শুরু করি বাসায় ছোট ছোট বাচ্চাদের পড়ানোর কাজ সেখানেও বাধা হয়ে দাঁড়ায়
#আমার_জীবনের_গল্প..
বিসমিল্লাহির রাহমানির রাহীম
#আস্সালামু_আলাইকুম
কেমন আছেন সবাই........🥀
ইনশাআল্লাহ আশাকরি আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহর দরবারে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং এখন পর্যন্ত
ভালো রেখেছেন সুস্থ রেখেছেন,, #আলহামদুলিল্লাহ #দরুদ_ও_সালাম পেশ করছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর প্রতি যিনি এই মানব জাতিকে সঠিক পথে পরিচালিত হওয়ার দিক নির্দেশনা দিয়েছেন।
#কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা পিতা মাতার প্রতি..💕 যিনি আমাকে জন্ম দিয়েছেন লালন পালন করছেন শিক্ষিত করেছেন সর্বোপরি একজন ভালো মানুষ হওয়ার জন্য
সারাটা জীবন চেষ্টা করে গেছেন। এবং আমার প্রতিটি ভাল কাজের অনুপ্রেরণা এবং উৎসাহ যুগিয়েছেন।
#কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা সেই মহান ব্যক্তির প্রতি যিনি এত এত ভাল মানুষ তৈরি করার কারিগর, সম্মানিত ""ইকবাল বাহার জাহিদ"" স্যার....💕 যিনি এমন একটা প্লাটফর্ম প্লাটফ্রম তৈরি করেছেন সবাই আজীবন সদস্য হিসেবে বিবেচিত প্লাটফর্মে রয়েছে সদস্যদের নির্বিঘ্নে নিজের সুখ-দুঃখের অনুভূতি গুলো প্রকাশ করার স্বাধীনতা।
আর সেই সূত্র ধরে আজ আমি সবার সাথে আমার জীবনের গল্প শেয়ার করতে চলে এসেছি।
🥀🥀আমার জন্ম ও বেড়ে ওঠা🥀🥀
আমি বিবি তাছলিমা। পরিবারের দ্বিতীয় সন্তান। ১৯৮৮ সালে ফেনী সদর উপজেলার সুন্দরপুর গ্রামে কোন এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহন করি...
💖💖আমার বাবা যমুনা গ্রুপে চাকরি করতেন। সেই সুবাদে বাবা থাকতেন গাজীপুর জেলার সফিপুরে। বাবা ছিলেন অতন্ত্য সৎও ভালো মানুষ । খুব সহজেই মানুষকে বিশ্বাস করতেন। বাবার সরলতার সুযোগে অনেকেই বিশ্বাস ঘাতকতা করে বাবার সাথে।
## জীবনের গল্প লিখা মানে জীবন কে নতুন করে অতীত এর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া।
#আমি
#বাবা_মায়ের পাঁচ সন্তানের মধ্যে সবচাইতে আদরের একমাত্র মেয়ে আমি। বলা যায় বাবার আদরের রাজকন্যা। বড় ভাইয়ের একমাত্র আদরের বোন। তিন ভাই আমার ছোট, এতটাই আদরের যে আমাকে শাসন করতে আসলে ও তার উপরে ঝাপিয়ে পড়তো। অর্থাৎ একটা টু-শব্দ পর্যন্ত কেউ আমার সাথে
করুক এটা আমার ভাইয়েরা কখনোই সহ্য করতে পারেনি। #আলহামদুলিল্লাহ ভাইদের ভালোবাসা আজো অটুট আছে।
#বড় ভাইয়ের সাথে গ্ৰামের প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করি।গ্ৰামের স্কুল থেকে প্রাইমারি ও হাইস্কুলের পড়াশোনা শেষ করি ।
এসএসসি পাস করে ভর্তি হয় ফেনী পাবলিক কলেজে। বাড়ি থেকে একঘন্টা পথ হেঁটে এসে গাড়িতে উঠতাম। বর্ষাকালে বেশি কষ্ট হতো রাস্তায় অনেক কাদা থাকতো কোনো গাড়ি চলতো না। কলেজে ক্লাস শেষে বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যেত।
##আমাদের এই পাঁচ ভাইবোনের ভালোবাসাকে অনেকেই হিংসা করত আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তাদের সেই হিংসার আগুনে পানি ঢেলে দিয়ে উপর ওয়াআলা আজও আমাদেরকে সেই একই ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। সকলের জীবনে ভাইবোনদের মধ্যে অনেক চড়াই-উতরাই হয়।
নিজেও দেখেছি বিভিন্ন কারণে ভাই ভাই ভাই বোনে অনেক দ্বন্দ্ব সৃষ্টি হয় যা আজ পর্যন্ত আমাদের মধ্যে হয়নি #আলহামদুলিল্লাহ এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না।
#ইনশাআল্লাহ।
আমাদের জীবনে আল্লাহর রহমতে কোন কষ্ট ছিল না। তিনবেলা ডাল ভাত খেয়ে আলহামদুলিল্লাহ সব সময় ভালো ছিলাম আলহামদুলিল্লাহ এখনো ভালোই আছি।
কিন্তু আমাদের পরিবারের উপর একটা ঝড় নেমে আসে ২০০১ সালের শেষের দিকে। তখন আমি নবম শ্রেণীতে পড়ি। শক্ত হাতে হাল ধরেন আমার মা ও বড় ভাই। সেই ঝড় সামাল দিতে লেগে যায় প্রায়ই ৭টা বছর। কিন্তু আমাদের পড়াশোনা বন্ধ হতে দেয়নি আমার বড় ভাই।
নতুন করে যখন সব ভালো চলছিল ঠিক তখনই অসুস্থ হয়ে পড়ে আমার বাবা। ক্যান্সার ধরা পড়ে...😢 দুই বছর চিকিৎসার পর 2017 সালের 26 শে সেপ্টেম্বর বাবা মারা যান...😭🤧😢😩
সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন বাবাকে জান্নাতের মেহমান করে রাখেন।
##বিবিএস প্রথম বর্ষের পরীক্ষার পর পরই এক সপ্তাহের মধ্যেই বিয়ে ঠিক করে বিয়েটা হয়ে যায় । বিয়ের পর ওদের বাড়িতে নেয়া হয়নি। কারণ তখন তাদের ঘরের কাজ চলছিল। আমি সেই সুবাদে বাবার বাসায় থেকেই বিবিএস কমপ্লিট করি। এরইমধ্যে 2012 সালের 26 শে ডিসেম্বরে আমার ছেলে সন্তান হয়। ছেলের তিন মাস বয়সের সময় আমার বর ফেনী থেকে বাড়ি ফেরার পথে রোড এক্সিডেন্ট করে। তার পা ভেঙে যায়....😢 তাকে নিয়ে এক মাস হাসপাতালে থাকতে হয়। তখন ফ্যামিলিতে ক্রাইসিস শুরু হয়। একদিকে বড় পরিবার, অন্যদিকে সে হাসপাতালে। ওর ইনকামেই ফ্যামিলি চলতো। আমার ভাসুর তখন বেকার অবস্থায় ছিলেন । আমার বর ফেনীতে ছোট্ট একটা ব্যবসা করতেন। সে যখন হাসপাতালে ছিল তার ব্যবসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছিল। তখন আমি বিভিন্ন ব্যাংকে জবের জন্য ইন্টারভিউ দিতে থাকলাম।
এক পর্যায়ে যখন আমার ছেলের বয়স ছয় মাস। তখন একটা ব্যাংকে চাকরি হয়। কিন্তু ওদের ফ্যামিলি থেকে আমাকে চাকরিটা করতে দেয়া হয়নি। অনেক চেষ্টা করেও পারলাম না ওদের সাথে পেরে উঠতে। আমার বর ওর মা বোনদের বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ঘরের বউ ঘরে থাকবে বাইরে গিয়ে কাজ করতে হবে কেন।
এরপর শুরু করি বাসায় ছোট ছোট বাচ্চাদের পড়ানোর কাজ সেখানেও বাধা হয়ে দাঁড়ায় । ওদের ফ্যামিলি থেকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। অনেক হতাশ হয়ে পড়ি। মা বাবা ভাই কারো কাছে শেয়ার করতে পারতাম না। একাই সব কষ্ট সহ্য করতা এবং নীরবে বসে বসে কান্না করতাম। যখন বাবার বাসায় যেতাম ঢাকাতে তখন
ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করতাম। ওদের বাড়িতে গেলে আবার বন্ধ করে দিতাম। 2000 সালে যখন ফেনীতে চলে আসি তখন থেকে মাঝে মাঝে ফেসবুকে ভালো ভালো ভিডিও গুলো দেখতে থাকি। ইকবাল বাহার জাহিদ স্যার পোস্ট গুলো পড়তে থাকি এবং উনার ভিডিও গুলো দেখতে থাকি। এরই মাঝে ইউটিভি লাইভ এর সম্পর্কে জানতে পারি। আর সেই ইউ টিভি লাইভ থেকেই জানতে পারি আমাদের এই ভালবাসার প্ল্যাটফর্ম সম্পর্কে। সাথে অনেক ভাইয়া ও আপুদের উদ্যোক্তা হওয়ার গল্প এবং আমাদের স্যারের অনুপ্রেরণামূলক কথাগুলো নিজেকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করেছে। তবে আমার মধ্যে সব সময় একটা বিষয় কাজ করে সেটা হচ্ছে লেগে থাকা।
দেরি না করে খোঁজা শুরু করে আমাদের এই আন্দোলনকে এ ভালবাসার প্ল্যাটফর্মকে এবং খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলি এই প্লাটফর্মে। হয়ে যাই একজন গর্বিত সদস্য।
কিন্তু ছোট থেকেই আমার ইচ্ছা ছিল বড় হয়ে একটা সময় আমি নিজে কিছু করবো। আর এ প্রেরণা হিসেবে সব সময় আমার বাবা আমাকে সাহস যুগিয়েছেন ছোটবেলায় কোন কিছু করতে চাইলে সে ক্ষেত্রে তিনি আমাকে সব সময় পাশে থেকে সহযোগিতা করেছেন। অদম্য ইচ্ছা তাকে আজও পুষে রেখেছি। এরপর সব বাদ দিয়ে নিজেই নিজের কাজ শুরু করে দেই, শুরু করে দেই নিজের উদ্যোগ। আল্লাহর রহমতে হাটি হাটি পা পা করে নিজের উদ্যোগটাকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি....🌹
আজ আমি অনেক খুশি..😊 খুবই অল্প সময়ের মধ্যে এই প্লাটফর্মে পেয়েছি ভালোবাসার মানুষ। প্ল্যাটফর্ম থেকে পেয়েছি সীমাহীন ভালোবাসা । হ্যাঁ হয়তো আমার তেমন কোনো সেল নেই হয়তো আমার উদ্যোগটা খুব একটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারিনি এখনো। তবে নিজের প্রতি বিশ্বাস আছে একদিন আমার উদ্যোগ চলে যাবে সফলতার শীর্ষে এবং এ উদ্যোগের মাধ্যমে আমি অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারব। যেটা আমার ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে এতটুকু বলব শত বাধা-বিপত্তি আসা সত্ত্বেও আমি কিন্তু পিছপা হয়নি আমার মনের মধ্যে একটা জিনিস আছে যে টাকে সব সময় আমি কাজে লাগিয়ে আমার উদ্যেগ কে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
সবাই আমার জন্য দোয়া করবেন।
পরিশেষে সম্মানিত এবং শ্রদ্ধেয় স্যার এর সাথে সুর মিলিয়ে এতোটুকুই বলবো
✅ স্বপ্ন দেখুন... 💕
✅ সাহস করুন..... 💕
✅ শুরু করুন...................💕
✅ লেগে থাকুন...........................💕
আর লেগে থাকলে সফলতা একদিন
আপনাকে ধরা দিবেই দিবে #ইনশাআল্লাহ।
#আমি_কাজ_করছি...‼️
✅ মেয়েদের নামাজের কটন হিজাব
✅থ্রিপিচ
✅ সবধরনের নকশিকাঁথা
✅ বেবী কাঁথা
✅ বেবী নেপী
✅ বেবী নিমা
✅ অর্গানিক নারিকেল তেল
✅ ঘানি ভাঙা সরিষার তেল
✅ মিক্স ড্রাই ফুড
✅ স্পেশাল চা এর মসলা
✅ কালোজিরার মধু
✅ সরিষা ফুলের মধু
✅ হোমমেড মসলা নিয়ে.......🌹
স্ট্যাটাস অফ দ্যা ডে ৭৫২
তারিখ ২৩-০২-২০২২
নামঃ বিবি তাছলিমা
ব্যাচঃ ১৬
রেজিস্ট্রেশনঃ ৮০১০১
বর্তমানেঃ ফেনী সদর
নিজ জেলাঃ ফেনী