ইনসাফ ফুড গার্ডেন
🌹🌹🌹গল্পে_গল্পে_সেল_পোষ্টঃ🌹🌹🌹
আস্সালামু আলাইকুম আশাকরি সবাই ভাল আছেন
প্রিয় স্যারের শিক্ষা বুকে ধারণ করে স্বপ্ন দেখে শুরু করে দিলাম ( ইনসাফ ফুড গার্ডেন ) নামে অনলাইন একটি ব্যবসা প্রতিষ্ঠান। ইতিমধ্যে আমি গ্রুপ এর সকলের ভালবাসা পেয়ে দাদু নামে পরিচিত হয়েছি আলহাদুলিল্লাহ। আমি শুরু করছি। খেজুর, মধু, ঘি, ড্রাই ফ্রুটস, বিভিন্ন রকমের কাচের বোতল নিয়ে । আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া পাই। সকলের ভালবাসায়।।
বেশ অনেকদিন আগে কথা!!
আমাদের ফরিদপুরের অফলাইন মিটআপ, হয়েছিল
সেখানে আমি ও উপস্থিত ছিলাম, নতুন করে অনেক ভাইও বোনদের সাথে পরিচয় হলাম, সবাই বলতে শুরু করল ভাই আপনাকে সবখানে দেখি এবং সবাই দাদু বলে ডাকে কিন্তু কথা বলার সুযোগ হয়ে উঠে না তাই আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতেন তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারতাম।এর মধ্যে নতুন করে আরো বেশ কয়েকজনের সাথে পরিচয় হলো,ওরা দেখি একটা জায়গায় বসে আলোচনা করছে কোন ভাই কি নিয়ে ব্যাবসা করেন? এর মধ্যে নতুন এক ভাই কথা তুলছে, তার ছেলে তার কাছে এই
সময়ে, তিন ফল কিনে দিতে,
কিনে দিলে স্কুলে যাবে তা নাহলে যাবেনা, আরেক বন্ধু উত্তরে বললেন,,
আরে দোস এটা তো আমাদের দেশে সবসময় পাওয়া যায় না? আগের বন্ধু তাহলে কি করা যায়, দশটা না, পাঁচটা, একটি মাত্র ছেলে আমার
ও যেটা খেতে চেয়েছে যেভাবে হোক ব্যবস্থা করতে হবে। (তাদের মধ্যে ইমরান ভাই জানতো আমি নিজের বলার মত একটা গল্প প্লাটফর্মে তিন ফল নিয়ে বিজনেস করি) ঠিক সেই সময়ে তাকে স্বরন করিয়ে দিলোঃ
কিন্তু দুঃখের বিষয় আমি অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকতে পারলাম না কারন জররী অবস্থায় ঢাকাতে ফিরতে হবে,এই কারণে কারো সাথে বেশি সময় না দিয়ে চলে আসতে হয়।।
তার কয়েকদিন পর ফোনালাপ!!
লুবাবা নামে এক আপু, সকাল হতে না, হতেই মোবাইল খুলে দেখি ৬/৮ বার
কল এসেছে। আবারো এলো রিসিভ করলাম।
লুবাবা আপু: আসসালামুয়ালাইকুম, খায়ের ভাই।
আমিঃ ওলাইকুম আসসালাম,জ্বী আপু।
লুবাবা আপু: আপনি কি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সদস্য?
আমিঃ জ্বী আপু।
লুবাবা আপু: আমাকে আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের এক ভাই মনির ভাই আপনার নাম্বারটা দিয়েছেন।
আমিঃ জ্বী,প্রিয়া আপু আপনাকে আমি কি সহযোগিতা করতে পারি?
লুবাবা আপু: আমি শুনছি আপনি নাকি প্রতি মঙ্গলবার অনলাইন, হাটে নানান অর্গানিক প্রোডাক্ট নিয়ে আসেন।
আমিঃ হ্যা, আপু আমাদের একটা প্রিয় ফাউন্ডেশন
নিজের বলার মতো একটা গল্প,প্রতি মঙ্গলবার ওখানে আমাকে পাবেন। এবং হাটের সেল পোষ্ট খেয়াল করলে
পেয়ে যাবেন আপনার পছন্দের প্রোডাক্ট।
লুবাবা আপু: ভাই আমি তো একটা মহাবিপদে আছি।
আমিঃ কেন? আপু কি সমস্যা জানতে পারি।
লুবাবা আপু: আরে ভাই বলিয়েন না, আমার ছেলে আমার কাছে
তিন ফল খেতে চেয়েছে,আজ এক সপ্তাহ হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে কোথাও পাচ্ছি না।
আমিঃ ও আচ্ছা! আপনার ছেলে তিন ফল খেতে চেয়েছে। আমার কাছে আছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সেন্ড করে দিন আমি পাঠিয়ে দিব।
লুবাবা আপু: ভাইয়া একটু ছবি তুলে আমাদের দেখালে ভালো হয়, এবং দাম সম্পর্কে একটু জানাবেন।
আমিঃ আচ্ছা আপু , আপনার ইনবক্সে কিছু ছবি দাম সহ পাঠিয়ে দিলাম।দেখে জানাবেন।
লুবাবা আপু: ভাইয়া আমি আমার ছেলেকে দেখিয়ে আপনাকে জানাবো।
আমিঃ জ্বী, আপু ইনশাআল্লাহ ঠিক আছে।
লুবাবা আপু: ভাইয়া, আমার ছেলে এগুলো পছন্দ করেছেন,
আপাতত ১ kg পাঠিয়ে দিন। ভালো হলে আবার অর্ডার করবো।
আমিঃ ওকে,প্রিয়া আপু আপনার নাম ঠিকানা, মোবাইল নাম্বার একটু পাঠিয়ে দিন। আমি পাঠিয়ে দিব ২ থেকে ৩ দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
২ দিন পর তিন ফল হাতে পেয়ে!
লুবাবা আপু: আসসালামুয়ালাইকুম প্রিয় ভাই,
আপনার তিন ফল পেয়েছি, আপনার প্রতি আমি অনেক সন্তষ্ট কিন্তু আপনার টাকা কিভাবে দিব।
আমিঃ আপু আগে আপনার ছেলেকে, খেতে বলেন তারপর ভালো লাগলে আমি আমার বিকাশ নাম্বার দিচ্ছি এই নাম্বারে দিয়ে দিবেন।
লুবাবা আপু: ওকে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমিঃ আপনাকে ও ধন্যবাদ।
লুবাবা আপু: পরের দিন আবার আমাকে কল দিল, ভাইয়া
আপনার তিন ফল তো অনেক সুস্বাদু- আমরা গত রাতে
পুরো এক কেজি খেয়ে শেষ করে ফেলছি।
আমিঃ ও আচ্ছা আপু, আপনার ছেলে খুশি তো আমরা সবাই খুশি আরো লাগবে নাকি।
লুবাবা আপু: আমাদের পাশের বাসার, আকরাম ভাই,, ভাবিকে নিয়ে এসেছিল। ওনারা খেয়ে ও অনেক প্রসংসা করলো, এবং আকরাম ভাই আপনার নাম্বার চাইলো দিয়ে দিয়েছি,
হ্যা, আপু এবার আরো বেশি লাগবে, আরো ৩kg পাঠিয়ে দিবেন।
আমিঃ ইনশাআল্লাহ প্রিয়া আপু।
(হঠাৎ করে নতুন নাম্বার থেকে কল এলো)
আসসালামুয়ালাইকুম, আবুল খায়ের ভাই,
আপনি কি ইনসাফ ফুড গার্ডেন এর স্বত্বাধিকারি, আপনার কাছে কি, কি পন্য পাওয়া যায়।
আমিঃ প্রিয় ভাই আমার কাছে পাবেন, খেজুর, মধু, তিন ফল,ড্রাই ফ্রুটস, কালোজিরা তেল, আরো রয়েছে বিভিন্ন প্রকারের কাচের বোতল বয়াইম।
আকরাম: ও ভাইয়া ভুলেই গেছি, গতকাল রাতে
লুবাবা আপুর বাসায় আপনার তিন ফল খেয়ে তৃপ্তি
মিটে নাই। তাই লুবাবা আপুর কাছ থেকে আপনার নাম্বার নিয়ে আপনাকে নক করলাম, আমাকে ২ kg দেওয়া যাবে।
আমিঃ হা, ভাইয়া দেওয়া যাবে, আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ আমাকে ইনবক্সে পাঠিয়ে দিন।
আকরাম ভাই: আচ্ছা ভাইয়া আপনাকে আগে টাকা পাঠানো লাগবে কিনা, আপনার বিকাশ নাম্বার দিন টাকা পাঠিয়ে দেই।
আমিঃ প্রিয় ভাইয়া, আমরা আমাদের প্রিয় স্যারের
শিক্ষা নিয়ে ব্যাবসার এর পাশাপাশি একজন ভালো মানুষ
হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এসেছি,
কাউকে ঠকাতে আসেনি আমাদের স্যারের একটি কথা
বুকে ধারণ করে ব্যাবসা করি। কাউকে ঠকালেন তো,
নিজেই ঠকে গেলেন।
আকরাম ভাই: প্রিয় ভাই এতো সুন্দর একটা মুল্যবান কথা শোনালেন, বর্তমানে এরকম মানুষ আছে ভাবলে অবাক লাগে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের স্যারের নাম কি? এবং কোথায় পাব?
আমিঃ জ্বী, ভাইয়া আমাদের স্যার, নিঃস্বার্থে মানুষের
উপকার করে যাচ্ছেন, একজন উদ্যোক্তা তৈরি করে যাচ্ছেন কোন প্রকার ফি ছাড়া।
আকরাম: ভাইয়া আমি অনেকবার অনলাইন থেকে পন্য কিনে ঠকেছি, তাই অনলাইন আমি বিশ্বাস করতাম না। কিন্তু আজ আপনার ব্যাবহারে , কমিন্টমেন্ট, সততা, দেখে আপনাদের ব্যবসার প্রতি আগ্রহী হয়ে যাচ্ছি। আচ্ছা ভাইয়া আপনি কোন গ্রুপে বিজনেস করেন। গ্রুপ এর নাম কি?
আমিঃ নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন, যা বর্তামানে সরকারি অনুমোদিত ফাউন্ডেশন। এখানে শুধু বিজনেস না, এখানে , উদ্যোক্তা তৈরী কর্মশালা ছাড়া ও ভালো মানুষি চর্চাসহ ১৩ টি স্কিল শেখানো হয় সম্পূর্ণ বিনা মূল্যে।এবং প্রতি ব্যাচে টানা ৯০ দিন অনলাইন প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের প্রিয় মেন্টর জনাব, ইকবাল বাহার জাহিদ স্যার।
আকরাম: ভাইয়া আপনি যে ভাবে বলছেন, আমার মনে হয় না অন্য কোন প্লাটফর্মে এত সুযোগ সুবিধা আছে। তাহলে আপনি আমাকে আপনাদের গ্রুপে একটু যুক্ত করে দিন।
আমিঃ আকরাম ভাইকে আমাদের প্লাটফর্ম লিংকটা দিয়ে দিলাম এখনই জয়েন হয়ে নিন। আপনাকে একটু পর
আমি রেজিষ্ট্রেশন করে দিব।
আকরাম: ভাইয়া, আপনাদের গ্রুপ এ দেখি সবাই পজেটিভ চিন্তার মানুষ, এবং সবার লেখা গুলো পড়লাম অনেক অনেক ভালো লাগলো, কোন প্রকার নেগেটিভ নেই।
আমাকে রেজিস্ট্রেশন করে দিবেন প্লিজ।।
আমিঃ আপনার, নাম, রক্তের গ্রুপ, ফোন নাম্বার,
নিজ জেলা, বর্তমান অবস্থান, ইমেইল এড্রেস এই তথ্য গুলো আমাকে পাঠিয়ে দিন,এবং অবশ্যই ফেসবুক আইডি নিজের নামে হতে হবে।
আকরাম: আচ্ছা ভাইয়া, আপনার ইনবক্সে
আমি পাঠিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশন করে আমাকে জানাবেন,
আমিঃ ওকে ভাইয়া , রেজিস্ট্রেশন করে
সব তথ্য পাঠিয়ে দিয়ে, বললাম একটি পরিচিয় পোস্ট দিবেন।।
এভাবেই দিন, দিন, কাষ্টমারের পাশাপাশি,
সদস্য সংখ্যা ও বেড়েই চলেছে। অনেক অনেক কৃতজ্ঞতা জানাই প্রিয় মেন্টর প্রিয় শিক্ষক জনাব, Iqbal Bahar Zahid স্যারের প্রতি যার অক্লান্ত পরিশ্রমে পেয়েছি এতো বড় একটা নেটওয়ার্ক, যেখানে আমি স্যারের প্রতিটি কথা বুকে লালন করে চলতে শিখি। স্বপ্ন দেখি একজন সফল উদ্যোক্তার।।
প্রতি মঙ্গলবার মানে প্রিয় ফাউন্ডেশনের হাটবার।
আমাদের প্রিয় মেন্টর সবসময় বলে থাকে
আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা।
আজকের হাটবারে আপনাদের সবাইকে আমার স্টলে স্বাগতম। আমার স্টলে আজকের হাটে যা যা পাচ্ছেন।
নাম লিষ্টঃ ড্রাই ফ্রুটস খাঁটি মধু খাঁটি ঘি কালোজিরা তেল তিন ফল বিভিন্ন ধরনের খেজুর বিভিন্ন ধরনের কাঁচের বোতল এবং বয়ম
ফোন:01932773819
আমার ব্যবসা প্রতিষ্ঠান:https://www.facebook.com/insaf.food.garden/
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৩০
Date:- ২৫/০১/২০২২ইং
আবুল খায়ের
কমিউনিটি ভলান্টিয়ার
টপ টুয়েন্টি ক্লাব মেম্বার
প্রশিক্ষক: এসো কোরআন শিখি
বর্তমান অবস্থান: তেজগাঁও জোন
জেলা: ফরিদপুর
ব্যাচ:১১
রেজিস্ট্রেশন ৩১৬৪০