রাজবাড়ী জেলা প্রতিবেদন
"নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন ”
রাজবাড়ী জেলার প্রতিবেদন
💢💢💢১.রাজবাড়ী জেলার ভৌগলিক অবস্থান।
💢রাজবাড়ী জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।বর্তমান রাজবাড়ী জেলা বিভিন্ন সময় বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৭৬৫ সালে ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভের পর উত্তর পশ্চিম ফরিদপুর (বর্তমান রাজবাড়ী জেলার কিয়দংশ) অঞ্চল রাজশাহীর জমিদারীর অন্তর্ভুক্ত ছিল। নাটোর রাজার জমিদারী চিহ্ন হিসেবে রাজবাড়ী জেলার বেলগাছিতে রয়েছে স্নানমঞ্চ, দোলমঞ্চ। পরবর্তীতে এ জেলা এক সময় যশোর জেলার অংশ ছিল। ১৮১১ সালে ফরিদপুর জেলা সৃষ্টি হলে রাজবাড়ীকে এর অন্তর্ভুক্ত করা হয়।
এছাড়াও রাজবাড়ী জেলার বর্তমান উপজেলাগুলো অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল। পাংশা থানা এক সময় পাবনা জেলার অংশ ছিল। ১৮৫৯ সালে পাংশা ও বালিয়াকান্দিকে নবগঠিত কুমারখালী মহকুমার অধীনে নেয়া হয়। ১৮৭১ সালে গোয়ালন্দ মহকুমা গঠিত হলে পাংশা ও রাজবাড়ী এ নতুন মহকুমার সঙ্গে যুক্ত হয় এবং রাজবাড়ীতে মহকুমা সদর দফতর স্থাপিত হয়। ১৮০৭ সালে ঢাকা জালালপুরের হেড কোয়ার্টার ফরিদপুরে স্থানান্তর করা হয় এবং পাংশা থানা ফরিদপুরের অন্তর্ভুক্ত হয়। ১৮৫০ সালে লর্ড ডালহৌসির সময় ঢাকা জালালপুর ভেঙ্গে ফরিদপুর জেলা গঠিত হলে গোয়ালন্দ তখন ফরিদপুরের অধীনে চলে যায়। তখন পাংশা, বালিয়াকান্দি পাবনা জেলাধীন ছিল। ১৯৮৩ সালে সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি থানাকে মান উন্নীত থানায় রূপান্তরিত করলে রাজবাড়ীকে মান উন্নীত থানা ঘোষণা করা হয়। ১৯৮৩ সালের ১৮ই জুলাই থেকে সরকার অধ্যাদেশ জারী করে সকল মান উন্নীত থানাকে উপজেলায় রূপান্তরিত করার ফলে রাজবাড়ী উপজেলা হয়। গোয়ালন্দ মহকুমার প্রশাসনিক দপ্তর রাজবাড়ীতে থাকায় অবশেষে ১৯৮৪ সালের ১ মার্চ সকল মহকুমাকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। সে থেকে রাজবাড়ী জেলায় রূপান্তরিত হয়।
রাজবাড়ী যে কোন রাজার বাড়ীর নামানুসারে নামকরণ করা হয়েছে এ বিষয়ে কোন সন্দেহ নেই। রাজার নামে রাজবাড়ী। রাজবাড়ীর সেই রাজা নেই। কিন্তু রাজবাড়ী জেলা রাজার সেই ঐতিহ্য ধারণ করে আছে আজো। পদ্মা, হড়াই, গড়াই, চন্দনা, কুমার আর চত্রা পলিবাহিত এক কালের 'বাংলার প্রবেশদ্বার' বলে পরিচিত গোয়ালন্দ মহকুমা আজকের রাজবাড়ী জেলা । তবে কখন থেকে ও কোন রাজার নামানুসারে রাজবাড়ী নামটি এসেছে তার সুনির্দিষ্ট ঐতিহাসিক কোন তথ্য পাওয়া যায়নি। বাংলার রেল ভ্রমণ পুস্তকের (এল.এন. মিশ্র প্রকাশিত ইস্ট বেঙ্গল রেলওয়ে ক্যালকাটা ১৯৩৫) একশ নয় পৃষ্ঠায় রাজবাড়ী সম্বন্ধে যে তথ্য পাওয়া যায়।
এল.এন. মিশ্র উক্ত পুস্তকে উল্লেখ করেন যে, রাজা সংগ্রাম শাহের রাজদরবার বা রাজকাচারী ও প্রধান নিয়ন্ত্রণকারী অফিস বর্তমান রাজবাড়ী এলাকাকে কাগজে কলমে রাজবাড়ী লিখতেন (লোকমুখে প্রচলিত)। ঐ পুস্তকের শেষের পাতায় রেলওয়ে স্টেশন হিসেবে রাজবাড়ী নামটি লিখিত পাওয়া যায়। মতান্তরে রাজা সূর্য কুমারের নামানুসারে রাজবাড়ীর নামকরণ হয়। বিভিন্ন তথ্য হতে জানা যায় যে, রাজবাড়ী রেল স্টেশন এর নামকরণ রাজা সূর্য কুমারের নামানুসারে করার দাবি তোলা হলে বানিবহের জমিদারগণ প্রবল আপত্তি তোলেন। উল্লেখ্য, বর্তমানে যে স্থানটিতে রাজবাড়ী রেল স্টেশন অবস্থিত উক্ত জমির মালিকানা ছিল বানিবহের জমিদারগণের। তাদের প্রতিবাদের কারণেই স্টেশনের নাম রাজবাড়ীই থেকে যায়। এ সকল বিশ্লেষণ থেকে ধারণা করা হয় যে, রাজবাড়ী নামটি বহু পূর্ব থেকেই প্রচলিত ছিল। এলাকার নাওয়ারা প্রধান, জমিদার, প্রতিপত্তিশালী ব্যক্তিগণ রাজা বলে অভিহিত হতেন। তবে রাজা সূর্য কুমার ও তার পূর্ব পুরুষগণের লক্ষীকোলের বাড়ীটি লোকমুখে রাজার বাড়ি বলে সমধিক পরিচিত ছিল। এভাবেই আজকের রাজবাড়ী।
💢ভৌগোলিক সীমানাঃ-
রাজবাড়ী জেলার উত্তরে পদ্মা নদী, পশ্চিম থেকে পূর্বে পদ্মা ও যমুনার সঙ্গমস্থল দৌলতদিয়ার সামান্য উত্তরে আরিচা ঘাট। পদ্মার অপর পারে পাবনা ও মানিকগঞ্জ। দক্ষিণে পদ্মার শাখা নদী গড়াই নদী, গড়াই-এর ওপারে ঝিনাইদহ ও মাগুরা জেলা। পূর্বে ফরিদপুর ও পশ্চিমে কুষ্টিয়া। রাজবাড়ীকে ঘিরে পদ্মা, চন্দনা, গড়াই নদী ও হড়াই নদী , কুমার নদী ও চিত্রা নদী। ২৩.৪৫° উত্তর অক্ষাংশ এবং ৮৯.০৯° পূর্ব দ্রাঘিমাংশে পূর্ব-পশ্চিমে দীর্ঘ এবং উত্তর-দক্ষিণে প্রশস্ত এ জেলার মোট আয়তন ১,১১৮.৮০ বর্গ কিলোমিটার (৪৩১.৯৭ বর্গমাইল)।
💢প্রশাসনিক এলাকাসমূহঃ-
রাজবাড়ী জেলায় সর্বমোট ৪২টি ইউনিয়ন, ৩ টি পৌরসভা ও ৫টি উপজেলা রয়েছে।
💢💢💢উপজেলাগুলো হচ্ছেঃ
রাজবাড়ী সদর উপজেলা
গোয়ালন্দ উপজেলা
পাংশা উপজেলা
বালিয়াকান্দি উপজেলা
কালুখালী উপজেলা
💢অর্থনীতিঃ-
বৃহৎ শিল্পের মধ্যে গোয়ালন্দ টেক্সটাইল মিল নামে একটি সুতাকল, রাজবাড়ী জুট মিল, সুনিপূন অর্গানিক্স নামে একটি রেক্টিফাইড স্পিরিট প্রস্তুতকারী কারখানা অন্যতম । এ ছাড়া শিল্পনগরী বিসিক এর অধীনে বেশ কিছু ক্ষুদ্র শিল্প কারখানা রয়েছে । মূলতঃ কৃষি নির্ভর হলেও চাকুরী, ব্যবসা, দিনমজুরি করা এ জেলার মানুষের অন্যতম পেশা । কামার, কুমার, তাতী, জেলে ও হরিজন প্রভৃতি পেশার লোকজনও এ জেলায় বসবাস করে । কিছুসংখ্যক অবাঙ্গালী পরিবারও এ জেলায় বসবাস করে ।
রাজবাড়ি জেলার অর্থনীতি কৃষিনির্ভর। জেলাটিতে ধান, পাট, আখ, গম, বাদাম, তিল, যব, ভুট্টা, ইক্ষু, পিঁয়াজ, তামাক এবং ডাল জাতীয় কৃষিজাত পণ্য উৎপাদিত হয় তাছাড়া কলা এবং মাছ চাষ করা হয়।তাছাড়া রাজবাড়ী জেলা চমচমের জন্য বিশেষ ভাবে পরিচিত। জেলাটি শিল্পে সমৃদ্ধ না হলেও অর্থনীতিতে অবদান রয়েছে।
💢উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ হলোঃ-
রাজবাড়ী জেলাকে ১০০ ভাগ শিক্ষার আওতায় আনতে বিভিন্ন প্রতিষ্ঠান নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তন্মধ্যে নিম্নোক্ত প্রতিষ্ঠান গুলো উল্লেখযোগ্য।
সরকারী কলেজ রাজবাড়ী।
সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রাজবাড়ী।
সরকারী মহিলা কলেজ, রাজবাড়ী।
ডক্টর আবুল হোসেন কলেজ।
ডক্টর কাজী মোতাহার হোসেন ডিগ্রি কলেজ হাবাসপুর, পাংশা।
পাংশা সরকারি কলেজ।
কলিমহর জহুরুন্নেছা ডিগ্রি কলেজ কৃষি বিশ্ববিদ্যালয়।
মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ।সোনাপুর
বালিয়াকান্দি ডিগ্রি কলেজ।
মুনসুর আলী ডিগ্রি কলেজ নারুয়া।
লিয়াকত আলী ডিগ্রি কলেজ নারুয়া।
দিয়ানত আলী ডিগ্রি কলেজ মৃগী।
বহরপুর ডিগ্রি কলেজ।
জামালপুর ডিগ্রি কলেজ।
জাহানারা বেগম ডিগ্রি কলেজ,মাজবাড়ী
কালুখালি ডিগ্রি কলেজ।
বয়রাট মাঝাইল কামিল মাদ্রাসা
গোয়ালন্দ ডিগ্রি কলেজ।
হোগলাডাঙ্গী কামিল মাদ্রাসা।
রসুলপুর কওমী মাদরাসা।
ভাজনছালা কওমী মাদ্রাসা।
রাজা সূর্য কুমার ইনিস্টিউট।
💢দর্শনীয় স্থান সমূহঃ-
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের লাল ভবন - ১৮৭৮ সালে বাণিবহের জমিদার গিরিজা শংকর মজুমদার ও তার ভাই অভয় শংকর মজুমদার প্রতিষ্ঠা করেন।যা ইতোমধ্যে প্রত্নতত্ত অধিদপ্তর এই স্থাপনাকে সংরক্ষণের প্রক্রিয়া শুরু করেছে।এছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে যেমন ।
রাজবাড়ি সরকারি কলেজ।
ধুঞ্চি গোদার বাজার (পদ্মানদী)।
পদ্মা নদীর গোদার বাজার,রাজবাড়ী অংশে সূর্যাস্ত।
শাহ পাহলোয়ানের মাজার।
দাদ্শী মাজার শরীফ - রাজবাড়ী শহর থেকে ১ কিঃমিঃ পূর্বে।
জামাই পাগলের মাজার - রাজবাড়ী শহরের ৬ কিঃমিঃ দক্ষিণ-পূর্বে আহলাদিপুর মোড়।
নলিয়া জোড় বাংলা মন্দির - বালিয়াকান্দি থানার নলিয়া গ্রাম।
আবু হেনা পার্ক বাহাদুরপুর, পাংশা, রাজবাড়ী
সমাধিনগর মঠ - বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন।
রথখোলা সানমঞ্চ - বেলগাছি।
নীলকুঠি।
মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র - পদমদী।
দৌলতদিয়া ঘাট।
চাঁদ সওদাগরের ঢিবি।
কল্যাণদিঘি।
গোয়ালন্দ ঘাট।
মুকুন্দিয়া জমিদার বাড়ি।
গড়াই নদী-নারুয়া
বুননআর্ট স্পেস।(মনসুর উল করিম, একুশে পদক প্রাপ্ত চিত্রশিল্পী বাসভবন।
💢💢💢২.রাজবাড়ী জেলায় যেসকল পণ্য বিখ্যাত বা উৎপাদিত হয়।
রাজবাড়ী জেলা চমচম, খেজুরের গুড় এর জন্য বিখ্যাত। রাজবাড়ি জেলার অর্থনীতি কৃষিনির্ভর। জেলাটিতে ধান, পাট, আখ, গম, বাদাম, তিল, যব, ভুট্টা, ইক্ষু, পিঁয়াজ, তামাক এবং ডাল জাতীয় কৃষিজাত পণ্য উৎপাদিত হয় তাছাড়া কলা এবং মাছ চাষ করা হয়।
💢💢💢৩. নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে রাজবাড়ী জেলার পদার্পণ এবং বর্তমান অবস্থা।
শ্রদ্ধেয় ইকবাল বাহার জাহিদ স্যার এর মাধ্যমে প্লাটফর্ম থেকে অর্জিত শিক্ষা ও অনুপ্রেরণা নিয়ে রাজবাড়ী জেলায় এ পর্যন্ত ১৮৮ জন সদস্যের একটি নেটওয়ার্ক তৈরি হয়ে উঠেছে ।
💢💢💢২.রাজবাড়ী জেলায় যেসকল পণ্য বিখ্যাত বা উৎপাদিত হয়।
রাজবাড়ী জেলা চমচম, খেজুরের গুড় এর জন্য বিখ্যাত। রাজবাড়ি জেলার অর্থনীতি কৃষিনির্ভর। জেলাটিতে ধান, পাট, আখ, গম, বাদাম, তিল, যব, ভুট্টা, ইক্ষু, পিঁয়াজ, তামাক এবং ডাল জাতীয় কৃষিজাত পণ্য উৎপাদিত হয় তাছাড়া কলা এবং মাছ চাষ করা হয়।
💢💢💢৩. নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে রাজবাড়ী জেলার পদার্পণ এবং বর্তমান অবস্থা।
শ্রদ্ধেয় ইকবাল বাহার জাহিদ স্যার এর মাধ্যমে প্লাটফর্ম থেকে অর্জিত শিক্ষা ও অনুপ্রেরণা নিয়ে রাজবাড়ী জেলায় এ পর্যন্ত ১৮৮ জন সদস্যের একটি নেটওয়ার্ক তৈরি হয়ে উঠেছে ।
পুরাতন সদস্য (যাত্রা শুরু)
নতুন সদস্য
বর্তমান সদস্য সংখ্যা
৫ জন
১৮৩ জন
১৮৮ জন
💢💢💢৪. রাজবাড়ী জেলার দায়িত্বশীলদের তালিকাঃ-
সদস্যদের নাম।
ব্যাচ
রেজিষ্ট্রেশন নাম্বার
ফাউন্ডেশনের দায়িত্ব।
জিহাদ হোসাইন
৪
১৩৪২
জেলা এম্বাসেডর
আতিয়ার রহমান
৬
৯১৪
জেলা এম্বাসেডর
রাকিবুল হাসান বাবু
৭
৪৫৬৯
উপজেলা এম্বাসেডর-রাজবাড়ী
জহিরুল ইসলাম
৭
৫৬৭১
উপজেলা এম্বাসেডর-গোয়ালন্দ
মোঃখোকন
৭
২২২৪৬
উপজেলা এম্বাসেডর-পাংশা
ফারদিন আব্দুল আলিম
৮
৯১৭৬
উপজেলা এম্বাসেডর-কালুখালি
মোঃতুহিন শেখ
৯
১১৮৭০
উপজেলা এম্বাসেডর-বালিয়াকান্দি
মুমতাহিনা মাহি
৮
১২৫৬৮
ক্যাম্পাস এম্বাসেডর -সরকারি কলেজ রাজবাড়ী
মাহফুজা আক্তার মাহমুদা
৮
৮০৮৩
ক্যাম্পাস এম্বাসেডর-সরকারি কলেজ রাজবাড়ী
মাসুদ রানা
৭
৪৮৪৯
ক্যাম্পাস এম্বাসেডর-পাংশা কলেজ
কাউছার শেখ
৭
৫৮৬৮
কমিউনিটি ভলেন্টিয়ার
সিহাব শেখ
৮
২১৬৪২
কমিউনিটি ভলেন্টিয়ার
সালাউদ্দিন বেপারী
৮
৭৬২৪
কমিউনিটি ভলেন্টিয়ার
তাহমিনা খানম লিজা
১১
২৮৭০৯
কমিউনিটি ভলেন্টিয়ার
জাকারিয়া হাসান
১১
৩১৮২৪
কমিউনিটি ভলেন্টিয়ার
মোঃসোহাগ হোসেন
১২
৪৫৯৩৫
কমিউনিটি ভলেন্টিয়ার
মোঃইকবাল হোসেন
১২
৪১৫২১
কমিউনিটি ভলেন্টিয়ার
💢💢💢৫. উদ্দোক্তা দের তালিকাঃ-
"নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" থেকে শিক্ষা নিয়ে রাজবাড়ী জেলাতে গত ২ বছরে ১৭ জন উদ্দোক্তা তৈরি হয়েছে। যারা সততা এবং নিষ্ঠার সাথে ধিরে ধিরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন।
উদ্দোক্তার নাম
ব্যাচ নং
রেজিষ্ট্রেশন নাম্বার
প্রতিষ্ঠানের নাম/পেজের নাম
পণ্য সামগ্রী/উৎপাদিত পণ্য
জিহাদ হোসাইন
৪
১৩৪২
JAAZ Traders
ঢেকি ছাঁটা লাল চাল-চালের গুড়া/লাল আটা/লাল চিরা//মসলা
মোঃ রিয়াজুল ইসলাম
৬
১২৩১৯
সদাই কুটির
নিত্য প্রয়োজনীয় সকল পণ্য নিয়ে,
আতিয়ার রহমান
৬
৯১৪
আতিয়ার এগ্রো ফার্ম
এগ্রো ফার্ম
জহিরুল ইসলাম
৭
৫৬৭১
ইয়াসমিন ফ্যাশন হাউস
টেইলারিং & গার্মেন্টস আইটেম।
মো: রাসেল রহমান
৭
১১৭
AIRCON TECH LTD
এসি সরবরাহ ঠিকাদার
মুমতাহিনা মাহি
৮
১২৫৬৮
Fungus
মাসরুম/মিক্স আচার
সিহাব শেক
৮
২১৬৪২
গ্রাম্য বাজার
মসলা
সালাউদ্দিন ব্যাপারি
৮
৭৬২৪
ব্যাপারী মাসরুম ঘর
মাসরুম/মরিংঙ্গা
ফারদিন আব্দুল আলিম
৮
৯১৭৬
জনতা ট্রেডার্স
মেডিকেল ড্রাগ
নীরব আহম্মেদ
১০
১৯৯৫৪
Hatimbd.com
H2O fashion
ছেলেদের গার্মেন্টস আইটেম /হাতে তৈরি গহনা/ এক্সেসরিস্
তাহমিনা খানম লিজা
১১
২৮৭০৯
Queen Point
হাতে তৈরি গহনা/তৈরি পোশাক
জাকারিয়া হাসান
১১
৩১৮২৪
ইসওদা
ইসওদা ফুড
অর্গানিক ফুড/তৈরি পোশাক /প্রসাধনী/গ্রোসারি আইটেম/ মায়ের হাতে তৈরি আচার। সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য।
মোঃসোহাগ হোসেন
১২
৪৫৯৩৫
সোহাগ স্টোর
প্লাজু,নকশিঁ কাঁপর,প্লাষ্টিক পলেথিন।
মোঃইকবাল হোসেন
১২
৪১৫২১
Ms Engineering
এয়ার কন্ডিশন সার্ভিসিং
মোঃসাব্বির হোসেন তানভীর
১৩
৫৬৫৩৯
NUR TOUCH
রেডিমেট শীতের প্রডাক্ট, ব্লেজার,ওয়েজ কোট, মুদি কোট, ইত্যাদি নিয়ে।
সোনালি আক্তার
১৬
৭৬৯৬৩
স্বর্ণলতা
মেয়েদের গহনা/ পিঠা
লাকি লামিয়া
১৬
৭৫০৭০
Banin tanin fashion house
হাতের কাজের ড্রেস /পিঠা/আচার
💢💢💢৬. অনলাইন মিট আপ ও অফ লাইন মিট আপঃ-
অফলাইন মিটআপ ৮ টি।
অনলাইন মিটআপ ২৪ টি।
💢💢💢৭. রাজবাড়ী জেলার মানবিক ও সামাজিক কাজের বিবরণ।
রাজবাড়ী জেলা "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" টিম বিভিন্ন সময়ে নানাবিধ সামাজিক এবং মানবিক কাজে যুক্ত হয়ে মানুষের পাশে দাড়িয়েছে।
রক্ত প্রাপ্তিতে সকলকে সহায়তা করা।
গরিব ও অসহায় মানুষের পাশে দাড়ানো এবং তাদের অর্থ সহায়তা করা।
করোনা কালীন সময়ে দুস্ত ও অসহায় দের পাশে দাড়ানো এবং খাবার বিতরণ।
করোনা কালীন সময়ে সাধারণ মানুষের মধ্যে মাক্স বিতরণ।
এতিম শিশুদের নিয়ে ইফতার পাটির আয়োজন।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ লাগানো।
১০০০ তম দিন উৎযাপন।
বিভিন্ন সময়ে চিকিৎসা বাবদ অনুদান সংগ্রহ ও হস্তান্তর।
ঈদে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ঈদের বাজার বিতরণ।
💢💢💢৮. ট্রেনিং এবং বিশেষ কাজ-
নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন এর রাজাবাড়ী জেলা টিমের উদ্যোগতা দের আরও দক্ষ করার লক্ষে বিসিক থেকে ৭ দিনের ট্রেইনিং গ্রহন। এছাড়াও রাজবাড়ী জেলা টিম স্থানীয় পরর্যায়ে জরুরী পরিস্থিতিতে ব্লাড সংগ্রহ ও বিতরনে লক্ষে বেশ কিছু নিয়মিত ব্লাড ডোনার তৈরিতে করতে সক্ষম হয়েছে এবং নতুনদের ব্লাড ডনেসনে উদ্ভুদ্ধ করে যাচ্ছে।
💢💢💢৯. উদ্যোক্তা ক্লাব।
রাজবাড়ী জেলাতে এখন পরযন্ত কোন উদ্দোক্তা ক্লাব গঠন করা হয়নি,তবে রাজবাড়ী জেলা টিম এই বিষয়ে সর্বচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। যত দ্রুত সম্ভব রাজাবাড়ী জেলার বিভিন্ন কলেজ/মাদ্রাসায় উদ্দোক্তা ক্লাব গঠন করা হবে ইনশাআল্লাহ।
💢💢💢১০. লাইব্রেরী হয়েছে কিনা-
রাজবাড়ী জেলাতে এখন পরযন্ত কোন লাইব্রেরী গঠন করা হয়নি,তবে রাজবাড়ী জেলা টিমের বিভিন্ন সদস্য ব্যাক্তিক ও প্রাতিষ্ঠানিক ভাবে বই ডনেট করার প্রতিশ্রুতি দিয়েছেন।ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব বই গুলো একত্রিত করে একটি স্থায়ী লাইব্রেরী প্রতিষ্ঠায় রাজাবাড়ী জেলার টিম কাজ করে যাছে।
শেষ কথাঃ- রাজবাড়ী জেলা বাংলাদেশের দ্রুত উন্নয়নশীল এবং ছোট জেলা গুলোর মধ্যে একটি। আয়তনের দিক দিয়ে রাজবাড়ী জেলা যেমন ক্ষুদ্র তেমনি শিক্ষার হারেউ অনেকটা পিছিয়ে। জেলার ৭৫% মানুষ কৃষি কাজের সাথে জড়িত।বর্তমান সময়ে অনেকেই বিনিয়োগের একটি উত্তম জায়গা হিসেবে রাজবাড়ি জেলাকে বেছে নিয়েছেন।ফলে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মিল,ইন্ডাস্ট্রি গঠন হয়েছে এবং হচ্ছে। ফলস্বরূপ একদিকে যেমন রাজবাড়ী জেলার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জীবনের মান হয়েছে উন্নত। তেমনি বেড়েছে উদ্দোক্তা হবার অপার সম্ভাবনা এবং সৃষ্টি হয়েছে অসংখ্য এগিয়ে যাবার মাধ্যম। আমরা রাজবাড়ী জেলা "নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন" টিম রাজবাড়ী জেলাকে দ্রুত দেশ ও বিদেশের মাটিতে সুনামের সাথে তুলে ধরার জন্য নিজের বলার মত একটি ফাউন্ডেশন থেকে ৯০ দিনের শিক্ষা নিয়ে সততার সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
ধন্যবাদান্তে
জিহাদ হোসাইন
ডিস্ট্রিক্ট এম্বাসেডর, রাজবাড়ী
ব্যাচ-৪,রেজিষ্ট্রেশন- ১৩৪২