৩৬৫ দিনের প্রেম! অনুভূতি! স্মৃতিচারন।
৩৬৫ দিনের প্রেম!
অনুভূতি! স্মৃতিচারন।
কি যেন একটা গান শুনে ছিলাম প্রেমে পড়া বারন।
কিন্তু কি করা যাবে যদি থাকে প্রেমে পড়ার জন্য এমন যুক্তি যুক্ত কারণ। 😄
১৬-০২-২০২১ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে ক্লাসমেট Khadija Akter এর এক প্রকার জরবদস্তিতে রেজিষ্ট্রেশন করেছিলাম।💪💪
উদ্দোক্তা এবং ব্যবসা বিষায়ক প্রশিক্ষণ দেয় এই ছিল আমার ঝুলিতে প্লাটফর্ম এর জ্ঞান। তাতে আমার কি?? আমি এই সেক্টরে আগ্রহী নই। তেমন পরিকল্পনা ও নেই। সেদিনই দিনই নিজের জেলার (বরগুনা) মাসিক মিট আপ ছিল। খাদিজা আক্তার (বর্তমান জেলা প্রতিনিধি) রেজিষ্ট্রেশন লিংক দিল রেজিষ্ট্রেশন করলাম।
এখন আবার পরিচিতি পোস্ট ও নাকি দেয়া লাগবে, কি ঝামেলা! 😁 দিলাম পরিচিতি পোস্ট।
খটকাটা এখানেই শুরু 🤔 ওমা এত লোকের উইশ অভর্থনার কি হল???? আবার স্বাগতম। আমি কি মন্ত্রী নাকি। তবে প্রথম বার ফেসবুক পোস্ট এ সবচেয়ে বেশি কমেন্ট এ অভিনন্দন বার্তা পেলাম। বেশ আনন্দ লাগল। আনন্দে একটু ভরকেও গেলাম 🥴 জেলা ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত হয়েও স্বাগত স্বম্ভাষনে
যখন আকাশে বাতাসে উড়ছি,, প্রায় সূর্যের কাছাকাছি চলে গিয়েছিলাম এই মুহূর্তে, আমাকে টেনে ধরে নিচে নামানো হল। কেন????? মিট আপ আছে জেলার মাসিক মিট আপ সবাই অংশ নিবে। লিংক দেয়া হল।
অংশগ্রহন করে কিছু ভালো মানুষের কথা শোনার সৌভাগ্য হয়েছিল। আলোচনা শুনে এবং গ্রুপের সার্বিক কার্যক্রম শুনে প্রেমে পড়ে গেলাম।
কিন্তু,,,,,,,,,,,,,,,,,
মনে লাড্ডু ফুটিয়ে সূর্য ভ্রমণে ব্যাঘাত ঘটল যখন আমাকে পরিচয় দিতে বলা হল। আমি কি বলব? কিভাবে বলব? সবাই কি ভাব্বে? এত মানুষের সামনে কেমনে কথা বলে? একবার,,,,,,, দুবার,,,,,, তিন বার ডাকা হল আমি শুনতে পাচ্ছি মাইক্রোফোন খুলিনা। লজ্জায় 🙈 ভয়ে🙊 এর থেকে তো ছুটন্ত ষাড়ের গলায় ফুটন্ত গোলাপের মালা পড়ানো সহজ। 🤣🤣🤣
ইনবক্সে অসংখ্য মেসেজ এর পর ১ মিনিটের জন্য মাক্রোফোন খুলে যা বলেছিলাম তাতে কথার থেকে নিশ্বাসের কালবৈশাখী ঝড় বেশি ছিল😁
এবং এক গ্লাস বিশুদ্ধ পানি পানের ও প্রয়োজন হয়েছিল।
উহা শুনেও কতিপয় ভালোমানুষ প্রসংশা এবং অনুপ্রেরণা দিয়েছিলেন এবার সস্তি লাগলো। নাহ ভুল হলেও তো কেউ হাসেনা, কেউ হাসবেনা, কেউ মাইন্ড করবে না শেখার সুযোগ আছে অনেক কিছু। সেই থেকে শুরু,,,,,
প্রতি দিন সেসন পড়া, পোস্ট পড়া এবং হিংসে করা এত ভালো কি করে লিখে?, পেইজ কি করে বানাতে হয়। উদ্দোক্তার গুনাবলি কি, কি কি বিষয় জ্ঞান অর্জন করে উদ্দোক্তা বা ব্যাবসায় অগ্রসর হতে হবে। কিভাবে ভলান্টারিং করতে হয় শিখছি।
Md Masud Rana ভাই Mansura Rina আপু সব সময় পরামর্শ দিতেন কিভাবে পোস্ট লিখতে হয়। আপু বলতেন চারপাশে যা দেখবেন তাই লিখবেন। অদ্ভুত! চারপাশে তাকিয়ে তো আমার মাথায় কিছুই আসেনা। এর মধ্যে একটা সেশন পেলাম। স্যার প্রশ্ন করছেন, চারপাশে জিনিস দেখে কার কার মাথায় আইডিয়া কিলবিল করে? যারই করুক আমার করেনা! এরপর পেলাম সেই বানীটি,
স্বপ্ন দেখুন,
সাহস করুন,
লেগে থাকুন,
শুরু করুন, সফলতা আসবেই।
-"ইকবাল বাহার জাহিদ"
স্বপ্ন আগে থেকেই ছিল,সাহস করে শুরু করতে পারি নি। বলতে পারেন অকুল পাথারে ছিলাম। সঠিক দিকনির্দেশনা পাইনি শুরু করার। দিনে দিনে প্লাটফর্ম এর সাথে থেকে থেকে ভালোবাসা বাড়তে থাকল। নিয়মিত পোস্ট করছি। অসংখ্য ভাইবোনের সাথে পরিচিত হচ্ছি। বিভিন্ন জেলার মিট আপ গুলোতে অংশ নিচ্ছি। লিখতে ভালো লাগছে, শিখতে ভালো লাগছে। একসময় বেশ প্রসংসা পেতে শুরু করলাম। মাসুদ রানা ভাই বললেন, আপনি প্লাটফর্মের প্রেমে পড়ে গেছেন আপু। এবার আপনাকে ভলান্টিয়া হিসেবে আমাদের দরকার।
💚সাহস করে লিখলাম।
আলহামদুলিল্লাহ দিন শেষে স্টাটাস অফ দ্যা ডে তে নিজের নাম খুঁজে পেলাম। এরপর আরও তিন বার।
💚 সেশন চর্চা শরু হলো। প্রতিদিন ক্লাস করে জড়তা কাটিয়ে নিলাম। প্রথম প্রথম শপথ পাঠ করতাম। কারণ ওইটা ছোট ছিল। এরপর সাহস করে শেসন পাঠ করতাম। বেশ কিছু দিনের চর্চার পর
যেকোনো ছোট বড় মিটআপ উপস্থাপনা, শপথ পাঠ, সেশন পাঠ, পর্যালোচনা, মিট আপের পুর্ব পোস্ট লেখা, পরবর্তী পোস্ট লেখা, প্রতিবেদন লেখা, প্রতিবেদন পাঠ সহ যে কোন কাজের সাহস নিয়ে এগিয়ে যেতে পারি। শিখেছি টিম ওয়ার্ক। রাগ না করা। শিখেছি বিনয়। শিখেছি ধৈর্য ধারন।দায়িত্বের কথা আসলে আমাকে দিন/ আমি করতে চাই বলতে পারি এখন আর পানির গ্লাসের প্রয়োজন হয়না।
#ভলান্টিয়ারিংঃ
কখনো বা নিজের জানার আগ্রহ থেকে, কখনো বা ভলান্টিয়ারিং করতে গিয়ে ফাউন্ডেশনের খুটিনাটি জানতে গিয়ে যাদের প্রশ্ন করে পাগল করে দিয়েছি। তারাও আমার শিক্ষক। এই প্লাটফর্মের রন্ধে রন্ধে লুকিয়ে আছে নাম অপ্রকাশিত শিক্ষক শিক্ষিকা। তাদের থেকে শিখেছি, কিভাবে বিনয়ের সাথে কোন প্রশ্নের উত্তর দিতে হয়। কোনো বিষয় পজেটিভলি হেন্ডেল করতে হয়। এই সব করতে গিয়ে যাদের থেকে শিখেছি এবং যাদের শিখিয়েছি তাদের সাথে আত্নীক বন্ধনে আবন্ধ হয়েছি। ভালবাসায় সিক্ত হয়েছি।
#উদ্দোক্তা_জীবনঃ
মনে আছে প্রথম দিন কি বলেছিলাম? উদ্দোক্তা প্রশিক্ষণ দেয় তাতে আমার কি? এই আমার কি, থেকে এরই মধ্যে বেড়িয়ে এসেছি।
প্লাটফর্ম এর শিক্ষা বুকে নিয়ে সাহস করে শুরু করেছি হ্যান্ড পেইন্ট করা। নিজের হাতে পেইন্ট করা ড্রেস, মাস্ক, ওয়াল মেট সহ সব ধরনের থ্রি পিছ, শাড়ি নিয়ে কাজ করছি, নিজের জন্য একটা স্বপ্ন দেখা শুরু করেছি স্বপ্নের জগতের নাম দিয়েছি Maria's World
পেইজ লিংকঃ
https://www.facebook.com/mariasfashion.food/
প্রিয় স্যারের শিক্ষায় শুরু করেছি, প্রিয় প্লাটফর্মকে ভালোবেসে। এর মধ্যে প্রিয় স্যার ভালোবেসে উপজেলা এম্বাসেডর এর দায়িত্ব দিয়েছেন। নিজের পড়াশোনা, ব্যবসা, গ্রুপে ভলান্টইয়ারিং চলছে পুরুদমে। ❤️❤️❤️
আপনি কি ভাবছেন???
আমি দিন রাত খেয়ে নাখেয়ে, আদা জল খেয়ে😁 জিরা জল খেয়ে😛 মোবাইলে ডুকে ছিলাম??? নাহ।
নতুন সংসারের সকল কাজ কর্ম স্বাভাবিক রেখেই ফাউন্ডেশনের সাথে প্রেম করেছি। একাডেমিক পড়াশোনা, স্বাভাবিক কাজ কর্ম, আপনাদের দুলাভাইর তার একমাত্র বউকে রেখে বিদেশ পাড়ি দেয়ায় অস্বাভাবিক শোক পালন🤣 এবং সংসার সব ঠিক রেখেই প্লাটফর্মে সময় দিয়েছি।
#এখনো_যা_শেখা_বাকিঃ
ইংরেজিটা ভালো করে শিখতে চাই।
অফলাইন প্রগাম গুলোতে কাজ করে নিজেকে উপযুক্ত করে তুলতে চাই। গনসংযোগের দক্ষতা অর্জন করতে চাই। আইসিটির ক্লাস গুলো থেকে নিজের স্কিল ডেবলপ্ট করতে চাই। ভিডিও প্রগামে নিজেকে পারফেক্ট করে তুলতে চাই,,,, আছে আরও অনেক কিছু শেখার বাকি।
এখন আপনারাই বলুন এত কিছু যে প্লাটফর্ম দিল তার প্রেমে না পড়ে উপায় কি????
#এই_পোস্ট_এর_উদ্দেশ্যঃ
নিজের সকল দুর্বলতা প্রকাশ করে দিলাম। শুধু এই আশায় যদি কেউ ভয় ভেঙে এগিয়ে আসে। এখানে নিজেকে জাহির করা বা ঢোল পিটানো নয়। নতুন অনেকের সাথে কথা বলে দেখেছি তার প্রথমেই সহজ ভাবে মিশতে পারেনা। বা নার্ভাস হয়ে যায়। আপনি একটা পোস্ট করুন। সাহস করে একটু কোন কাজে নিজেকে যুক্ত করুন। তারপর আপনাকে অনুপ্রেরণা, পরামর্শ এবং সহযোগিতা করার জন্য এই প্লাটফর্ম এ লাখো ভাই বোন প্রস্তুত। আমার মত কেউ যদি থেকে থাকেন তাহলে তাদের উদ্দেশে বলছি।
❤️প্রিয় সহপাঠী,
সাহস করে শুরু করুন। প্রথমে হয়তো পারফেক্ট হবে না। ভুল হবে। তাই বলে থেমে যাবেন না। কেউ লজ্জা, হীনমন্যতা বা ভয় নিয়ে চুপ করে বসে থাকবেনা। শুরু করুন, লাগে থাকুন। সুন্দর আগামী আপনার অপেক্ষায়। পরিশেষে প্রিয় স্যারের বানীকে আবার শুনিয়ে বিদায় নিচ্ছি।
"স্বপ্ন দেখুন,
সাহস করুন,
শুরু করুন।
লেগে থাকুন।
সফলতা আসবেই ইনশাআল্লাহ।"
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৪৭
Date:- ১৭/০২/২০২২ইং
মারিয়া আক্তার।
উপজেলা এম্বাসেডর (পাথরঘাটা)
বরগুনা জেলা।
ব্যাচঃ১৩ রেজিঃ ৫৭৫৩১
পেইজঃ Maria's World