কিরে তোর স্টোরিতে জামার ছবি? কে কিনলো এতো জামা?
#গল্পে_গল্পে_সেল_পোস্ট
"হেলো আসসালামুয়ালাইকুম মা আপনি এতো সুন্দর সুন্দর ড্রেস কই পেলেন?কে কিনে দিলো?আমি কি আমার মেয়ের জন্য দুইটা নিতে পারব?""
আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন।গল্পের শুরু টা বাবার কিছু কথা দিয়ে🥰
আজকে ৮৭ তম হাট বারে সবাইকে স্বাগতম🌹
প্রতি হাট বারে সকাল সকাল হাটে আসি আর একটু বিকালে আসলাম। দেখছি জমজমাট হাট হচ্ছে।আমি কেনো বাদ পড়বো গল্প বলা থেকে।
#বাবা_যখন_মেয়ের_কাস্টমার,,,
আমার উদ্যোক্তা জীবনের শুরু থেকে আমার মা আমার পাশে ছিলেন। বাবাকে প্রথমে বলি নাই। কারন বাবা প্রবাসে থাকে। আর কি না কি ভাবে।কিন্তু কি ভাবে জেনে গেলো। তখন ভয় না পেয়ে বলছি আমি অনলাইন বিজনেস করি। যদি হাসলো। তেমন গুরুত্ব দিলো না।ভাবলো আমি কি এসব পারব? কয়েক দিন আগে আমি অরিজিনাল টাংগাইলে হাতের তাঁতের জামদানী হাফ সিল্ক থ্রি পিস নিয়ে কাজ শুরু করি।
প্রথমে ফেইসবুকে পোস্ট করি। হঠাৎ মাথায় আসলো আমি তো ইমু স্টোরি এবং হোয়াটসঅ্যাপ স্টোরিতে ড্র্বস গুলোর ছবি দিতে পারি।কারন আমাদের অনেক পরিচিত বা আত্মীয় স্বজন কিন্তু ফেইসবুক ইউজ করে না।অনেকে ইমু বা অনেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে।এই চিন্তা থেকে দিলাম।সাথে সাথে অনেকেই জিজ্ঞেস করলো এই পিক গুলো কিসের বা কেনো দিলাম।আমি আমার কাজের মার্কেটিং টা করে নিলাম😁আলহামদুলিল্লাহ অনেকে জানলো যে আমি অনলাইন বিজনেস করি। তারা কিন্তু আগে জানতো না।
🥀রাতে বাবা কল দিলো,,,,
বাবাঃ কিরে তোর স্টোরিতে জামার ছবি? কে কিনলো এতো জামা?
আমিঃ আব্বু আমি কিনি নাই এগুলা।আমি বিজনেসের জন্য আনছি। নিজের জন্য না।
বাবাঃ ওহ ভালো তো অনেক সুন্দর জামা গুলো।এখন আমি ভাবছি তোর। তাহলে তো তোকে আর জামা কিনে দিতে হবে না। তুই এখন থেকে নিয়ে পরতে পারবি।যেহেতু তোরই বিজনেসে।
আমিঃ আরে না কি বলেন। এগুলা আমি সেল করার জন্য আনছি।আপনি চাইলেও তো ফ্রি তে দিব না কিনতে হবে😁আগে আমার বিজনেস বড় হোক। আর আমিও এখান থেকে কিনে পরবো।
বাবাঃ মাশাআল্লাহ আমার মেয়ে তো অনেক বুদ্ধিমান হইছে।আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম।তো কেমন সেল হচ্ছে। জামা গুলো অনেক সুন্দর।
আমিঃ আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে।আপনি কি কিনবেন?
বাবাঃ ফ্রিতে যখন দিবি না তাহলে কিনতে তো হবে।আমি আমার মেয়ের জন্য আর বোন দের জন্য কিনবো।
আমিঃ যাক আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করেন।
বাবাঃ আচ্ছা পছন্দ কর কোনটা কার জন্য।৩ টা নিব।আর অর্ডার কনফার্ম।
আমিঃ হুন পছন্দ করছি কিন্তু মুখে অর্ডার কনফার্ম করলে হবে না।টাকা পেমেন্ট করে কনফার্ম করেন।
বাবাঃ আরে মাইয়া আমি তো নিবোই। টাকা পরে দিব না।
আমিঃ জ্বি না।অনেকে অর্ডার কনফার্ম করে পরে বলে আমি নিব না।এইটা একজন উদ্যোক্তার জন্য অনেক কষ্টের।ঘরের হোক বাহিরের হোক।যত প্রিয় মানুষ বা আপন মানুষ হোক সবার জন্য এক নিয়ম।টাকা পেমেন্ট করে ড্রেস কনফার্ম করবেন।
বাবাঃ যাক আমার মেয়ে অনেক চালাক হইছে।অনেক কিছু শিখে গেছে।আমি টাকা পাঠাচ্ছি তুই দুইটা জামা তোর দুই ফুফুর জন্য পাঠিয়ে দে।আরেক টা তুই রাখ।
আমিঃ হ্যাঁ রাখবো আম্মুর জন্য কিছু কিনবেন না?
বাবাঃ তোর মার জন্য কিছু আছেনি? থাকলে দেখা 😁
আমিঃ দেখাচ্ছি তার আগে আপনি আমার Trade Point পেইজটি ঘুরে আসেন কি কি পন্য নিয়ে আমি কাজ করে তা খুব সহজেই জানবেন।আর পেইজে লাইক দিতে ভুলবেন না।
বাবাঃ ওকে আমা বাবা দেখে জানাচ্ছি।
আমিঃ আচ্ছা আমি বলতেছি আম্মুকে একটা লিপিস্টিক কিনে দেন মেজেন্ডা কালারের 💄
বাবাঃ তোর মা এসব দিবে?এই বয়সে তুই কি এসব লাগাতে বলছ মাইয়া🤣
আমিঃ আরে দিবে দিবে।উনি না দিলে আমি দিব🙈আপনি শুধু কিনেন।
বাবাঃ যা কিনলাম। সব গুলো টাকার হিসেব করে দে।আমি পাঠিয়ে দিচ্ছি।
আমিঃ আচ্ছা নতুন নতুন প্রোডাক্ট পাওয়ার জন্য আমার পেইজের পাশেই থাকবেন।
#গল্প_থেকে_শিক্ষাঃ
আমরা শুধু ফেইসবুক পেইজ বা ফেইসবুক নিয়েই পড়ে থাকবো না।আমাদের জন্য আরও অনেক সোসাল মিডিয়া আছে যেখানে আমরা খুব সহজে পণ্যের প্রচার করে সেল বাড়াতে পারি।
🍁কৃতজ্ঞতা প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার এর প্রতি।
ধন্যবাদ সবাইকে যারা সময় দিয়ে আমার পোস্ট টি পড়ছেন🥀
(বিঃদ্রঃ থ্রি পিস খুচরা মূল্য ১৮০০৳, লিপিস্টিক ৪৫০৳,আইশ্যাডো প্যালেট ৬৫০৳, কাঁথা সাইজ এবং কাজ অনুযায়ী দাম নির্ধারিত হবে)
স্ট্যাটাস অফ দ্যা ডে -৭৫০
তারিখ - ২১-০২-২০২২
তাহামিনা আলম
সদর উপজেলা এম্বাসেডর,লক্ষ্মীপুর
১৪/৬৬৩৯৩