আমার উদ্যোক্তা জীবনের কিছু কথা🔸
🔸গল্পে গল্পে সেল পোস্ট🔸
আসসালামু আলাইকুম
কেমন আছেন সকলে?আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন।
আলহামদুলিল্লাহ...আমি ও ভালো আছি আল্লাহর রহমতে।
🔸আমার উদ্যোক্তা জীবনের কিছু কথা🔸
"নারী উদ্যােক্তা" শব্দটি শুনতে আমার অনেক ভালো লাগে এবং আমি গর্ব করে এখন বলি আমি একজন নারী উদ্যোক্তা।
উদ্যােক্তা জীবন সহজ মনে হলেও সহজ নয়।অনেকেই জীবনে খুব কষ্ট করে একজন সফল উদ্যোক্তা হয়েছেন।
দিন রাত পরিশ্রম করছি আমি একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য। কাজকে ভালোবেসে পরিশ্রম করে যাচ্ছি।পাশাপাশি চাকুরী করছি।রাতে কাজ শুরু করলে কয়টা বাজে তা অনেক সময় বুঝি না।সারাদিন এর কাজের ফাঁকে ফাঁকে কাজ চলতেই থাকে।
🔸সারাদিন অফিস,সংসার সব দিক সামলিয়ে উদ্যোক্তা জীবনের কাজ গুলো গুছিয়ে নিয়েছি,সব কাজের সাথে।
🔸ছোটবেলা থেকে মাকে দেখেই উদ্যোক্তা হবার শখ জাগে।মায়ের সাথে তার সকল কাজে সহযোগিতা করেই আজ বিন্দু বিন্দু করে শেখা।
🔸ছোট বেলায় নিজের জামাতে নিজেই যখন ফুল একেঁ হাতের কাজ করতাম মা উৎসাহ দিত অনেক।সুতার কালার মেচিং করিয়ে দিত।আমি একটু একটু সেলাই করতাম আর মাকে দেখাতাম।আজ আমি সাহস করে গর্ব করে বলতে পারি মা!!আমি তোমার সহযোগিতায় একজন সফল নারী উদ্যোক্তা হব..... ইনশাআল্লাহ...
🔸আমি যখন আমার পণ্য ডেলিভারি দেই তখন আমি ভাবি আমার পণ্য নয়।আমি আমার বিশ্বাস দিচ্ছি আমার ভালোবাসার প্রিয় মানুষদের কাছে।
আমি আমার ভিতরে আমার প্রিয় Iqbal Bahar Zahid স্যারের শিক্ষাকে বুকে ধারণ করি সবসময়।একজন ভালো মানুষ হয়ে বাঁচতে চাই।ভালোবাসি আমার প্রিয় প্লাটফর্মকে।
🔸আমার নিজ জেলা বগুড়ার ভাই বোনেরা আমাকে এত ভালোবাসা দিয়েছে যে বলে শেষ করা যাবে না। আমার নিজ জেলার ভাই বোনেরা আমাকে দিয়েছেন সম্মান দিয়েছেন ভালেবাসা দিয়েছে বুক ভরা সাহস আরও দিয়েছে অনুপ্রেরণা।তারা আজ পাশে আছে বলে আমি বুক ভরা সাহস পাই।
🔸আমি র্বতমানে মিরপুর জেলার ভাই বোনদের ভালোবাসায় তাদের পাশে আছি। তাদের অনুপ্রেরণা ও উৎসাহ আমাকে সাহসী করে তুলেছে।তাদের ভালোবাসা উৎসাহ ও অনুপ্রেরণা আমাকে সহসী সফল নারী উদ্যোক্তা তৈরি করবে একদিন,ইনশাআল্লাহ......
🔸এই প্রিয় ফাউন্ডেশন থেকে অনেক নারী সফল উদ্যোক্তা হয়েছেন। তাদের গল্প সারা পৃথিবীর মানুষ শুনেছে।তাই আমি ও নারী হিসেবে নিজেকে স্বাবলম্বী করে তুলতে এবং বিশ্বের কাছে নিজেকে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচয় করাতে চাই।আমি জানি নারীদের স্বাবলম্বী হওয়ার কাজটা অতটাও সহজ নয়। তবুও বিশ্বের দরবারে নারীরা আজ সকল প্রতিকূলতা কাটিয়ে নিজেদের নতুন আঙ্গিকে তুলে ধরেছে।
🔸প্রতিটা নারীর মধ্যেই পরিবার পরিচালনার থেকে শুরু করে সকল কাজে এগিয়ে যাওয়ার এবং সফল হওয়ার ক্ষমতা রাখে,কিন্তু উদ্যোক্তা হওয়ার স্বপ্ন টা শুধু দেখলেই হবে না সেটাকে বাস্তবায়ন করাটাও অনেক বড় বিষয়!!
আমি কখনো ভাবিনি এগিয়ে যাওয়ার সাহস এতোটা পাবো।যে দিন থেকে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সদস্য হলাম সেই দিনই মনে হল এক পা বাড়িয়ে দিয়েছি স্বপ্নের দিকে।আমার স্বপ্নের পৃথিবীতে যাওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছে আমার প্রিয় ফাউন্ডেশন।
এখন আমি এক পা নয় দুই পা বাড়িয়ে দিয়েছি।প্রতিদিন একটু একটু করে স্বপ্ননের পৃথিবীতে যাওয়ার চেষ্টা করছি। আজ হোক বা কাল হোক আমি আমার স্বপ্ননের পৃথিবীতে যাবো ইনশাআল্লাহ.....
🔸আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন টা নিজের জন্য, পরিবারের জন্য, দেশের মানুষের জন্য, দেশের নারীদের জন্য ,সবার স্বপ্ন আছে ইচ্ছে আছে। আমারও তো "নিজের স্বপ্ন গুলোকে পূরণ করার অধিকার আমারও আছে।"।
আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। আমি চাই আমার পরিচয় টা হোক একজন সফল উদ্যোক্তা।
🔸সবার জীবন না পাওয়ার কষ্ট আছে। হয় তো কম বা বেশি। আমারও আছে না পাওয়া কষ্ট। আমার কষ্ট গুলোকে সুখে পরিনত করতে চাই। আমার উদ্যোক্তা জীবনের সফলতার মধ্যে দিয়ে।
🔸আমি আমার মতো করে পরিশ্রম করে যাচ্ছি। সফল উদ্যোক্তা হওয়ার জন্য। আল্লাহ যদি পাশে থাকেন তবে একদিন সফল নারী উদ্যোক্তা হবো ইনশাআল্লাহ....
সবার দোয়া ও ভালবাসা চাই।
আমার লেখার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই।
জানি লেখাটা গুছিয়ে লিখতে পারি নি,তবুও সবাই কষ্ট করে পড়েছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
স্ট্যাটাস অফ দ্যা ডে - ৭৬৩
তারিখ- ২২/০৩/২০২২
ধন্যবাদন্তে,
❤️নামঃ-তারমা শিরীন শম্পা
💚পেইজঃ অঙ্গশোভা
🧡ব্যাচঃ- ১৫
💛রেজিষ্ট্রেশনঃ- ৭০৮৫৯
❤️জেলাঃ-বগুড়া
💚বর্তমান অবস্হানঃ মিরপুর
💛ব্লাডগ্রুপঃ- B+