আচ্ছা আপু তোমার কাছে স্মার্টনেসের সংজ্ঞা কি?
#গল্পে_গল্পে_সেল_পোস্ট
>>>আচ্ছা আপু তোমার কাছে স্মার্টনেসের সংজ্ঞা কি?
প্রশ্নটা শুনে কিছুক্ষণ তাকিয়ে ছিলাম। আসলে চট করে কোন কিছুকে সংজ্ঞায়িত করে দেওয়া যায় না। বা উচিত ও না।
অনেক টা ধীরস্থির হয়ে বসলাম সদ্য কিশোরে পা দেওয়া দূরন্ত মেয়েটার সামনে। তার চোখে মুখে কৌতুহল উপচে পড়ছে। কেমন বোকা বোকা করে তাকিয়ে আছে🥰।
--- শুন মেয়ে আমার কাছে স্মার্টনেস মানে হলো,
জ্ঞানের দিক থেকে সমৃদ্ধ হওয়া,অনন্য ব্যক্তিত্বের অধিকারী হওয়া,তোমার কথা দিয়ে দ্রুত অন্যকে আকৃষ্ট করা,তোমার কথা বলার স্টাইল, তোমার মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ অন্যের মাঝে কতটা প্রভাব ফেলতে পারছে সেটা,তোমার বিনয়ী আচরণ, তোমার হাঁটা চলার স্টাইল, আউটলুকিং, সব ধরনের পরিস্থিতি তে মানসিক ভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারার অনন্য ক্ষমতা, এমন আরো অনেক কিছুর সমষ্টি। এই সকল কিছু দিয়ে যে দ্রুত অন্যকে আকর্ষন করতে পারে সেই প্রকৃত স্মার্ট।
যাকে সহজেই অনেকের মাঝখান থেকে আলাদা করা যায়,যার সাথে একবার কথা বললে বারবার কথা বলতে ইচ্ছে হয়,যাকে দেখলে নিজেকে তার মতো তৈরি করতে ইচ্ছে করে সেই প্রকৃত স্মার্ট। শুধু ওয়েস্টার্ন ড্রেসআপে স্মার্টনেস প্রকাশ পায় না বুঝলে মেয়ে??
এবার দেখি নীরা আমার দিকে হা করে তাকিয়ে আছে। হয়তো এমন কিছু শুনবে বলে আশা করেনি।
তার ভাবনা থেকে বের হয়ে এসে প্রথম যে কথাটা সে বললো সেটা শুনে চমকে উঠলাম।
>>>আমি প্রকৃত স্মার্ট হতে চাই। ঠিক তোমার মতো। এতোক্ষণ যা যা বললে এর সকল কিছু আমি তোমার মাঝে দেখতে পাই। তোমায় হাজার মানুষের ভীড়ে আলাদা করা যাবে। তোমার মতো স্মার্ট হতে চাই আমি।
---- ওরে পাকনা মেয়ে। তোমার চাওয়াকে আমি সম্মান করি। তুমি বড় হচ্ছো,নিজেকে তৈরি করার সময় এখন তোমার। নিজেকে যেভাবে গড়তে চাও সেভাবে চেষ্টা করে আগাও। জ্ঞানকে সমৃদ্ধ করো। তুমি সঠিক জ্ঞানার্জন করতে না পারলে কখনো কনফিডেন্স নিয়ে কথায় বলতে পারবে না। সেজন্য জ্ঞান অর্জন করা সবথেকে জরুরি। তুমি অনেক স্কলার একটা মেয়ে,আমি জানি তুমি অনেক দূর যাবে। সবাইকে ছাড়িয়ে যাবে তুমি।
নীরার চোখে মুখে হাসি ঝলমল করছে। হীরের উপর রোদ পড়লে যেমন ঝলমল করে ঠিক তেমন।
এবার নীরা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো।আর বলতে থাকলো তুমি সত্যি খুব আলাদা। অনেক আলাদা। তোমার কথা শুনলেই আলাদা শিহরণ কাজ করে। থ্যাংক ইউ সো মাচ আপু। আই লাভ ইউ ❤️।
ওর পাগলামি দেখে না হেসে পারলাম না। জড়িয়ে ধরে বললাম আই লাভ ইউ টু আমার মিষ্টি বোন। অনেক বড় হও জীবনে। তোমার পরিবার, সমাজ, এই পৃথিবী তোমার থেকে অনেক কিছু আশা করে বসে আছে। পূর্ণ করে দিও তুমি সেই আশা।
এবার নীরা আমার পা থেকে পায়েল নিয়ে নিজের পায়ে পরতে পরতে বললো তোমার চয়েজ ও খুব আলাদা। সকল কিছুই অনন্য তোমার। কি সুন্দর তোমার সকল কিছু। এই পায়েল টাই দেখ। যেন শুধু তোমার জন্য ই তৈরি। কোথায় পেলে এতো সুন্দর জিনিস?
--- তোমার পছন্দ হয়েছে? নিবে তুমি? তোমার পায়ে কিন্তু দারুণ মানিয়েছে।
আমাদের কে কোন জিনিসে মানাচ্ছে সেটা বুঝা অনেক গুরুত্বপূর্ণ। তোমার সকল কিছুতে তোমার খেয়াল রাখতে হবে। এইযে তুমি যে জামাটা পরে আছো এটাই যদি তুমি ছোট ছোট প্রিন্টের মাঝে পড়তে তোমায় আরো অনেক বেশি মানিয়ে যেত। তোমায় আরো চমৎকার দেখাতো। সবাইকে সব কিছুতে মানালে এতো ভ্যারাইটি থাকতো না সকল কিছুতে।
এই পায়েল টা খুব সিম্পল। তুমি যে কোন ড্রেসের সাথে পায়ে পরতে পারবে। কিন্তু যদি গর্জিয়াস সাজুগুজু করো তখন এই পায়েল তোমায় মানাবে না। তখন তোমায় সাজের সাথে ম্যাচিং করে গর্জিয়াস কিছু খুঁজতে হবে। এটা নিয়েছি আমি প্রিয়ণিকা-prionika থেকে। যেখানে তুমি পাবে আনকমন,অনন্য সকল হ্যান্ড মেইড গহনা। তুমি চাইলে আমার টা রেখে দাও আমি আমার জন্য আবার নিয়ে নিব। আমার সকল গহনা গুলো এখান থেকেই নেওয়া।
>>> না তোমার টা তোমার থাকুক। তুমি বরং আমাকে এনে দিও যেটা আমাকে মানাবে🥰। আমার লার্নিং এখান থেকেই শুরু হোক।
--- আচ্ছা ঠিক আছে এনে দিব। আর শুন গতকাল দেখলাম পড়াশোনা আজকের জন্য রেখে দিয়েছ। এটা কখনো করবে না। যেটা যখন করতে পারবে সাথে সাথে করবে। সময়ের কাজ সময়ের মাঝে করতে পারা অনেক বড় দক্ষতা। মনে থাকে যেন।
>>> আচ্ছা ঠিক আছে। এরপর থেকে এমন হবে না। এখন আমার জন্য অর্ডার করে দেও। আমি আবার বিকালে আসবো তোমার সাথে সময় কাটাতে। এখন যাই আল্লাহ হাফেজ।
--- পাগলি মেয়ে।🥰
আল্লাহ হাফেজ
স্ট্যাটাস অফ দ্যা ডে -৭৫০
তারিখ ২১-০২-২০২২
হিজাব ইমতিয়াজ সায়মা
ক্যাম্পাস এম্বাসেডর
ব্যাচ-১২
রেজি-৩৮২৮২
জেলা-ময়মনসিংহ
কাজ করছি হাতের তৈরি গহনা নিয়ে
পেইজ---- প্রিয়ণিকা