টাঙ্গাইল জেলার শীতবস্ত্র বিতরন
🌿🌿বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
🙋♀আসসালামু আলাইকুম।
❤প্রিয় পরিবারের সবাই কেমন আছে ,
আশা নয় বিশ্বাস সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।
🕯অদম্য টাঙ্গাইল জেলা কতৃক আয়োজিত,নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ,সম্মানিত স্যারের অনুপ্রেরণায় শীতবস্ত্র এবং খাবার বিতরণ অনুষ্ঠান ২০২২ ইং সম্পন্ন হলো ,এবং ২০০ তম সেশন চর্চা সেলিব্রেশন অফ লাইন + অনলাইন মিট গতকাল খুব সুন্দর ভাবে সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
কৃতজ্ঞতা প্রিয় স্যারের প্রতি।
আমাদের অদম্য টাঙ্গাইল জেলার ৬ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ২ টা পর্যন্ত কম্বল বিতরণ করা হয়েছে ।টাঙ্গাইল এর অলিগলি ঘুড়ে, এবং হসপিটালে অসহায় মানুষদের কম্বল বিতরণ করা হয়েছে পাশাপাশি তাদের হাতে খাবার ও তুলে দেওয়া হয়েছে এবং ৭ জানুয়ারি তারিখ দিনেও কম্বল বিতরন করা হয়েছে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।
🌼অসাধারণ একটি আয়োজন ছিল।
৭ তারিখ রাতে প্রধান অতিথি
প্রিয় স্যারের উপস্থিতিতে ।আমাদের অফলাইন মিটআপ খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়।
মিট আপে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত কোর ভলান্টিয়ার , ও মডারেটর গন, এবং আর ও উপস্থিত ছিলেন ।কমিউনিটি ভলান্টিয়ার সহ আজীবন সদস্য। সকলের উপস্থিতিতে একটি সুন্দর সফল মিট আপ অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ
💁♀ মিট আপ সঞ্চালনায় ছিলেন আমাদের সবার প্রিয় মুখ মডারেটর ইবনে সাইম রানা ভাইয়া।
পবিত্র কুরআন তেলয়াতের মাধ্যমে মিট আপ শুরু করেন ।
💁♀ কুরআন তেলয়াত করেন : সোহেল আহম্মেদ ভাইয়া ( ক্যাম্পাস এম্বাসেডর )
💁♀ জাতীয় সংগীত পরিবেশন করেন : সরকার মোমিনোল ইসলাম ভাইয়া ।
💁♀ ফাউন্ডেশনের সপত নামা পাঠ করেন : খাদিজা হোসাইন আপু।
💁♀ সেশন পাঠ করেন : শামিম রহমান ভাইয়া।
💁♀প্রিয় স্যার কে নিয়ে কবিতা পাঠ করি আমি নিজেই (আসমা আলম )
💁♀জেলা প্রতিবেদন পাঠ করেছেন MD Jahir Islam ভাইয়া ।
💁♀উদ্যোগতা প্রতিবেদন পাঠ করেন Sagarika Iqbal আপু।
ভালো লাগার কিছু কথা।
খুব ইচ্ছে ছিল প্রিয় স্যারের সামনে কিছু কথা বলবো। কিন্তু সুযোগ হয় নাই, তাই ভাবলাম কি করলে স্যারের সামনে কথা বলতে পারি।
ভাবনা থেকে শুরু। মনের কিছু কথা গুছিয়ে লিখতেই রচিত হয়ে গেল কবিতা। সুযোগ চলে আসলো। ২০০ তম মেগা মিট আপের মাধ্যমে।
আমি প্রিয় স্যারের সামনে কবিতা টি পাঠ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।
এটা যে আমার জন্য কত বড় পাওয়া ছিল তা আমি লিখে এবং বলে বোঝাতে পারবো না।
💁♀নিচে আমার লিখা কবিতা টি দিলাম।
সময় হলে কবিতা টা পড়ে নিবেন ।
প্রত্যাশা
আসমা আলম
হাজার গল্প বিশ্বজোড়া , নিজের কেন নাই ?
বলার মতো একটা গল্প, রেখে যেতে চাই।
ঘরের কোণে থাকি আমরা, অলস সময় ভরা।
সঠিক ইউজ করলে সময়, হাসিবে এ ধরা।
স্বপ্ন দেখার ইচ্ছা এবং, সফল স্বপ্নময়ী।
যাহার অনুপ্রেরণাতে, লাখো বেকার জয়ী।
বিনয়, শ্রদ্ধায় আমি আছমা, অবদানটা যার
পথ প্রদর্শক, কিংবদন্তি, ইকবাল বাহার স্যার।
সারা বিশ্বে উড়িয়ে দিলেন, সৎ ব্যবসার নিশান
আমরা সবাই আপনার নীতি, রাখিবো অম্লান।
পাঁচ লক্ষের অধিক মেম্বার, দেশ বিদেশে যারা।
একটি নামের সকল স্বপ্নের, বাস্তবায়ক তারা।
শ্রদ্ধা, ভক্তি, ভালবাসা, জাহিদ স্যারের প্রতি
অন্ধকারের আলো হয়ে, দেখিয়েছেন গতি।
আয়োজক সব, ভাই- বোনদের, অনেক ধন্যবাদ।
হাজার পাতা লিখলেও আরো, মিটবেনাতো সাধ।
দোয়া নিয়ে সবার কাছে, সামনে যেতে চাই
স্বপ্ন সবার সফল হউক, আমিও যেন পাই।
চার বছর প্রতিষ্ঠাবার্ষিকী, মেম্বার যারা আজ
প্রোগ্রামটাকে সফল করা, আমাদেই কাজ।
একটি দিনও বেকার নয়, এই স্লোগান,
লক্ষ লক্ষ উদ্যোক্তাতার টার্গেট,নিজের বলার মতো একটা গল্প, শিক্ষা প্রতিষ্ঠান।
চাকরি করবনা চাকরি দেব, বানিতে আছেন যিনি।
স্বপ্ন দেখুন, সাহস করুন ,শুরু করুন ,এবং লেগে থাকুন ,এই বানাতেউ তিনি।
খারাপ মানুষকে ভালো মানুষ, তৈরীর কারিগর।
সবার হৃদয় জয় করেছেন, আপনি মান্যবর।
ROOPKOTHA trade রুপকথা ট্রেড,
নামে আমার পেইজ আছে ভাই ।
ভালবেসে লাইক দিবেন, পাশে যেন পাই।
আমি আছমা আলম টাঙ্গাইলের মেয়ে কাজ করছি ।টাঙ্গাইলের তাঁতের শাড়ি থ্রী পিছ বাটিক পণ্য এবং মেয়েদের যাবতীয় পোষাক নিয়ে।
/