আমি সব সময় স্বপ্ন দেখি আমি একজন সফল নারী উদ্যোক্তা হবো।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
🍀🌹আমি এক অভাগীর জীবনের গল্প🌹🍀
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।সবাই কেমন আছেন ♦️আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমি লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট যিনি আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং সুস্থ ও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ।
♦️কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নিজের বলার মত একটা গল্পের আমার প্রিয় মেন্টর লাখ লাখ তরুণ-তরুণী স্বপ্নদ্রষ্টা হাজার হাজার বেকার যুবক ভাই ও বোনদের হৃদয়ে স্বপ্নের বীজ বপন কারী।ভালো মানুষ গড়ার কারিগর যার অক্লান্ত পরিশ্রমে তিল তিল করে গড়ে ওঠেছে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন জনাব ইকবাল বাহার জাহিদ স্যার কে..যার জন্ম না হলে হয়তো আমি এত এত ভালো মানুষের দেখা পেতাম না।জীবন্ত কিংবদন্তী স্যারের প্রতি রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা আল্লাহ প্রিয় স্যারের সুস্বাস্থ্য ও নেক হায়াত দান করুক আমিন
♦️প্রিয় প্ল্যাটফর্মের ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি প্রিয় ভাই ও বোনেরা আমি অনেক কষ্ট করে আমার জীবনের গল্পটা লিখেছি আপনাদের কাছে অনুরোধ রইলো একবার হলেও আমার গল্পটা মনোযোগ সহকারে পড়ে আসবেন। আমাকে সাহস দেবেন তাহলে আমার লেখাটা সার্থক হবে ♦️
♦️__আজ সবার মত আমি ও তুলে ধরবো সংক্ষিপ্ত আকারে আমার জীবনের গল্প--- ♦️
😥 আমার গল্পটি অতি কষ্টের। কিন্তু সব কিছু ডিটেলস বললে অনেক বড় হয়ে যাবে। তাই অনেক কিছু সংক্ষিপ্ত করে দিয়ে অল্প কথায় লিখার চেষ্টা করলাম।
🌹আমার পরিবারিক জীবন ♦️
😭মা হারানোর বেদনা😭
আমার যখন মা মারা যায় তখন আমার বয়স ছিলো নাকি মাত্র নয় মাস। আমার দাদুর বুকের দুধ খেয়ে আমি বড় হই। পরে আবার আমার বাবা বিয়ে করছেন। যখন আমার বয়স হল মাত্র দুই বছর। তার পরে শুরু সৎ মায়ের সাথের জীবন। সৎ মায়ের কাছে থাকা জীবন কতটা ভয়াবহ কষ্টের অবস্থা তারাই বুঝবেন।যাদের সৎমা আছেন। এই অবস্থা থেকে বেরিয়ে আসি।আমি পাচ বছর বয়সে আমি ঢাকা আমার নানার বাড়িতে চলে আসি।আমার নানার বাড়ি ঢাকা। আমাকে মামারা মাদ্ররাসায় ভর্তি করে দেন।তার পরে আমি ৮ম শ্রেণির পরে আর আমার পড়ালেখা আর করা হয় নাই। শেষে আমার এক মামা বরিশালে ওনাদের কাছে কিছুদিন থাকি পরেই আবার ঢাকায় নানা নানুর কাছে চলে আসি।
👩❤️💋👨♥💚আমার বৈবাহিক জীবন💚♥👩❤️💋👨
প্রত্যেকটা মেয়ের জীবনে একটা স্বপ্ন থাকে।তার হাজবেন্ড কি রকম হবে তাহার শ্বশুর শাশুড়ি কেমন হবে। সর্বোপরি শ্বশুরবাড়ি লোকজন কেমন হবে। সেই চিন্তা ও ঐ সব রকম কল্পনা।এ রকম অনেক কল্পনা ও স্বপ্ন দেখে আমিও স্বপ্ন দেখতাম।এবং সব সময়
চাইতাম আমি গরীবের একটা ছেলেকে বিয়ে করব।শুধু একটা সুন্দর মন ও পরিপূর্ণ ভালোবাসা চায়। সেই ভালোবাসবে শুধু আমাকে। কিন্তু গরিবের ছেলে পেয়েছি কিন্তু ভালো বাসা আর পাইনি। অনেক কথা যা শেষ লিখে শেষ করা যাবেনা।
♦️আমার সন্তান হারানো ও
নিজের বলার মত একটা গল্প প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া। ♦️
😭♦️ আমার কলিজার টুকরা মেয়েকে নিজের সন্তানকে হারিয়ে যখন হতাশাগ্রস্থ হয়ে রুমের মধ্যে শুয়ে থাকতাম সব সময় শুধু কান্না করতাম।কোন কিছু ভালো লাগতো না। সব সময় মেয়ের কথা মনে হতো জীবনটা দুর্বিষহ হয়ে যায়।এই জীবন আর রাখতেই মন চাইছিল না। তখন এমন সময়ে এমন একজন আপু জর্ডান প্রবাসী ফরিদা আপু আমাকে নিজের বলার মত একটা গল্প প্ল্যাটফর্মের জয়েন হওয়ার কথা বলেন। আমি তখন ফেসবুকে নিজের বলার মত একটা গল্প প্ল্যাটফর্ম সার্চ দেই সাথে সাথে পেয়ে যাই প্রিয় প্ল্যাটফর্ম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন তখন জয়েন হয়ে পরি ও রেজিষ্টেশন করে ফেলি। আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্মেই আমার জীবন বদলানো শুরু। নিজের বলার মত একটা গল্প প্লাটফর্মে জয়েন হওয়ার পর প্রিয় স্যারের এক একটা সেশন পড়তে লাগলাম কিভাবে হতাশাগ্রস্ত থেকে বেরিয়ে আসতে হয় কিভাবে নতুন করে জীবনে ঘুরে দাঁড়াতে হয়। স্যারের এই সেশন গুলো পড়ে এই প্ল্যাটফর্মের প্রেমে পড়ে যায়। আমার জীবন পরিবর্তন শুরু করতে পারলাম।প্রিয় স্যারের সেশন থেকে আমি জেনে গেছি। কিভাবে নতুন করে বাঁচতে হয় কিভাবে স্বপ্ন দেখতে হয় কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায়। সর্বোপরি কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। প্রিয় স্যার আমাদের কে শিখিয়ে যাচ্ছেন প্রতিদিন। প্রিয় স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন উপহার দেওয়ার জন্য। এখানে না আসলে আমি কখনো এত এত ভালো মানুষের দেখা পেতাম না।
🌷উদ্যোক্তা জীবন🌷
প্রিয় স্যারের নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন থেকে প্রিয় স্যারের শিক্ষা নিতেছি। আগামীতে ইনশাআল্লাহ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করব। প্রবাস জীবন শেষ করেই শুরু করব উদ্যোক্তার জীবন ইনশাআল্লাহ।
♥আমার স্বপ্ন♥
আমি সব সময় স্বপ্ন দেখি আমি একজন সফল নারী উদ্যোক্তা হবো। আমি নিজে উদ্যোক্তা হয়ে হয়ে নিজের ফ্যামিলির পাশাপাশি আরো অনেক গরীব হতদরিদ্র মানুষের সাহায্য করবো গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াবো আরো কিছু বেকার ভাই-বোনদেরকে আমার মতো কর্মসংস্থানের ব্যবস্থা করব। নিজে ভালো থাকাব পাশাপাশি অন্যদেরকেও যেন ভালো রাখতে পারি অন্তত একজন মানুষের জীবন হলেও যেন বদলে দিতে পারি সকলের কাছে দোয়া চাই।আমার জন্য দোয়া করবেন আমিন।
প্রিয় ভাই ও বোনেরা এতক্ষন যারা কষ্ট করে আমার জীবনের গল্প পড়েছেন সবাইকে আমার অন্তর অন্তর স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশা করি সকলেই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে।
স্ট্যাটাস অফ দ্যা ডে -৭৭১
তারিখ-২৪/০৩/২০২২
🥀শুভেচ্ছান্তে🥀
👇আমি
👩🦳৷ সুমা আক্তার
🎖ব্যাচ ১৭
🔰রেজিস্ট্রেশন ৮৩৩৫৫
🇧🇩নিজ জেলাঃ বরিশাল
✍️ উপজেলাঃ মুলাদী
🏘️বর্তমান অবস্থান জর্ডান প্রবাসী একজন রেমিট্যান্স যোদ্ধা