এন আর বি কাতার অফলাইন মেগা মিটআপ ও বারবিকিউ আয়োজন
আসসালামুআলাইকুম,
আশা করি যে যেখানে আছেন এ করোনা কালীন সময়ে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং আমিও দোয়া করি সবাই ভাল থাকেন,
২১/০১/২০২২ ইং রোজ শুক্রবার দীর্ঘদিন পরে আমাদের এন আর বি কাতারের সম্পর্ক_উন্নয়ন মিটআপ অনুষ্ঠিত হলো, এই মিটআপে স্বতঃস্ফূর্তভাবে সবার অংশগ্রহণ ছিল বলার মতো, আজকে কাতারে বৈরী আবহাওয়ার মধ্যেও অনেক দূর দূরান্ত থেকে আমাদের এন আর বি কাতার টিমের সকল দায়িত্বশীল সহ সকল সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং মিট আপ কে সাফল্যেমন্ডিত করছেন। পাশাপাশি ছিল বারবিকিউ পার্টির আয়োজন, এতেও আমাদের কাতার টিমের সকল সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, এবং সবাই দারুণ আনন্দ করেছেন,
এইসব শুধুমাত্র একজন ভালো মানুষের জন্যই সম্ভব হয়েছে তিনি হচ্ছে লাখো তরুণ তরুণীর স্বপ্নদ্রষ্টা আমাদের সবার প্রিয় মেন্টর শ্রদ্ধেয় Iqbal Bahar Zahid স্যার। যার কল্যাণে আমরা পেয়েছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এবং নতুন স্বপ্ন বুনন শিখেছি এবং সে স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটার চেষ্টা করতেছি এবং আমাদের চেষ্টা অব্যাহত থাকবে,
ইনশাআল্লাহ
আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ,
মিটআপের সভাপতিত্ব করছেন,
MD Showkat Ali কোর ভলেন্টিয়ার ও মডারেটর।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন।
কুরআন তেলাওয়াত করেছেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত ইমাম মুহতারাম Tajuddin Ahmed সাহেব।
ফাউন্ডেশনের শপথবাক্য পাঠ করেনঃকমিউনিটি ভলান্টিয়ার ও আল-তায়েফ এগ্রো ফার্মের স্বত্বাধিকারী Saiful Islam Saif ভাই।
উপস্থাপনায় ছিলেন...
Arif Islam & Habib Motasim (কান্ট্রি এম্বাসেডর)
বারবিকিউ আয়োজনে ছিলেন
Nesar Uddin Hujaif ,
Shahid Hossain কান্ট্রি এম্বাসাডর কাতার।
Mohammad Tajul Islam
আনিস রুবেল
মিস করেছি..
Abdul Motaleb ভাইকে উনি দেশে থাকার কারণে যুক্ত হতে পারেন নাই।
Al Amin ভাই কর্ম ব্যস্ততার কারণে যুক্ত হতে পারে নাই।
মিট আপে যারা উপস্থিত ছিলেন.....
Iqbal Hossain ভাই কান্ট্রি এম্বাসাডর ও মডারেটর।
Chowdhury Mahmud Hassan ভাই
Hafizur Rahman ভাই
Aminul Islam Bulbul ভাই
Md Abdus Shakur ভাই
@Tarek Musa ভাই সহ আরো অনেকেই
বিশেষ কৃতজ্ঞতা জানাই প্রিয় #Tajuddin ভাইয়ের প্রতি বৈরী আবহাওয়ার মধ্যে আমাদেরকে ঘরোয়া পরিবেশে মিটআপ ও বারবিকিউ আয়োজন সফল করতে স্থান করে দিয়েছেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদান্তে,,
হাবিব মোতাসিম
৮ম ব্যাচ,৩৩৮৫
কান্ট্রি এম্বাসেডর, কাতার
ফেনী জেলা