গল্পে🍇গল্পে 🍇সেল🍇পোস্ট
🍇গল্পে🍇গল্পে 🍇সেল🍇পোস্ট 🍇
🕌বিসমিল্লাহির রাহমানির রাহিম 🕌
🤝"আসসালামু আলাইকুম"🤝
প্রথমেই আমি লাখো কুটি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে জিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন এবং আখিরি নবির উম্মত করে দুনিয়া পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ্
শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আমাদের সকলের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে,যার অক্লান্ত পরিশ্রমে আমাদেরকে এতো সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন একটা ভালো মানুষের পরিবার গরে তুলেছেন আমাদের প্রিয় স্যার।।
শাশুড়ী আর বউ তারা খুবই গরিব ঘরের, খাবার নাই অনেক কষ্টে দিন কাটছে তাদের,তারা কি করবে ভেবে পায় না........!! একদিন দেখে এক বুড়ি মা তাদের বারির সামনে দিয়ে জাচ্ছে মাথায় একটা জুরি নিয়ে,,,,
শাশুড়ী ও বউ: ও বুড়ি মা দারান মাথায় কি নিয়ে জাচ্ছে ......
বুড়ি মা: ছমুচা নিয়ে জাচ্ছি গ্রামে বিক্রি করবো
শাশুড়ী আর বউ: কোথায় থেকে আনেন ছমুচা নাকি আপনি নিজের হাতে বানিয়েছেন ???
বুড়ি মা: নারে মা আমার অনেক বয়স হয়েছে তাই বানাতে পারি না বাজারে একটা দোকান থেকে কিনে আনলাম, গ্রামে হাইটা হাইটা বিক্রি করি জা পাই তা দিয়ে কোন রখম জীবন চলাই .....
বউ: শাশুড়ী মা আমরাতো এই ব্যাবসা করতে পারি
কি কন বুড়ি মা ? হ মা তোমরা যদি নিজের হাতে বানিয়ে বিক্রি কর তাহলে অনেক লাভ হবে আমি কিনে আনি তাই বেসি লাভ হয় না মা।
শাশুড়ী আর বউ মিলে চিন্তা করলো কিছু টাকা আছে তাই দিয়ে একটা দোকান দিবে তার পরে দুজন মিলে বাজারে গিয়ে জা জা লাগবে সব কিনে আনবে বাজার থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে তাই দুজন ভাবলো কাল থেকে শুরু করবে......
শাশুড়ী আর বউ: পরের দিন সকাল থেকে ছোট্ট একটা দোকান দিয়ে ছমুচা বানিয়ে সাজিয়ে রাখে কিন্তু সারাদিন চলে জায় কোন ক্রেতা আসেনা সব ছমুচা নষ্ট হয়ে জায়🤭তারপর ও তারা হাল ছাড়ে না আবার পরের দিন ছমুচা বানিয়ে দোকানে রাখে কিন্তু কেও ছমুচা কিনতে আসেনা এই ভাবে সাত দিন কেটে যায় ছমুচা বিক্রি হয় না তখন শাশুড়ী আর বউ এর খুবই মন খারাপ হয়ে জায় আর ছমুচা বানায় না দোকান বন্দ করে বারিতে চলে জায়......👭
বউ ও শাশুড়ী মা এখন আমাদের কি হবে ব্যাবসাটা কি আর হবে না কেউ আমাদের কাছে ছমুচা কিনতে আসেনা এখন কি করবো আমরা
শাশুড়ী আর বউ অনেক চিন্তায় পড়ে জায়
হটাত বুড়ি মা আবার আসে....... এসে দেখে দোকান বন্দ।
বুড়ি মা: কিগো মা তোমরা দোকান বন্দ করে রাখছ কেন আজ ছমুচা বানাও না
বউ: না বুড়ি মা আজ ছমুচা বানাই না সাত দিন হলো কিন্তু কেও ছমুচা কিনতে আসেনা আমাদের অনেক লছ হয়েছে।
বুড়ি মা: আরে মাত্র সাত দিন হয়েছে দোকান দিছ তোমাদের কে সবাই চিনবে জানবে পরিচয় হবে তার পরে তোমাদের দোকানে আসবে আমিত গ্রামে সবার কাছে বলে আইছি তোমরা দোকান দিয়েছ একটু সময় দাও দেখবে তোমাদের ব্যাবসা হবে এই বলতেই এক ভদ্র লোক এসে বলে সুনেছি এখানে ছমুচার দোকান দিয়েছে আমার ছমুচা লাগবে
শাশুড়ী আর বউ: বলে উঠলো হা আমরা দোকান দিয়েছি
লোকটি বললো আমাদের বাড়িতে কাল বিয়ে আছে আমার দুইশো ছমুচা লাগবে আর কিছু এডবাঞ্চ টাকা নাও শাশুড়ী আর বউ অনেক খুশি হলো আবার ছমুচা বানাতে লাগলো
এই ভাবে শাশুড়ী আর বউ এর উদ্যোক্তা জীবন শুরু হলো,তাদের জীবন এখন খুবই সুখে ও আনন্দে ভালোই কাটছে..
আমরা যারা নতুন উদ্যোক্তা জীবন শুরু করছি হাল চছারবো না,লেগে থাকবো একদিন সাফলতা আসবেই ইনশাআল্লাহ্।।
স্ট্যাটাস অফ দ্যা ডে -৭৫০
তারিখ - ২১-০২-২০২২
নাম- বিথী হোসাইন
ব্যাচ নং-১৫
রেজি, নং-৭২৮৯১
জেলা- নোয়াখালী
বর্তমান অবস্থান-চট্টগ্রাম পতেঙ্গা
কমিউনিটি ভলান্টিয়ার
২৪/৭ লাইভ সাপোর্ট টিম মেম্বার
/