স্বপ্ন যখন উদ্যোক্তা হওয়ার,
আমার জীবনের কিছু গল্প
শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে।
বিসমিল্লাহির রাহমানির রহিম।
স্বপ্ন যখন উদ্যোক্তা হওয়ার,
আমি খুলনা জেলার গর্বিত সন্তান। আমার বেড়ে ওঠা খুলনাতেই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের কিছু মর্মস্পর্শী সুখ দুঃখের গল্প। জীবন মানেই অনেক গুলো গল্পের সমাহার। কিছু গল্প বড় হয় আবার কিছু গল্প ছোট। এই নিয়ে আমাদের জীবন। আমার সারা জীবনের বৃহৎ গল্পের কিছু অংশ আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। সবার কাছে অনুরোধ একটু পড়বেন।
আমার জন্ম একটা নিন্ম মধ্যোবিত্ত পরিবারে।
নিম্ন মধ্যবিত্ত পরিবার তো বুঝেন। খুব কষ্টে দিন যাপন করা একটি পরিবারের প্রতিচ্ছবি। ঠিক তেমনি খুব কষ্টে আমাদের দিন যাপন করতে হয়। ছোটবেলা থেকেই একটা সংগ্রামের মধ্যে দিয়ে বেড়ে ওঠা আমার জীবন। সবার মতো আদরে বড় হতে পারিনি আমি। তবুও কখনও দুঃখ হয়নি। সব সময় আল্লাহ পাকের উপর ভরসা রেখেছি। পারিবারিক সংগ্রাম মেনে নিয়ে হাসি মুখে এগিয়ে চলেছি।
খুব কষ্ট করে স্কুলের গন্ডি পেরিয়ে খুলনা জেলার খান জাহান আলী কলেজে ভর্তি হই। সেখান থেকে এইচ এস সি পাশ করি।
তারপর যশোরে থেকে টিউশনি করে সেই টাকা দিয়ে পড়ালেখা করি ও নিজের খরচ চালাই। যশোর থেকে ডিগ্রি শেষ করি। শেষ হয় পড়ালেখা জীবন। কিন্তু শেষ হয়নি ছোট থেকে করে আসা সেই সংগ্রাম। আশেপাশে দেখতাম অনেক শিক্ষিত ছেলে মেয়ে কিন্তু বেকার। এই জিনিসটা আমাকে ছোট থেকে মর্মাহত করে। আসলে পড়ালেখা করলেও আমরা বেশিরভাগ মানুষই চাকরির অভাবে বেকার বসে থাকি। আর আমাদের সকলের চিন্তা পড়ালেখা শেষ করে চাকরি করার। তাই আমাদের সমাজে বেকারের সংখ্যাটা অনেক বেশি। তাই আমি চিন্তা করতাম নিজে কিছু করার। নিজের অধীনে কাজ করার ইচ্ছে আমার প্রবল। হতে চাই একজন উদ্যোক্তা। করে দিতে চাই অনেক বেকারের কর্মসংস্থান।
ডিগ্রী শেষ করেই ঢুকে পড়ি কর্ম জীবনে, একটা সেলস এর জব নিয়ে চলে আসি ঢাকায়। পরবর্তীতে আরও দুই একটা কোম্পানি ঘুরে ঘুরে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে। বর্তমানে আছি আড়ং ডেইরি পরিবারের সাথে একজন সেলস ম্যানেজার হিসেবে। অন্যের অধীনে কাজ করে দীন চলছে বেশ। কিন্তু মনের মধ্যে কোথায় যেনো সুখ নেই,নেই শান্তি। জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা, সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা। তাই আমিও চেষ্টা করে যাচ্ছি নিজেকে প্রতিষ্ঠিত করার। নিজেকে তৈরি করার। জীবনের এতটা সংগ্রামের পর এখন আর হেরে যেতে চাই না। অর্জন করতে চাই সফলতা।
কিন্তু ছোট বেলা থেকেই আমি চেয়েছি নিজে কিছু করবো, কোন ব্যবসা করব অথবা উদ্যোক্তা হব। সেই ইচ্ছা থেকে আজও আমি চেষ্টা করে যাচ্ছি নিজেকে তৈরি করার। নিজের চিন্তার জগতে একদিন অনেকটা আলো দেখতে পাই ইউটিউবে, সমগ্র বাংলাদেশের উদ্যোক্তাদের আইকন জনাব Iqbal Bahar Zahid স্যারের ভিডিও দেখে। আমি নিয়মিত স্যারের ভিডিও গুলো দেখতাম। আর স্যারের কথা গুলো অনুসরন করতাম। ১৭ তম ব্যাচে রেজিষ্ট্রেশন করি। যেহেতু আমি ঢাকার ওয়ারী জোনে আছি তাই ওয়ারী জোনের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হই। ওয়ারী জোনের ২০০ তম সেশন চর্চার অফলাইন মিটআপে অংশ গ্রহণ করে আমি আরও বেশি অনুপ্রেরণিত হই। এরপর ১২ মার্চ ৪র্থ মহাসম্মেলনে অংশ গ্রহণ করে পুরোপুরি ভাবে সিদ্ধান্ত নিই, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের যুক্ত আছি, যুক্ত থাকব ইনশাআল্লাহ। একজন ভালো মানুষ হবো, একজন সফল উদ্যোক্তা না হওয়া পর্যন্ত লেগে থাকব। (ইনশাআল্লাহ)
সকলে আমার জন্য দোয়া করবেন। সবাই কে ধন্যবাদ।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৬৪
Date:- ২৭/০৩/২০২২ইং
শহিদুল ইসলাম শুভ
ব্যাচ : ১৭
রেজিষ্ট্রেশন নং: ৮৯৭৪৫
নিজ জেলাঃ খুলনা
রক্তের গ্রুপঃ O+
বর্তমান অবস্থানঃ কদমতলী ঢাকা।
যুক্ত আছি ওয়ারি জোনে। প্রাণের প্রিয়
"নিজের বলার মতো একটা গল্প " ফাউন্ডেশনের সাথে।