জীবনটা আমার, যুদ্ধ টাও আমার। দায়িত্বটা যেহেতু একান্ত, সৈনিকও একাই আমি।
আসসালামুয়ালাইকুম সবাইকে,
প্রাণ প্রিয় সবাই কেমন আছেন?
,,,,,,🥰🥰🥰🥰 #গল্প_গল্প_গল্প🥰🥰🥰🥰,,,,,
আজ আমার ভালোবাসার পরিবারের সবাইকে
🙂🙂আমার গল্প শুনাতে চলে আসলাম😍😍
🕋সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে, যিনি এখনো আমায় হায়াতে তায়্যিবা দান করে দুনিয়ায় সুস্থতার মাঝে বাচিঁয়ে রেখেছেন। সেই মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। তাই সুস্থ থাকার পাশাপাশি অসুস্থ এবং অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানাচ্ছি সবাইকে।
💕💕কৃতজ্ঞতা প্রকাশ করছি, আজ সারাবিশ্বে এই ভালোবাসার বন্ধন তৈরী তে যার অবদান,যার অক্লান্ত পরিশ্রমে পেয়েছি এ ফাউন্ডেশন, যিনি আমাদের সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং অনুপ্রেরণা তিনি প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার। আকাশচুম্বী ব্যস্ততা আর জনপ্রিয়তার মাঝেও ভালোবেসে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। স্যারের প্রতি নিবেদন করছি হাজারও কৃতজ্ঞতা সালাম ও দোয়া। আল্লাহ স্যারকে দীর্ঘায়ু দান করুন।🤲🤲
#চলুন_এবার_মূল_গল্পে_চলে_যাই,,,,,👇👇
📝জীবনটা আমার, যুদ্ধ টাও আমার।
দায়িত্বটা যেহেতু একান্ত, সৈনিকও একাই আমি।
✈️সুতরাং স্বপ্নটাও নিজের মতোই হোক নিজের চোখেই হোক, তবেই তো জন্ম হবে ছোট বড় অজস্র ভালোবাসার গল্প।🌅💖
😍🥰জীবনের গল্পে সব থাকতে হয়, তবেই জীবন সুন্দর হয়,জীবনের গল্প কখনো শুধুমাত্র ব্যাবসা সফলের কিছু বাক্যে রচিত হয় না, রচিত হয় জীবনে ঘটে যাওয়া অসংখ্য তিক্ত অভিজ্ঞতা, দু চারটি প্রাপ্তি আর বুক ভরা স্বপ্ন আশা নিয়ে।🙂🙂
🚀🚀তবে গল্প যখন মন ছুয়ে যায়,সময়টা তখন উপভোগ্য হয়, গল্পের হাসি/কান্না, রাগ/অনুরাগ, স্বপ্ন/বিলাস যখন আপনার কল্পনা আর অনুভুতিকে এক করে দেয় তখন গল্প শোনা ছাড়া আপনি এড়িয়ে যাবেন প্রেমিক বা প্রেমিকের অপেক্ষার রিংটোনও।🙄🙄
🎤🎤আচ্ছা চরের একটা ছোট্ট গরীব কালো ছেলে যখন সম্মানি সচেতন এবং আপনার মতো মেধাবী ব্যাক্তির সামনে কথা বলতে চলেই আসছে আপনি বিচারক হয়ে নাহয় একটু মন্তব্য করে যাবেন ইনশাআল্লাহ।🖋🖋️
🌹🌹স্বাগতম, ভূমিকাতেই এতোক্ষন সময় দিয়ে দিচ্ছেন, আমি নিশ্চিত শেষের অনুভূতি টা আপনি নিয়েই যাবেন।
🐥🐥জানেন, আজ এখন পর্যন্ত আমি যেখানেই যাই বয়সে,সাহসে, অর্থে,অনর্থে, জ্ঞানে,গভীরে, রঙে,ঢঙে, স্কুলে,ভার্সিটিতে, দৈর্ঘে,প্রস্থে ওই স্থানে আমিই সবচেয়ে মিনি। বাকিরা সবাই মিলে কেউ,ছোট, বড়, মাঝারো, আর আমি মিনি।🐥🐥
🌱🌿🌳আমার জিবনেও ছোট বড় মাঝার মিনি প্রতিটা সময় কালের একটা করে গল্প আছে,
🌱🌱🌱মিনি কাল থেকেই শুরু করি, যখন থেকে বুঝতে পেরেছি আমি নিজেও একটা আলাদা সত্ত্বা। বড় দু'বোন এরপর আমরা দু'ভাই। চারজনের মাঝে আমি তৃতীয়, এখানে মিনি হবার কোন সুজোগ ছিলো না।🙆♂️🤦♂️
🌍🌍🌍যাইহোক বুঝতে পারার পর থেকেই নিজকে নারায়ণগঞ্জ চাষারাতে আবিষ্কার করেছি। বাবার চাকুরির সুবাদে আমার জন্মের আগেই পরিবার সেখানে। বাবা উত্তর চাষারা ছোটো মসজিদের ইমাম ছিলেন,🕌🕌🕌 এক মসজিদেই বাবা চাকুরী জীবনের ইতি টেনেছিলেন প্রায় পয়ত্রিশ-চল্লিশ বছর পর। যদিও নারায়ণগঞ্জ চাষারার মতো স্থানে 40 বছরের পুরোনো হুজুর দিয়ে চালানো যাবে না তাই শেষ আট-দশ বছর পরিবারের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাবা মুয়াজ্জিন হিসেবেও ছিলেন,এমন বাবার সন্তান হিসেবেও গর্ববোধ করছি। এর মাঝেই যখন আমার বয়স আট-নয় তখন আমার ছোটো ভাই আমার সাথে খেলতে থাকা অবস্থায় আমার অদেখাতে মসজিদের দোতলা ছাদ থেকে পরে মারা যায়, তখন আমি সারে সাত থেকে আট আর ও সাড়েছয় থেকে সাত হবে। এরপর মা খুব বেশিদিন শহরে থাকতে রাজি হয়নি, চলে এলাম গ্রামে।
👬 এখনো আমরা দু ভাই,ও এবার দশম শ্রেনীতে পড়ে। আর হ্যা সন্তান হারানোর ব্যাথা মা কে কতো বছর ধরে তিন বেলা খাবার আগে কাদায় তা আমি যুগেরও বেশি সময় ধরে সাক্ষী। অতএব ছোট ভাই মাসুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং হাদিসের ভাষ্যনুযায়ী তার উছিলায় আমার পিতামাতার জান্নাত কামনা করছি। সেই সাথে ছোট ভাই এবং আমার জন্যও নেক দোয়া চাই সবার কাছে।🤲🤲🤲
🦴👀🙇♂️বাবাকে ভয় পেতাম কিন্তু বাবা তো চাকুরীতে, গ্রামে আমাকে কে পায়,এরপর থেক শুরু আমার দুরন্তপনা,মাদ্রাসা পালানো। পালাতে পালাতে আসা যাওয়ার মাঝে একদিন মা আমাকে মাদ্রাসায় রেখে দিয়ে বাসায় এসে দেখে আমি তার আগে চলে আসছি সেই নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জ। তারপর আশা ছেড়ে দিয়েছে সবাই। ভাইয়ের শোকে তখন যা বলতাম তাই মেনে নিতো। তখন ক্লাস থ্রি, সকালে বের হলে সন্ধ্যায় বাড়ি ফেরা। এর মাঝে নদীতে গোসলেই কাটতো 3/4/5 ঘন্টা। মাছ ধরা,কাদায় খেলাধুলা, মাঠে ঘাটে দৌড়ঝাপ কি করিনি? যা করিনি তাও করেছি। ষষ্ঠশ্রেণি পর্যন্ত এটি চললো। মারপিট, অতিরিক্ত পরিমানে ঘরে ভাঙচুর, এরপর অবাধ্যতা, একরুখা SSC পর্যন্ত চললো,আমার জীবনে মাসে স্কুল/কলেজ/ভার্সিটিতে মাসে উপস্থিতি ছিলো 4-5দিন। এবং এজন্য আমি পুরুষ্কার চাই যে ইন্টার সেকেন্ড ইয়ারে ভর্তির পর প্রথম যেদিন ক্লাসে গিয়েছি সেটা ছিলো আমার টেস্ট পরীক্ষা😇😇😇
আরও একটি নেশা তা হলো বাড়ি ভরপুর কবুতর থাকবে।
👾👾👾আবার ঘরে যতটাই খারাপ বাহিরে ততটাই ভালো😌😌😌
চুরি করে খাওয়া পছন্দ ছিলো না,কারো ফসল ক্ষতি পছন্দ ছিলো না, বাসায় আমার মতের অমিল হতো তাই সব ঝামেলা।
👤👤👤এরমাঝে হঠাৎ করে শিথিল হতে শুরু করলাম ,নিজের পরিচয় নিয়ে ভাবলাম। কি করতে চাই, কি হতে চাই? অষ্টম শ্রেণিতে হঠাৎই ক্লাসে একদিন ইংরেজি টিচার সবাইকে খাতায় লিখতে বললো কে কি হতে চাও, সোজাসাপটা লিখে জমা দিলাম
"একজন বিজনেসম্যান হতে চাই, এবং গ্রামের গণ্যমান্য ব্যাক্তি হতে চাই" সেদিন সেরা হয়েছিলো লিখাটা ক্লাসে। কথাটা ভালোবাসতে শুরু করলাম, বিশ্বাস করতে শুরু করলাম
নিজের একটা পরিচয় লাগবে, নিজে কিছু করতে চাই, ভেতরটা ভরপুর আল্লাহ ভীরুতা মায়া আর ভালোবাসায়। দেশের জন্য মানুষের জন্য কিছু করতে চাই সেটা তখন থেকেই বুঝে গিয়েছিলাম।
কিন্তু পরিবারে বিজনেস বিশ্বাসী কেউ নেই,নেই সাপোর্ট,নেই পরামর্শক, যেদিকে তাকাই নেই কোন বিজনেস ব্যাকগ্রাউন্ড লোক। অর্থনৈতিক সাপোর্ট তো নেই-ই।
🏵️🌺🌼আলহামদুলিল্লাহ এখন আপনাদের মোল্লা পুরো গ্রাম ও গ্রামের বাহিরে ছোট বড় সবার কাছে একজন স্বীকৃত ভালো মানুষ বলে পরিচিত আলহামদুলিল্লাহ।
🇧🇩 🎗️📝আমি মামুনের যদি কোন পরিচয়ই না থাকে,যদি সম্মানই অর্জন করতে না পারি আমার এ বাড়ি এবং এটুকু জায়গা না থাকলেও কিছু হবে না। তখন আমি মোল্লা বাড়িতে ঘুমানো আর ওভারব্রীজের নিচে ঘুমানোর মধ্যে কোন পার্থক্য নেই। অর্থাৎ প্রয়োজন হলে যেকোনো সময় আমার ভিটেবাড়ি টুকুন বিজনেসের জন্য উৎসর্গ করে দিতে পারি। আর তারাও বুঝতে বাকি নেই আমি কোন পাত্র।
🟥⚔️🟥প্রস্তুত/অপ্রস্তুত কিন্তু যুদ্ধ যখন শুরু✅✅✅
2016 ইন্টারমিডিয়েট পাশ করার আগে থেকে অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত আত্নীয় স্বজন এবং পরিবারের সে কি অভিশপ্ত চাপ আমি জব করিনা কেন? এদিকে বাবা অসুস্থ হয়ে পরছে চাকরি প্রায় শেষ। এক টাকা সেভিংস নেই, নেই এক্সট্রা ইনকাম। পরিবারের বড় ছেলে। কতো রাত ভোর হয়েছে শুধু ভাবতে ভাবতেই। টেনশনের চাপে একটা সময় পর মাথায় ব্যাথা উঠে যেতো রাত জাগতে জাগতে।
👨🔧👷♂️👨💼 এক পর্যায়ে এনজিও তে জবে গেলাম নারায়ণগঞ্জ। কিন্তু সততা আর হালালের ক্ষেত্রে ছাড় নেই এক বিন্দু, চার দিন পর চলে এলাম। আমার পরিবার বুঝলেও স্বজনরা বুঝতই না, তারপর আবার বনানী তে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোঃ (ডেসকো) তে জব দিল বাবার এক ছাত্র ইঞ্জিনিয়ার। কৃতজ্ঞতা স্যার আপনার প্রতি। এদিকে বাবা আরও অসুস্থ হয়ে পরছে দিনদিন, হসপিটাল থেকে জব জব থেকে মিরপুর14 আর পেরে উঠছি না, মন থেকে ত চাচ্ছিইনা, রিজাইন করলাম চার মাস পর।
🗣️🗣️এরপর শুরু স্বজনদের ভালোবাসায় আমার জন্য ছোরা এক একটা বাক্য যেনো একেকটা স্ট্রিম রুলার।(বাট আমার তিন বছর প্লাস বিপদে কাউকে পাওয়া যায় নি।
🌳🌳🌳বাবা এ মানুষ টি সারাটা জীবন শুধু অন্যের জন্যই উৎসর্গিত ছিলেন, ছিলেন সৎ। তার দ্বারা উপকৃত হননি এমন লোক আমাদের আত্নীয়র মধ্যে নেই বলা যায়,আবার তিনি ক্ষতি করেছেন এমন একজনকেও আমার জানা নেই। তিনিও তার পরিবারের বড় ছেলে ছিলেন ছয়'ভাইবোনের মধ্যে। এবং একটা শুধু আয়ের যোগান থেকে বাবার এবং আমাদের পরিবার তিন ভাইবোন একইসাথে তখন কলেজ এবং ছোটজন কিন্ডারগার্ডেন সহ যাবতীয় সবই বাবার কাধে, বাবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আর দোয়া করছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন বাবাকে একটু শান্তিতে রাখেন,ক্ষমা করে জান্নাতি হিসেবে কবুল করে নেন, আমিন।
💛💚❤️এরপর জার্নি টা তে আমার সাথে যা ছিলো এবং যাহারা ছিলো।🤟 🤝🤝🤝 👇
✅✅মিথ্যে না বলার একটা চ্যালেঞ্জ প্রায় পাচ বছর প্র্যাক্টিস করছি,,,ইচ্ছা-অনিচ্ছায় হয়তো ভুল হতে পারে, শুধরে নেয়ার চেষ্টা করি।
✅✅আল্লাহর অনুগ্রহ এবং বরকত - এখানে বিশ্লেষণ করার কিছু নেই, আল্লাহর বরকত রহমত কি তা আমরা খুব দারুণ ভাবে উপলব্ধি করতে পেরেছি, শুকরিয়া তোমায় আল্লাহ।
✅✅ বিশ্বাস - আমি বিশ্বাস করি যে যেভাবে চলতে চায় আল্লাহ তাকে ওভাবেই চালান। হারাম/অবৈধ উপার্জন করবো না আল্লাহ করান নি। সুদি কারবার /ব্যাংক ঋনের সাথে জরাবো না আল্লাহ জড়ান নি।কতো উপজেলা অফার,ব্যাংকের ক্ষুদ্র ঋনের অফার ক্যান্সেল।
সাথে মজার বিষয় হলো কতো বিয়ের অফার ক্যান্সেল টাকা কতো লাগবে আমার, আমার নিজ থেকে শুনা মিলিয়ন প্লাস 🧐😡😥😡🙄😡😞😡😒😡😭😡😏😡
✅✅ সততা- এটাকে আগলে রাখার চেষ্টা করছি। শুরু হলো নতুন পথ চলা, নতুন সূচনা। মাছ চাষ দিয়ে শুরু দু বছর চললো,,, নতুন বিজনেস, নতুন পরিচালনা, পরিবারের নতুন দায়িত্ব সব একসাথে মিশিয়ে ফেলেছি। লাভ অথবা লোকসান কোনটা হয়েছে কল্পনাতেও অনুধাবন করতে পারিনা।
✅✅এরপর শো-রুম নিয়ে কাজ করছি প্রায় 10 মাস হয়, নতুনের ছোয়া এখনো কাটিয়ে অভিজ্ঞ হতে পারিনি।
✅✅নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন যা আমাকে এতসবের মাঝে নতুন করে সাহস সঞ্চয় করতে শিখিয়েছে
✅✅শিখিয়েছে নিজের প্রতি আরও বিশ্বাসী হয়ে উঠতে।
✅✅দিয়েছে অনেক অনেক প্রিয় মুখ।যোগান দিয়েছে ভালোবাসা এবং মানবিকতার।
✅✅আরও দিয়েছে প্রোডাক্ট সোর্সিংয়ের সুজোগ।
✅✅এবং প্রোডাক্ট সেল করার সুজোগ।
✅✅বিজনেস ও ক্যারিয়ারে ডেভেলপমেন্ট করার জন্য ইংরেজি, আরবি, আইসিটি, সহ প্রায় 12 টি ফ্রী ট্রেইনিং।
✅✅এর মাঝে ছিলো কিছু বন্ধু এমন- সুসময়, দুঃসময়,কাজের সময় এমনকি পৌষ/মাঘের শীতে ভোর চারটায় পুকুরে সাতার পানিতে আমি তাদের পেয়েছি। যাদের ভালোবাসাকে উছিলা করে আল্লাহ আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে আমি মনে করি। এপর্যন্ত পাশে আছে সেই হতভাগা গুলোই যাদের জন্য আমি কখনো কিছু করতে পারিনি, পারিনি নিজের জন্য হলেও কিছু করে তাদের মানসিক শান্তি দিতে। না এরা কেউ-ই এতটুকু হেল্প করার সামর্থ রাখে না,শুধু মানসিকতা রাখে।
এরপরেও কারো কাছে তেমন চেয়ে হেল্প নিতে হয়নি,এতটা খোজ রেখেছে যে কখন কি লাগবে তা নিজ থেকে পূরণ করেছে। প্রত্যেকেই সৎ এবং প্রত্যেকেই বিপদে থাকা ব্যাক্তি। কেউ আমার কম আবার কেউ আরও বেশিও। কারোর আগে পরে লক্ষ লক্ষ টাকার হেল্পের মাঝে নিজের প্রিয় ব্রেসলেট বিক্রি করে দিয়েছে যা আমি জানতামই না আরও কি কি করেছে এখনো অজানা। কারো আবার অন্যের থেকে ধার নিয়ে ধার দেয়া হেল্প চিন্তাহীন ভাবে ফেলে রেখেছে মাসের পর মাস। আরও কিছু হেল্প যা বলাটাও নিজের জন্য লজ্জার। এতো কিছুর মধ্য দিয়ে যাবার পরও সবচেয়ে কাছের কিছু স্বজন তাদের থেকে পাওনা পরিশোধ করতে আগ্রহী না, আবার সবচেয়ে কাছের কিছু স্বজন মিথ্যা অপবাদ দিচ্ছে বাবার জমানো টাকা দিয়ে এসব করছি, আরও যে কত কি😂😂😂 তাদের নিয়ে আর লিখতে চাইনা,তবে সবাইকে ভালোবাসি,সবাইকে আল্লাহ ভালো রাখুন,বিপদ মুক্ত রাখুন,সুস্থ রাখুন দ্বীনের জন্য কবুল করুন।
👉👉🙇♂️সবকিছুর জন্য আমার জীবন টা যেন এতটাই উপভোগ্য হয়েছে,এতটাই অর্থবহ হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া এই পাওয়া এবং না পাওয়ার কল্যাণে জীবনটাকে বুঝতে,জানতে, অনুভব করতে সাহায্য করেছেন। কেননা এসবের জন্য আমি উপলব্ধি করতে পেরেছি যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক ভালো আছি,সবাইকে নিয়ে সূখে আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
🌼🏵️সকলের জন্য রইলো নেক দোয়া,এবং আমি ও আমার পরিবারের জন্য দোয়া চাই🤲
👼🛍️🛍️উদোক্তার পথ চলায় আমি আমার একটি শোরুম পরিচালনা করছি, সেখানে ছোট বড়, ছেলে মেয়ে, এবং নারী পুরুষের সকল ধরনের বস্ত্রের সরবরাহ করে থাকি।🛍️🧥🥼👔👕👖🩳🩲🥻👗🕶️👓🧢👙🧦🧥👚🦺🇧🇩🇧🇩🇧🇩
☎️📲🚛ইনশাআল্লাহ, সারাদেশে সবখানে ভালো পন্যের সরবরাহ নিশ্চিত করতে, অফলাইনের পাশাপাশি অনলাইনে আমাদের ফেসবুক পেইজও সক্রিয় রয়েছে। সকলকে ভালোবেসে আমাদের পেজটি ভিজিট করার অনুরোধ জানাচ্ছি🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
ইনশাআল্লাহ ই-কমার্স কে সামনে রেখে 2023-24 সালে আমাদের Halal Fashion এর এক ভিন্নধর্মী উদ্যোগ বাস্তবায়নের স্বপ্ন দেখে যাচ্ছি, দেশে এমন উদ্যোগ এটাই প্রথম এবং অন্যতম। এমনকি আমার জানার এমন ক্ষুদ্র সীমায় আমাদের চেষ্টা এখনো ইউনিক আলহামদুলিল্লাহ।
❤️❤️আপনার একটা মন্তব্য রাঙিয়ে দিতে পারে পুরোবলেখনী আর লেখকের অর্জনকে। সময় নিয়ে সঙ্গে থাকার জন্যে অসংখ্য শুকরিয়া আপনাকে জনাব,জনাবা।❤️❤️
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৩৩
Date:- ২৯/০১/২০২২ইং
মোল্লা মোহাম্মদ আব্দুল্লাহ মামুন।
মুন্সীগঞ্জ জেলা,
থানা গজারিয়া।
ব্যাচ 13,
রেজিঃ 51659