একজন নারী তার সম্মান এবং মর্যাদা রক্ষায় পুরুষের পাশাপাশি অন্য নারীকে পাশে পাবে।।
আসসালামু আলাইকুম
মেয়ে'মানুষ এরকম হয়,ওরকম হয়, সব রকম হয়, শুধু মনের মত হয় না কারণ নারী দুটো বর্ণের শক্তিশালী একটা শব্দ 💥💥
বিশেষ কোনো ব্যক্তি বা মহলের মন রক্ষার্থে তার জন্ম হয়নি। নারী তার স্বীয় মেধা, শক্তি এবং সাহস দিয়ে বিচরণ করছে পৃথিবীময়___________________________________
___________________________💜💜
নারী জন্মগতভাবে দায়িত্ববোধ নিয়ে জন্মায়, কথাটা'য় একটু খটকা লাগছে তাইনা 🤔 নারীর জীবনের প্রথম খেলাটা শুরু হয় পুতুল খেলা দিয়ে, সেই পুতুল খেলার ভেতর লুকিয়ে থাকে সংসার ধর্ম,সন্তান পালন আর ছোট ছোট হাঁড়ি পাতিল নিয়ে রান্না-বান্না। ঐ টুকুন একটা মেয়েকে শিখিয়ে দিতে হয়না নারী হিসেবে তার উপর অর্পিত কাজ গুলো। নিজের অজান্তেই সে বুঝতে পারে তার দায়িত্ব গুলো।
আমার ছেলেবেলা ও তার ব্যতিক্রম নয়। এখনো মনে আছে দু'টো পাটের পুতুল ছিলো আমাদের দুই বোনের। সে পুতুলদের বিয়ে দেওয়া থেকে শুরু করে সন্তান পালন, ঘর সামলানো সব'টাই করতাম আমরা ২বোন। আম্মু তখন সেলাই করতো। সেলাই করার জন্য যখনি কাপড় কাটতে বসতো। আমি তখন শুধু ঘুরপাক করতাম আম্মুর সামনে কাপড় কাটার পর সেই বাড়তি অংশটুকু পাওয়ার লোভে কারণ সেই অপ্রয়োজনীয় কাপড়ের অংশ গুলো দিয়েই হতো পুতুলের শাড়ি। এজন্য অবশ্য আম্মুর কাছে অনেক মারও খেতে হয়েছে কারণ অপ্রয়োজনীয় কাপড়ের টুকরা সংগ্রহ করতে গিয়ে মাঝেমধ্যে প্রয়োজনীয় কাপড়ের অংশ কেটেকুটে শাড়ি বানিয়ে ফেলতাম😊
#সেক্রিফাইস অভিধানে এ শব্দের আলাদা কোনো অর্থ প্রকাশ করলে ও একজন নারীর জীবনে সেক্রিফাইস কথাটার অর্থ হচ্ছে, #মেনে_নেওয়া_ও_মানিয়ে_নেওয়া।। আর এ মেনে নেওয়া ও মানিয়ে নেওয়ার শিক্ষাটা তাকে সেখায় তার পরিবার, তার সমাজ, তার কর্ম ক্ষেত্র সর্বোপরি তাঁর ব্যক্তি জীবন। এভাবে মেনে নিতে আর মানিয়ে নিতে নিতে কখন যে তার অস্তিত্ব বিলীন হয়ে যায় সেটা সে নিজেও টের ও পায় না। খুব আশ্চর্যের বিষয় যখন মেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্স এর শিকার হয় তখনও তাদের পরিবার/সমাজ বারবার রিমাইন্ডার দেয় "তুমি মেয়ে, তোমাকে বুঝতে হবে, মানিয়ে নিতে হবে, পুরুষের মতো অধৈর্য্যশীল হলে তোমাকে মানায় না। ধর্ষণনের মত একটা বিকৃত মানসিকতার বেলায় ও আমরা নারীর পোশাক কে দায়ী করি। কিন্তু আমরা ভুলে যাই ২ বছরের কন্যা শিশু টি ও আজ নিরাপদ নয়। কি আশ্চর্য রকমের যুক্তির শিকল পড়িয়ে দেই আমরা নারীদের। নারী সত্যিকারের মর্যাদা সেদিনই পাবে, যে দিন নারীকে ভিন্ন লিঙ্গে সংজ্ঞায়িত না করে মানুষ হিসেবে সংজ্ঞায়িত করা হবে।
আলহামদুলিল্লাহ,পারিবারিক ভাবে আমাকে মেয়ে হিসেবে কখনো অসম্মানিত হতে হয় নি কিন্তু যখনই ঘর ছেড়ে বের হই বাইরের পৃথিবীতে তখনই প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইভটিজিং এর শিকার হতে হয়। প্রতিবাদ যে একদমই করিনা তা কিন্তু নয় আমি বরাবরই স্পষ্টবাদী মানুষ। সত্য এবং সঠিক কথাটা আমি স্পষ্টভাবে বলতে ভালোবাসি এবং তার জন্য ও শুনতে হয়, মেয়ে মানুষের এতো মুখের উপর কথা বলা ঠিক না😊
কর্মজীবী নারী উদ্যোক্তা হওয়া সত্ত্বে আজ আমাকে ও মুখোমুখি হতে হয় অনেক বাস্তবতার। যখন ডেলিভারি ম্যান হয়ে ক্রেতার কাছে প্রোডাক্ট পৌঁছে দিতে যাই তখন কিঞ্চিৎ সহযোগিতা সুরে মাঝেমাঝে শুনতে হয়, মেয়ে মানুষ হয়ে ডেলিভারির কাজ টা নিজে না করে একজন ডেলিভারি বয় রাখতে পারেন। আবার যখন প্রোডাক্ট রিসিভ করতে কুরিয়ারের অফিসে সকাল-বিকেল দৌড়াই তখনও মেয়ে মানুষ হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য কম পোহাতে হয়না এবং কর্মক্ষেত্রে ও নারী যখন তার যোগ্যতার বলে শ্রেষ্ঠ অর্জনটি পায় তখনও অভিনন্দন দেওয়ার সুযোগে অনেকে তো বলেই ফেলেন, "মেয়ে মানুষের এগিয়ে যাওয়ার পথ সহজ অথচ তাদের মেধার বিচার করতে তারা ভুলে যায়। একটা সময় কষ্ট পেতাম, ভাবতাম আর হবে না,ছেড়ে দিবো। কিন্তু এখন সে দিকে তাকানোর সময় বা সুযোগ কোনোটাই নেই, কারণ এখন আমি বুঝতে শিখেছি নারী হিসেবে আমার স্বপ্ন পূরণের পথটা মোটেই সহজ নয় প্রতিনিয়ত আঘাত সহ্য করে আমাকে আমার অর্জনের দিকে ছুটে যেতে হবে, কঠিন পথ টাকে মসৃণ করে তুলতে হবে আমার নিজেকে।।
সোশ্যাল মিডিয়ার সুবাদে বেশকিছু গ্রুপের সাথে যুক্ত ছিলাম কিন্তু কখনো সেখানে এক্টিভ থাকা তো দূরের কথা একটা কমেন্ট করারও ইচ্ছে জাগতো না। কিন্তু #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন এ যুক্ত হবার পর আমি বুঝেছি এই গ্রুপ টা বাকি আট দশটা গ্রুপের মতো না। একজন মেয়ে হিসেবে যখন আমি এই ফাউন্ডেশনে আমার প্রাইভেসি নিশ্চয়তা পেয়েছি আলহামদুলিল্লাহ তখন থেকেই আমার লেগে থাকার যাত্রা শুরু। আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, শ্রেষ্ঠ সম্মান ও শ্রেষ্ঠ ভালোবাসার জায়গা জুড়ে রয়েছে এই ফাউন্ডেশন ♥️
Iqbal Bahar Zahid স্যার আমার জীবনের স্বপ্নদ্রষ্টা, কেবল মাত্র আপনার জন্য আজ নারী হিসেবে আমি স্বপ্নে ভর করে ডানা মেলে উড়তে পাচ্ছি। স্বপ্ন দেখে সাহস করে শুরু করে দিয়েছি আমার উদ্যোক্তা জীবনের পথ। আপনি দিয়েছেন এ ফাউন্ডেশনের প্রতিটা নারীকে তাদের সম্মান ও মর্যাদা। কত নারীর করুন ইতিহাস থেকে আজ রচিত হয়েছে শ্রেষ্ঠত্বের অর্জন। কত নারী আজ স্বপ্ন পূরণের পথে পাড়ি জমিয়েছে। কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রিয় মেন্টর 💜
আজ আন্তর্জাতিক নারী দিবস, মূলত আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস থেকেই আন্তর্জাতিক নারী দিবসের সূচনা। বাংলাদেশ এ ১৯৭১ সাল থেকে এ দিবসটি পালিত হয়ে আসছে। তবে শুধু দিবসটি পালনের মধ্য দিয়েই নারীর মর্যাদা বা সম্মান নিশ্চিত হয় না। নারীর মর্যাদা ও সম্মান তখনই নিশ্চিত হবে যখন একটা মেয়ে জন্মগতভাবে তার পরিবারের কাছ থেকে সম্মানিত হবে এবং একজন নারী তার সম্মান এবং মর্যাদা রক্ষায় পুরুষের পাশাপাশি অন্য নারীকে পাশে পাবে।।
স্ট্যাটাস অফ দ্যা ডে -৭৬০
তারিখ-০৮/০৩/২০২২
নিঝুম আমিন
একজন গর্বিত ভলান্টিয়ার
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন
৮ম/৭০৯৩
স্বত্বাধিকারী: Bivor - বিভোর
ফেনী জেলা