লিপস্টিকের রং বলে দিতে পারে আপনার ব্যক্তিত্ব কেমন।
#গল্পে_গল্পে_পণ্যের_পরিচিতি
আসসালামুয়ালাইকুম
কনকনে ঠান্ডায়, কুয়াশা ঘেরা শীতের মিষ্টি সকালে সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা #শুভ_সকাল
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ 💜
আজকে ৮৪ তম হাটে সবাইকে স্বাগতম🥀🥀
আশা করি আজকের হাট অনেক জমজমাট হবে। কারণ এখন হাটে নতুন ১৭ তম ব্যাচের অনেক ক্রেতা আছে।যারা আমাদের অনলাইন হাটে একদমই নতুন।
আজকের গল্প টি আমার শৈশব স্মৃতি থেকে শেয়ার করব। অনেকের শৈশবের সাথে মিলবে।চলুন শুনে আসি 👉👉
🎶আমার বয়স যখন ৫/৬ বছর তখন কার কথা তো তেমন একটা মনে নাই। আম্মুর থেকে কিছু গল্প শুনা। আমি একটু বড় হওয়ার পর থেকে নাকি সাজার জন্য পাগল ছিলাম তাই আম্মু আমাকে সাজিয়ে দিতে বাধ্য থাকতো। আমি সাজের জিনিসের মধ্যে লিপিস্টিকের প্রতি বেশি আগ্রহ ছিলো।সারা দিন দিতে চাইতাম 💄লিপিস্টিক দিয়ে হা করে থাকতাম যাতে নষ্ট না হয়😁এখন দেখি সব বাচ্চাই এমন।শুধু একটাই ভয় কিছু খেলে উঠে যাবে তাই ভয়ে খেতাম না।আম্মু নাকি জোর করে খাওয়া কান্না করতাম 🤣 আবার লাগিয়ে দিবে বলে খাওয়াতো।তার পরে খেতাম।এই গল্পটা সবার জীবনে আছে।
🍁সাজতে সব মেয়েই পছন্দ করে। কেউ হয়তো একটা সময় বেশি সাজে আবার কেউ কম।
বড় হওয়ার পর থেকে পড়া লেখার চাপে সাজার একটা আগ্রহ চলে গেছে তবে বিয়ের অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে তো সাজতেই হতো।সব মেয়ে দের প্রিয় কয়েকটি সাজার জিনিস থাকে #লিপিস্টিক কাজল আইশ্যাডো সবার প্রিয়। তেমনি আমারও। তবে আমাদের দেশের বিভিন্ন কম্পানীর বানানো লিপিস্টিক বানায় যেগুলো আমাদের সুন্দর সুন্দর ঠোঁটের কালার নষ্ট করে দেই।তাই ভয়ে আর লিপিস্টিক দিতাম না। তবে আমার ফ্রেন্ড রা আমাকে দামি দামি কয়েকটা ব্র্যান্ড এর লিপিস্টিক আইশ্যাডো গিফট করছে।যেগুলোর সাথে আগের গুলো তুলনা করে বুজলাম কম দামী আর বেশি দামী প্রোডাক্ট এর মধ্যে পার্থক্য আছে।
🍁বাজারে গেলেই আমরা #লিপিস্টিক এর দাম শুনলে বলি এতো দাম? কিন্তু আসলে দামী ব্র্যান্ডের প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন হলেও ভালো। কম দামি প্রোডাক্ট ইউজ করে নিজের ক্ষতি নিজে ডেকে আনা থেকে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিনুন সবাই।
আমিও শখ করে এক বান্ধুবির জন্ম দিনে একটা লিপিস্টিক ও একটা আইশ্যাডো গিফট করব ভাবছি।কিন্তু ভালো ও কোয়ালিটি সম্পন্ন খুজতে গিয়ে মনে হলো আমি নিজেই যদি এইটা নিয়ে কাজ করি তাহলে তাহলে আর খুজতে হবে না। কারন আমি নিজেই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ব্যবহার করি এবং অন্যকেও সাজেস্ট করি।
#আপু_দের_পছন্দের_লিপিস্টিক_নিয়ে_কিছু_কথাঃ
𝐍𝐢𝐫𝐯𝐚𝐧𝐚 𝐂𝐨𝐥𝐨𝐫 𝐋𝐢𝐪𝐮𝐢𝐝 𝐌𝐚𝐭𝐭𝐞 𝐋𝐢𝐩𝐬𝐭𝐢𝐜𝐤 💃
পাঁচটা রং এ পাওয়া যাচ্ছে বিশ্বজুড়ে ।
💋Waterproof
💋Matte Finish
💋Long-lasting
💋Doesn't Crack
#লিপস্টিক
💄লিপস্টিকের রং বলে দিতে পারে আপনার ব্যক্তিত্ব কেমন। অনেকেই হালকা রঙের লিপস্টিক ব্যবহার করতে পছন্দ করেন আবার অনেকে গাঢ় রং। ধরুন, আপনি যদি লাল রংয়ের লিপস্টিক পরতে ভালবাসেন; তাহলে আপনি যে সাহসী তা আর নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখে না৷
বিশেষজ্ঞদের মতে, যারা লাল রংয়ের লিপস্টিক পরতে পছন্দ করে; তারা স্বাধীনচেতা হন৷ এ ছাড়াও অন্যান্যদের তুলনায় অনেক বেশি উদ্যমী হন তারা৷ জেনে নিন লিপস্টিক অন্যান্য রং আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কতটা প্রকাশ করে-
👇👇👇
💄যারা গোলাপী রংয়ের লিপস্টিক ব্যবহার করেন; তারা অনেক আবেগী হয়ে থাকেন। কারও কঠিন কথা একেবারেই মেনে নিতে পারেন না তারা। এমনকি সামান্য কটু কথা শুনলেও তাদের চোখে পানি আসে। এই রংয়ের লিপস্টিকপ্রেমীদের চেহারায় মিষ্টিভাব বেশি থাকে।
💄সমাজের উলটো স্রোতে হাঁটতে যারা ভালবাসেন; তারা না-কি ব্রাউন শেডের লিপস্টিকে ঠোঁট রাঙাতে চান৷ যেকোনো বিষয়ে চ্যালেঞ্জ নেওয়ার সাহসিকতাও থাকে তাদের৷
💄 ন্যুড শেডের লিপস্টিক যারা পরতে পছন্দ করেন; তারা অত্যন্ত শান্তিপ্রিয় হন৷ বিশেষজ্ঞদের মতে, তারা নিজের সৌন্দর্য নিয়েও যথেষ্ট সচেতন থাকেন।
💄 সচরাচর কেউই কালো, নীল বা বেগুনি রংয়ের লিপস্টিক পরেন না৷ তবে যারা গাঘঢ় রঙ বা ভিন্ন রঙে ঠোঁট রাঙান; তারা অত্যন্ত সাহসী বলে বিবেচিত। বিশেষজ্ঞদের দাবি, নিজের লক্ষ্যে তারা অবিচল৷
তাই দেরী না করে আজই অর্ডার করুন 👇
🍁এখন আমার ভাইয়া রা আসি বলবে লিপিস্টিক আর আইশ্যাডো তো মেয়েদের আমাদের জন্য কি আছে।ভাইয়াদের জন্য সুন্দর সুন্দর #নকশিকাঁথা আছে।
#আমার_পণ্য_সমূহঃ
👉বেবিদের নকশি কাঁথা
👉বড় নকশি কাঁথা
👉কালার কসমেটিক্স এর মধ্যে আপাদত (লিপিস্টিক ও আইশ্যাডো)
ইনশাআল্লাহ খুব শিগ্রই Trade Point আপনাদের প্রয়োজনীয় ও কোয়ালিটি সম্পন্ন পছন্দের কিছু প্রোডাক্ট নিয়ে আসবে।
#সময়_নিন_সময়_দিন_সময়_বদলাবে
এই স্লোগান কে মাথায় রেখে আমি এগিয়ে যাচ্ছি।তাড়াহুড়োর কিছুই নেই।আস্তে ধীরে শিখে সামনে পা ফেলব।আশা করি সবাই পাশে আছেন।
পরিশেষে প্রিয় মেন্টরের প্রতি কৃতজ্ঞতা 💜
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৩৫
Date:- ০১/০২/২০২২ইং
তাহামিনা আলম
১৪/৬৬৩৯৩
লক্ষ্মীপুর
পেইজঃhttps://www.facebook.com/Tradepoint.shop/