নরসিংদী জেলার প্রতিবেদন
আসসালামু আলাইকুম
নরসিংদী জেলা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরবো
১. নরসিংদী জেলার পরিচিতিঃ
======
নরসিংদী জেলা একটি ঐতিহাসিক প্রাচীন জনপদ সুজলা সুফলা শস্য শ্যামল এ ভূমি।
মেঘনা,শীতলক্ষ্যা, ব্রক্ষপুত্র, আড়িয়াল খাঁ, হাঁড়িধোয়া নদী বিধৌত পলি দ্বারা গঠিত, নরসিংদী জেলা।
নরসিংদীর অঞ্চলের রয়েছে সমৃদ্ধ ৫ হাজার বছরের প্রাচীন ইতিহাস। জেলার উত্তরাঞ্চলে বেলাবতে উয়ারী ও বটেশ্বর গ্রামে আবিস্কৃত হয়েছে নব্য প্রস্তর যুগের প্রত্নতত্ন নিদর্শন। রয়েছে নিজস্ব কৃস্টি-কালচার, সাহিত্য-সংস্কৃতি।
অন্যদিকে ব্যবসা-বাণিজ্য ও শিল্প স্থাপনের অবয়াশ্রম এ জেলা। নরসিংদী জেলাকে বস্ত্রের রাজধানী বললেও ভুল হবে না। দেশের স্থানীয় বস্ত্রের চাহিদার সিংহ ভাগ পূরণ করেও রপ্তানী বাণিজ্যে অগ্রণী ভূমিকা পালন করছে এ জেলার বস্ত্র শিল্প প্রায় আড়াই হাজার বছরের ইতিহাস ।
পরিশেষে নরসিংদী জেলা পরিপূর্ণ শিল্পনগরী।
নরসিংদী জেলার একটি বিশেষ এবং উলেখযোগ্য ঐতিহ্য হচ্ছে তাঁত শিল্প। ‘প্রাচ্যের ম্যানচেষ্টার’ বলে খ্যাত শেখেরচর (বাবুরহাট) এ জেলায় অবস্থিত। পোশাক নিয়ে ব্যবসা করার জন্য উপযোগী স্থান নরসিংদী জেলা। সারা বাংলাদেশ থেকে পোশাক ব্যবসায়ি রা পোশাক ক্রয়ের জন্য শেখেরচড় বাবুর হাটে আসেন।
এছাড়া পাটকল, চিনিকল, সার কারখানা, থার্মেক্স গ্রুপ ও বহু জনপ্রিয় প্রান আর এফ এল এর মতো কোম্পানি, বিদ্যুৎ উৎপাদন কেদ্রের মত বহু সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে।
নরসিংদী জেলা প্রাকৃতিক গ্যাস সম্পদে সমৃদ্ধ, ১৯৯০ সালে গ্যাস ক্ষেত্রটি আবিস্কৃত হয়।
বর্তমানে এই জেলায় ০৬টি উপজেলা, ৬টি পৌরসভা, ৭১টি ইউনিয়ন রয়েছে।
শিক্ষা-সাহিত্য, ও সংস্কৃতি জগতে যারা্ আলোকবর্তিকা প্রজ্জ্বলিত করে নরসিংদীকে ঐতিহ্যমন্ডিত করেছেন তাঁরা হলেন উপমহাদেশের প্রথম বাঙালি আই সি এস স্যার , জি গুপ্ত, পবিত্র কোরআনের বাংলা অনুবাদক ভাই গিরিশ চনদ্র সেন। আরো অনেক বিখ্যাত ও বিশিষ্ট ব্যক্তি নরসিংদী তে রয়েছে।
২. নরসিংদী জেলার শিক্ষপ্রতিষ্ঠানঃ
==================।
# ব্রাম্মন্দি মডেল সরকারি স্কুল
# এন কে এম প্রাইভেট স্কুল
# প্রাণ আর এফ এল প্রাইভেট স্কুল।
# জনতা প্রাইভেট স্কুল।
# বিদ্যুৎ কেন্দ্র প্রাইভেট স্কুল।
👭
# নরসিংদী সরকারি কলেজ
# শাহেপ্রতাপ পলিটেকনিক ইনস্টিটিউট
# আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ
# নরসিংদী মডেল কলেজ,
# বিজ্ঞান কলেজ,
আরো অনেক নামকরা কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
৩. নরসিংদী জেলার অন্যতম বিখ্যাত কিছু পন্যঃ
===================
@নকশী পিঠা
@কলা
@লটকন
@ শাড়ি
@ লুঙ্গি
@ থ্রিপিছ
@হোম টেক্সট চাদর
এবং নির্ভেজাল স্ববজী পাওয়া যায়।
আরো মজাদার অনেক খাবার পাওয়া যায়।
৪. নরসিংদী জেলার দর্শনীয় স্থানঃ
====================
ড্রিমল্যান্ড হলিডে পার্ক
শাহ ইরানি মাজার
উয়ারী—বটেশ্বর
তিন গম্বুজ মসজিদ
ভাই গিরিশ চন্দ্র সেনের বাস্তুভিটা
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর
সোনা মুড়ি টেক
বেলাবো মসজিদ
সহ আরো অনেক সুন্দর সুন্দর স্থান।
৫. নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এ নরসিংদী জেলার অর্জনঃ
=========================
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এ ৩য় সেরা জেলা হিসেবে নির্বাচিত হয়েছিলো নরসিংদী জেলা।
নরসিংদী জেলা থেকে ভালোবাসার ফাউন্ডেশনে বিভিন্ন দ্বায়িত্ব রয়েছেনঃ
#কোর ভলেন্টিয়ার ৩ জন
১. সাব্বির ভুইয়া
২. সুমন ভুইয়া
৩. ফেরদৌস আহমেদ
#মডারেটর ৩ জন
১. সাব্বির ভুইয়া
২. মোস্তাক আহমেদ মৃধা
৩. ফেরদৌস আহমেদ খন্দকার
#জেলা এম্বাসেডর ৩ জন
১. ইসমাঈল হোসেন
২. সাইফুল ইসলাম
৩. ফেরদৌস আহমেদ
আরো বিভিন্ন দ্বায়িত্বে রয়েছেঃ
#উপজেলা এম্বাসেডর ৬ জন
#ক্যাম্পাস এম্বাসেডর ৫ জন
#নারী উদ্দোক্তা রিচার্জ টিমে আছেন ৪ জন!
#কমিউনিটি ভলেন্টিয়ার ৪০ জন।
সেরা ভলান্টিয়ারিং ক্রেষ্ট প্রাপ্তি ।
২০২১ ইং।
কামরুন্নাহার খান মৌমিতা।
#ব্লাড মেনেজমেন্ড টিম মেম্বার ৭ জন
#রেজিষ্টেশন টিম মেম্বার ৬ জন
#হাট মনিটরিং টিম মেম্বার ২ জন
#লাইভ সাপোর্ট টিম মেম্বার ৪ জন
# সর্বমোট মোট সদস্য প্রায় ৬০০ জন
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে অনুপ্রেরনা ও প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের শিক্ষা নিয়ে নরসিংদী জেলা থেকে উদ্দোক্তা হয়েছেন অনেকেই, তারই মধ্যে সফল উদ্দোক্তা হয়েছেনঃ
১. সাব্বির ভূইয়া
২. সুমন ভূইয়া
৩. এম কে ইসমাইল হোসাইন
ইউটিভি লাইভে গিয়েছেনঃ
১.সাব্বির ভূইয়া
২. এম কে ইসমাইল হোসাইন
৩. খাদিজা আক্তার।
৪.রায়হানুর রহমান
৫. তাজরিন চৌধুরী,
#টপ টেন / টপ টুয়েন্টিঃ
১. মোস্তাক আহমেদ ৭ বার
২. ফেরদৌস আহমেদ ৬ বার
৩. কামরুন্নাহার খান মৌমিতা ৬ বার
৪. আদনান ৭ বার
সহ আরো অনেকে বহুবার টপ টেন / টপ টুয়েন্টি তে এসেছেন।
# কথা বলার জড়তা কাটানো ভিডিওঃ
১. মোস্তাক আহমেদ মৃধা ভাই ২০০ টি কথা বলার জড়তা কাটানো ভিডিও সেশন করেছেন। যা নরসিংদীর জন্য গৌরব।
#প্রতিদিনের সেশন চর্চা ক্লাসের মাধ্যমে প্রিয়স্যারের সেশন সম্পর্কে সম্পূর্ন ঞ্জান অর্জন করা ও সে অনুযায়ী কাজ করে যাচ্ছে জাগো নরসিংদী টিম।
আজ নরসিংদী সেশন চর্চার ১৫৮তম দিন।
৬. ০৬ জনকে উদোক্তা হতে আর্থিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে পাশে থেকেছে জাগো নরসিংদী টিম।
৮. ৬০ জন কে রক্তের ভালোবাসা দিয়ে পাশে দাড়িয়েছে নরসিংদী টিম।
১০. ৩০০ পরিবেশ বান্ধব গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় ভুমিকা রেখেছে নরসিংদী টিম।
১১. করোনাকালীন সময়ে গরীব ও কর্মহীন মানুষকে খাদ্য সামগ্রী সরবরাহ করে পাশে দাড়িয়েছে নরসিংদী টিম, ফ্রি মাস্ক সরবরাহ করা হয়েছে।
১২. বিভিন্ন সময়ে বন্যার্তদের সহযোগিতার মাধ্যমে পাশে দাড়িয়েছি। জাগো নরসিংদী টিম।
এছাড়াও স্যার আপনার নির্দেশনা গুলো সঠিক সময়ে বাস্তবায়ন করেছে, এবং ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ জাগো নরসিংদী টিম।
জাগো নরসিংদী টিম সম্পর্কে এবং নরসিংদী জেলা সম্পর্কে এতো অল্প সময়ে বলে শেষ করা যাবে না। নরসিংদী জেলার পার্শবর্তি জেলা উত্তরে কিশোরগঞ্জ। দক্ষিণে নারায়ণগঞ্জ জেলা অবস্থিত।বিশ্ব পরিচিত ভুলতা গাউসিয়া সুপার মার্কেট। নরসিংদী জেলার পার্শবর্তি, মার্কেট।