জীবনটা হয়তো এলোমেলোই থাকতো যদি না (নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন) এর দেখা পেতাম।
আসসালামু আলাইকুম সবাইকে
লেখাটি কারো জন্যে অনূপ্রেরনাও হতে পারে।
==============================
আজকে আমি অনেক বেশি খুশি ও আবেগ আপ্লুত। এখন প্রতিটি সময় উপলদ্ধি করতে পারি যে শ্রদ্ধেয় Iqbal Bahar Zahid স্যারের দেখা যদি আমি না পেতাম জীবনটা এতো আনন্দ সুখের হতো না।
সকাল ৭ টা থেকে রাত -৯/১০ টা পর্যন্ত টানা কাজ করার শক্তি ক্ষমতা হয়তো থাকতো না বা পারতাম না।
(স্যালুট স্যার আপনাকে)
১৮ মাস আগে যদি কোন উদ্যোগ না নিতাম হয়তো এখন সরকারি/বেসরকারি চাকরির জন্য চেষ্টা করতাম, উদ্যোক্তা হবার স্বপ্ন দেখাটা হয়তো সম্ভব হতো না।
আমার মধ্যে এতোটা পজেটিভিটি তৈরি হয়েছে যেখানে ১% ও নেগেটিভিটি নেই, মানুষের সাথে কেমন আচারণ করতে হবে সব কিছু শিখিয়েছে প্রিয় মেন্টর ও শিক্ষক
ইকবাল বাহার স্যারের শিক্ষা থেকে।
নিঃসন্দেহে স্যার আপনি আমাদের মাঝে হাজার হাজার বছর বেঁচে থাকুন সেটাই প্রত্যাশা করি।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক(আমিন)
একসময় যখন প্রতি মাসে সেল হতো ১/১.৫ লক্ষ টাকা আলহামদুলিল্লাহ এখন সে পরিমান সেল প্রতি সপ্তাহেই হয়। শুকরিয়া
শুধু গতকাল সকল কিছু মিলে -২লক্ষ ১৯০/- সেল হয়েছে। আলহামদুলিল্লাহ এটা আমার জীবনে কাজের প্রতি এতোটা সম্পর্ক তৈরি করে দিয়েছে যা কল্পনাও করতে পারব না।
মধুর প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল অনেক আগেই থেকেই সেই জন্যেই মূলত মধু নিয়ে কাজ শুরু করেছিলাম, শুরুতেই ইচ্ছা ছিল নিজস্ব মৌ খামার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ খামার করতেও সক্ষম হয়েছি।
মাত্র ১৮ মাসে ২ জন মানুষের কর্মসংস্থানসহ Banijjo Bazar এর নিজস্ব অফিস করতে সক্ষম /ব্যবস্থা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ
গত ১৪/১১/২০২১ইং তারিখে Iqbal Bahar Zahid স্যারের Utv Live নিমন্ত্রন পেয়েছিলাম। এটাও আমার জীবনে কাজের প্রতি আরো ভালোবাসা ও আন্তরিকতা তৈরি করে দিয়েছে।
স্যারকে দেওয়ার মতো আমার ব্যাক্তিগত কিছুই নেই,,,, স্যারের জন্য অফুরন্ত ভালোবাসা ও দোয়া রয়েছে।
আমার উদ্যোগের শুরু থেকে শ্রদ্ধেয় স্যার, প্রিয় সিরাজগঞ্জবাসী সহ বিভিন্ন জেলার সদস্য ও দায়িত্বশীল ভাই-বোন যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমার মনের গহীন থেকে অফুরন্ত ভালোবাসা রইল আপনাদের প্রতি।
সকলের নিকট আরো দোয়া চাই যেন আল্লাহ তা আলা আমাকে আরো কিছু করার সক্ষমতা দান করেন।
জীবনটা হয়তো এলোমেলোই থাকতো যদি না (নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন) এর দেখা পেতাম।
"যে নিজেকে ভালো রাখে এবং অন্যকেও ভালো রাখে তিনিই একজন ভালো মানুষ। শুধু ভালো মানুষ হবার প্রতিযোগিতা হউক"
বাণী______Iqbal Bahar স্যার
স্যার প্রতিটি সেশন, বাণী ও ভিডিও প্রতিটি মানুষের বাস্তবিক জীবনে হুবহু মিলে যাচ্ছে। এটা আমার জীবনে দেখা প্রথম।
স্যারের শিক্ষায় আমার মতো ক্ষুদ্র শিক্ষার্থী হয়েও একজন মানবিক মানুষ, পরিশ্রমী, ডেলিভারি ম্যান, মৌ চাষী হয়েছি তারপরও নিজের কাজের প্রতি আত্মতৃপ্তি পাই।
গত ১৩/০২/২২ ইং তারিখে আমি অর্নাস ফাইনাল ইয়ারে পরিক্ষা দিয়েছি। যদি স্যারের দেখা না পেতাম হয়তো এখন চাকরির জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হতো।
সেই জন্য প্রিয় মেন্টর ও আইডল ইকবাল বাহার জাহিদ সবসময় বলে থাকেন শিক্ষার্থী হয়েও পার্টটাইম কাজ করতে হবে, বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনসহ নিজেকে বিভিন্ন কাজে সংযুক্ত করে বিভিন্ন ক্ষেত্রে মেধা তৈরি করতে হবে যাতে অর্নাস পরিক্ষার পরেও চাকরি আপনার জন্য রেডি থাকে।
আগে একটা লেখার কন্টেন্ট ও লিখতে পারতাম না আর স্যারের শিক্ষায় শিক্ষিত হয়ে এখন সারাদিন যদি কন্টেন্ট লিখি লিখতে পারব সে যোগ্যতাও অর্জন করতে পেরেছি।
স্যালুট স্যার আপনাকে আমার জীবনটা সুন্দর করণে ভূমিকা পালন করার জন্য।
আজকে আমার এই সামান্য লেখা লিখতে গিয়ে আনন্দে আপ্লুত হয়ে চোখ দিয়ে পানি বের হয়েগেছে।
তাই আর লিখতে পারছি। লেখায় কোন ভূলত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
সর্বপরি Iqbal Bahar স্যারের পরিশ্রম ও শিক্ষায় পজেটিভ বাংলাদেশ তৈরি হোক সেটাই প্রত্যাশা করি।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৪৮
Date:- ১৮-১৯/০২/২০২২ইং
আমির-হামজা রনি
কমিউনিটি ভল্টেটিয়ার
সিরাজগঞ্জ সদর এ্যাম্বাসেডর
ব্যাচঃ সপ্তম
রেজিঃ ৫৯৯৭
মোবাঃ 01765-916660
স্বত্বাধিকারীঃ Banijjo Bazar & হামজা মৌ খামার
আমাদের ব্যবসায়িক পেইজ লিংক
https://www.facebook.com/banijjobazar60/