উদ্যোক্তা হওয়ার গল্প ✍️
২০১১ সাল থেকেই যখন অসুস্থ হয়ে গেলাম স্বাভাবিক জীবন-টা আমার অস্বাভাবিক হয়ে গেল।
আমার সকল স্বপ্ন আশা ভেঙে চুরমার হয়ে গেলো, আমি ধরেই নিয়েছিলাম আমি কখনোই নিজের স্বপ্নের পথে কখনোই হাঁটতে পারব না, ভেবেছিলাম সবসময় অন্যের করুনা দয়া নিয়ে বাঁচতে হবে, হাতের খরচের টাকার জন্য ও আরেকজনের হাতের দিকে চেয়ে থাকতে হবে।
এসব ভেবেই দিন যেতে লাগলো ১১ সাল থেকে ২০ পর্যন্ত কতকিছু ই করলাম মাদ্রাসায় পড়লাম। শুয়ে বসে আড্ডা দিয়ে, মোবাইল টিপেই সময় যেতো এমন জীবন যাপন করতে করতে হাঁপিয়ে গিয়েছিলাম।
এরমধ্যে ভার্চুয়ালে অনেকের সাথে পরিচয় হলো, ২০২০ সালে এক আপুর অনুপ্রেরণায়, এক ভাইয়ের সহযোগিতায় উদ্দোক্তা জীবন শুরু করি।
প্রথম দিনেই একটা অর্ডার পেয়েছিলাম সেই থেকেই সূচনা শুরু হয় আমার।
বেশকিছু অর্ডার ই আসলো আলহামদুলিল্লাহ, প্রথম মাসে কিছু টাকা মায়ের হাতে দিয়েছিলাম তখন আমাদের আর্থিক অবস্থা মোটামুটি খারাপ ই, তখন যখন আমার মায়ের হাতে টাকা দিলাম যদিও খুবই কম ছিলো কিন্তু আমার কাছে ছিল অনেক কারণ আমার শারীরিক অসুস্থতা অবস্থা ও সেটা ছিল প্রথম ইনকাম।
তখন থেকেই আমি আবার স্বপ্ন দেখতে শুরু করি যে ইনশাআল্লাহ আমি পারবোই এগিয়ে যেতে স্বপ্ন পূরণ করার লক্ষ্যে, কারো দয়ায় আর চলতে হবে না,কারো কাছে হাত ও পাততে হবে। আমি নিজেই নিজের খরচ বহন করা সহ, পারিবারিক কিছু আর্থিক সহায়তা করতে পারব আল্লাহ-তালার রহমতে।
সেই থেকেই আমি নিজের খরচের জন্য একটা টাকা ও কারো কাছে খুজিনি আলহামদুলিল্লাহ, যদিও মাসটা শেষে অনেক টাকা সেল হয় না পুরোপুরি সফল হতে পারিনি, তবুও যা সেল হয় আমার দিব্যি চলে যায় আলহামদুলিল্লাহ অল্পতেই খুশি থেকে। তবে আমি বিশ্বাস করি আমিও মাস শেষে অনেক টাকা সেল করতে পারবো, অনেক সফলতা অর্জন করে নিজের অধরা যত স্বপ্ন আছে সবগুলো পূরণ করতে পারব ইনশাল্লাহ 💙 সেইজন্য ই চেষ্টা করে যাচ্ছি।
আমাকে উদ্দোক্তা হতে, এমন সেল এনে দিতে, আমাকে আত্মনির্ভরশীল করতে। সরাসরি দেখা হয়নি,কথা হয়নি, তাদের সাথে রক্তের কোন সম্পর্ক নাই, ভার্চুয়ালে শুধুমাত্র পরিচয় কিছু ভাইবোন। যারা আমাকে অনুপ্রেরণা থেকে শুরু করে, প্রোডাক্ট সোর্সিং করা এমনকি ডেলিভারি দেওয়া পর্যন্ত যত প্রকার হেল্প আছে করে দেন। উনারা না থাকলে আমি কখনোই উদ্দোক্তা হতে পারতাম না। সবি আল্লাহ-তালার রহমত
আমার সবচেয়ে বড় সাপোর্টার হলো আমার কলিজার কাস্টমার ভাইবোনেরা।
উনারা আমার থেকে বিশ্বাস করে কেনাকাটা করেন বলেই আমি একজন আত্মনির্ভরশীল উদ্দোক্তা হতে পেরেছি আলহামদুলিল্লাহ।
সবার জন্য মনখুলে দোয়া ও ভালোবাসা রইলো। আপনারা সবাই আমার পাশে থেকে সাপোর্ট করে আমাকে অনেক বড় সফলতা অর্জন করতে সাহায্য করবেন, যেন আমি আমার সকল স্বপ্ন পূরণ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর রহমত আপনাদের সাপোর্ট দোয়া ও ভালোবাসা পেলে সফল হওয়া আমার জন্য কঠিন কিছু নয় আমি আশা রাখি।
আমি সফল হবোই এই আত্নবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে চেষ্টা আর পরিশ্রম করছি, ইনশাআল্লাহ বিফলে যাবে না আমার চেষ্টা আর পরিশ্রম এটা আমি বিশ্বাস করি।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৫৮
Date:- ০৩/০৩/২০২২ইং
মুসাফির জসীম (শারীরিক প্রতিবন্ধীতা জয় করে উদ্দোক্তা হওয়ার পথে)
💐 রেজিষ্ট্রেশন নাম্বার:৮১৮০৯)💘( ব্যাচ নং:১৬ 💐
🌐নিজ জেলা: খাগড়াছড়ি 🌺
💐 কমিউনিটি ভলান্টিয়ার 💐
কাজ করছি🛵
👈কোটা শাড়ি,
👉জুম শাড়ি,
👈হাফ সিল্ক শাড়ি,
👉মাসলাইস কটন শাড়ি,
👈খাদি পাঞ্জাবি,
👉মনিপুরী থ্রিস পিস,
👈উলের শাল,
👉খাদি শাল,
👈খিমার💘হিজাব,
👉কুর্তি 💘গাউন,
👈 লোগো ডিজাইন,পেইজ সেটআপ
👉 খাঁটি ঘি,ড্রাই ফ্রুটস নিয়ে আমার কাজ।
আমার পেইজের নাম: Musafir shop
আমার পেইজের লিংক: https://www.facebook.com/103353504933595/posts/338188644783412/?app=fbl