য হতে পারে তাই সে বিষয়ে নিশ্চিত হয়ে অর্ডার করুন।
🌱পণ্যের ডিজাইন ও সাইজের উপর দাম নির্ভর করবে।
🌱অর্ডার কনফার্ম করে পন্যের অর্ধেক টাকা এবং কুরিয়ার ফি পেমেন্ট করতে হবে।বাকিটা পন্য হাতে পেলে পেমেন্ট করবেন।
🌱কুরিয়ার ফি কাস্টমার নিজে বহন করবে।
🌱যারা আমাদের বিশ্বাস করতে পারবেন, তারাই অর্ডার করবেন।
আমরা পণ্য নয়,বিশ্বাস বিক্রি করি।
🌱পাইকারি এবং খুচরা নিতে পারবেন।পাইকারিতে ১৫-২০ পিস নিতে পারবেন।
ধন্যবাদ সবাইকে
হ্যাপি শপিং💙💜
✍️ফুফু তো অনেক খুশি আমার কথা শুনে। আমি বলাম যে ফুফু আপনি যেহেতু কোনো কাজ ভালো মত পারেন না।তাহলে আমার কাঁথা সেলাই করতে সাহায্য করেন।আমার বেশি কাঁথার অর্ডার আসলে আমি কাঁথা গুলা এঁকে আপনার বাসায় দিয়ে আসব। আমি সেলাই করে রাখবেন।নিজে একা না পারলে সাথে আপনার ননদ, জা দেরও নিয়েন।আমি আপনাদের পারিশ্রমিক দিয়ে দিব।তাহলে আপনাদেরও উপকার হবে আমারও উপকার হবে।
ফুফু অনেক দোয়া করল আমার জন্য। কারন এই সময়ে ফুফুর কিছু টাকা রোজগারের দরকার ছিলো। উনি তো শিক্ষিত না কিন্তু সমাজের মানুষ কি বলবে এই ভয়ে নিজে কিছু শুরু করেনি।কিন্তু করোনার সময়ে ওনার স্বামীর চাকরি চলে যাওয়াতে সংসারের খরচ চালাতে অনেক কষ্ট হয়েছে।
#কেউ যদি আপনাকে হিংসা বা ঈর্ষা করে ধরে নেন আপনার উন্নতি শুরু হয়ে গেছে।
আমার ফুফুর মত আরও অনেক নারীর এই অবস্থা। আমাদের সমাজ সমালোচনা করতে পারবেন। কিন্তু একবেলা না খেয়ে থাকলে খবরও নিবে না।তাই তারা যখন সমালোচনা করবে তখন আমাদের ভাবতে হবে যে,আমরা এমন কাজ করছি যাদেখে তারা বুজে গেছে আমরা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি।
#যে নিজেকে ভালো রাখে এবং অন্যকেও ভালো রাখে তিনিই একজন ভালো মানুষ
স্যার এর এক একটি উক্তি আমাদের সামনে অগ্রযাত্রার দিক নির্দেশনা। এই ভালো মানুষের প্লাটফর্ম থেকে প্রিয় স্যার এর শিক্ষা নিয়ে আমরা নিজেরা ভালো থাকব এবং অন্যদের ভালো থাকতে সাহায্য করব।সাধ্য অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব।আমাদের সবার স্লোগান হবে,,,
#চাকরি_করব_না_চাকরি_দিব
আপনাদের মূল্যবান সময় দিয়ে গল্পটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ ❣️
বিঃদ্রঃ পন্যের ডিজাইন ও সাইজের উপর মূল্য নির্ধারণ করা হয়।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬২৫
Date:- ২১/০৯/২০২১
👩🎓আমি তাহামিনা আক্তার
🏅কমিউনিটি ভলেন্টিয়ার
🎗️ব্যাচঃ১৪
✍️রেজিষ্ট্রেশনঃ৬৬৩৯৩
🇧🇩জেলাঃ লক্ষ্মীপুর
🏡বর্তমান অবস্থানঃ নোয়াখালী
🎨কাজ করছিঃ বেবি কাঁথা নিয়ে
🎀পেইজঃhttps://www.facebook.com/অনলাইন-বেবি-কাঁথা-হাউজ-110173391120586/