আমি ও চিন্তা করতাম আসলে মেয়েদের জীবন মনে হয় এরকমই
❣️আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন??
আশাকরি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি, আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেটা সবারই জানা, ১৯৭১ থেকে এই দিনটি কে নারী দিবস হিসেবে পালন করে আসছেন সবাই।
✍️ নারীকে শক্তিশালী করে তোলাই নারীবাদের উদ্দেশ্য নয়। মহিলারা এমনিতেই শক্তিশালী। বরং, আজ এই বিশেষ দিনে, সকল নারীকে জানাই সম্মান। [ সবার প্রতি শুভেচ্ছা।’]
Iqbal Bahar Zahid প্রিয় স্যারের শিক্ষার পর থেকে আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি শুধু পুরুষ রা নয় নারীরা ও সব কাজ করতে পারে সমান ভাবে পরিবার কে সাহায্য করতে পারে, আমি ও স্বপ্ন দেখতে শিখেছি সেই স্বপ্ন অনুযায়ী কাজ করতেছি, আলহামদুলিল্লাহ আজ আমি অনেক টাই সফল, সেই সফলতার পিছনে আমাদের প্রিয় মেন্টরের শিক্ষা অনেক বেশি কাজে এসেছে, স্বপ্ন কে বাস্তবায়ন করতে শিখেছি, আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, সেই দিনে আমরা ফেইবুকে ছোট একটা স্যাটার্স দিয়ে নারীদের প্রতি শুভেচ্ছা বিনিময় করে মহান সেজে যাই, আমরা দেখাই যে আমরা নারীকে অনেক সম্মান করি,
কিন্তু বাস্তবে কী আদোও আমরা নারীদের পরিপূর্ণ মর্যাদা দিতে পারি🤔 পারি না।
.. পরিবারের শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা, যে পরিবার নারীকে সম্মান করা শিখায় না, সে পরিবার কখনো সু শিক্ষিত হতে পারে না।
.... আমি গ্রামের মেয়ে, ছোট থেকেই দেখে আসছি এখন ও আসতেছি গ্রামে নারীদের কে কতটা কষ্ট করতে হয়, কতকিছু সহ্য করতে হয়, নারী জন্মালেই যেন থাকে অপরাধী ভাবা হয়, সেই যায়গায় যদি চেহারা একটু খারাপ হয় তাহলে তো চিন্তার শেষ নেই 😇 প্রথম মতো মেয়ে হয়েছে দ্বিতীয়ত চেহারা খারাপ, কে বিয়ে করবে এই মেয়ে কে? মেয়ে হয়ে জন্মিয়েছে লেখা পড়া করে কী লাভ? দিন শেষে তো তাল বাসন ঐ মাজতে হবে, বাচ্চা পালন করতে হবে, সেটাই ঐত মেয়েদের সবচেয়ে বড় চাকরি, তারচাইতে তো বড় কোনো চাকরি হতে পারে না, হয়না, এখন ও এমন চিন্তা ভাবনা গ্রামের ৯৫% পরিবারের, তার মধ্যে যদি মেয়ের বয়স ২০ পেরিয়ে যায়, কুড়িতে বুড়ি হয়ে যায়, তার জন্য তো কোনো ছেলে পাওয়া যাবে না, পাওয়া যায় না, ১৭, ১৬, ১৮ বছরের মধ্যে বিয়ে না হলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়😡 তার চাইতে একটু বেশি বয়স হলে ঐ মেয়ের তো অনেক বয়স হয়েছে, তার জন্য ৩৫,৪০ এর মধ্যে ছেলে খুঁজতে হবে, যেন ১৫,২০,২৫ বছরের পার্থক্য থাকে, মেয়ের সাথে ছেলের, না হলে যে ছেলের বয়স কম মানাবে না ছেলের সাথে, বুঝবে না, সমবয়সী হলে, কতকিছু আজব লিলার কথা বার্তা এখন এর সমাজে এসে ও শুনতে হচ্ছে, হয়😡😡😡 তাহলে আমরা নারীরা কতটা সম্মান পাই? এই স্বাধীনতার ৫২ বছরের এসে ও আজ ও কী আমরা নারীরা স্বাধীন হতে পেরেছি??? সে জন্য কে দায়ী? মঙ্গলগ্রহের মানুষ? নাকী আমাদের কুচ্যচিত সমাজ?
❣️ এতকিছু বলার উদ্দেশ্য, এবং নারীদে সম্মানের দিকে এগিয়ে নিতে নিজের বলার মত গল্প গ্রুপের গুরুত্ব, এবং আমার পরিবর্তন স্বপ্ন চিন্তা নিয়ে এগিয়ে যাওয়ার আলোচনা বিশ্লেষণ নিম্ব রুপঃ প্রথমই বলেছিলাম সবার আগে পরিবারের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, সেই যায়গা থেকে আমার পরিবার আমার মা অনেক সাপোর্ট দিচ্ছেন আমাকে, আলহামদুলিল্লাহ, সমাজে মানুষের এরকম চলাফেরা দেখে আমি ও স্বপ্ন দেখতে ভয় পেতাম, আমি ও চিন্তা করতাম আসলে মেয়েদের জীবন মনে হয় এরকমই, কিন্তু নিজের বলার মত গল্প গ্রুপ আমাকে এবং আমার স্বপ্ন কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, প্রিয় স্যারের প্রতিটি সেশন আমাকে চম্বুকের মতো আকর্ষিত করে বলেই আজ আমি আমার সমস্ত স্বপ্ন পুরন করতে সাহস পাই প্রতিনিয়ত,ফেইবুক ব্যবহার করার পর কত গ্রুপই দেখলাম, কিন্তু নিজের বলার মত গল্প গ্রুপের মতো দ্বীতিয় কোনো গ্রুপ হতে পারে না, স্যারের শিক্ষা আমাকে অনুপ্রাণিত করছে, আমি ও বলতে পারি আমি একজন ভালো মানুষ, আমি একজন ছোট কাটো উদ্যােক্তা, আমাদের প্রিয় স্যার বরাবরই নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা শীল,সেই যায়গা থেকে হাজার ও সেলুট স্যার আপনাকে❣️ মন থেকে সবসময় সম্মান ও দোয়া, অভিরাম ভালবাসা এই গ্রুপের সবার প্রতি, এই গ্রুপের প্রতিটি ভাইয়ারা ও অনেক ভালো, ওনারা ও আমাদের কে নারীদের কে অনেক সম্মান করেন।
সকল আপুদের প্রতি রইলো নারী দিবসের শুভেচ্ছা,
আমরা নারী, আমরাই পারি পৃথিবীটা কে জয় করতে।
নিজের বলার মত গল্প গ্রুপের মধ্যে দিয়ে বদলে যাবে পুরো দেশ ইনশাআল্লাহ।
স্ট্যাটাস অফ দ্যা ডে -৭৬১
তারিখ-০৯/০৩/২০২২
খাদিজা আক্তার নাজমিন
নিজ জেলা হবিগঞ্জ
উপজেলা এম্বাসেডর
রেজিঃ ১৪৮৯২/১০