এক দেশে একজন প্রতাপশালী রাজা বাস করতেন
🍁আসসালামু আলাইকুম🍁
গল্পে গল্পে সেল পোস্ট 🌹
এক দেশে একজন প্রতাপশালী রাজা বাস করতেন। কিন্তু তার চোখে একটি অদ্ভুত সমস্যা দেখা দিয়েছিলো।
তিনি দিনদিন চোখে কম দেখতে শুরু করেন। তাই তিনি পেরেশান হয়ে রাজ্যের নামীদামী ডাক্তার হাকিমকে ডেকে আনলেন।
বিভিন্ন হাকিম বিভিন্নভাবে ঔষধপত্র ও পরামর্শ দিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। রাজার চোখ ভালো হচ্ছিলো না।
অবশেষে রাজাকে একজন দরবেশ বাবার সন্ধান দেওয়া হলো। দরবেশ বাবার সন্ধান পেয়ে রাজা পাগলের মতো তার কাছে গিয়ে হাজির হলেন।
শিক্ষনীয় ছোট গল্প – রাজা ও দরবেশ
দরবেশ – মহারাজ আপনি যে সমস্যায় ভোগছেন তার সমাধন তো খুবই সহজ।
রাজা – যদি সহজই হয় তবে দ্রুত আমাকে সুস্থ করে তুলুন। আমি আর সহ্য করতে পারছি না।
দরবেশ – ঠিক আছে মহারাজ, আপনি এখন থেকে কেবল লাল রঙের জিনিস দেখবেন। লাল ছাড়া অন্য কোনো রঙের জিনিস দেখবেন না।
দরবেশের কথা শুনে রাজা তার রাজ দরবারে ফিরে এসে হুকুম জারি করলেন যেন সম্পূর্ণ রাজপ্রসাদ লাল রঙে রঙিন করে দেওয়া হয়।
রাজার আদেশ মতো সম্পূর্ণ প্রাসাদকে লাল রঙে রাঙিয়ে দেওয়া হয়। রাজা এখন সব সময় কেবল লাল রঙই দেখছেন।
লাল রঙ দেখে দেখে রাজার চোখ ভালো হতে লাগলো। রাজ আগের চেয়ে এখন ভালো দেখতে পারেন।
তাই একদিন সেই দরবেশকে রাজদরবারে আমন্ত্রণ করলেন। যাতে তাকে কিছুটা হাদিয়া তোহয়া দিতে পারেন।
কিন্তু প্রসাদে আসার পর দরবেশ এক অদ্ভুত কাণ্ডের সাক্ষী হলেন। রাজার প্রহরীরা দরবেশ সাহেবের সাদা পোশাকের উপর লাল রঙ ঢেলে দিলেন।
লাল রঙ গায়ে নিয়ে দরবেশ রাজার কাছে হাজির হলেন। রাজা দরবেশকে জিজ্ঞেস করলেন – কি অবস্থা? কেমন আছেন?
দরবেশ – এই তো দেখতেই পাচ্ছেন। আপনার প্রহরীরা আমাকে রাঙিয়ে দিয়েছে।
রাজা – আপনার পরামর্শ বেশ কাজ দিচ্ছে। যদি আপনার গায়ে সাদা রঙের পোশাক দেখি তবে আবার আগের রোগ শুরু হয়ে যাবে এই ভয়ে আপনার উপর লাল রঙ ঢেলে দিতে বলেছি।
দরবেশ – মহারাজ, আপনি এতো কষ্ট করে আপনার চারপাশ যদি লাল না করে একটি লাল রঙের চশমা পড়ে নিতেন তাহলে তো সব কিছুই লাল দেখতে পেতেন। এতো কষ্ট করতে হতো না।
রাজা – হ্যা – ঠিক তো। একটি লাল চশমা পড়লেই তো হতো। এতো কিছুর দরকার ছিলো না।
আসলেই কি জানেন আমরা কোনো সমস্যায় আক্রান্ত হলে নিজের চারপাশ ঠিক করে নিতে ব্যস্ত হয়ে ওঠি। আমরা আমাদের চারপাশে পরিবর্ত করে সমস্যার সমাধান করতে চাই।
কিন্তু আমরা এটা চিন্তা করি না যে, ঐ সমস্যার সমাধান আমার নিজের মধ্যেই রয়েছে।
আমাদের মধ্যে একটু পরিবর্তন আনলেই বেশিভাগ সমস্যার সমাধান সম্ভব।
কাজ করছি হোমমেড ফুড, হোমমেড ডিজাইনার চকলেট, বার্থডে কেক,চাইনিজ,ডোনাট,চিকেন হালিম, বিফ হালিম, হালিম মিক্স ফার্স্ট ফুড ও ফ্রোজেন ফুড নিয়ে
পেইজঃCreativity Delicious Corner
https://www.facebook.com/creativitydeliciouscorner
স্ট্যাটাস অফ দ্যা ডে -৭৬৩
তারিখ-১৫/০৩/১৭
হুমায়রা জেবিন মাসুমা
ব্যাচ ১২
রেজিস্ট্রেশন- ৪৫০৮৩
Promotion Team NBMEGF এর গর্বিত সদস্য
ব্লাড গ্রুপ - A+
নিজ জেলা- মুন্সিগঞ্জ
জোন- ধানমন্ডি
বর্তমান- ধানমণ্ডি, ঢাকা।