এখন চোখে স্বপ্ন ঘোরে বড়ো কিছু করার আমার
সবাইকে আসসালামু আলাইকুম।
আশাকরছি আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই।
আজ শোনাবো এই প্লাটফর্মে কিভাবে যুক্ত হলাম এবং কিভাবে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখলাম, ★ সেই গল্প ★
প্ল্যাটফর্মের যুক্ত হলাম কিভাবেঃ
আমি তখন এতটাই অসুস্থ ছিলাম যে, আমাকে কারো সাপোর্ট নিয়ে চলাফেরা করতে হতো। 24 ঘন্টা একটা রুমের মধ্যেই আমার জীবন তখন। কখন সকাল কখন দুপুর কখন রাত হচ্ছে আমার কিছুই জানা নেই। জানালা দিয়ে দিনের আলো চোখে পড়লে বুঝতে পারি এটা দিন এত টুকুই।
হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে আমাকে, ডাক্তাররা বলে দিয়েছেন, যে কদিন বাঁচবে বাড়ি নিয়ে রাখেন। রাতে আমাকে পাহারা দেয়া হয় কখন না জানি কি হয়ে যায়।
একটু বেশি সময় ঘুমালে, আম্মু বুকে নাকে হাত দিয়ে দেখতো বেঁচে আছে নাকি মারা গেছি। 😒
চারিদিকে সবাই যখন বলছে বাঁচবোনা বাঁচবো না, কথাটা আমিও মেনে নিলাম। হাল ছেড়ে দিলাম বেঁচে থাকার। পৃথিবী থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলাম। অপেক্ষা শুধু কখন বিদায়ের ঘন্টা বাজবে।
বসে বসে কোনরকম নামাজটা পড়তে পারলেও, কোরআন তেলাওয়াত করতে পারতাম না, খুব কষ্ট হয় আমার। তাই ইউটিউবে কোরআন তেলোয়াত শুনতাম।
একদিন কোরআন তেলোয়াত শুনবো বলে মোবাইলটা হাতে নিয়ে, ইউটিউবে ভিডিও দেখছি, তখনই একটা ভিডিও চোখে পড়লো, ভিডিওর ক্যাপশনে লিখা আছে
"চাকরি করব না চাকরি দিব "
ছোট্ট এই বাক্যটি কেমন যেন মন কেড়ে নিল।
আমি ভিডিওটি প্লে করলাম, শুনতে ভালই লাগছিল। পরপর বেশ কয়েকটি ভিডিও দেখলাম। ভিডিওতে আমি জানতে পারলাম
"নিজের বলার মত একটা গল্প প্ল্যাটফর্ম "
আছে।
মারা যাব বলে, পাঁচ বছরের ফেসবুক আইডি টা পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছিলাম।
সেদিন আবার নতুন করে আমি ফেসবুক ওপেন করলাম। সব কিছু নতুন ভাবে শুরু করলাম আবার।
সার্চ দিলাম প্ল্যাটফর্মের নাম দিয়ে, সহজে পেয়ে গেলাম আর সাথে সাথে যুক্ত হলাম। দু-তিন দিন ধরে গ্রুপটাকে ফলো করলাম।
দেখলাম ভিডিওতে যে কথাগুলো শুনেছি সেটাই সেশন নামে পোস্ট করছেন এডমিন। সাথে ভিডিওর সেই মানুষ টার ছবি। নাম ইকবাল বাহার জাহিদ, স্যার
সেশন গুলো যখন পড়তাম আমার অন্য রকম একটা অনুভূতি ফিল হত। মনে হতো কেউ যেন কানে কানে বলছে এখনও আমার অনেক কিছু করার আছে। এখনো সময় হয়নি পৃথিবী থেকে চলে যাওয়ার আমার।
কে জেনো স্বপ্ন বুনে দিচ্ছে চোখের পাতায়।
সেশন গুলো যতই পড়ি ততই যে বেঁচে থাকার ইচ্ছা জাগে।
11 তম ব্যাচের শেষের দিকে ছিল তখন। হঠাৎ চোখে পড়ল কে যেন পোস্ট করেছে নতুনদের রেজিস্ট্রেশন করার জন্য। ঐ পোস্টে আমি কমেন্ট করি, রেজিস্ট্রেশন করব আমি। সাথে সাথে কেউ একজন আমাকে রেজিস্ট্রেশন করিয়ে দিলেন।
সে দিনটি ছিলো ১৮/১০/২০২০ সাল।
১২ তম ব্যাচের শুরুর দিন।
শুরু থেকেই আমি গ্রুপে একটিভ থাকতাম সব সময়। ঠিক যেনো 24 ঘন্টা পাহারা দেওয়ার মতো আগলে রাখি গ্রুপটাকে।
এভাবে গ্রুপে যুক্ত হয়ে গেলাম।
উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখলাম যখন থেকেঃ
প্রতিদিন সবার সেল পোস্ট, বিভিন্ন অনুভূতির পোস্ট, তাদের জীবনের গল্প, সবকিছু ফলো করতাম।
করতে করতে কখন যেন আমিও ভাবতে শুরু করলাম আমাকেও কিছু একটা করতে হবে। বেঁচে থাকার ইচ্ছেটা যেন আবার ফিরে পেলাম।
কিন্তু কি করব?
কিভাবে করব?
আমি যে নিজে কিছু করতে পারি না!
এই ভাবনা গুলো যেন পেয়ে বসলো আমাকে
একদিন শপআপ নামের একটা এড চোখে পড়ল, তারদের প্রডাক্ট রিসেলার হিসেবে সেল করা যায়। সেখান যুক্ত হয়ে, কিছু প্রডাক্টের ছবি নিয়ে আমি সেল পোস্ট দিতে শুরু করলাম আমার নিজের আইডিতে।
প্রায় 15 /20 দিন হয়ে গেল কোন সেল হলো না। মন খারাপ হয়ে গেলো, ভাবতাম আমাকে দিয়ে কিছু হবে না।
কাউকে বিষয় টা শেয়ার ও করতে পারতাম না। ভয়ে কে কি বলবে শুনলে।
তবে যত বার মন খারাপ করে হাল ছেড়ে দিতে চাইতাম, তখনি যেন স্যারের সেশন গুলো আবার আমার মনের জোড় বাড়িয়ে দিত।
আবার সেল পোস্ট দেওয়া শুরু করলাম। এর পর এক দিন একটা অর্ডার পেলাম। ভিষণ আনন্দ লাগছিলো সে দিন। তারপর ২/৩ করে টুকটাক অর্ডার আসতে শুরু করলো।
তবেঁ আবার একদিন মন খারাপ হয়ে গেলো😣
শপআপ রিসেলারদের পেমেন্ট ঠিক মত করলেও, তাদের প্রডাক্ট মানসম্মত না।
খারাপ জিনিস কাস্টমারকে দিব না এটা ভেবে আবার বন্ধ করে দিলাম সেল পোস্ট।
ভাবতে শুরু করলাম কি করা যায়। থেমে যেতে মন রাজি নয় তখন আমার।
মনে পড়লো আমি কিছু টাকা রেখে ছিলাম আমার মৃত্যুর পর দাফন কাফন এর জন্য। মরতে আর মন চায়না এখন,বাড়ির কাউকে না জানিয়ে চুপিচুপি ঐ টাকা দিয়ে আমার এক পরিচিতর সাথে শেয়ারে কিছু থ্রিপিচ আনি।
তবে কথা ছিলো সব কাজ তার করতে হবে,আমি শুধু অর্ডার গুলা তাকে এনে দিবো। যে কথা সেই কাজ। শুরু হলো নিজেদের ব্যবসা। বেশ ভালোই চলছিলো,
বিছানায় শুয়ে শুয়ে নিজের সব খরচ নিজেই জোগাড় করতে পারছি, সেটা দেখে খুবি ভালো লাগতো।
কিন্তু কপালে সইলোনা। এক বিশেষ কারণে সব শেষ হয়েগেলো। আবার জিরো তে চলে আসলাম আমি। 😢
আবার ভাবতে শুরু করলাম কি করব?
তারপর আমাদেরি প্ল্যাটফর্ম থেকে প্রডাক্ট নিয়ে আবার শুরু করলাম।
তারপর থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কাজ করতে পারছি। তবে এখন কিন্তু আগের থেকে আমি অনেক সুস্থ আলহামদুলিল্লাহ।
এখন চোখে স্বপ্ন ঘোরে বড়ো কিছু করার। আমার পেজের নাম #আবিশাম। ইনশাআল্লাহ একদিন নামিদামি ব্র্যান্ড হবে #আবিশাম।
এখন আমি সুন্দরবনের মধু, গাওয়া ঘি, ড্রেস, ল্যাপটপ নিয়ে কাজ করছি।
এটাই ছিলো আমার প্ল্যাটফর্মের যুক্ত হওয়া এবং উদ্যোক্তা হওয়ার গল্প। তবেঁ গল্পটা যত সহজ ছিল, জার্নিটা ততটা সহজ ছিল না।
যারা কষ্ট করে আমার গল্পটা পড়লেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন সবাই।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৪৫
Date:- ১৫/০২/২০২২ইং
ময়না আক্তার
ব্যাচ ১২ /৩৯৪৩৭
উপজেলা এম্বাসেডর, খুলনা সদর
২৪/৭ লাইভ সাপোর্ট ও হাট মনিটরিং টিম মেম্বার
পেজ- @abisham #আবিশাম