ফরিদপুর জেলার প্রতিবেদন ,, সোনালী আঁশে ভরপুর ভালোবাসার ফরিদপুর
ফরিদপুর জেলার প্রতিবেদন-২০২২ইং
বিসমিল্লাহির রাহমানির রাহিম
"নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন "
সোনালী আঁশে ভরপুর ভালবাসার ফরিদপুর
---------------------------------------------
প্রতিবেদন -২০২২
শুরু করছি আল্লাহর নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং এই ক্রান্তি লগ্নে আমাদের সবাইকে ভালো রেখেছেন, এর পরেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রাণ প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার এর প্রতি যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এতো সুন্দর একটি প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন যে প্ল্যাটফর্ম এর মাধ্যমে দেশ ও দেশের বাহিরের লাখো তরুণ তরুণী খুঁজে পেয়েছে তার স্বপ্নকে বাস্তবায়ন করার পথ।
স্যার কে নিয়ে কিছু কথা
নতুন প্রজন্মের সেরা কিংবদন্তি, লক্ষ তরুনের প্রানের স্পন্দন, নয়নের মনি জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের অবদান বলে শেষ করার মতো না। তিনি দেখিয়েছেন আমাদের স্বপ্ন, শুধু স্বপ্ন দেখাননি, বাস্তবায়নও হচ্ছে প্রতিটি বাংলার ঘরে ঘরে। প্রিয় স্যারের আদর্শ হৃদয়ে ধারন করে এগিয়ে যাচ্ছে রাষ্ট্র, সমাজ,পরিবার। ফরিদপুর জেলার সকল সদস্যগণ সেই কল্যানে ঘুরে দাড়াচ্ছে এবং তৈরি করছে নিজের বলার মতো একটা গল্প।
৩ টি উদেশ্য নিয়ে কাজ করে অনলাইন প্লাটফর্ম ‘‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন – চাকরি করবো না চাকরি দিবো এই স্লোগান কে সামনে রেখে।
১। উদ্যোক্তা বিষয়ক অনলাইনে টানা ৯০ দিন করে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান অন্তত একজন তরুণকে উদ্যোক্তা হতে প্রোয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং ৬৪ জেলায় ও ৫০ টি দেশে উদ্যোক্তা মিটআপ ও সম্মেলন।
২। মূল্যবোধ, লিডারসীপ, ১০ টি বিষয়ে স্কিলস ও একজন ভালো মানুষ হওয়ার চর্চাকেন্দ্র।
৩। ভলান্টিয়ারিং এবং সোশ্যাল ওয়ার্ক ও মানবিক কার্যক্রম।
প্ল্যাটফর্মের অর্জন
বাংলাদেশের ৬৪ জেলায় ৫৪৪,০০০ এর অধিক তরুন তরুনীর বিশাল নেটওয়ার্ক তৈরি হয়েছে যার মধ্যে ৭০০০০ জন নারী।
বিশ্বের ৫০ টি দেশের প্রবাসী বাংলাদেশীরা যুক্ত আছেন আমাদের এই প্লাটফর্মে।
প্রায় ৮০,০০০ উদ্যোক্তা তৈরি হয়েছে ১৭০,০০০ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে।
করোনায় ৪০ জেলার প্রায় ৮০০০ পরিবারকে খাদ্য সামগ্রি দেওয়া হয়েছে।
সারা বাংলাদেশের ৬৪ জেলা ও ৫০ টি দেশে ২০০০ ভলেন্টিয়ার কাজ করছে।
ভালোবাসার এই প্লাটফর্ম এর অর্জন বলে শেষ করা যাবে না সময় স্বল্পতার কারনে কিছু অর্জন তুলে ধরলাম।
ভুমিকায় ফরিদপুর জেলা:
সুপ্রাচীনকাল থেকেই ফরিদপুরের রয়েছে অনেক কীর্তিময় গৌরব-গাঁথা। ফরিদপুর জেলার প্রতিষ্ঠা
১৭৮৬ সালে।উত্তরে রাজবাড়ী এবং মানিকগঞ্জ জেলা, পশ্চিমে নড়াইল ও মাগুরা, দক্ষিণে গোপালগঞ্জ জেলা পূর্বে ঢাকা ও মুন্সীগঞ্জএবং মাদারীপুর জেলা। ফরিদপুর জেলায় মোট পৌরসভা ৪টি, ওয়ার্ড ৩৬টি, মহল্লা৯২টি, ইউনিয়ন ৭৯টি, গ্রাম ১,৮৫৯টি। মোট উপজেলা ৯টি। সেগুলো হচ্ছেঃ১. ফরিদপুরসদর, ২.মধুখালী, ৩.বোয়ালমারী,৪.আলফাডাঙ্গা, ৫.সালথা, ৬.নগরকান্দা, ৭.ভাঙ্গা, ৮.সদরপুর, ৯.চরভদ্রাসন। ব্রিটিশ শাসন আমলে সৃষ্ট একটি অন্যতম প্রাচীন জেলার নাম ফরিদপুর। অনেক আউলিয়া-দরবেশ, রাজনীতিক, পূণ্যাত্মার আবাসভূমি হিসেবে এ অঞ্চল অত্যন্ত সুপরিচিত।গোয়ালন্দ, ফরিদপুর সদর, মাদারীপুর ও গোপালগঞ্জ এই চারটি মহকুমা সমন্বয়ে ফরিদপুর জেলা পূর্ণাঙ্গতাপায়। বৃহত্তর ফরিদপুর জেলা পাঁচটি জেলায় রূপামত্মরিত হয়েছে। জেলাগুলোহচ্ছেঃ ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর। এ জেলায় হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে ফরায়েজী আন্দোলন ব্যাপক প্রসার লাভ করে। এক সময়গড়াই, মধুমতি, বারাসিয়া, চন্দনা, কুমার প্রভৃতি নদীর তীরবর্তী জমিতে নীলচাষ করা হতো। আলফাডাঙ্গা ও মীরগঞ্জে প্রধান কুঠি স্থাপন করা হয়েছিল। এজেলার ৫২টি নীল কুঠি এর অর্মত্মভূক্ত ছিল। প্রধান ম্যানেজার ছিলেন ডানলফ।অন্যান্য জেলার ন্যায় এ জেলায়ও নীল বিদ্রোহ হয়েছে। এতে নেতৃত্ব দেন দুদুমিয়া। এক সময় এ জেলা বিল প্রধান জলা ভূমি এলাকা ছিল এবং পদ্মার প্লাবনে পলিমাটিতে উর্বর হতো। জেলা শহর বর্তমানে কুমার নদীর তীরে অবস্থিত।ফরিদপুর বাংলাদেশের একটা সোনালী আঁশের জেলা তবে এ জেলায় বর্তমানে দিন দিন উদ্যেগতার হার বেড়েই চলেছে।ফরিদপুর কয়েকটি জেলার মধ্যে একটি বৃহত্তম জেলা। ফরিদপুরের আয়ের প্রধান উৎস হচ্ছে সোনালী আঁশ পাট এবং পিয়াজ। ফরিদপুরের মোট জনসংখ্যা ১৯,১২,৯৬৯ জন( ২০১১ ইং)আদম শুমারী অনুযায়ী। তবে ফরিদপুর বিভিন্ন বিভিন্ন জেলা থেকে এসে অনেকেই পাট, পিঁয়াজ, নারিকেল, খেজুরের গুড় নিয়ে তার বেশ ভালো ব্যাবসা করে যাচ্ছেন। তাই আমাদের জেলাকে সোনালী আঁশের জেলা হিসেবে সবার নিকট পরিচিত।
সোনালী আঁশে ভরপুর ভালবাসার ফরিদপুর।
ফরিদপুর জেলা টীমের কার্যক্রমঃ
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর সদস্য ফরিদপুর মুলত শুরু হয়, ২য় ব্যাচ থেকে Saiful Islam Maruf ভাইয়ের মাধ্যমে, তিনি সর্ব প্রথম ফরিদপুর জেলার নিজের বলার মতো গল্প নিয়ে এসেছেন। প্রিয় ভাইয়ের প্রতি অবদান ফরিদপুর বাসির নিকট অপরিহার্য।
আমাদের সর্ব প্রথম আমাদের সবার প্রান প্রিয়,Saiful Islam Maruf ভাই। তিনি অন্যান্য ব্যাবসায় যুক্ত থাকার কারণে এবং সদস্য কম থাকায় কখনো পিছিয়ে যেতে দেননি প্রিয় ভাইয়ের চেষ্টা চালিয়ে গেছেন। তারপর আমাদের প্রিয় মেন্টর জনাব, ইকবাল বাহার জাহিদ স্যারের ঘোষণা অনুযায়ী Amir Foysal Musafir ভাইয়ের মাধ্যমে শুরু হয় নতুন উদ্যেগ মাসিক একটি করে অফলাইন মিটআপ, এখান থেকে ধীরে ধীরে বাড়তে থাকে সদস্য সংখ্যা মুলত ৪র্থ/৫ম ব্যাচ থেকেই ফরিদপুরের কার্যক্রম অনেক বেশি শুরু হয়। এরপর আমাদের প্রিয় মেন্টর জনাব, ইকবাল বাহার জাহিদ স্যারের ঘোষণা অনুযায়ী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন Asad Rahman Vai, যার কথা না বললেই নয়। ফরিদপুরের প্রান নামে সবার মাঝে ছড়িয়ে পড়ে। ফরিদপুর জেলা টীমের তার প্রথম কার্যক্রম শুরু হয়।প্রত্যেকটি উপজেলায় গিয়ে অফলাইন মিটআপ করা। আর সেখান থেকে শুরু হয় ঘুমন্ত ফরিদপুর জেলাকে জাগ্রত করে তোলা। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের চারগুণ সদস্য সংখ্যা বৃদ্ধি পায়। এভাবে সকল ডিষ্টিক এ্যাম্বাসেডর, ক্যাম্পাস এ্যাম্বাসের, কমিউনিটি ভলেন্টিয়ার,সকল আজীবন সদস্যর মুল্যহীন চেষ্টায়, নিঃস্বার্থ ভালবাসায় আজকের ফরিদপুর।
করোনা মহামারী শুরু হওয়া মাত্রই সময়টা কাজে লাগাতে শুরু হয় সবাইকে সময় দিতে। আমাদের ডিস্টিক এ্যাম্বাসেডর, Maruf Islam ও Amir Foysal Musafir ভাই,সিদ্ধান্ত অনুযায়ী,Mmc Rajib Islam ভাই ও মেহেদী হাসান ভাইয়ের দিকনির্দেশনায় এগিয়ে নেয়ার প্রত্যয়ে অবিরাম কার্যক্রম শুরু হয় সাপ্তাহিক অনলাইন মিটআপ যা এ পর্যন্ত ১00+).
করোনা নামক ভাইরাস এর থাবায় যখন মানুষ গৃহ বন্ধি তখন আমাদের ফরিদপুর এর কার্যক্রম আমরা অনলাইনে করতে শুরু করি, আলহামদুলিল্লাহ মাত্র কয়েক দিনের মাথায় আমাদের ফরিদপুর এ যোগ হতে থাকে সব সুপার হিরো সুপার এক্টিভ সদস্য ভাই ও বোনেরা যারা খুব অল্প সময়ের মধ্যে নিজেকে কমিউনিটি ভলেন্টিয়ার করতে সক্ষম হয়। দিন যাচ্ছে আর আমাদের কমিউনিটি ভলেন্টিয়ার বাড়তে থাকে এবং ফরিদপুরটীম এ ফিরে আসে অন্যতম একটি প্রান। সেশন চর্চাঃ ২৪ শে সেপ্টেম্বর রোজ শুক্রবার ফরিদপুর জেলা টীমের সাপ্তাহিক মিটআপে Mmc Rajib Islam ,Naimul Hasan Sohel vai, Abul Khairvai, Lubaba Tul Jannat, ridita Rimi,meharab, মেহেদী হাসান, এর উদ্যোগে, দায়িত্বশীলদের ঘোষণা অনুযায়ী শুরু হয় সেশন চর্চা ক্লাস প্রতিদিন।
যাহা এ পর্যন্ত (১৭৫টি চলমান).
ফরিদপুর জেলার বর্তমান সদস্য সংখ্যা ৩২০ +
ফরিদপুর জেলা টীমের অর্জন- ২০২২ইং
বর্তমান আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের ঘোষিত ফরিদপুর টীম এ রয়েছেন, ১ জন মডারেটর সহ ০৭ জন ডিস্টিক এ্যাম্বাসেডর। ক্যাম্পাস এ্যাম্বাসের ২ জন। উপজেলা এ্যাম্বাসেডর-৮ জন, আমাদের রয়েছে সুপার এক্টিভ ২৫ জন কমিউনিটি ভলেন্টিয়ার
দায়িত্বশীলদের পরিচয়
মডারেটরঃ০১ জন
1:Mmc Rajib Islam
জেলা অ্যাম্বাসেডর - ৭ জন
1:Saiful Islam Maruf,
2:Amir Foysal Musafir,
3:Sumon Ahmed,
4:Mahabubur Rahman,
5:MD Asad Rahman,
6:Lubaba tul Jannat,
7:Md Mujahid Mina
ক্যাম্পাস অ্যাম্বাসেডরঃ ২ জন
1:Mustafizur Monir Miah,
2:Md Samcur Rahman
উপজেলা অ্যাম্বাসেডরঃ ০৮ জন
1:Rita Aktery,
2:Shakib ibn zaman,
3:Ridita Rimi,
4:Abdullah Noman,
5:Msi Sagor
6:Sagor Barmon,
7:Monira Moyna,
8:Mehrab Hosen Emon
জোন অ্যাম্বাসেডর -2
1:Md Abul Khair ,
2:ফারজানা খানম জিতু
কান্ট্রি অ্যাম্বাসেডরঃ -১জন দুবাই
1:Naimul Hasan Sohe
#আমাদের রয়েছে সুপার এক্টিভ কমিউনিটি_ভলেন্টিয়ার
স্ট্যাটাস অফ দা ডে, টপ-১০,টপ-২০, প্রতিযোগিতার মাধ্যমে এপর্যন্ত কমিউনিটি ভলেন্টিয়ার হয়েছে ১৫ +
১.Mmc Rajib Islam
২. ফারজানা খানম জিতু আপু,
৩.সাথী আক্তার হীরা আপু,
৪.Ainuzzaman Akash ভাই,
৫.Rabeya Rimi আপু,
৬.MH Maruf Hossain ভাই,
৭.Mostafezur Rahman ভাই,
৮.Imran Faridpur ভাইয়া,
৯.Maya Islam আপু,
১০.মিতালী আক্তার মিতু আপু,
১১.Naimul Hasan Sohel ভাই,
১২.মেহেদী হাসান ,
১৩. জান্নাতুল ফেরদৌস নিতু।
১৪.নার্গিস নাহার
১৫. সুজানা হক।
সামাজিক ও মানবিক কাজ ফরিদপুর জেলা
১.রক্তদান কর্মসূচি পালন
২.এতিমদের মাঝে খানা বিতরণ
৩.শীত বস্ত্র বিতরন
৪.বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরন
৫.রমজানে ইফতার দেওয়া
৬.বৃক্ষ রোপন কর্মসূচি
৭.একটি লাইব্রেরী উদযাপন
উদ্যোক্তা ক্লাব গঠন
উদ্যোক্তা ক্লাব গঠনের কাজ প্রক্রিয়াধীন আছে
প্রত্যেকটি সামাজিক কাজে ফরিদপুর জেলা টীম সবার আগে
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের উদ্যোগতা হিসেবে ভাগ্যর চমকঃ
ফরিদপুর জেলা সেরা উদ্যোগতা মোট উদ্যেগতাঃ৫০জন
"বিশেষ কাজ"
ফরিদপুর জেলার ছাত্র/ ছাত্রদের জন্য আইসিটি, ফ্রিল্যান্সিং বিষয়ে ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, যা অতিশিগ্রই শুরু হবে।
প্রতিবেদনটি সার্বিক তথ্য উপাত্ত সমন্বয়ে অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছেন।
মেহেদী হাসান
জেলা:ফরিদপুর
ব্যাচ- ৯ রেজিষ্ট্রেশন - ১০২৮১
ধন্যবাদান্তে
------------------
মোঃ রাজিব ইসলাম
একজন স্বেচ্ছাসেবক
মডারেটর
ব্যাচ- ৯ রেজিষ্ট্রেশন - ৯৭৪৪
জেলা- ফরিদপুর