জীবনে ভাল কিছু অর্জন করতে হলে মন থেকে লজ্জা এবং ভয় দূর করতে হবে
⊕বলতে চাই জীবনের গল্প,স্বপ্নদ্রষ্টা জনাব ইকবাল বাহার স্যারের অনুপ্রেরণায় কিভাবে সফল হলাম।
💢“জীবনে ভাল কিছু অর্জন করতে হলে মন থেকে লজ্জা এবং ভয় দূর করতে হবে”
➤বাংলাদেশের সর্ব উত্তরের জেলা ও হিমালয়ের কন্যা বলে খ্যাত পঞ্চগড়ের, দেবীগঞ্জ থানায় জম্মগ্রহন করি বর্তমান সময়ের একজন সফল তরুণ উদ্যোক্তা
✔শিক্ষাজীবনঃটেপ্রীগঞ্জ আদর্শ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং দেবীগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে জীবিকার তাগিদে নানা চাকুরীর পাশাপাশি বর্তমানে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে ইতিহাস বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছি।
✪প্রায় প্রতিটি ক্লাসেই প্রথম স্থান অর্জন করেছিলাম বলে শিক্ষকদের কাছে যেমন প্রিয় ছাত্র হয়ে উঠেছিলাম, সহপাঠীদের কাছেও ছিলাম প্রিয় বন্ধু। এছাড়াও পড়াশোনার পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠনে কাজ করেছি। কলেজ থিয়েটারের সাথে নৃত্য ও নাটকে অভিনয় করেন। দেবীগঞ্জ কলেজের “দূর্নীতি দমন কমিশন”কমিটির সভাপতির দায়িত্ব পালন করি। কানাসাস সাংস্কৃতিক সংগঠনের কার্যকরী সদস্য।
✪বর্ণাট্য চাকুরী জীবনেও বিভিন্ন দায়িত্ব পালন করা হয়।জুডো খেলে ব্যক্তিগত স্বর্ণ পদক ও ইউনিটকে চ্যাম্পিয়ন করার গৌরব অর্জন করি। ☞বাংলাদেশ জাতীয় দলে কিছুদিন জুডে খেলি-
✔জীবিকার তাগিদে চাকুরী জীবন শুরু করলেও ছোটবেলা থেকেই
স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার। একটি স্বাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার। তাই ২০১৫ সাল থেকেই শুরু হয় পথচলা। বাড়িতে গিয়ে হাঁস পালনের জন্য কার্যক্রম শুরু করেন। সেই সময় ডিম উৎপাদন করে ফার্ম থেকে মাসে প্রায় ৩০ হাজার টাকা আয় হয়। ইকবাল বাহার স্যারের বিভিন্ন ইউটিউবে মেডিভেশনাল ভিডিও দেখে অনুপ্রাণিত হই।ব্যবসার পরিধি বাড়িয়ে দেই। এখন তা বেড়ে মাসে প্রায় ১ লক্ষ টাকা আয় করি। এছাড়াও গরুর ফার্ম প্রতিষ্ঠা করি যেখানে উন্নত জাতে ১২ টি গাভী ও ষাড় রয়েছে।
💢উদ্যোক্তা হয়ে ওঠার পথ চলা ও ক্যারিয়ারের শুরুর দিকে শারিরিক ও মানসিক কষ্ট ছিল অনেক। মানুষের কটুক্তি আর লাঞ্ছনাও সহ্য করতে হয়েছে। তবে মনকে সান্ত্বনা দিতাম আর বলতাম একদিন এই মানুষ গুলোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবো যে আমিও পারি।।
চাকুরীর ডিউটির পরে বিশ্রামের সময়ে খামারের খোঁজ খবর নিই, হিসাব নিকাশ করি,বাবাকে নানা বিষয়ে পরামর্শ দেই। অনলাইনের মাধ্যমেও কার্যক্রম পরিচালনা করি।
💥কিন্তু কোন কিছু শুরুর সাহস পেতাম না।অবশেষে ৮ম ব্যাচ থেকে সেশন চর্চা শুরু করি,সাহস করে শুরু করি নানা বিজনেস ।
পরবর্তী তে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন শুরু করি ২০২১ইং সালে।যেখানে বার্ষিক ১০ টন সার উৎপাদন করা সম্ভব। প্রায় এক একর জমিতে সুপারী ও লটকনের বাগান করি এখন আর পিছনে ফিরে তাকাতে হয় না।
(মাসিক আয় সব মিলে ২ লাখ ১০ হাজার টাকা)
পূর্বের মাছ চাষ প্রকল্পের আধুনিক সম্প্রসারণ করা হয়।এই যে এত কিছু করতে পেরেছি নিজে বলার মত একটা গল্প ফাউন্ডেশন ও ইকবাল বাহার স্যারের মোটিভেশনে।৮ম ব্যাচ থেকে ই সেশন গুলা দেখি কিন্তু ১৬ তম ব্যাচে নিয়মিত ভাবে অনলাইন মিটআপ এ অংশগ্রহণ করি খাগড়াছড়ি গ্রুপে+ পঞ্চগড়ে।
এই প্লাটফর্মের হাত ধরেই-
“এবি এগ্রো ফার্ম” নামে পেইজ,গ্রুপ,ইউটিউব চ্যানেল চালু করি।
🏠শুধু হাঁস ই নয় এখন উন্নত জাতের গাভী পালন, উন্নত জাতে পাকচং ঘাসের চাষ, আধুনিক প্রযুক্তিতে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন, মাছের হ্যাচারী স্থাপন সহ নানান কৃষিজ দ্রব্যাদি উৎপাদন করা হয়। বর্তমানে বাজারে ডিমে ও দুধের চাহিদা বেশি তাই খুব ভাল চলছে ফার্ম।
💖আমার কাজে আমার বাবা-মা সব সময় উৎসাহিত , অনূপ্রেরণা দিত সব সময় আমার পাশে ছিল। আর তাই খামারের “এবি এগ্রো ফার্ম” নামকরণ করা হয় বাবা-মার নামে। আমি আমার বাবা-মার প্রতি কৃতজ্ঞ।
বিশেষভাবে কৃতজ্ঞতা স্বীকার প্রিয় ইকবাল বাহার জাহিদ,স্যার।
আমার ভাগ্য বদলাতে যার অবদান ও অনুপ্রেরণা অনেক।
🌍ভবিষ্যৎতে দেশের বিভিন্ন জেলায় হাঁসের খামারের শাখা সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। তাই যারা উদ্যোক্তা হতে চায় তারা চাইলে এবি এগ্রো ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আর্থিক সহায়তা ও পরামর্শ দিয়ে সাহায্য করব। চাকুরী ও পড়াশোনার পাশাপাশি অনেকে কিছু একটা করতে চায় তাদেরকে বলব অংশীদার ভিত্তিতে এবি এগ্রো ফার্মের সাথে কাজ করার সুযোগ রয়েছে। আবার কেউ স্বাধীন ভাবে শুরু করতে চাইলে তাদের পরামর্শ দিব আগে অভিজ্ঞতা অর্জন করুন তারপর শুরু করুন
🔍স্বপ্নবান মেধাবী তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন সফল হোক। পরিশ্রম সার্থক হোক। প্রত্যাশা গুলো পূর্ণতা পাক।
সকল প্রচেষ্টা বাস্তবায়ন হোক। আরও বহুদূর এগিয়ে যাক এদেশের তরুনরা।।
💖💖এই পোস্টের মাধ্যমে সবাইকে প্রিয় ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ ও উপকারিতা ব্যাক্তিজীবনে কিভাবে প্রভাবিত করে তা জানিয়ে দিলাম ও আজিবন প্লাটফর্মের জন্য কাজ করব এই আশা ব্যাক্ত করছি।
✆(ব্যবসায়িক প্রয়োজনে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন : 01648287075?
✨“এবি এগ্রো ফার্ম” পেইজ লিঙ্ক -https://www.facebook.com/এবি-এগ্রো-ফার্ম-358741384614313/
বাদশা ওরফে রাসেল
ব্যাচ নং-১৬
রেজিষ্ট্রেশন নং-৭৮১০৪
বর্তমান অবস্থানঃ খাগড়াছড়ি
নিজ জেলাঃ পঞ্চগড়
নিয়মিত কাজ করে যাচ্ছি এই ফাউন্ডেশনের জন্য
🎓কারমাইকেল ক্যাম্পাস উদ্যোক্তা ক্লাব,রংপুর।