স্বপ্ন যখন আকাশছোঁয়া মেঘ দেখে তবে কেন ভয় পাওয়া
বিসমিল্লাহির রাহমানির রাহিম
_____________ #জীবনের_গল্প_______________
আসসালামু আলাইকুম, ওরাহমাতুল্লাহ বারাকাতুহু।
#শুরুঃ
প্রথমে শুরু করছি মহান সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহর নামে যার অপার কৃপায় এই পৃথিবীতে এসেছি। সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের জন্য। লাখো কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ ( সাঃ) এর প্রতি। আমার সালাম সকলের প্রতি।
#কৃতজ্ঞতা_প্রকাশঃ
কৃতজ্ঞতা করছি আমার মা ও বাবার প্রতি, যারা আমাকে জন্ম দিয়ে এই সুন্দর পৃথিবীতে লালন পালন করেছেন এবং সু-শিক্ষায় মানুষ করে পৃথিবীর বুকে বড় করে তুলেছেন।সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই শতাব্দীর অন্যতম সেরা মানুষ, লাখো তরুণ তরুণীর আইডল প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক জনাব,Iqbal Bahar Zahid স্যারের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের মতো একটা সুবিশাল প্লাটফর্ম যেখানে রয়েছে বাংলাদেশের বেকারত্বের হার কমানোর প্রচেষ্টা প্রতিটি ঘরে ঘরে তৈরি হচ্ছে উদ্যেতা এবং সমাজ বদলাতে প্রতিনিয়ত প্রচেষ্টা করে যাচ্ছেন ,,
নিজেকে যেন বলতে পারি,, আমি একজন ভালো মানুষ,, এই স্লোগান নিয়ে একটি পরিবার তৈরি করতে তাই আবার ও প্রিয় স্যারের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে
অনেক অনেক দোয়া করি।
#আমার পরিচয়ঃ
_______________আমি মহিউদ্দিন, আমার জন্ম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের একটি গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে। আমরা ৪ ভাই বোন এবং আমার বাবা- এখন পর্যন্ত জীবিত এবং সুস্থ আলহামদুলিল্লাহ। আমার বাবা একজন কৃষক আর আমার মা একজন গৃহিণী। আমাদের দেশে মধ্যবিত্ত পরিবারের কষ্ট সবচেয়ে বেশি থাকে তাই আমরা মান সম্মানের ভয়ে কারো কাছে কিছু চাইতে পারি না আবার কিছু কাউকে বলতেও পারিনা। ফলে মাঝে মাঝে আমাদের না বলা অনেক কথাই বুকের ভেতর জমা হয়ে এক শক্ত পাথরে পরিণত হয়।জী, আর আমাদের এই শক্ত পাথরের কষ্ট গুলো হালকা করতে আপনাদের মাঝে আসা, কখনো এমন করে ভেবে দেখিনি এই না বলা কথা গুলো গল্প পরিসরে কাউকে বলতে পারবো এটা আমার একমাত্র সম্ভব হয়েছে। আমাদের প্রিয় মেন্টর জনাব, ইকবাল বাহার জাহিদ স্যারের তৈরি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের কারনে,,
যদিও আমি সবার মতো করে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবো না, তার পর প্রতিনিয়ত সবার জীবন গল্প পড়ে নিজের ভেতরে লুকিয়ে থাকা কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরলাম। প্লিজ সবাই পুরো পোস্ট পড়ে পাশে থাকবেন।।
#আমার_ছেলেবেলাঃ
আমরা ৩ ভাই এক বোন আমি ভাইদের মধ্যে দ্বিতীয়। বাবা-মা আর আমাদের তিন ভাই ও এক বোনকে নিয়ে ছোট্ট একটা সুখের পরিবার। আমার বাবা যদিও একজন কৃষক কিন্তু তার ছেলেদের নিয়ে স্বপ্ন আকাশ সমান।
তাই ছোট বেলা থেকেই তার কঠোর পরিশ্রম এবং চেষ্টা
আমরা ও পালন করতে যথেষ্ট চেষ্টা করছি।আমার ছোট বেলা কাটে মামার বাড়িতে ৬বছর বয়সে মামার বাড়ি গিয়ে স্কুলে ভর্তি হই।আমি ক্লাসে সব সময় প্রথম হতাম সেই অনুভুতি বলে বুজানো যাবে না।খুব ভাল পড়াশুনা করতাম। তবে আমি ছোট বেলা থেকেই আমার বাবার থেকে একটি শিক্ষা পেয়েছি প্রতিটি মানুষকে কিভাবে সম্মান করতে হয়। এই কথাটা আমার মনের ভেতর সবসময় কাজ করতো, তাই আমার স্কুলের স্যারদের কাছে অতি সহজেই প্রিয় হয়ে যায়।
#প্রবাস_জীবনঃ
আদরের ছেলে পরিবারের অর্থনৈতিক উন্নতির জন্য আমি ২০১৬সালে ব্রুনাই তে যাই।যাওয়ার পরে আমি কিছুদিন তেমন কাজ পাইনি। সেই সাথে পরিবার থেকে দুর দেশে ভীড় জমানো বেদনা গুলো আমাকে হতাশ করে তুলে, অনেক দুরচিন্তার মধ্যে পড়ে যাই। তবে কখনো
আল্লাহ প্রতি থেকে বিশ্বাস হারাই নাই। তখন শুধু আল্লাহর
নিকট প্রার্থনা করতাম হে মহান আল্লাহ তুমি যা করো
ভালোর জন্যই করো। আমার বাবা মা আমাকে যে উদ্দেশ্যে আজ এতো দুরে পাঠিয়েছেন। আমি যেন তাদের মন রক্ষা করতে পারি।পরে আল্লাহর অশেষ রহমতে কোন এক ভাইয়ের মাধ্যমে কাজ পাই। যদিও নিজ পরিবারে কখনো তেমন কোন কষ্টের কাজ করতে হয় নি। প্রিয়
ভাইয়া যখন বলেছেন আমার কাছে কাজ আছে।
তবে বিল্ডিং নির্মানের কাজ কথাটা শুনে গায়ের ভেতরে
হিমসিম করে উঠে দুচোখ টলমলে পানিতে পরিপূর্ণ হয়ে যায়। ভাইয়া বলল তুমি কি পারবে উত্তরে আমার মুখে কথা আসে না, তারপর যেখানে আমার বাবা মা আমাকে অনেক আশা করে পাঠিয়েছেন। আমি যে তাদের আমার
জীবনের থেকে ও বেশী ভালোবাসি, তাই একটু সময় নিয়ে বললাম হ্যাঁ আমি পারবো আমাকে পারতেই হবে।
সকালেই আমার বাবা মাকে স্বরন করে কাজের উদ্দেশ্যে
রওনা দেই এবং নির্মাণ কাজ করতে শুরু করি। কঠিন রোদের ভিতর বিল্ডিংএর কাজ করতে হত।কিছু দিন রড এর কাজ করেছি তারপর ইট গাথুনি সব ধরনের কাজ।কিন্তু খুব কষ্ট ছিল।কি আর করা যেহেতু টাকা খরচ করে এসেছি কাজ না করলে টাকা উঠবে কি করে।কাজের ভিতর একটা সমস্যা ছিল কেউ তেমন বুঝাতে চাইতো না কি ভাবে করলে কাজ দ্রুত শেখা যাবে।আমার কাজ শেখার খুব ইচ্ছে ছিল। কাজ শিখলে কষ্ট কম মনে হয়।যাই হোক অনেক কষ্ট করে কাজ শিখলাম। এরপর রং এর কাজ শিখলাম এবং সিলিং এর কাজ শিখলাম।
এভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে গড়ে তুললাম।
নিজের মতো করে।শেষে আমার বস আমার কাজে খুশি হয়ে আমাকে এর দায়িত্ব দিলেন।এবাবে কাজ করলাম ৩বছর এবার ছুটিতে আসব আমার বস আমাকে ভালোবেসে বিমানের টিকেট নিজে করে দিলেন নিজের টাকা দিয়ে।অণেক খুশি মনে বাড়িতে আসলাম। মাত্র ২ মাসের ছুটি নিলাম কারন নতুন প্রজেক্ট এর কাজ শুরু হবে খুব তারাতাড়ি।
#মর্মান্তিক_করোনাঃ
বুক ভরা স্বপ্ন নিয়ে বাড়িতে আসলাম কিন্তু বাড়িতে আসার পর করোনা মহামারি দেখা দিল। আমার স্বপ্ন ভেঙে গেল।ছুটি শেষ হলো। ভিসার মেয়াদ শেষ হলো আর যাওযা হলো না।করোনা আমার জীবনের ভাল ছন্দটা শেষ করে দিল।দুই বছর পার হলো। কি আর করবো কিছু করার চিন্তা করলাম। এর মধ্যে খুজতে থাকি কিভাবে কি করবো,, ফেসবুকে ইউটিউবে এখানে এসে ও
আল্লাহ অশেষ মেহেরবানীতে দেখা পাই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। কিছু ভালোবাসার ভাই বোনদের উৎসাহ শুরু করি একটা ডেইরি ফার্ম।
জানিনা কোথায় গিয়ে পৌঁছাতে পারবো তবে এই গ্রুপ ভালবাসায় আমার বিশ্বাস আমি ভালো কিছু করতে পারবো।
।#স্বপ্ন_উদ্যেগতা হবোঃ
স্বপ্ন যখন আকাশছোঁয়া
মেঘ দেখে তবে কেন ভয় পাওয়া?
ছোট বেলা থেকেই কেন জানিনা আমি সবসময় আমার
ব্যাবসায় মনমুগ্ধ ছিলাম । মুলত সেখান থেকেই
আমার স্বপ্ন দেখা শুরু যে আমি বড় হয়ে চাকরীর পাশাপাশি, নিজে কিছু করবো। এবং নিজেকে গড়ে তুলতে সময়মতো পেয়ে গেলাম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। তাই আমাদের প্রিয় মেন্টর জনাব, ইকবাল বাহার জাহিদ স্যারের একটি সেশন থেকে
এবং ইউটিউবে ঘুরে দাঁড়ানোর গল্প থেকে
শিখতে পেলাম, জীবনের সময়কে
কিভাবে মুল্য দিতে হয়। প্রত্যেকটি সেশন থেকে
আমি তা অর্জন করতেছি যা আমাকে একজন সফল উদ্যেগতা হতে অনুপ্রেরণা যোগায়।
পরিশেষেঃ
আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতিটি কথা বুকে ধারণ করে চলছে সকলেই আমার জন্য দোয়া করবেন। প্রিয় স্যারের এই শিক্ষা নিয়ে
নিজের মধ্যে লালন করতে পারি।
যারা ধৈর্য্য সহকারে আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার এই পুরো গল্পটি পড়েছেন। তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলেই সুস্থ থাকুন, সুস্বাস্থ্যের থেকে নেয়ামত আর কিছুই হতে পারে না। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।
স্ট্যাটাস অফ দ্যা ডে -৭৭১
তারিখ-২৫/০৩/২০২২
____________ #আল্লাহ_হাফেজ__________
আমি মোঃ মহিউদ্দিন মিয়া
ব্যাচঃ১৭
রেজিষ্ট্রেশন ঃ৯০২১১
জেলা ঃফরিদপুর
উপজেলা নগরকান্দা
কাজ করছি ডেইরি ফার্ম ও ডেইরি ফুড এবং ১০০%খাটি সরিষার তেল নিয়ে। ❤️❤️❤️