আমি অত্যন্ত গর্বের সাথে পরিচয় দিতে পছন্দ করি যে আমি এই প্লাটফর্মে একজন সদস্য।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন একটা নাম, কিন্তু একটা নাম যে এভাবে একটা ঘুমন্ত মানুষ কে জাগ্রত করতে পারে এ ফাউন্ডেশনে যুক্ত না হলে হয়তো আমার এ থিউরি অজানাই থেকে যেতো, অজানা থেকে যেতো বাংলাদেশের লাখো তরুণ তরুণীর আইডল স্বপ্নদ্রষ্টা জনাব @Iqbal Bahar Zahid স্যারকে।
প্রানের ফাউন্ডেশনে প্রিয় শিক্ষকের শিক্ষা নিতে গিয়ে দেখলাম, জানলাম, পড়ার সুযোগ পেলাম অনেক ভাই বোনদের জীবনের গল্প, যে গল্প আমাদের অনেকের অনুপ্রেরণা হয়।
বেশ কিছু দিনই ভাবছি আমিও লিখবো আমার জীবনের গল্প কিন্তু জীবনের গল্প চাইলেই কি লিখে উপস্থাপন করা যায়?
আমি দেখলাম না জীবনের গল্প জীবন দিয়েই অনুভব করতে হয় তবুও জীবনের কিছু অংশ আমার অগোছালো লেখায় প্রকাশ করার বৃথা চেষ্টা।
সকলেই আমার জন্য আন্তরিক ভাবে দোয়া রাখবেন আমিও যেনো আপনাদের মতো প্রিয় শিক্ষকের শিক্ষা নিয়ে আমার ঘুমন্ত প্রতিভাকে জাগ্রত করে একজন আপনাদের ভাই ও সহযোদ্ধা হতে পারি।
🌸আমার জীবনের গল্পঃ
আসসালামু আলাইকুম,
প্রিয় ভাইয়া ও আপুরা কেমন আছেন সবাই?
আশা করি অনেক ভালো আছেন।
আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্।
শুরু করছি পরম করুনাময় আল্লাহর নামে।
সবার জীবনে একটি গল্প থাকে হোক তা সফলতার বা ব্যর্থতার।
তেমনি আমার জীবনেও গল্প আছে তবে তা
ব্যর্থতার না সফলতার আপনারা মূল্যায়ন করবেন।
🌸জন্ম ও জন্মস্থানঃ
আমার জন্ম শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা ও পৌরসভার ৬ নং ওয়ার্ডের কবিরাজ কান্দি গ্রামের ঐতিহ্যবাহী একটি মুসলিম পরিবারে।
🌸পারিবারিক পরিচিতিঃ
নামঃ রোকনউজ্জামান দিদার,
পিতাঃ মৃত অহেদউজ্জামান নান্নু
মাতাঃ রোকেয়া বেগম।
ভাই ও বোনঃ আমরা তিন ভাই ও তিন বোন।
আমার বাবা একজন সরকারী চাকুরীজীবি ছিলেন আর মা গৃহিণী।
🌸শৈশব-কৈশর ও শিক্ষা জীবনঃ
শৈশব ও কৈশর আমার গ্রামে কেটেছে,ছোট বেলা থেকে একটু একরোখা প্রকৃতির ছিলাম,তবে এলাকার সকলে নম্র ও ভদ্র হিসেবে জানতো,আমার ইমিডিয়েট বড় ভাই শামসুজ্জামান কাওসার আর আমি একসাথে একই ক্লাসে পড়াশোনা করতাম,তুলনামূলক আমি একটু এডভান্স ছিলাম,
চাকরির সুবাদে বাবাকে শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় বদলি হতে হতো।
আমি একটু ডান পিঠে স্বভাবের ছিলাম তাই বাবার অফিসে থাকার সময়টার সুযোগ কাজে লাগাতাম।
খেলাধুলা,গানের প্রতি আর সিনেমা দেখার প্রতি দূর্বলতা ছিলো,ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখতাম,
ভিডিও গেমস খেলতে যেতাম,বিকেলে ক্রিকেট খেলতাম,সময় টা নব্বই দশকের তখন ভিসিআরে ছবি দেখতাম,একরাতের জন্য ভাড়া করে আনা হতো,৩- ৪ টা ক্যাসেট দিতো।
কয়েকজন মিলে টাকা জমিয়ে ভাড়া আনতাম বা অন্য কেউ ভাড়া আনলে চলে যেতাম সেখানে,সারারাত জেগে সিনেমা দেখতাম।আলিফ-লায়লা দেখতাম এভাবে জীবনের গুরুত্বপূর্ণ সময় গুলো হেলায় হেলায় নষ্ট করতে লাগলাম,পড়াশোনার প্রতি আগ্রহ কমতে শুরু করলো,বাবা ও অফিসের কাজে ব্যস্ত থাকতো শাসন করার মত শুধু মা ছিলো কিন্তু মা কে ফাঁকি দেয়া সহজ ছিলো।
কথায় আছে যেমন কর্ম তেমন ফলঃ
সাল টা ২০০২ এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করলাম,ছাত্র খারাপ ছিলাম না আবার ভালো ও ছিলাম না কিন্তু ফেল করলাম,যদিও ২০০২ সালে গনিত পরীক্ষায় অধিকাংশ ছাত্র-ছাত্রী ফেল করেছিলো।
ভালো ফলাফল করতে পারবো না জানি তবে ফেল করবো এটা ভাবিনি,হতাশ হলাম,ভাবলাম পড়াশোনা ছেড়ে দেবো।
ভাইটাল দুই বিষয় গনিত ও ইংরেজিতে ফেল করেছি,এই দুই বিষয়েই আমি দুর্বল ছিলাম।
পড়াশোনা করবো না বিদেশ চলে যাবো ভাবলাম,পাসপোর্ট করলাম,সাউথ কোরিয়া লোক ছিলো তাই সাউথ কোরিয়া যাওয়ার প্রস্তুতি নিলাম।এটা ২০০৪ সালে।
কিন্তু একদিন অফিস থেকে এসে বাবা আমাকে ডাকলেন,জানতে চাইলেন আমি কি করতে চাই,আবার পরীক্ষা দিবো না বিদেশেই যাবো তখন বললাম বিদেশ যাবো।
বাবা বললো ঠিক আছে তবে একটা কথা শোন,হয়তো বিদেশে গেলে তোর অনেক টাকা হবে কিন্তু হার্ট দুর্বল থাকবে,সমাজে বুক ফুলিয়ে বাঁচা যাবে না,আর কোন দিন সার্টিফিকেট হবে না,অশিক্ষিত নামটা থেকে যাবে।
দুই মিনিট চুপচাপ দাঁড়িয়ে ভাবতে শুরু করলাম।
আমি কে?
কি করবো?
কি করা উচিত?
প্রশ্ন করলাম নিজেকে উত্তর ও পেলাম।
পাসপোর্ট ছিড়ে ফেলে দিলাম,ক্লাসমেট সবাই সিনিয়র হয়ে গেছে লজ্জা পাবো তাই জাজিরা মোহর আলী পাইলট উচ্চ বিদ্যালয় ছেড়ে দিলাম,কাজির হাটের পাশে দক্ষিণ ডুবলদিয়া উচ্চ বিদ্যালয়ে আবার নবম শ্রেণিতে ভর্তি হলাম ও এস এস সি পরীক্ষা দিলাম,পাশ করলাম,ভাবলাম গ্রামে থাকা যাবে না,চলে আসলাম ঢাকায়,ভর্তি হলাম ধানমন্ডি কলেজে,সেখান থেকে এইচ এস সি পাশ করলাম,সময় নষ্ট করা যাবে না,বাবার ইচ্ছা আমাকে আইনজীবী বানানোর,তাই দেরি না করে নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে ভর্তি হলাম,এল এল বি অনার্সে।
অনার্স শেষ করলাম,এল এল এম করলাম।
এই সময়ের মধ্যে আর থমকে দাঁড়ানো হয়নি,একবারের জন্য পিছনে ফিরে তাকাইনি।
আমাকে শতভাগ সমর্থন করেছে আমার প্রিয় বাবা।
ব্যাক্তিগত ও বর্তমান জীবনঃ
ব্যক্তিগত জীবন আরও বৈচিত্র্যময়,বিশ্ববিদ্যালয় জীবনের শেষের দিকে বিয়ে করে ফেলি বর্তমানে আমার দুটি কন্যা সন্তান আলহামদুলিল্লাহ।
বর্তমানে আমি ঢাকার ধানমন্ডিতে পরিবার নিয়ে থাকি,
বাংলালিংক কাস্টমার কেয়ারে চাকরী করছি,মামলার শুনানি থাকলে ঢাকা জজকোর্টে যাই ও পাশাপাশি 'মাঝি এন্টারপ্রাইজ' নামে একটা ঠিকাদারি প্রতিষ্ঠান আছে।
যদিও আইন পেশা আমার পছন্দ নয়।
মানুষের কল্যানে কাজ করার উদ্দেশ্য নিয়ে রাজনীতিও করতাম,
আমি বিশ্ববিদ্যালয় জীবনে আইন ছাত্র পরিষদের সভাপতি হয়েছি,ধানমন্ডি থানার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি।
তবে রাজনীতির বাইরেও যে মানুষের জন্য কাজ করা যায় সে শিক্ষা আমি আমি নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন থেকেই পেয়েছি।
কৃতজ্ঞতাঃ
প্রথমেই কৃতজ্ঞতা জানাই প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে যিনি এত চমৎকার প্লাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছেন।
কৃতজ্ঞতা জানাই Runa Ahmed আপুকে ও Jahangir Khan ভাইয়কে যাদের হাত ধরে আমি এই প্রিয় প্লাটফর্মে যুক্ত হতে পেরেছি।
আরও কৃতজ্ঞতা জানাই আমাদের পজিটিভ শরীয়তপুর জেলার সকল জেলা এম্বাসেডর,উপজেলা এম্বাসেডর,কমিউনিটি ভলান্টিয়ার ও সকল সদস্যদের প্রতি,সকলেই যথেষ্ট আন্তরিকতা সাথে আমাদের সহযোগিতা ও পজিটিভ শরীয়তপুর জেলাকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে।
🌸প্রিয় প্লাটফর্ম থেকে যা শিখছিঃ
আমি অত্যন্ত গর্বের সাথে পরিচয় দিতে পছন্দ করি যে আমি এই প্লাটফর্মে একজন সদস্য।
আমি নিয়মিত সেশন চর্চার মিটআপে যুক্ত হয়ে শিখছি জীবনের অজানা অনেক কিছু।
স্যারের একটি কথায় আমি অনেক অনুপ্রাণিত হই যেমন হয়েছিলাম আমার বাবার কথায়।
সপ্ন দেখুন
সাহস করুন
শুরু করুন ও
লেগে থাকুন
সফলতা আসবেই।
এই ফাউন্ডেশন থেকে আমি ভালো মানুষ হওয়ার শিক্ষা ও অনুপ্রেরণা পাচ্ছি,এই প্লাটফর্ম আমাকে শূন্য থেকে কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায় সেই শিক্ষা পাচ্ছি,লক্ষ লক্ষ ভালো মানুষের একটি পরিবার পেয়েছি।
🌸উপসংহারে বলতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি একজন সফল উদ্যোক্তা ও ভালো মানুষ হয়ে আজীবন বুক ফুলিয়ে বাঁচতে পারি।
দেশের জন্য কাজ করতে পারি,পরিবারের জন্য কাজ করতে পারি। বাবা বেঁচে নেই মা আছেন আমি যাতে মায়ের সেবা ও যত্ন করতে পারি।
স্যারের শিক্ষা,আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আকাশ ছোয়াও অসম্ভব নয়।
সকলের সুসাস্থ,দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করছি।
আল্লাহ হাফেজ।
স্ট্যাটাস অফ দ্যা ডে -৭৭৪
তারিখ-২৮/০৩/২০২২
আমি রোকনউজ্জামান দিদার
ব্যাচঃ ১৬ তম
রেজিষ্ট্রেশন নাম্বারঃ ৭৮২৫০
নিজ জেলাঃ পজিটিভ শরীয়তপুর।
উপজেলাঃ জাজিরা
বর্তমান অবস্থানঃ ধানমন্ডি-ঢাকা।