আমরা এখন স্যার এর দেখানো পথে নিজের গল্প তৈরি করব।
🕌বিসমিল্লাহির রহমানির রাহিম
আসসালামু আলাইকুম।
🟡🔴 আমার জীবনের গল্প🔴🟡
💠আশা করি প্রিয় ভাই ও বোনেরা সবাই ভাল আছেন।এটাই আমার কাম্য।
🌀সকলের প্রতি দোয়া এবং ভালবাসা চলমান রেখেই শুরু করছি আমার লেখা।
✍️আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমার বাস্তব জীবনের গল্প।জীবন নিয়ে হয়তো সম্পূর্ণ লিখতে পারব না। কিন্তু লিখার ক্ষুদ্র চেষ্টা। জীবন গল্প লিখা মানে জীবন থেকে আবারও একবার ঘুরে আসা।
💠শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে এই মহামারি করোনা ভাইরাস এর হাত থেকে রক্ষা করে সকল প্রকার বিপদ-আপদ থেকে রক্ষা করে শারিরিক ভাবে সুস্থ ও হেফাজতে রেখেছেন,
আলহামদুলিল্লাহ।
🌀শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই , নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, এ যুগের সেরা আবিষ্কারক, লাখো তরুণ-তরুণীর স্বপ্নদ্রষ্টা, আইকন, আইডল, স্পিকার, শিক্ষক,প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যার নিরলস প্রচেষ্টায় আজ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। স্যারের এই অসামান্য অবদান আমরা কখনো ভুলতে পারবো না।
💠সেই সাথে আরো শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই আমাদের ফাউন্ডেশন এর সকল দায়িত্বশীল ও আজীবন সদস্যদের প্রতি।
🌀যাদের মাধ্যমে পৃথিবীতে মানবকল্যাণ ছড়িয়ে পরছে এবং মানবসেবায় আমরা নিজেদের প্রস্তুতির বাস্তবিক জ্ঞান অর্জন করতে পারতেছি। আশাকরি আমাদের সোনার বাংলা এভাবেই একদিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
💠আমরা এখন স্যার এর দেখানো পথে নিজের গল্প তৈরি করব।
#আমার_পরিচয়ঃ
আমি মোঃ রিয়াদুল ইসলাম(হৃদয়)।আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা তিন ভাই, বোন । আমাদের পরিবারের আমিই প্রথম ও বড় সন্তান।তাই দায়িত্ব বেশি।বাবা একজন দিন মজুর।সারাদিন কাজ করে যা উপার্জন করে তা দিয়ে সংসার চালানোই অনেক কষ্ট কর হয়ে যায় । তার মধ্যেই আবার আমাদের তিন ভাই-বোনের পড়াশুনা খরচ। বাবা ছাড়া পরিবারে অন্য কোনো ব্যক্তি আর্থিক ভাবে সাপোর্ট দেওয়ার মত ছিলেন না বলে ছোটবেলা থেকে অভাব চোখে বেশি দেখেছি।
🔯শিক্ষা জীবন আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না ।তবে আমি বিদ্যালয় এ নেতৃত্ব দিতে জানতাম । নেতৃত্ব দিতে জানতাম বলেই হয়তো বিদ্যালয়ের পরিচিত মুখ ছিলাম ।
আমি ২০১৫ সালে PSC পরীক্ষা দিলাম । ২০১৮ সালে JSC পরীক্ষা দিলাম ।২০২১ সালে SSC দিলাম । এখন একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার অপেক্ষায় আছি ।
💠করোনা সম্পর্কে ও ভলান্টিয়ারিং। আমি ক্লাস ৯ ম থেকে ভলেন্টিয়ারিং সংস্থার সাথে যুক্ত হয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছি । মানুষ কে যখন যেভাবে হোক সেবা দিয়ে যাচ্ছি ।
যাই হোক সব কিছু মানিয়ে নিয়ে এস,এস,সি পরিক্ষা শেষ করলাম ২০২১ তে । আমার উপর বাড়তে থাকে পারিবারিক চাপ। এক পর্যায়ে আর পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ফ্যামিলির অভাব অনাটনের কারনে বাবা মা চাচ্ছে আমি কাজের সাথে যুক্ত হই । কিন্তু আমার কখনোই অন্যের কাজ করতে ভালো লাগেনা। তাই আর কোন কাজ করছি না । ইন্টার এর জন্য প্রিপারেশন নিতেছি।
💠একদিন আমার ফেইসবুক প্রোফাইলের নোটিফিকেশনে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর সেশন দেখতে পাই এবং শ্রদ্ধেয় ইকবাল বাহার জাহিদ স্যার এর ভিডিও সেশন দেখে ভালো লাগলো। তারপর আমি কমেন্ট দেখা শুরু করি এবং আরো অনুপ্রাণিত হতে থাকি। পরে আমিও একটি কমেন্ট করি ফাউন্ডেশনে যুক্ত হবো বলে তখন, Sobnom Sohagi আপু আমার কমেন্টের রিপ্লাই করে এবং ম্যাসেঞ্জারে তার সাথে কথা হয়। সে আমাকে বলে দেয় যে আমি কিভাবে কি করবো। তার কথা মত সব কাজ সম্পন্ন করে আমি গত ১৯ ই ডিসেম্বর ২০২১ সালে #নিজের_বলার_মতো_একটা_গল্প ফাউন্ডেশনে চলমান ১৬ তম ব্যাচে আজীবন সদস্য পদ লাভ করি।
🌀তারপর Sobnom Sohagi আপু আমাকে Nasir Mirza ভাইয়ার মাধ্যমে লক্ষীপুর জেলা ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত হওয়ার ব্যবস্থা করে দেয়, প্রিয় আপু এবং ভাইয়া কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত হওয়ার পর আরও এক জনকে পেলাম সে হলো প্রিয় তাহামিনা আলম আপু (সদর উপজেলা এম্বাসেডর, লক্ষীপুর ) তার সার্বিক সহযোগিতায় আস্তে আস্তে এগুচ্ছি অনেক অজানাকে জানতে পেরেছি,শিখাচ্ছেন অনেক কিছু।আমার জীবনে চলার পথে আমার ভুল গুলো পদে পদে ধরতে পারছি।
প্রিয় এই আপুকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
💠এক সময় আমি ভাবতাম আমার দ্বারা কিছুই হবে না কিন্তু নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে যুক্ত হয়ে এখন দেখতেছি আমার এলাকায় কাজের কোনো অভাব নেই। আমি সহ চাইলে আমার এলাকার তরুন-তরুণী বেকার মুক্ত হতে পারে।
🌀তবে হ্যাঁ,, একটা কথা না বললেই নয়, এই ফাউন্ডেশনে যুক্ত হয়ে আমি আমাকে চিনতে পেরেছি। আমার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস অর্জন করতে পেরেছি যেটা এখানে যুক্ত হওয়ার আগে ছিলোনা। আমি চাইলেই আমার কর্মসংস্থান আমি নিজেই তৈরি করতে পাড়ি। আমি এখন মনে করি যে, "হ্যাঁ আমার দ্বারাই সম্ভব, আমি পারবো"।
💠তাই #ইকবাল_বাহার_জাহিদ স্যার এর একটি স্লোগান,,,,,,,
🔘স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সফলতা আসবেই।
এই স্লোগানকে বুকে ধারন করে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করছি। ভাবছি নিজের একটা বিজনেস করবো। পাশাপাশি শেখাটা চালু রয়েছে। কারন স্যার একটি কথা বলছেন সেটা হলো, আগে শিখতে হবে তারপর শুরু করতে হবে। তাই এখনো শিখতেছি । ইনশাআল্লাহ খুব শীঘ্রই বিজনেস শুরু করব ।
💦লক্ষ্মীপুর জেলা মেসেঞ্জারে যুক্ত হয়ে আমি প্রতিদিন সেশন চর্চা করে অনেক কিছু শিখতে পারছি।এখানে এসে আমি অনেক গুলো ভাই বোন পেয়েছি। সবাই খুবই আন্তরিক। আমাকে ছোট হিসেবে অনেক ভালোবাসে ও স্নেহ করে।ইনশাআল্লাহ আমি লেগে থাকব আমার লক্ষ্মীপুর টিমের সাথে।সবার প্রতি রইল কৃতজ্ঞতা।
🌀এতক্ষন আপনাদের মুল্যবান সময় ব্যয় করে আমার লেখাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
লেখার মাঝে ভুলত্রুটি হলে নিজ গুনে ক্ষমা করার অনুরোধ করছি।
💠পরিশেষে সকলের কাছে দো'য়া ও সহযোগিতা কামনা করছি। যাতে আমি যেন নিজের বলার মতো একটা গল্প তৈরি করতে পারি এবং প্রানপ্রিয় ফাউন্ডেশনে সেচ্ছাসেবক হয়ে মানুষের সেবা করতে পারি।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৪৬
Date:- ১৬/০২/২০২২ইং
মোঃ রিয়াদুল ইসলাম ( হৃদয় )
ব্যাচ নং-১৬
রেজিস্ট্রেশন নং-৮০৩৮০
থানা: রায়পুর
জেলা: লক্ষীপুর