আমি সফল উদ্যোগক্তা হই বা না হই একজন ভালো মানুষ হিসেবে বাঁচতে চাই
আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন।
আজকে আমি এই গ্রুপে আসার গল্প টা বলবো ছোট্ট করে।
আমি এখন গর্বের সাথে পরিচয় দিতে পারি, আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর গর্বিত সদস্য।
লক্ষ কোটি শুকরিয়া মহান আল্লাহর দরবারে, আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছেন প্রিয় এই প্লাটফর্মকে।
আমি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করবো এবং ধন্যবাদ জানাই আমাদের প্রিয় মেন্টর ও অভিভাবক প্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি যিনি এতো সুন্দর একটা প্ল্যাটফর্ম বানিয়েছেন এবং আমি আরো ধন্যবাদ জানাই গ্রুপের সকল দায়িত্বশীল ভাই ও বোনদের এবং সদস্যবৃন্দদের।
প্ল্যাটফর্ম এ যুক্ত হয় প্রিয় স্যারের একটা ভিডিও দেখে। তখন এইচএসসি পাশ করি ১৯ সালে। যেহেতু অবসর সময় ছিলো অনেক এবং বেকার থাকতাম তাই ফেসবুক এ জব খুজি ইউটিউব এ বিভিন্ন কোর্সের ভিডিও দেখা শুরু করি। লক্ষ একটাই ছিলো কিভাবে টাকা ইনকাম করা যায়। কারণ পরিবার এর বড় ছেলে ছিলাম, অনেক কষ্ট করে আমার মা আমাকে বড় করেছেন। কারণ যখন আমি ৬ষষ্ঠ শ্রেণীতে ফাইনাল পরিক্ষা দিবো তখনি আমার মাথার উপর থেকে বট গাছের ছায়া টা সরে যায়, আল্লাহ আমার বাবা কে নিয়ে যান না ফেরার দেশে। এক কালোছায়া নেমে আসে আমার জীবনে।পড়ে আমি লেখাপড়া বন্ধ করার চিন্তা ভাবনা করি কিন্তু আমার মা আমাকে সাহস দেয় এবং সাপোর্ট দেয় যেন আমি কোনো রকম কষ্ট করে এসএসসি পাস করি। কারণ আমার আব্বুর স্বপ্ন ছিল আমি যেনো মেট্রিক পাশ করি।তাই টিউশনি করে আমার লেখাপড়ার খরচ যোগাড় করতাম। এইভাবে আল্লাহর রহমতে এসএসসি তে পাশ করি ১৭ সালে। তেমন ভালো রেজাল্ট আসে নাই কারণ সব সময় চিন্তা ভাবনা করতাম সংসার এর। কিভাবে সংসার এর খরচ যোগাড় করা যায়।ভাবছিলাম এসএসসি পাস করে চাকরি করবো ছোট্ট কোন চাকরি। কিন্তু রেফারেন্স আর অভিজ্ঞতার অভাবে হয় নাই। ভাবলাম এইচএসসি পাস করলে হয়তো ভালো চাকরি পাবো। তাই ভর্তির আবেদন করলাম, আল্লাহর রহমতে সরকারি কলেজ এ চান্স পাই এবং ২ বছরে ১০ হাজার টাকা খরচ হয় কলেজ। পরীক্ষা দিলাম পাশ করলাম।
এখন চাকরির ব্যবস্থা করতে হবে।
ফিরে আসি ভিডিও দেখার প্রসঙ্গে,
ভিডিওতে তে দেখি অনেক জন মিলে এবং স্যার মধ্যরাতে অসহায় মানুষের শীতবস্ত্র বিতরণ করছে হাতির ঝিলের আশেপাশের সম্ভবত।
কমেন্ট এ গেলাম দেখলাম অনেক মানুষ ইতিবাচক নেতিবাচক কমেন্ট করছে।
একজনের কমেন্ট দেখলাম, বেকারত্ব দূর করার কারিগর।
পরে গ্রুপ খুজা শুরু করলাম এবং সেশন গুলো পড়তে অনেক ভালো লাগ ছিলো।
গ্রুপ এ ভিজিট করে দেখলাম স্লোগান - চাকরি করবো না চাকরি দেবো।
এই স্লোগান টা দেখে ভেবেছিলাম এখানে চাকরি দেওয়া হয়। কারণ তখন আমার একটাই নেশা চাকরি করতে হবে।
কিছু দিন সময় দিলাম বুজলাম চাকরি নেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করতে হবে।
পরে রেজিষ্ট্রেশন ও করি গুগল ফর্মের মাধ্যমে।
তখন ৯ম ব্যাচ চলছে।( 01648910337 সার্চ দিয়ে দেখতে পারেন৷)
পরে গ্রুপের পোস্টে একটা পেজ পাই বায়িং হাউজ এর
মিরপুর এ ঠিকানা।
সেখানে কমেন্ট করি ভাইয়া একটা চাকরির ব্যবস্থা হবে?
রিপ্লাই আসে ইনবক্সে মেসেজ করুন।
আমিও ইনবক্সে মেসেজ করি কিন্তু মেসেজ সিন করে লাভ রিয়েক্ট দিয়ে আর কিছুই রিপ্লাই দেয় নাই।
তখন একটা খারাপ মনোভাব সৃষ্টি হলো মনে।
গ্রুপ থেকে নিজেকে বিরত রাখলাম এবং চকবাজার, ইসলামপুর, মিডফোর্ট এ দোকানের চাকরির সন্ধানে যাই।
এবং সার্জিক্যাল দোকানে চাকরি করি, ৬হাজার টাকা বেতন এ। পরে সেখানে থেকে মলিবাজারে চাকরি করি মসলা দোকান এ।কিন্তু আমার সাথে যাচ্ছিল না বিভিন্ন কারণ বশত। পরে CPA মার্কেটিং শিখি সেখানেও ধোকা খেলাম। অবশেষে এ একটা Can Manufacturing Company তে চাকরি করি হেল্পার হিসেবে এখনো অবস্থান করছি এই কোম্পানিতে।
মাঝখানে গ্রুপ থেকে নিজেকে বিরত রাখি যা ছিল আমার বড় ভুল। আমি নবম ব্যাচে রেজিষ্ট্রেশন করি যেহেতু, যখন আবার ফিরে আসি তখন আমার রেজিষ্ট্রেশন ভুলে যাই এবং নতুন করে আবার ১৭তম ব্যাচে রেজিষ্ট্রেশন করি। এবং গ্রুপ থেকে প্রথম থেকে শিখছি এবং স্যারের আদর্শে নিজেকে পরিবর্তন করছি একটু একটু করে। এখনো উদ্যোগক্তা হতে পারি নাই। লেগে আছি,ইনশাআল্লাহ থাকবো সফল না হওয়া পর্যন্ত।
মাঠে নামছি আমি আবার পুরো দম নিয়ে এবং নিজের আত্মবিশ্বাসের সাথে।
আমি সফল উদ্যোগক্তা হই বা না হই একজন ভালো মানুষ হিসেবে বাঁচতে চাই। আর এই ভালো মানুষ এর শিক্ষা জীবনে ধারণা করছি।
সবাই আমার জন্য দুয়া করবেন।।
ভুল ক্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কাজ শুরু করছি অর্গানিক ফুডস নিয়ে।
স্ট্যাটাস অফ দ্যা ডে -৭৭৪/০৩/২০২২
আমি
মমিনুল ইসলাম।
ব্যাচঃ১৭তম
রেজিষ্ট্রেশনঃ৮৪২২৬
জন্মস্থান শেরপুর সদর।
বর্তমান ঠিকানা কেরানীগঞ্জ ঢাকা
পেজঃ NALEP Organic Shop
ভালোবেসে সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে