আমি আমার লাইভ চেন্জ করে দেয়া প্রথম কথাটি পড়লাম, বৃষ্টি সকলের জন্য পরে কিন্তু ভিজে কেউ কেউ,
জীবনের গল্প,,,,,,,,,
,,,,,,,,,গল্পটা পড়ার অনুরোধ রইলো,,,,,,,,
⛪বিসমিল্লাহির রহমানির রহিম⛪
❤️ আসসালামু আলাইকুম
ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ ❤️
👉🤲সকল প্রসংশা সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের প্রতি যিনি আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন ও সুস্থ রেখেছেন।
👉🤲দুরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) প্রতি। যিনি পৃথিবীতে এসেছিলেন সমস্ত মানবজাতির মুক্তি ও কল্যাণের দূত হিসেবে।
👉🤲শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রিয় বাবা-মাকে। যাদের উছিলায় সুন্দর এই পৃথিবীতে এসেছি। বড় হয়েছি তাদের অকৃত্রিম ভালোবাসায়। যাদের ঋণ কখনো শোধ হবার নয়।
👉 ❤️❤️কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের প্রিয় মেন্টর #Iqbal_Bahar_Zahid স্যারের প্রতি। যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা পেয়েছি এই ভালবাসার প্লাটফর্ম । যিনি এ শতাব্দীর শ্রেষ্ঠ পথপ্রদর্শক, শিক্ষক, মোটিভেশনাল স্পিকার, লক্ষ তরুণ-তরণীর হৃদয়ের স্পন্দন, পথহারা বেকারদের পথের দিশারি। যার জন্য অাজ অামি এই প্লাটফর্ম পেয়েছি এবং পেয়েছি অগনিত ভাই বোন,,,,,,।
🌹 ছোট বেলা জীবন 🌹
আমি মোঃ আবুছালেহ্ দোলন। আমরা দুই ভাই, আমাদের ছোট একটি পরিবার। মা বাবা ভাই আর আমাকে নিয়ে আমাদের সংসার, আমার জন্মস্হান গ্রাম :- ধানখালী, উপজেলা :- কলাপাড়া, পটুয়াখালী
আমি ছোটবেলা থেকে খুব শান্ত স্বভাবের।
🌹 ফ্যামিলি পরিচয় 🌹
আমি পরিবারের বড় ছেলে, তাই আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। কারণ মধ্যবিও পরিবার, আমি ছোটবেলা থেকে দেখে আসছি আব্বুর কাপড়ের ব্যবসা। এবং কাজের লোক দিয়ে নিজস্ব জমি আবাদ করে।
🌹 পড়াশোনা 🌹
আমি ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি আমাদের গ্রামের স্কুলে। নাম :- ধানখালী সরকারি প্রাঃ বিদ্যালয়। আমি ছোটবেলা থেকেই খুব একটু মেধাবী ছাএ ছিলাম। এরপর ভর্তি হলাম ৬ষ্ট শ্রেণীতে উপজেলা :- খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। ওখানে SSC শেষ করার পড়ে, আমাদের উপজেলা:- আমতলী সরকারি কলেজে ভর্তি হলাম সেখানে এইস.এস.সি ও ডিগ্রি শেষ করলাম৷
তখন থেকে ভাবতে লাগলাম নিজে কিছু একটা করতে হবে।
🌹 চাকরি জীবন 🌹
এরপর ঢাকায় চাকরি নিলাম কোম্পানিতে, মাইক্রো ফাইবার গ্রুপে। ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে। যদিও তখন চাকরি করার ইচ্ছা ছিল ছয় মাস । কিন্তু সেই চাকরির বয়স এখন প্রায় তিন বছর ।
ভাবতাম পরের অধিনস্থ হয়ে চাকরি না করে ব্যবসা করবো। এরপর ফ্যামিলির সাথে আলোচনা করলাম, তখন আমার বড় মামা বললো বর্তমানে প্রতিষ্ঠিত ব্যবসা হচ্ছে মেডিসিন ব্যবসা। কারন সে ওষুধ ব্যবসার সাথে জরিত। আর এই মেডিসিন ব্যবসা তো যে কেউ চাইলে করতে পারে না। এর জন্য লিগ্যাল কিছু পেপারস্ দরকার, যেমন ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন সনদ ও ড্রাগ লাইসেন্স । এবার ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন সনদ এর জন্য ভর্তি হলাম। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধিনস্থ ফার্মাসিস্ট কোর্সে। চাকরির পাশাপাশি ক্লাস শুরু করলাম, যদিও চাকরির সাথে ক্লাশ করা ছিলো আমার জন্য চ্যালেঞ্জ। তারপরও প্রথমবারের পরীক্ষায় উত্তীর্ণ হলাম।
ব্যাচ:- ৫৯
রেজিস্ট্রেশন:- সি ১২২০১২।
আমি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট
এরপর আসলো করোনা একারণে মেডিসিন ব্যবসাটি শুরু করা হয়নি। হয়তো ভবিষ্যতে এই ব্যবসায় আসবো।
""নিজের বলার মত একটা গল্প গ্রুপ""
আমার কম্পানির কালচারের সাথে যখন মোটামুটি মানিয়ে নিয়েছি, ঠিক তখনই প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের একটি উক্তি আমার ফেইসবুক টাইমলাইনের মাধ্যমে আমার চোখে পরে, শুধু মাএ ৯টা ৫টা কাজ করার জন্য আপনার জন্ম হয়নি। ব্যাস সবার মত আমিও আটকে গেলাম, ভাবতে শুরু করলাম লোকটা কে...?
স্যারকে ঘিরে আমার আগ্রহ বাড়তে থাকে, স্যারের লেখা বইটির কভার যখন গুগল আমাকে সাজেষ্ট করলো, তখন আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে ছিলাম। কারণ আমি আমার লাইভ চেন্জ করে দেয়া প্রথম কথাটি পড়লাম, বৃষ্টি সকলের জন্য পরে কিন্তু ভিজে কেউ কেউ, ভালোবেসে মানুষটাকে গুরু মেনে রেজিস্ট্রেশন করে ফেললাম " নিজের বলার মত গল্প গ্রুপে, পেলাম আরেক নতুন পরিচয়।
এই গ্রুপে যুক্ত হওয়ার আগে আমার প্রতিটি দিন ছিলো just ৮টা ৫টার ছকে বাধা। আর এখন আমি সাহস করে নিজের ভালোলাগার কাজ শুরু করে দিয়েছি। এবং লেগে আছি থাকবো সফল না হওয়া পর্যন্ত।
🌹 উদ্যোক্তা জীবন 🌹
প্রিয় স্যারের একটি কথা মনে লেগে গেছে, জীবনে শুধু ১টা চাকরি বা একটা কাজ করার জন্য আপনার জন্ম হয়নি, আপনার ভিতরে অনেক সম্ভাবনা ঘুমিয়ে আছে সেই গুলোকে জাগিয়ে তুলুন। এরপর ভাবলাম যে চাকরির পাশাপাশি আর কি করা যায়, তারপর আব্বুর সাথে কথা বললাম যে আমরা বানিজ্যিক আকারে গরু লালনপালন করতে পারি। গরু পালনে পূর্বের অভিজ্ঞতাও রয়েছে। যেহেতু আমাদের কিছু অনাবাদি জমি আছে সেখানে ঘাসের ব্যবস্থা করা যায়, এজন্য গরুর সেড তৈরির কাজ শুরু হলো। দুই সাড়িতে ১৮টি গরু লালনপালন করার মত সেড তৈরি করলাম। আমাদের ফার্মে এখন দেশী গাভী গরু লালনপালন ও ষাঁড় গরু মোটাতাজাকরন চলছে। সবচেয়ে বড় কথা একটি লোকের কর্মসংস্থান হয়েছে।
🌹 ভবিষ্যত পরিকল্পনা 🌹
আমি যেহেতু একজন রেজিস্ট্রার ফার্মাসিস্ট, তাই ভবিষ্যতে ইচ্ছা আছে মেডিসিন ব্যবসা করার। আর আমার এগ্রো ফার্মের পরিধি বাড়ানোর পরিকল্পনা আছে। সবাই আমার জন্যে দোয়া করবেন আমি যেন আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে পারি।
""স্বপ্ন দেখেছি,
সাহস করে, শুরু করেছি
এখন লেগে থাকবো, ইনশাআল্লাহ সফল না হওয়া পর্যন্ত।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৪১
Date:- ১১/০২/২০২২ইং
মোঃ আবুছালেহ্ দোলন
ব্যাচ :- ১২
রেজিস্ট্রেশন :- ৪৮৩৫৬
নিজ জেলা :- পটুয়াখালী
বর্তমান অবস্থান. :- নারায়ণগঞ্জ
পেশা :- Company Job
উদ্যোগ :- JS Agro Farm
https://www.facebook.com/JS-Agro-Farm-100156802573622/