এটা আমার জন্য অনেক বড় একটা আঘাত ছিলো।
...........🥀বিসমিল্লাহির রাহমানির রাহীম🥀.............
আমি শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি" নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" এর প্রতিষ্ঠাতা আমাদের সকলের শ্রদ্ধাভাজন, প্রিয় মেন্টর প্রিয় শিক্ষক জনাব "Iqbal Bahar Zahid" স্যার সহ ফাউন্ডেশনের সকল ভাই-বোনদেরকে সালাম জানাচ্ছি
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
🌺আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুন আলামিনের দরবারে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং সুস্থ্যতার সাথে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে সুন্দর ভাবে জীবন যাপন করার জন্য দিয়েছেন অনেক শক্তি, মেধা,জ্ঞান,বিবেক-বুদ্ধি যোগ্যতা ও দিয়েছেন ধৈর্য্য শক্তি এবং "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। লক্ষ কোটি দুরুদ ও শান্তি বর্ষিত হোক প্রিয় নবী হযরত মোহাম্মদ(স:) এর প্রতি "।
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার জন্মদাতা পিতা মাতার প্রতি যারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে লালন পালন করে বড় করেছেন, এবং মানুষের মত মানুষ হতে সবসময় ভালো মন্দে পাশে থেকে উৎসাহ দিয়েছে, সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি আমার মা বাবা সহ সকলের মা বাবার জন্য আল্লাহ তায়ালা নেক হায়াত দান করুক, এবং সদা-সর্বদা তাদেরকে সুস্থতার সাথে পৃথিবীতে বাঁচিয়ে রাখেন।
শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, অবিরাম ভালোবাসা জানাই, আমাদের সকলের প্রিয় শিক্ষক, লক্ষ্য তরুণ-তরুণীর আইকন,ভালো মানুষ গড়ার কারিগর, স্বপ্নদ্রষ্টা,জীবন্ত কিংবদন্তি, এই শতাব্দীর সেরা মানব আমাদের সকলের প্রাণ প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ"স্যারকে,যিনি আমাদেরকে এত সুন্দর একটা ফ্ল্যাটফর্ম উপহার দিয়েছেন, যার নিরলস প্রচেষ্টায় লাখো উদ্দ্যােক্তা স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটছে। স্বপ্ন বাস্তবায়ন করে আত্মাবিশ্বাসী ও আত্নমর্যাদার সাথে বাঁচতে শিখছে।
আমি মহান আল্লাহর দরবারে স্যার সহ তার পরিবারের সকলের জন্য এবং এই ভালোবাসার ফ্ল্যাটফর্মের সকল প্রিয় ভাইবোনদের জন্য দোয়া এবং শুভকামনা করছি।
আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কোন না কোন গল্প থাকে। হতে পারে কষ্টের হতে পারে সুখের হতে পারে ব্যর্থতার হতে পারে সফলতার। তবে বাস্তব জীবনের গল্পগুলো অনেক কষ্টের হয়ে থাকে। প্রতিটা মানুষের জীবনের গল্পটা সাজানো থাকে হাসি-কান্না, আনন্দ -বেদনা, সুখ-দুঃখ, পাওয়া না পাওয়া ইত্যাদি বিষয়। এই সব কিছুর সমন্বয়ে একটা গল্প তৈরী হয়। তবে আমার গল্পটা একটু ব্যতিক্রম,
আমার ছোট জীবনের সংক্ষিপ্ত গল্প তুলে ধরলাম আমাদের ভালো মানুষের প্রিয় ফ্ল্যাটফর্মের ভাই বোনদের মাঝে।
❤️❤️"আমার জীবনের গল্প"❤️❤️
🌺আজ আমি আমার ছোট জীবনের গল্প আপনাদের সবার সাথে শেয়ার করবো। আশা করি সবাই ভালোবেসে আমার জীবনের গল্পটি পড়বেন।
🌺পরিচয়: আমি মাহমুদা মিম
রংপুর জেলার এক গ্রামে ১৯৯৯সালের ৭মে আমার জন্ম।
আমরা ১ভাই ১বোন।আমি বাড়ির বড় মেয়ে। আমার জন্ম হয় মোটামুটি বিত্তবান বলা যায় এমন পরিবারে। কিন্তু এখন সেগুলো কেবল অতীত ।
মানুষ কি করে দেখতে দেখতে সর্বশান্ত হয়ে যায় তা আমার গল্পে জানতে পারবেন।
🌹আমার শৈশব কাল:
প্রতিটি মানুষের শৈশব কাল থাকে অনেক আনন্দময়, আমার শৈশবে তেমন কোন সুখকর ঘটনা আমার মনে পরেনা। পারিবারিক কিছু সমস্যার কারনে ছোটবেলা থেকেই আমি ভীষন চুপচাপ ও শান্ত স্বভাবের।
আমি শান্ত জন্য সবাই আমাকে প্রচুর ভালবাসত এবং এখনো বাসে। আমার ছোট বেলার কষ্টকর স্মৃতি গুলো অন্য কোনদিন বলব।
🌼🌼আমার পরিবার ও আমার বাবা 🌼🌼
এখন আমি আমার জিবনের কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আমি আমার জন্মের আগে থেকেই আমার পরিবারে অনেক নাম ডাক ছিলো। কিন্তু সময়ের সাথে সাথে সব স্মৃতি হয়ে গিয়েছে।
আমার দাদাকে সবাই হাজী বলত। তিনি ২বার হজ্ব করেছিলেন। আমার বাবারা ছিলেন ৪ভাই ২বোন।
আমার বাবা ছিলেন ছোট ছেলে। স্বভাবতই সকলের আদুরে ছিলেন। দাদা অনেক আশা করে আব্বুকে হাফেজ এ পড়াশুনা করান। কিন্তু কিছুদিন পর আব্বু চলে আসেন
এরপর ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় আম্মুকে বিয়ে করেন। ইতিমধ্যে তিনি খারাপ বন্ধুদের সাহচর্যে চলে যান এবং বেপরোয়া হয়ে উঠেন। তার বিদেশ যাবার ইচ্ছা ছিলো এবং দালালের পাল্লায় পরে তিনি অনেক জমি নষ্ট করেন। এভাবে আস্তে আস্তে আমরা নিঃস্ব হয়ে যাই।
এরপর ২০০৯ সালে দাদা আমাদের ছেড়ে চলে যায়।
আমাদের জীবন এ প্রচুর দুঃখ নেমে আসে। অনেক চড়াই -উৎরাই পেরিয়ে অবশেষে আমরা স্থির হতে পেরেছি। আমার বাবা ও অনেক দেরিতে হলেও নিজের ভুল গুলো বুজতে পেরেছেন। যদিওবা তখন অনেক দেরি হয়ে গিয়েছে। এখন যখন দেখি সংসার চালানোর জন্য তাকে দিন রাত পরিশ্রম করতে হয় তখন ভীষণ কষ্ট পাই। কারন আমাদের জীবন কখনো এমন হতো না। তারপর ও আমরা সবাই আমাদের মা বাবাকে ভীষণ ভালবাসি। সবাই দুয়া করবেন আমার মা বাবার জন্য তারা অনেক বছর বেচে থাকুক আমাদের মাঝে।আসলে বাবা রাই আমাদের মাথায় ছাদ হয়ে থাকে।
আসলে পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে তবে একজন ও খারাপ বাবা নেই।
শিক্ষাগত জীবন🌹🌹
আমি আমার বাড়ি থেকে অল্প কিছু দূরে প্রাথমিক বিদ্যালয় এ পড়াশুনা করি এবং সেখানে থেকে ২০০৯ সালে প্রথম বিভাগ পেয়ে সমাপনী পরীক্ষায় পাস করি।
প্রাইমারি তে আমারা ৬জন বান্ধুবি ছিলাম যারা কেউ কাউকে ছারা চলতে পারতাম না। আমরা সেই ৬জন কলেজে অব্ধি এক সাথেই ছিলাম ।
এরপর মাধ্যমিক এ ২০১৫ সালে A পেয়ে মাধ্যমিক শেষ করি।
H.S.C তে পড়াশুনা শুরু করি মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে। ২০১৭সালে বিজ্ঞান বিভাগ থেকে Aপেয়ে উচ্চ মাধ্যমিক শেষ করি।
চির চেনা বান্ধুবি রা দূরে চলে যায়। আমরা সকলে কত্ত কত্ত স্বপ্ন দেখতাম। কত ঝগড়া, মান,অভিমান। এখনো অনেক অনেক মনে পরে সকলকে ।
ইচ্ছা ছিলো ডাক্তার হব কিন্তু সেই স্বপ্ন আমার অধরাই রয়ে গেছে।
বর্তমানে আমি রংপুর কারমাইকেল কলেজে ডিগ্রি ২য় বষের ফাইনাল পরিক্ষার্থী।
আমার জন্য সকলে দুয়া করবেন।
এই আমার শিক্ষা জীবন।
🌱🌱🌱বৈবাহিক জীবন🌱🌱🌱
গ্রামে একটা মেয়ে কলেজ পাশ করলেই সবাই তার বিয়ের জন্য উঠেপরে লেগে যায় আমারো তার ব্যতিক্রম নয়। একদিন আমার চাচাতো বোন আমাকে বাজারে কেনাকাটা করতে নিয়ে গিয়ে ছেলেদের পরিবার কে দেখায়। আমি সেদিন কোন গুরুত্ব দেইনি কারন আমি ভীষন সাদামাটা ভাবে ছিলাম। তারা দেখার পর চুপচাপ ছিল। হঠাৎ ৫মাস পর খবর পাঠায় তারা এখানে ছেলের বিয়ে দিতে ইচ্ছুক। অবশেষে অনেক দেখাশুনার পর ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখে আমাদের বিয়ে হয়।শুরু হয় নতুন জীবন নতুন অভিজ্ঞতা। শুরু হয় অনেক জটিলতা সেসব অন্য কোনদিন শেয়ার করব।।
আমার বিয়ের ৩দিন পরেই আমার বড়আব্বু মারা যান।
এটা আমার জন্য অনেক বড় একটা আঘাত ছিলো।
আল্লাহ তাকে জান্নাত দান করুন।
আমার একটি রাজকন্যা আছে। ওর বয়স দুই বছর।
ওর আধো আধো কথাতে আমি দুঃখ ভুলে যাই।
সকলে ওর জন্য দোয়া করবেন ও যেন একজন ভাল মানুষ হতে পারে।
🌺প্রিয় প্ল্যাটফর্ম যুক্ত হওয়া🌺
আমাকে কিছু করতে হবে এই মনভাব থেকে আমি বিভিন্ন গ্রুপ খুজতাম কি করতে পারি। হঠাৎ একদিন এই গ্রুপ আমার সামনে আসে এবং আমি রেজিস্ট্রেশন করে নেই।আমি ভাবতাম আমি শুধু ভাল মা হব আর কিছুনা কিন্তু জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। এখন স্যারের অনুপ্রেরণা মূলক সেশনগুলো পড়ে, আমি আমার ভুল ধারণা থেকে বের হয়ে আসতে পেরেছি,আমার মনে সর্বদা স্যারের প্রত্যেকটা বাণী ন্যায় একটি বাণী বেশি বিরাজ করে 'চাকরি করবো না চাকরি-দিব' প্রিয় স্যারের এই বাণীটি বুকে ধারণ করে আমি এখন উদ্দ্যােক্তা হওয়ার স্বপ্ন দেখি,
আশা করি প্রিয় ফ্ল্যাটফর্ম থেকে শিক্ষা গ্রহণ করে, আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারব ইনশাআল্লাহ ,
আমি প্রিয় স্যারের কাছে চিরকৃতজ্ঞ, স্যারের প্রতি মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, সৃষ্টিকর্তা আমাদের মাঝে স্যারকে বহুবছর বাঁচিয়ে যেন রাখে সেই প্রার্থনা করি।
❤️❤️
গল্পটা- পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সবাই আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
স্ট্যাটাস অফ দ্যা ডে -৭৭৫
তারিখ- ৩০/০৩/২০২২
নামঃ মাহমুদা মিম
ব্যাচ নাম্বারঃ১৬
রেজিষ্ট্রেশন নাম্বারঃ৭৬২৪৭
জেলাঃরংপুর