গোপালগঞ্জ জেলা প্রতিবেদন
♥গোপালগঞ্জ জেলা (ঢাকা বিভাগ)♥
১। ঢাকার ১ নাম্বার ধনী বিভাগের একটি অন্যতম জেলা গোপালগঞ্জ।
২।আয়তন: ১,৪৬৮.৭৪ বর্গ কিমি।
৩।অবস্থান: ২২°৫০´ থেকে ২৩°০১´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৪০´ থেকে ৯০°০২´ পূর্ব দ্রাঘিমাংশ।
৪।সীমানা: উত্তরে ফরিদপুর জেলা, দক্ষিণে পিরোজপুর ও বাগেরহাট জেলা, পূর্বে মাদারীপুর ও বরিশাল জেলা, পশ্চিমে নড়াইল জেলা।
৫।গোপালগঞ্জ জেলার মোট জনসংখ্যাঃ ১১৬৫২৭৩; পুরুষ ৫৯২৮০৫, মহিলা ৫৭২৪৬৮। মুসলিম ৭৭৯৯৬২, হিন্দু ৩৭১৬২৯, বৌদ্ধ ১৩৪০১, খ্রিস্টান ১৭ এবং অন্য ২৬৪।
৬। মধুমতি নদীর তীর গোপালগঞ্জে অবস্থিত।
৭।গোপালগঞ্জ জেলা ভারতের বিহার রাজ্যের সাধারণ বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক জেলা।
৮। বাংলাদেশের মান মন্দির অবস্থিত গোপালগঞ্জ জেলার ভিতর।
৯। পদ্মা সেতুর কারণে গোপালগঞ্জে অর্থনৈতিক উন্নয়ন ঘটে দ্বিগুণ হারে।
১০। গোপালগঞ্জ জেলার উপজেলা ৫ টি যথাঃ
১।গোপালগঞ্জ সদর,
২। কাশিয়ানী,
৩। টুংগীপাড়া,
৪।কোটালীপাড়া এবং
৫।মুকসুদপুর।
১১। মুক্তিযুদ্ধের সময় ৮নং সেক্টরে রয়েছে গোপালগঞ্জ।
১২। সাক্ষরতা আন্দোলেনর ‘স্পন্দিত’।
১৩। গোপালগঞ্জে তিনটি আসন রয়েছে।
১৪। গোপালগঞ্জ জেলার দশজন বিখ্যাত ব্যক্তির নাম :
১.শেখ মুজিবুর রহমান, (জাতির জনক)।
২.শেখ হাসিনা, (বতর্মান প্রধানমন্ত্রী)।
৩.সুকান্ত ভট্টচার্য, (কবি)
৪.আবুল হাসান, (কবি)
৫.রকিবুল হাসান, (জাতীয় ক্রিকেট দলেট সাবেক অধিনায়ক)।
৬.শেখ ফজলুল হক মনি, (যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)।
৭.নরেন বিশ্বাস, (বাক শিল্পী)।
৮.ফিরোজা বেগম, (সংগীত শিল্পি)।
৯.আব্দুস সামাদ, (কৃতি ফুটবলার)।
১০.এম এ সাঈদ, (সাবেক নির্বাচন কমিশনার)।
১৫। গোপালগঞ্জ জেলায় জাতীর জনক নামের অনুযায়ী ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’ রয়েছে।
১৬। গোপালগঞ্জে একটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে।
১৭। গোপালগঞ্জ জেলার শিক্ষার হার ৭৮.১ এবং পূর্বে ৫৮.১।
১৮। গোপালগঞ্জের প্রধান অর্থকারী ফসল বাংলাদেশের ‘সোনালী আঁশ’ বা পাট।
১৯। গোপালগঞ্জে প্রচুর পরিমাণে বোরো ধানের উৎপাদিত হয়।
২০। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। গোপালগঞ্জে লাল শাপলা ফুল পাওয়া যায়। যা, এই জেলাকে আরও সৌন্দর্য্য বৃদ্ধি করে।
২১। বৃহৎ জলাশয় ; চান্দার বিল, বর্ণির হাওর এবং বগিয়ার বিল।
২২। প্রাকৃতিক সম্পদের মধ্যে শামুক ও ঝিনুক এ জেলায় পাওয়া যায়।
২৩। খনির সম্পদের মধ্যে মুকসুদপুরে উপজেলায় চান্দার বিল পীট কয়লার খনি পাওয়া যায়।
২৪। মেট্রো রেল ও পদ্মা সেতুর চলাচল শুরু হলে একটি শিল্প নগরী হিসেবে পরিচিত হবে।
২৫। গোপালগঞ্জের পূর্ব নাম ‘রাজগঞ্জ’।
২৬। গোপালগঞ্জ জেলায় বাদাম,পাট ও তরমুজের(এ জেলায় এ পণ্যগুলো উৎপাদন হয় বেশি) জন্য বিখ্যাত।
২৭।এদেশের সবচেয়ে বিখ্যাত রসগোল্লার নাম শুনলেই মনে পড়ে যায় দক্ষিণাঞ্চল তথা গোপালগঞ্জের বিখ্যাত দত্তের মিষ্টি।
২৮।কোটালীপাড়া বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ... ব্যবসা-বাণিজ্যের জন্য বিখ্যাত।
২৯। জাতির জনক শেখ মুজিবুর রহমান। যার জন্য আমাদের এই গৌরবময় বাংলাদেশ। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার তাঁর জন্মস্থান।
৩০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্য আমাদের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। ❤️
৩১। তাঁর পিতা শেখ লুৎফর রহমান ছিলেন গোপালগঞ্জ দেওয়ানি আদালতের সেরেস্তাদার।
৩২। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তিনি আমাদের স্বাধীনতার প্রতীক।
৩৩। গোপালগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস এক গৌরবোজ্জ্বল ইতিহাস। তিনটি বিশেষ বাহিনী ছিল। বাহিনীর নামঃ
১।হেমায়েত বাহিনী,
২।মুজিব বাহিনী,
৩। মুক্তিবাহিনী।
৩৪। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ যার জন্ম আমাদের গৌরবময় গোপালগঞ্জ জেলায়।
৩৫। শেখ হাসিনা বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের সরকারদলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী।
৩৬। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী।
৩৭। শেখ হাসিনা গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্নের ‘এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড’ উদ্বোধন করেছেন।
৩৮। একটি নারী কতটা দায়িত্বশীল ও সহানুভূতিশীল হতে পারে সেটা শেখ হাসিনাকে দেখেই বোঝা যায়।
৩৯। গোপালগঞ্জে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে।
৪০। গোপালগঞ্জের বিখ্যাত দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের সমাধি, ওড়াকান্দি ঠাকুর বাড়ি, জমিদার গিরীশ চন্দ্র সেনের বাড়ী, অন্যন্যা চন্দ্র ঘাট, বধ্য ভূমি স্মৃতি সৌধ, বিলরুট ক্যানেল, উলপুর জমিদার বাড়ী, মধুমতি বাওড় ও সখীচরন রায়ের বাড়ি।
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে গোপালগঞ্জ জোনের দায়িত্বশীলগনঃ
🔺সোহেলুর রহমান - ডিস্ট্রিক এম্বাসেডর
🔺নুরুজ্জামান মোল্লা সোহান - ডিস্ট্রিক এম্বাসেডর
🔺তাজউদ্দিন চৌধুরি - ডিস্ট্রিক এম্বাসেডর
🔺আশরাফুল-ডিস্ট্রিক এম্বাসেডর
👉আতিকা - উপজেলা এম্বাসেডর (সদর)
👉কামরুল মিয়া - উপজেলা এম্বাসেডর (মুকসুদপুর)
👉শেখ রবি - উপজেলা এম্বাসেডর (কোটালিপাড়া)
👉মাহমুদ হাসান - ক্যাম্পাস এম্বাসেডর (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ)
👉রনি ঢালি - ক্যাম্পাস এম্বাসেডর (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
💢তানভির - কমিউনিটি ভলান্টিয়ার ও রেজিষ্ট্রেশন টিম মেম্বার
💢 নজরুল ইসলাম = কমিউনিটি ভলান্টিয়ার ও টপ টুন্টি সদস্য
💢কমিউনিটি ভলান্টিয়ার তালিকা
> মানিক শেখ= গোপালগঞ্জ সদর
> সাহিদা সাথী = গোপালগঞ্জ
> জাফরিন আখতার = কাশিয়ানি
> ফরিদা আখতার = মুকসুদপুর
> হাফিজুর রহমান = টুংঙ্গিপাড়া
সর্বশেষ আমি মনে করি, গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্ববোধ করি।
বাংলাদেশের ৬৪ জেলার ভিতরে গোপালগঞ্জ জেলা টি অপরূপ ও অতুলনীয় সৌন্দর্য একটি স্থান।