খুলনা জেলার প্রতিবেদন
রয়্যাল খুলনার প্রতিবেদন
খুলনা জেলার পরিচিতিঃ
খুলনা হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগের দশটি জেলার বিভাগীয় সদর দপ্তর। এটি খুলনা বিভাগের কেন্দ্রীয় শহর। ঢাকা ও চট্টগ্রাম নগরের পরে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগর। এটি বাংলাদেশের বিভাগীয় শহরগুলার মধ্যে অন্যতম।
খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা, ভৈরব এবং ময়ুর নদী বেষ্টিত নগর। বাংলাদেশের প্রাচীনতম এবং ব্যস্ততম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম।
খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনাকে শিল্প নগরী হিসেবে ডাকা হয়। খুলনা শহর থেকে ৪৮ কি.মি. দূরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা সমুদ্র বন্দর অবস্থিত বিধায় খুলনাকে চট্টগ্রামের পর ২য় বৃহত্তম বন্দর নগরীও বলা হয়ে থাকে।
ইউনেস্কো স্বীকৃতি প্রাপ্ত পৃথিবীর সর্ব বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন খুলনা জেলার দক্ষিণাংশে অবস্থিত। খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়।
রাজধানী ঢাকা থেকে খুলনা শহরের দূরত্ব সড়কপথে ৩৩৩ কি.মি.। রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলের সংগে স্থলপথ, আকাশপথ, জলপথ ব্যবহার করা যায়।
১৮৮৪ সালে কলকাতা থেকে খুলনা পর্যন্ত রেলওয়ে পরিসেবা চালু করা হয় যা ছিল খুলনার প্রথম রেলওয়ে, এই রেলপথ টি খুলনা জংশন রেলওয়ে স্টেশন-এর মাধ্যমে খুলনায় প্রবেশ করে।
১৯১২ সালে থেকে অত্র অঞ্চলে থেকে নদীপথে স্টিমার চলাচল শুরু হয় হয়।
কলেজ ও বিশ্ববিদ্যালয়ঃ
খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খুলনা মেডিকেল কলেজ
সরকারি বি. এল. কলেজ
বিষেশ কিছু খাবারঃ
খুলনার জনপ্রিয় খাবার নারিকেল। এখাকার জলবায়ু নারিকেল গাছ হওয়ার জন্য অনেক বড় ভূমিকা পালন করে। খুলনা গলদা চিংড়ির জন্য অনেক প্রসিদ্ধ। সুন্দরবনের মধু, আরও রয়েছে খুলনার রয়েল হোটেলের ফালুদা সহ আরো অনেক খাবার।
রাস্তাঘাটঃ
খুলনার রাস্তাঘাট অনেক ভাল এবং অনেক প্রশস্ত। এই শহরটি যানজট মুক্ত।
খুলনা জেলার উপজেলা ৯ টি।
১. রূপসা
২. তেরখাদা
৩. দিঘলিয়া
৪. ফুলতলা
৫. ডুমুরিয়া
৬. বটিয়াঘাটা
৭. পাইকগাছা
৮. দাকোপ
৯. কয়রা
"বাঘের গর্জন,সমৃদ্ধি ও অর্জন"
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এ খুলনা জেলার অর্জনঃ
কোর ভলেন্টিয়ার ২ জন
মডারেটর ৩ জন
জেলা এম্বাসেডর ৩ জন
উপজেলা এম্বাসেডর ১০ জন
ক্যাম্পাস এম্বাসেডর ৩ জন
নারী উদ্দোক্তা রিচার্জ টিমে আছেন ২ জন
কমিউনিটি ভলেন্টিয়ার ২৫ জন
ব্লাড মেনেজমেন্ড টিম মেম্বার ৪ জন
রেজিষ্টেশন টিম মেম্বার ৫ জন
হাট মনিটরিং টিম মেম্বার ৩ জন
লাইভ সাপোর্ট টিম মেম্বার ৮ জন
রয়েল খুলনা টিমের কার্যক্রমঃ
প্রতিদিনের সেশন চর্চা ক্লাসের মাধ্যমে প্রিয়স্যারের সেশন সম্পর্কে সম্পুর্ন ঞ্জান অর্জন করা ও সে অনুযায়ী কাজ করে যাচ্ছে রয়েল খুলনা।
৫ জনকে উদোক্তা হতে আর্থিক ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে খুলনা টিম।
২২ জন কে রক্তের ভালোবাসা দিয়ে পাশে দাড়িয়ছে খুলনা টিম
প্রতি শুক্রবার উপকার করার দিবস হিসেবে প্রায় ১০০ জন গ্রুপে জয়েন করিয়েছে খুলনা টিম।
৩০০ পরিবেশ বান্ধব গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় ভুমিকা রেখেছে খুলনা টিম।
এছাড়াও স্যারের নির্দেশনা গুলো সঠিক সময়ে বাস্তবায়ন করেছে, এবং ভবিষ্যতে ও করবে বয়েল খুলনা টিম।
খুলনা জেলা সম্পর্কে এবং রয়েল খুলনা টিম সম্পর্কে এতো অল্প সময়ে বলে শেষ করা যাবে না। যদি কখনও আবার খুলনা সম্পর্কে বিস্তারিত বলার সুযোগ হয় সেদিন বলবো ইনশাআল্লাহ।