আমি যখন উদ্দোক্তা হওয়ার চিন্তা মাথায় আনি
আসসালামু আলাইকুম? আশা করি সবাই ভাল আছেন?
সর্বপ্রথম মহান রব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাকে আপনাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ ( সঃ) এর প্রতি, আর মা ও বাবার প্রতি সম্মান প্রদর্শন করি, যাদের উসিলায় দুনিয়া তে আসতে পেরেছি এবং আরো বেশি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনকরি তরুণ-তরুণীদের রূপকথার কারীগর তিলে তিলে গড়া Entrepreneurship নিজের বলার মতো একটা গল্প Foundation এর সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার স্যার এর প্রতি,
আমি গতকালকের ৬২ তম সেশন নিয়ে কিছু কথা বলতে চাই,
৬২ তম সেশন টা খুবই খুবই গুরুত্বপূর্ণ মনে করি,
কারণ আমার প্রথম উদ্দোক্তা হওয়ার জীবনেই ঘঠে যাওয়া একটা ঘটনা মনে পড়লো
#সবাইকে অনুরোধ করে বলতেছি যে পড়ার জন্য আর ভুলগুলো সুদ রাই দেওয়ার জন্য,, কমেন্ট করো আরো বেশি উৎসাহিত করার জন্য,,
৬২ তম সেশন এর মূল প্রেক্ষাপট হচ্ছে, পার্টনারশীপ বিষয়ে,
আমি যখন উদ্দোক্তা হওয়ার চিন্তা মাথায় আনি,
চাকরি করবো না চাকরি দেব এই স্লোগানকে মনে রেখে,
আমার বাস্তব জীবনের ইতিহাস,
ঘটনা ১= কলেজে নতুন ভর্তি হয়ছি, অনেকের সাথে পরিচয় আবার অনেকের সাথে পরিচয় হচ্ছে,, ২/৩ মাস পেরিয়ে কলেজ জিবনে, মনে মনে সিদ্ধান্ত নিলাম, চাকরি করবো না,কিছু মানুষের কর্মস্থলের ব্যবস্থা করে দিবো, স্বপ্ন বাস্তবায়ন হওয়ার জন্য কাজ করতে হবে। আস্তে আস্তে চিন্তা ও বুদ্ধিমত্তা খাটিয়ে আপাতত ছোট খাটো বিজনেস করি, তারপর আস্তে আস্তে বড় হবো, এরকম মাথায় সিদ্ধান্ত নিচ্ছি মনে মনে, , এই চিন্তা টা মাথায় আসার কারণ! আমার স্বপ্ন ছিল 😶
একদিন আমি অনেক বড় হবো, আমি আমার মা ও বাবাকে বাইতুল্লাহ যিয়ারত করাতে নিয়ে যাবো এবং আমি নিজেই বায়তুল্লাহ যিয়ারত করতে যাবো, সব সময়ই এতীম-মিসকীন ও অসহায় মানুষের পাশে থাকব,, আল্লাহ আমাকে যতটুকু সম্পদ দান করবেন এই সম্পদ গুলো যেন মানুষের কল্যাণে ব্যয় করতে পারি,, এটাই আমার স্বপ্ন ছিল । একদিন কলেজ থেকে ক্লাস করে বের হওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছি বাসায় চলে যাবো, তখন হঠাৎ এক বন্ধু বলল দোস্ত কই যাবি? তখন আমি বললাম- দোস্ত বাসায় চলে যাব, কোন কাজকর্ম নেই এখানে আর, বন্ধুটি বলে উঠল বন্ধু চল আমার সাথে আয় তোকে আমি একটা ভাল পরামর্শ দিতে পারি! আমি বললাম, কি রকম? বন্ধু বলল, এখানে কি বলবো চল আমার সাথে, আমি বললাম দোস্ত ঠিক আছে চল, তখন বন্ধুর কথা শুনে আমি তার সাথে যায়, তারপর ঐখানে গিয়ে অনেক ভালো আলাপ আলোচনা হয়, আমার স্বপ্ন নিয়ে,, অনেক সুন্দর সুন্দর কথা বললো আমার সাথে,, তারা দুই জন ছিলো,, নাস্তা পানি খাওয়াইলো,,
দুই তিন দিন পর আমি তার সাথে কাজ করার জন্য অনেক কষ্টে 30 হাজার টাকা জোগাড় করে কাজ শুরু করার জন্য সিদ্ধান্ত নি, তারপর শুরু করি,, কারণ যেহেতু আমার স্বপ্ন বাস্তবায়ন হবে,, একমাস পর দেখি সুমধুর কথা-বার্তা এগুলো অন্যরকম হয়ে যায়। দুই মাস পর দেখি আস্তে আস্তে দূরে চলে যায়, তিন মাস পরে গিয়ে দেখি কল দিলে কল রিচিব করে না, মেসেজ দিলে রিপ্লাই দেই না,, তখন একদিন হঠাৎ মেসেজ দিয়ে বলে তোমার কাজ তুমি কর, এখানে কেউ কারো হেল্প করে না, 😢 যার বিজনেস সেই করে সুতরাং তেমার বিজনেস তুমি করো,,
আমি তার কথা শুনে হতবাক,,
বন্ধুকে ভালোবেসে তার কথা শুনে এই কি কাজ করলাম আমি,,
সর্বোপরী লস খেলাম,,
ফ্যাক্টঃ international Network marketing company,
সুতরাং গতকাল স্যার এর ৬২ তম সেশন টা পড়ে অনেক অনেক উপকৃত হয়ছি,, আর অনেক কিছু শিখতে পারলাম,,
আমার কয়েকটি উপলব্ধি,
১, হঠাৎ যে কাউকে বিজনেস পার্টনারশীপ বানানো যাবে না,
২, যাকে বিজনেস পার্টনারশীপ বানাবো তার সম্পর্কে আগে সব কিছু জেনে নিতে হবে,, ( সম্পূর্ণ পরিচয়)
৩, টাকার লেনদেন খাতা কলমে ও ব্যাংকের মাধ্যমে,
কারণ মূলত সব কিছুর মূলেই রয়েছে টাকা।
৪, কাজ করার পরে না ভেবে কাজ করার আগে অন্তত দশ বার ভাববেন,
সর্বোপূরী একটি কথায় বলবো আমি,, " আপনি মানুষকে একদিন ঠকাবেন কিন্তু আপনি বার বার ঠকবেন এটাই বাস্তবতা "
এই পৃথিবীতে মানুষকে ঠকিয়ে সেই ঠিকিয়ে থাকছে এরকম কোনো নজির নাই,
তবে আপনাদের কাছে এরকম থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন,,
আমি এখন ধন্য
Entrepreneurship নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন-উদ্যোক্তা তৈরি কেন্দ্র এর সদস্য হওয়ার জন্য
আবারো ধন্যবাদ জানাই প্রিয় মেনটর জনাব Iqbal Bahar Zahid স্যারকে,
পরিশেষে সবার সুস্থতা ও সফলতার জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো এতোটুকুই,
পরবর্তী আপনাদের উৎসাহ ও অনুপ্রেরণা পেলে আবার দ্বিতীয় ঘটনা নিয়ে শুরু করবো ইনশাআল্লাহ,,
ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভালোবেসে থাকলে বলে দিবেন,
স্ট্যাটাস অফ দ্যা ডে ৭৭৬
তারিখ- ০১/০৪/২০২২
মনজুর আলম
ব্যাচঃ ১৭ তম
জেলাঃ কক্সবাজার
উপজেলাঃ কক্সবাজার সদর