জীবন এক বৈচিত্রময় গল্প যেখানে কখনো ছন্দের মিল থাকে, আবার থাকে না
❤️বিসমিল্লাহির রহমানির রহিম❤️
❤️আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বরকাতুহু ❤️
🌹🌹আমার জীবনের গল্প🌹🌹
❤️প্রথমে শুরু করছি মহান আল্লাহ তায়ালার নামে । যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং এই মহামারির মাঝেও আমাকে সুস্থ সুন্দর ও কর্মক্ষম রেখেছেন ।
❤️হাজার দরুদ ও সালাম পেশ করছি হযরত মুহম্মদ (সঃ) প্রতি।
❤️অনেক কৃতজ্ঞতা দোয়া ও ভালোবাসা জ্ঞাপন করছি To Be an Entrepreneur নিজের বলার মতো একটা গল্প Foundation এর প্রতিষ্ঠাতা প্রিয় মেন্টর , প্রিয় শিক্ষক লাখো মানুষের আইডল জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি।
❤️অনেক ভালোবাসা ও দোয়া সন্মান প্রদর্শন করছি আমার পিতামাতার প্রতি। হাজার কষ্টের মাঝে ও আমাকে লালন পালন করেছেন।
❤️জীবন এক বৈচিত্রময় গল্প যেখানে কখনো ছন্দের মিল থাকে, আবার থাকে না । সব লিখতে চাইলে কলমের কালি শেষ হয়ে যাবে কিন্ত জীবনের গল্প লিখা শেষ হবে না ।
👉🏽আমি মোল্লা মারুফ। আমি অনেক দরিদ্র পরিবারের সন্তান । আমার বাবার একটা টেইলারিংয়ের ব্যাবসা ছিলো মা গৃহিনী ও বাড়িতে টেইলারিংয়ের কাজ করেন।আমরা দুই ভাই আমিই পরিবারের বড় সন্তান।
আমাদের সংসার ভালই চলছিলো ।হঠাৎ বাবার ব্যবসার লোকসান হয় তখন থেকেই সংসারে অভাব শুরু হয়।বাবা মাকে দেখেছি অনেক কষ্ট করতে। এমন ও দিন গেছে আমাদের বাবা রাতে বাজার থেকে চাউল আনার পর রান্না হয়েছে পরে আমরা খেয়ে ঘুমাইছি।এভাবেই চলতে থাকে আমাদের কষ্টের দিনগুলো।
🕴শিক্ষাজীবনঃ
ছাত্র হিসেবে ভালই ছিলাম । স্কুলের স্যার ও গ্রামের সবাই ভালোবাসত । S.S.C ও H.S.C পাশের পর যশোর BCMC কলেজে CSE তে ভর্তি হই। আর্থিক অনটনের কারনে একবছর পর চলে আসি। তখন দেশের একটা সনামধন্য এনজিও প্রতিষ্ঠান আমাকে আর্থিক লোন দিতে চেয়েছিলো পড়াশোনার জন্য কিন্ত রাজি হইনি অভাবের কথাভেবে। পরের বছর ভর্তি হই কুষ্টিয়া সরকারি কলেজে অর্থনীতি শাখায়।পড়াশোনায় ও ভালো ছিলাম কিন্তু তৃতীয়বর্ষে এসেই সমাপ্তি টানতে হয়।
❤️কর্মজীবনঃ-
সরকারি কলেজে পড়ার সময় থেকেই টিউশনি করতাম এবং এখান থেকেই আমার পড়াশোনা এমনকি পরিবারে ও কিছু দিতাম। পরে ঢাকা ডেসকোর প্রজেক্টে চাকরি করি ।
বহুপ্রতিক্ষার পর মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ও বাবা মায়ের দোয়াই ২০০৯ সালে দক্ষিন কোরিয়া আসার সৌভাগ্য হয়। কোরিয়া এসে ও অনেক লাঞ্চনার শিকার হয় আমাদের দেশি ভাইদের কাছে। এখন একটা ভালো কোম্পানীতে কাজ করছি অনেক সুনামের সহিত।
❤️আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি এবং দেশে আমার বাবা মা সহ পরিবারের সবাই অনেক ভালো আছে।দেশে আমি মানবিক ও সামাজিক সব কাজেই অংশগ্রহন করি এবং অনেক গুলো পরিবার কে আমি নিয়মিত সহযোগিতা করি ।
❤️২০১৮সালে আমাদের প্রিয় মেন্টর যখন কোরিয়াতে আসে সেই অনুষ্ঠানে ও আমি ছিলাম কিন্ত দুঃখের কথা আমি স্যারকে ভালোকরে বুঝতে পেরেছিলাম না তাইতো রেজিষ্টেশন করতে দেরি করেফেলি এবং ২০২০ সালে রেজিষ্টেশন সম্পন্ন করি। অনেক দেরি করেছি তাই আর হারাতে চাইনা প্রিয় প্লাটফর্মকে ।
❤️❤️ আমার স্বপ্ন আমি একজন উদ্যোক্তা হবো এবং সেখানে কিছু মানুষের কর্মসংস্হান হবে ইনশাআল্লাহ ।
আমি এমন কিছু করতে যেন আমি না থাকলেও আমাকে সবাই মনে রাখে এবং একদিন প্রিয় মেন্টরের সাথে দেখা করার আশা ব্যক্ত করি ।
❤️প্রিয় ফাউন্ডেশনের সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি । আমি ও সবার প্রতি অনেক অনেক দোয়া ও শুভকামনা জানাচ্ছি।
❤️❤️পরিশেষে প্রিয় মেন্টরের প্রতি গভীর শ্রদ্ধা ও সন্মান প্রদর্শন করি সেই সাথে স্যারের সুস্হতা ও দীর্ঘায়ু কামনা করছি।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৪০
Date:- ১০/০২/২০২২ইং
🌹নামঃ Molla Maruf
🌹ব্যাচঃ ১২
🌹রেজিঃনং ৪৬০৫৩
🌹রক্তের গ্রুপঃ B+( বি পজিটিভ)
🌹উপজেলাঃ কুমারখালী
🌹জেলাঃ কুষ্টিয়া
🌹বর্তমান অবস্থানঃ দক্ষিন কোরিয়া।
🌹পেইজঃ SAVE ZONE BD