Lirand Fashion's Club
আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন প্রিয় ভালোবাসার সব মানুষগুলো? আশা করছি আপনারা সবাই অনেক ভাল আছেন।
" #গল্পে গল্পে সেল পোস্ট "
রহিমের আব্বা রহিমের মাকে ডাকছে - " রহিমের মা, ও রহিমের মা, কই গো শুনছো নি? "
" জী রহিমের আব্বা বলেন শুনতেছি " রহিমের মা উত্তর দিল
" কি করতেছ ?"
" এই ত ঘর গোছাচ্ছি "। রান্না বান্না করতে হবে তো।
" আরে, শুন। রান্না বান্না পরে কর। আগে বল যে ঘরে বাজার আনতে হবে কিনা? "
" হ রহিমের আব্বা, ঘরে তো তেমন কিছু নাই , যা আছে তা দিয়ে আজকে চলবো মোটামুটি "
" আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুমি আমাকে বল যে ঘরে কি কি লাগব "
" রহিমের আব্বা, চাল-ডাল প্রায় শেষ পর্যায়ে, তরিতরকারি ও তেমন একটা নাই। অইত সবসময় যেগুলো আনেন, ওইগুলোই আনেন "
" আইচ্ছা ঠিক আছে আমি তাইলে হাটে যাই, হাটের থেকে নিয়া আহি যা যা লাগবো "
" রহিমের আব্বা আজকে তো মঙ্গলবার, আজকে তো আমগো হাট না। আমাগো হাট তো বৃহস্পতিবারে, আমনে কি ভুইলা গেছেন নি হ্যাঁ "
" না আমি ভুলি নাই, আমার মনে আছে। ও ভালো কথা, তোমারে তো কই নাই আমি, একটা মজার বিষয় জানতে পারলাম বুজচ্ছ "
" কি মজার বিষয় রহিমের আব্বা? "
" আরে পাশের বাড়ির আক্কাইচ্ছা আছে না, ও তো নাকি কি ফেসবুক না টেসবুক চালায়। তো ওর ঐ ফেসবুকে নাকি কিয়ের একটা গ্রুপ আছে " Young Entrepreneurs "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশন " নামের।
ঐ হানে নাকি বুজছ রহিমের মা সপ্তাহে মঙ্গলবার দিন হাটের দিন হয়। আরও মজার বিষয় কি জানো? ঐ হানে আমাগো চাল , ডাল সহ যা যা লাগবো সব কিছুই নাকি পাওয়া যায়। তাও আবার কম দামের মধ্যে, ভালো জিনিস। আবার নাকি আমি বাড়িতে বইয়া অর্ডার করলে আমাগো বাড়িতেই আইনা দিব মাল ছামানা। কও কি সুন্দর সুযোগ সুবিধা না? এক্কেবারে আমগো গেরামের হাটের মত। "
" তাই চিন্তা করতেছি আইজগা ঐ হান থেইক্কা কিন্না দেহি, আক্কাইচ্চার কতা কি হাচা কিনা, মিছা কতা। "
" আরে বাহ ভালো তো, আক্কাইচ্চা তো দেহা যায় দারুণ এক্কান বুদ্ধি দিছে আম্নেরে। ঠিক আছে তাহলে দেহেন আজকে যা যা লাগবো ঐহান থেইক্কা কিন্না নেন। "
" ও ভালো কথা রহিমের আব্বা। রহিমের না বুজচ্ছ একটা পাঞ্জাবির কটি পড়তে মন চায়, ওর নাকি বন্ধুদের সব গুলোর আছে শুধু ওর নাই। বেচারা পোলা আমার অনেক আমতা আমতা কইরা কইল আম্নেরে কওয়ার লাইগা। এখন আম্নে যদি একটু আইনা দিতেন পোলাডা অনেক খুশি হইত "
" ও আইচ্ছা এই কতা, ঠিক আছে আজকে ওর লাইগা একটা পাঞ্জাবির কটি কিন্না আনমু নি। ও ভালো কথাই তো মনে করছ। কাইলগা আক্কাইচ্চা কইছিল, ঐ গ্রুপেরই Maruf Hasan নামের এক ভাই খুব সুন্দর সুন্দর পাঞ্জাবির কটি বিক্রি করে। দাম জানি কত কইছিল। ও ১৫০০ টাকা মাত্র। এগুলো নাকি শো রুমে ২০০০ টাকার মত দামেও সেল করে "
" ঠিক আছে রহিমের মা আমি তাইলে আজকে ওর লাইগা ঐ ভাইয়ের থেকে একটা পাঞ্জাবির কটি কিন্না আনমু ইনশাআল্লাহ্। কতদিন আমার বাজান ডার আবদার রাখতে পারি নাই আমি। তুমি মজা কইরা রান্না কর। আমি সব মাল ছামানা কিন্না নিয়া আহি। রহিম সহ একসাথে খামু আমরা "।
" আইচ্ছা ঠিক আছে রহিমের আব্বা। সাবধানে যাইয়েন "
তো প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ছোট্ট গল্পে গল্পে সেল পোস্ট অবশ্যই জানাবেন। আর নিচের পাঞ্জাবির কটি লাগলে আমাকে নক দিবেন ইনশাআল্লাহ্। আমি আছি আপনাদের সেবায় নিয়োজিত।
অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা রইল সকলের প্রতি।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬২৫
Date:- ২১/০৯/২০২১
মারুফ হোসেন,
ব্যাচ নংঃ ১১
রেজিস্ট্রেশন নংঃ ৩৫০২৬
জেলাঃ নোয়াখালী
বর্তমান অবস্থানঃ মিরপুর, ঢাকা
কাজ করছি ছেলেদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি এবং কটি নিয়ে
স্বত্বাধিকারীঃ Lirand Fashion's Club
মোবাইলঃ 01876649341