প্রবাসে কাজের মাঝে যেনো স্বপ্ন দেখী নিজে কিছু করার কিন্ত ভয় পাই,
#আমি_প্রবাসীনির_জীবনের_গল্প
#পড়ার_অনুরুদ্ধ_রইলো।
#বিসমিল্লাহির_রাহমানির_রাহিম।
#আসসালামু_আলাইকুম
#রাহমাতুল্লাহি_ওয়া_বারাকাত.....🤲
#আমি সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি।
মহান রব্বুল আলামীনের প্রতি।
যিনি এই বিশ্ব জগতের মালিক
যিনি মহান করুণাময় ও দয়াময় রিজিকদাতা
যিনি আমাকে আমার পরিবারের সকলকে
এই মহামারী তাণ্ডবের ভিতরে ভালো রেখেছেন
সুস্থ রেখেছেন #আলহামদুলিল্লাহি।
#দরুদ ও সালাম পেরন করছি।
মানবতার দূত নূরের আলো আলোকিত করেছে দিশেহারা মানুষের পথ প্রদর্শক
"হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম"
এর প্রতি.......🤲
#আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আমার জন্মদাতা পিতা মাতার প্রতি
যারা আদর যত্ন ভালোবাসা দিয়ে
অক্লান্ত কষ্ট করে আমাকে লালন পালন করেছে..
আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি....💕
#আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আমাদের প্রিয় শিক্ষক মেন্টর লাখো তরুণ তরুণীর
স্বপ্ন জাগ্রত দিশেহারা মানুষের পথ প্রদর্শক
হতাশাগ্রস্ত মানুষের আশার আলো
#জনাব #ইকবাল_বাহার_জাহিদ_স্যারের_প্রতি...💕
যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন
আমাদের হাতে তুলে দিয়েছেন.........💖
____________________🌹
#আমার_শৈশবকাল
গ্রমের বাড়িতে থাকতাম বাবা-মা বড় বোন
আর আমি ও ছোট দুই ভাই
আর বড় তিন ভাই এবং ভাবি থাকতো ঢাকায়
গ্রামে হাসিখুশি ভাবে মা বাবা ভাই বোনদের
সাথে গ্রামের প্রকৃতিক পরিবেশ পড়াশোনা
আর খেলাধুলা করে আমার বেড়ে উঠা
সবকিছু ভালোই চলছিলো কিন্তু হঠাৎ
আমাদের পরিবারে এলো শোকের ছায়া...😢
আমার কলিজার বাবা আমাদের ছেড়ে
পৃথীবি থেকে চলে গেলো না ফেরার দেশে...😭
আমরা হয়ে গেলাম এতিম...😢
সবাই আমার বাবার জন্য দোয়া করবেন...🤲
#সাল_২০০৫_ইং_সনে বাবা কে হারিয়ে আমরা
দিশেহারা কি করবো, কিছুই বুঝতে পারছি না
তাই আম্মা ও বড় ভাই বোন সবাইকে নিয়ে
পাড়ি জমাই ঢাকায়...!
হঠাৎ করে গ্রাম ছেড়ে ঢাকাশহর আসায়
আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়...😴
জিবিকার তাগিদে শুরু হয় জীবন যুদ্ধ
এভাবেই কেটে গেলো একটি বছর
সাল ২০০৬ ইং
হঠাৎ মা ও বড়দের সিদ্ধান্তে
শুরু হলো আমার নতুন জীবন
নতুন একজন মানুষের সাথে
বিয়ের পিড়িতে বসে এ যেনো এক
খুশীর স্বপ্নে রাজ্য.....🥰
শশুর বাড়ী সবাইকে সহজেই আপন
করে স্বামী সংসার ভালোই চলছে.#আলহামদুলিল্লাহ
বিয়ে ও সংসার জীবনে ২০০৮ ইং সনে
আল্লাহ দান করেছেন প্রথম নেয়ামত
কন্যাসন্তান, আল্লাহুর দরবারে লক্ষ কোটি শুখরিয়া
আমি নিজে মা হওয়ার অনুভূতি
এ যেনো আনন্দে আত্মহারা....... 🥰
হাটিহাটি পা পা করে ২০১০ ইং সনে
আল্লাহু আবারো দান করেছেন
কন্যাসন্তান...... 🥰 #আলহামদুলিল্লাহ
দুই রাজকন্যা স্বামী সংসার
সবাইকে নিয়ে শুখে দুঃখে ভালো ভাবেই
কাটছে দিন...!
দুঃখ শুখ মিলেই জীবন
আলহামদুলিল্লাহ ভালোই চলছি....🌹
কিন্তু আবারো আমার জীবনে দুঃখের ছায়া..!
এবার হঠাৎ করেই আমার মাথার উপরে
ছায়া হয়ে থাকা বটগাছ টি ও আল্লাহ নিয়ে গেলো
দুই মেয়ে ও আমাকে রেখে আল্লাহুর ডাকে
সাড়া দিয়ে চলে গেলো আমার স্বামী.... 😭😢
স্বামী ছাড়া দুই মেয়েকে নিয়ে
এ যেনো এক অচেনা জীবন....😢
চেনা মানুষদের মাঝে আমি এক
অচেনা প্রথীক.....😢
আমি যেনো আমার মাঝে নেই
কি করবো কোথায় যাবো
বাচ্চদের ভবিষ্যৎ কি...
এইসব ভাবি আর আল্লাহুর দরবারে
কান্নাকাটি করি.....😭
আমার কান্নায় যেনো
পশু পাখী, পাতা লতা, কান্নায়....😢
বাবাকে হারিয়ে যে কষ্ট পেয়েছি তা
ভুলার আগেই যেনো আবারো
স্বামী হারা কষ্টের কান্না...😢
শুধুই নামাজ পড়ে আল্লাহুর কাছে
দোয়া করি আল্লাহ তুমি পথ দেখাও
এ এভাবেই কেটে যায় কিছু দিন
বাচ্চদের ভবিষ্যৎ হাল ধরতে আমাকেই
কিছু একটা করতে হবে
কিন্তু কি করবো..?
যাই হোক শেষমেশ চেষ্টা করার পরে
সন্ধান পাই মহিলাদের সন্মানের সাথে
প্রবাসে কাজে নিয়োগ দেওয়া হবে।
কিন্তু প্রবাসের বিষয়
মানুষ ও সমাজ কিভাবে
প্রবাসে যেতে এত টাকাই বা কোথায় পাবো..?
মনকে শক্ত করে ঠান্ডা মাথায়
খোঁজখবর নিতে লাগলাম
এবং জানতে পারলাম
প্রবাসের যে ভিসার খবর পেয়েছি
সেখানে শুধুই আপুরা
সম্মানের সহিত কাজ করেন।
শেষমেষ অনেক কষ্ট করে
প্রবাসে পাড়ি জমাই.....!
শুরু হলো আমার প্রবাস জীবন
প্রথম প্রথম অনেক কষ্ট হলেও
নিজেকে মানিয়ে নিয়েছি
কাজের স্থান খুবই ভালো ছিল
নামাজ পড়ার সুযোগ পাওয়া যায়।
#আলহামদুলিল্লাহ
এক টানা দু'বছর প্রবাস জীবন কাটিয়ে
এবার দেশে ফেরার পালা।
ফিরে এলাম নিজের মাতৃভূমি স্বদেশে
দু'বছর প্রবাস জীবন কাটিয়ে
ভাবলাম দেশে কিছু করি
হাতে কিছু মূলধন আছে
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস
ব্যবসা না জেনেই, লোকের মিষ্টি কথায়
ব্যবসায় ইনভেস্ট করি
কিন্তু দুঃখের বিষয়, সরলতার সুযোগ নিয়ে
ব্যবসার নাম ভাঙ্গিয়ে আমার চার লক্ষ টাকা
লস দেখিয়ে আমার দেয়া চার লাখ টাকা
পুরোটাই শেষ.... 😢
আমি একজন মহিলা মানুষ কি আর করব
মনের দুঃখ মনে নিয়ে
আল্লাহর কাছে বিচার দিয়ে
ধৈর্য ধারণ করলাম
এবং শেষমেষ আবারো প্রবাসে পাড়ি দিলাম।
বর্তমানে আমি এখন জর্ডান প্রবাসী
রেমিটেন্স যোদ্ধে অংশগ্রহণ করা আমি এক প্রবাসিনী
#প্রিয়_স্যার আমাদের বলেন
আমরা বাংলাদেশের অক্সিজেন ♥️
প্রবাসে কাজের মাঝে যেনো স্বপ্ন দেখী
নিজে কিছু করার
কিন্ত ভয় পাই, এক বার চার লক্ষ টাকা
লস করেছি, তাই ভয় হয়
ব্যাবসা শিক্ষা ও নিজে কিছু করার
ইচ্ছা থেকে শুরু হয় অনলাইনে খোঁজখবর নেয়া
কি করা যায়..? কি ভাবে শুরু করবো..?
এভাবেই খোজতে খোজতে একদিন হঠাৎ
প্রিয় স্যারের ভিডিও দেখি
স্যারের কথা ও ভিডিও দেখে আমি
যেনো নতুন ভাবে স্বপ্ন দেখতে
নিজেকে নিয়ে ভাবতে শুরু করলাম
তাই আর দেরি না করেই
রেজিষ্ট্রেশ করি, এবং হয়ে যাই আজীবন সদস্যা
এখন আমি প্রিয় স্যারের নিয়মিত একজন ছাত্রী
✅ এখন আমি স্বপ্ন দেখি
✅ এখন আমি সাহস করি
✅ শুরু করা ও লেগে থাকা বাকি
প্রিয় স্যার এবং ফাউন্ডেশনের
সকল ভাই বোনদের কাছে দোয়া প্রার্থনা করছি
আমার জন্য দোয়া করবেন
আমি যেন আমার উদ্বেগ শুরু করে
লেগে থাকতে পারি।
সকল ভাই বোনদের প্রতি আমি কৃতজ্ঞ
এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার
সুখ দুঃখের জীবনের গল্প লেখাটা পড়েছেন
আমার জীবনের গল্প লিখতে গিয়ে
কখন যেন নিজের অজান্তে আমি কেঁদে ফেলেছি
আমার লেখায় অথবা কথার ভাষায়
কোন প্রকার ভুল ত্রুটি হলে
সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন
এবং আমাকে শিখতে সহযোগিতা করবেন।
আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন
এই দোয়া করে আজকের মত বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ…………
স্ট্যাটাস অফ দ্যা ডে -৭৭০
তারিখ -২৩/০৩/২০২২
#ধন্যবাদান্তে....🌷
✅ আমি ইয়াসমিন আক্তার
✅ ব্যাচঃ ১৭
✅ রেজিষ্ট্রেশঃ ৮৫৪৮৬
✅ বর্তমানে জর্ডান প্রবাসী
✅ জেলাঃ কুমিল্লা
✅ উপজেলাঃ বুড়িচং
✅ কোরআন শিক্ষা কাফেলা সদস্যা
✅ এগ্রো ফোরাম সদস্যা
✅ ফেইজবুকঃ https://www.facebook.com/profile.php?id=100070056664022
------------------------------------------🌷