সারা জীবন কি বিদেশে ই কাঠিয়ে দিব
আসসালামুয়ালাইকুম
প্রিয় পরিবারের সবাই কেমন আছেন?
আশাকরি সবাই ভাল আছেন,
আমি আলহামদুলিল্লাহ সবার দোয়া আল্লাহর রহমতে ভালো আছি,
শুরুতেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আজও আমাকে বাঁচিয়ে রেখেছেন অত্যন্ত সচ্ছলতার সাথে এই ভুবনে।
হৃদয় উজার কৃত শ্রদ্ধা কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেদন করছি এমন একজন মহান ব্যক্তির সমীপে,যিনি দেশ ও জাতীকে চরম ক্লান্তিময় পরিস্থিতি থেকে উত্তোলণের কিংবদন্তি, অন্যের ব্যথায় ব্যথিত হৃদয়ের অধিকারী, অন্যের ক্ষুধায়যিনি ক্ষুধার্ত,, অসহায়ের সহায়োক
যিনি তাঁর সুকোমল মেধার সুনিপুণ কৌশল দিয়ে তরুণ প্রজন্মের হতাশার ঘন কুয়াশায় অন্ধকারাছন্ন জীবনকে
দিন কে দিন দিয়ে চলেছেন আলোকোজ্জ্বল জীবন, সেই মহান প্রাণ প্রিয় ব্যক্তি জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি।
এই প্রিয় প্লাটফর্মে প্রিয় ভাই বোনদের কে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, কামনা করছি তাদের সুস্বাস্থ্য দীর্ঘজীবন।
আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমার জীবনের গল্প নিয়ে,
আমি জামিল আহমেদ খাঁন, সিলেট বিভাগের জকিগঞ্জ উপজেলার এক মধ্যবিত্ত পরিবারে আমার জম্ম, চার ভাই দুই বোন ও মা বাবা নিয়ে আমাদের পরিবার, সবাই বর্তমানে থাকে সিলেটে,
বাবা ছিলেন ডাক্তার, বাবা মায়ের স্বপ্ন আমি ও বাবার মত ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমি পড়ালেখায় খুবই দুর্বল ছিলাম,
লেখাপড়ায় খারাপ হওয়ার কারনে বাবা সিদ্ধান্ত নিলেন আমাকে প্রবাসে পাঠিয়ে দিবেন,
প্রবাসে আসার আগ পর্যন্ত আলিয়া মাদ্রাসায় নবম শ্রেণি পর্যন্ত লেখা পড়ার ইতি ঘটে,
🇸🇦প্রবাস জীবন
আমাকে দিয়ে পড়াশোনা হবে না বাবা বুঝে গেলেন, তাই বাবা আমার চাচাকে প্রবাসে নিয়ে আসার অনুরোধ করলেন,
আপন চাচার মাধ্যমে সৌদি আরবে আসলাম,
চাচার ব্যবসা ছিল সেখানেই চাকরি জিবন শুরু,
যদিও আপন চাচা ছিল কিন্তু ব্যবহার ছিল পারা প্রতিবেশী চাচার মত,
অনেক কাজ করতে হত মাস শেষে বেতন সবার থেকে কম,
তাই চাচার সাথে একদিন রাগারাগি করে সেখান থেকে বের হয়ে কনস্ট্রাকশনের কাজ সহ বিভিন্ন কষ্টের কাজ করলাম, এটা করে ও শরীরের অবস্তা খারাপ হতে লাগল, পরে চিন্তা করলাম এগুলো করলে নিজে ভাল থাকতে পারব না,
এক মামা ছিল মেসকো কম্পানির মেনেজার তার মাধ্যমে সেখানে চাকরি নেই,
ভাল ই চলছিল সবকিছু, ২০০৩ সালে এসে একটা সমস্যা হয়ে যায়, তার কারনে সেখান থেকে অন্য মালিকের কাছে চলে যায়, জীবনের নৌকা যেন মাঝ নদীতে কোনো ভাবেই যেন কিনারা খুঁজে পায় না,
সেখানে ও কিছু সময় কাটানোর পর ভাল সেলারি হয়ে গেল,
বাড়িতে টাকা পাঠাচ্ছি ভালই চলছে, এক টাকা ও সঞ্চয় নাই যা বেতন পাই সব কিছু বাড়িতে পাঠাই,
ভাইদের ব্যবসা বাড়ি গাড়ি করে দেই,
চিন্তা করি বাড়িতে যাব ছুটিতে,
ছুটিতে গিয়ে দেখি যা পাঠিয়েছি তার কিছুই নেই,
ভাই বোন যেন আমাকে বাহিরে পাঠিয়ে দিতে পারলে শান্তিতে থাকতে পারবে, এ নিয়ে অনেক ঝামেলা হয়, সব ভাই বোন আমার বিরুদ্ধে চলে যায়, তারা বলে তাদের জন্য আমি কিছুই করিনি,
যদি করে থাকি তবে যেন প্রমান দেখাই,
কিন্তু আমি তো কোনো কিছু প্রমান করতে করেনি,
করেছি দায়িত্ব মনে করে সবাইকে ভালবেসে,
একবুক কষ্ট নিয়ে আবার প্রবাসে আসি আবার দুই বছর পর গিয়ে বিয়ে করি,,,
😭😭বাবাকে হারালাম😭😭
২০১১ সালে বাবা অসুস্থ হয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যায়,
তারপর আমি একে বারে ভেংগে পরি,
বাবাকে হারিয়ে দিশেহারা হয়ে যাই, আমার সব সমস্যার সমাধান বাবার কাছে থাকত,
বাবাকে হারানোর পর যেন আমি হারালাম আমার সব চেয়ে ভাল শুভাকাঙ্ক্ষী পরামর্শদাতা, মাথার উপরের ছায়া, আমার এমন মনে হতে লাগল যেন আমার এগিয়ে যাওয়ার সব রাস্তা হারিয়ে ফেলেছি, প্রায় দুই তিন মাস মানসিক ভাবে অসুস্থ ছিলাম, তারপর আস্তে আস্তে ঠিক হয়,
বাবা চলে যাওয়ার পর ও ভাই বোনদের জন্য অনেক কিছু করেছি যদিও তারা এগুলো শিকার করেনা,
✍️✍️টেনশন হতাশা থেকে মুক্তি,
বাবা চলে যাওয়ার পর টেনশন হতাশা আমাকে ঘিরে ধরে, চিন্তা করতে থাকি কিভাবে কি করব,
সারা জীবন কি বিদেশে ই কাঠিয়ে দিব, আমি আমার জীবন কাটিয়ে দিচ্ছি, আমার যখন বয়স হবে তখন কেমন করে চলব,
আমি বৃদ্ধ হলে আমার ছেলে কে এই প্রবাস নামের জেলখানায় আসতে হবে,
ছেলে বড় হচ্ছে ছেলেকে কাছে থেকে বড় করতে পারিনি, বৃদ্ধ বয়সে ও ছেলেকে কাছে পাবনা, সেই চিন্তা থেকেই ইউটিউব ফেসবুক এসবে খুঁজতে থাকি কিভাবে কি করব, অনেক টা সময় এসবে ঘাঁটাঘাঁটি করে ও কোনো কিছু খুঁজে পাচ্ছি না,
২০২০ সালের শেষের দিকে প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যারের একটা ভিডিও দেখি,
এই প্রথম মনে হল কোনো কিছু করার সাহস ও হতাশা থেকে মুক্তির পথ পেলাম,
কখনো কোনো কিছু করার সাহস আসেনি,
প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যারের ভিডিও গুলো যেন আমাকে সাহস ও সব ধরনের হতাশা থেকে মুক্তির পথ দেখাল, এখন প্রতিদিনই সেশন চর্চা ক্লাসে উপস্থিত হয়ে নিজে শিখতে চেষ্টা করছি,
স্যার বলেছেন আগে শিক্ষা গ্রহণ করতে,
তারপর শুরু করতে যেন আমরা ব্যার্ত না হই,
স্বপ্ন দেখছি নিজে উদ্যোক্তা হতে, ইনশাআল্লাহ প্রিয় স্যারের শিক্ষা নিয়ে আমি ও একদিন সফল উদ্যোক্তা হব।
স্যারের প্রতি চির কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটি প্লাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, প্রিয় স্যারের জন্য অনেক অনেক দোয়া প্রিয় স্যার যেন সব সময় ভালো থাকেন এবং আমাদের মাঝে থাকেন আমিন।
সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা লাইক কমেন্ট করে আমার পাশে থাকেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল অবিরাম।
আমাদের সবার প্রিয় শিক্ষক লাখ তরুণের স্বপ্ন দ্রষ্টা আমাদের আইডল ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল অবিরাম, প্রিয় স্যারের দীর্ঘায়ু কামনা করছি, দোয়া করি আমাদের প্রিয় স্যার আমাদের মাঝে হাজার বছর বেঁচে থাকুক আমিন,
প্রিয় প্ল্যাটফর্মের সবাই যে যেখানেই থাকুন ভাল থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া ও আন্তরিক ভালবাসা রইল,
সবার দোয়া ও ভালবাসা প্রত্যাশী,
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭২৮
Date:- ২৩/০১/২০২২ইং
মোঃ জামিল আহমেদ খাঁন।
ব্যাচ ১৬
রেজিস্ট্রেশন ৮০৯৯১
থানা
শাহপরান খাদিম
জেলা সিলেট
বর্তমান সৌদি আরব রিয়াদ প্রবাসী।