ভেঙে_যাওয়া_মানেই_সবসময়_শেষ নয়,,,,
বিসমিল্লাহির রাহমানির রাহীম
💘"আমার জীবনের গল্প"💘
🏵️প্রথমে শুরু করছি মহান সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহর নামে যার অপার কৃপায় এই পৃথিবীতে এসেছি। সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের জন্য। লাখো কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ ( সাঃ) এর প্রতি ।
🏵️কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মা ও বাবার প্রতি, যারা আমাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন এবং শিক্ষিত করে পৃথিবীর বুকে বড় করে তুলেছেন।
🏵️ সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই শতাব্দীর অন্যতম সেরা মানুষ, লাখো তরুণ তরুণীর আইডল প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক জনাব ঈকবাল বাহার যাহিদ স্যারের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের মতো একটা সুবিশাল প্লাটফর্ম ।
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ
🌷 আমার জীবনের তেমন কোন গল্প নায় তার পরও যেটুকু পারি আাপনাদের মাঝে শেয়ার করছি আশা রাখি সাথে থাকবেন।
🙇ছেলেবেলাঃ
আমার জন্ম টাংগাইল জেলার গোপালপুর থানার নবগ্রাম গ্রামে। আমার ছেলে বেলা কেটেছে গ্রামের অন্যছেলেদেরমত ঘুড়ী উড়িয়ে
,পুকুরে সাতরিয়ে,ফুটবল খেলে। আমরা তিন বোন ও চার ভাই আমি সবার বড় ছিলাম। আমার বাবার ছোট একটা ব্যাবসা ছিল। জায়গা জমি যা ছিল মাশাল্লাহ। আমাদের ছিল সুখী পরিবার ।আমার বাবার হাতধরেই আমার জীবনের সর্বপ্রথম স্কুলে যায়।
🏝️ শিক্ষা জীবন ঃ গ্রামঃ নবগ্রাম পোঃ নব গ্রাম থানা গোপালপুর জেলা টাংগাইল
নবগ্রাম 07 নং সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে আমার প্রাইমারি জীবনের হাতেখড়ী
নবগ্রামপ্রাইমারী স্কুল থেকে ক্লাস ফাইভ শেষ করি। গোপালপুর সুতী ভিএম পাইলট উচচ বিদ্যালয় থেকে এস এস সি পাশ করি তার পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করি তার পর ট্রেনিং শেষ করে এসে হেমনগর ডিগ্রী কলেজ র্ভতি হই কিন্তু হিলটেকসে পোস্টীং হওয়ার কারনে পড়া লেখা করতে পারিনি আবার যশোর এইচএস এস সি র্ভতি হলাম পরীক্ষা দেওয়া হলোনা চলে আসলাম কুয়েত মিশনে 2014 সালে।
🌷চাকুরী জীবনঃ
আমার জীবনের প্রথম চাকুরী বাংলাদেশ সেনাবাহিনীতে র্ভতি যোগদান করি 29/11/1994 সালে র্ভতি হয়ে বেতন পাই 1650 টাকা পদে উননতি হই বেতন ভাতা ভাড়তে থাকেতার পর 2005 সালে কোংগো ইউন মিশনে যাই আসি 2007 সালে চাকুরী করি পদে উননতি হই আবার 03/11/2014 সালে stmk কুয়েত মিশনে আসি আল্লাহ্ পাকের রহমতে 7 বছর চলে র্বতমান পরিবারের সদস্য সংখ্যা 6 জন্য আপনাদের দোয়ায় ভাল আছি। পাশাপাসি একটা বিজিনেস করছি। আমার ভবিষ্যতে বড় ধরনের ব্যাবসা করবো বলে আসা আছে।
🌷বিবাহিত জীবনঃ
আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী 10 বছর হয়ে জায় বিবাহ করিনা কারন আমি যাহাকে ভাল বাসতাম সে মেয়ে টা পারিবারিক ঠিক করে রাখলাম এস এস সি পরীক্ষা জন্য 3 মাস পরে বিবাহ হবে এস এস সি পরীক্ষার শেষে দিন পরীক্ষার হল থেকে তার প্রাইভেট টিচারের সাথে বাহীর হয়ে চলে যায় সেই জন্য আমি মেয়েদের প্রতি আমার বিশ্বাস ছিলনা এজন্য বিবাহ করিনি পরে দেখলাম বিবাহ যেহাকরতে হবে পরে মা বাবাকে মেয়ে দেখার জন্য শুরু করতে বললাম আমি একদিন আমার বোনের বাড়িতে যাওয়ার সময় 2 কিলোমিটার যাওয়ার পর মাদ্রাসার পাশে এই মেয়েকে দেখতে পাই মেয়ে সাথে তার বাড়িতে যাই পারে এসে মা বাবাকে বলি সেনের মাকুল্যা একটা মেয়ে দেখেছি আপনারা মেয়েটা দেখেন আপনারদের ভালো হলে বিবাহ করবো পরে পারিবারিক ভাবে আমি সেই মেয়েকে বিবাহ করলাম র্বতমান আল্লাহ্ রহমতে 2 ছেলে বড় ছেলে বয়স 11 বছর ছোট ছেলে বয়স 3 বছর আল্লাহ্ রহমতে ভালো আছে আমরা দুই জনে আল্লাহ্ রহমতে ভালো আছি আল্লাহ্ পাকের কাছে আমি অনেক খুশী এরকম বৌও পাইয়া এখন আমাদের বিয়ে বয়স 22 বছর পেরিয়ে যাচ্ছে আজও ভালবাসা চির বহমান।।দোয়া করবেন আমাদের জন্য।
🌷উদ্যোক্তা জীবন ঃ
আমি ছোট বেলা থেকে মনে প্রানে যে কথাটা ভাবি সেটা হচ্ছে আমি একটা কোম্পানীর মালিক হবো। সে টা আমার নামে হবে। সে খানে অনেকে চাকরী করবে। আমি চাকরীর পাশাপাশি আমার নিজের উদ্যোগে একটা কোম্পানি বা বড় একটা ব্যাবসা প্রতিষ্ঠান করবো অনেক লোকদের চাকুরী দিব কর্ম সংসথা বাড়াব বেকার দুর করবো তার পাশাপাশি বেকার দুরকরার জন্য ড্রাইবিং শিখানোরএকটা ইসকিল চালু করছি যাতে দেশে বিদেশে গাড়ি চালাতে পারে ইনশাআল্লাহ আল্লাহর রহমত
ড্রাইভারদের চাহিদা সব জায়গায় আছে কারন যতবার একটাইইই বিজিনেস দার করার জন্য এগিয়ে যাচ্ছি ততবার পড়ে যাচ্ছি। ইনশাআল্লাহ এখন আর পড়বো না কারণ সব সময় লেগে থাকবো ইনশাআল্লাহ।
🌷 আমার স্বপ্নঃ আমার স্বপ্ন ছিলো লেখাপড়া শেষ করে আমি একটা চাকুরী করব তার পাশাপাশি একটা প্রতিষ্ঠান করবো। আমার গ্রামের বেকারদেরকে চাকুরী দিয়ে উপকার করবো। আমার এলাকা কে ডেভেলব করাই ছিল মুল লক্ষ্য।
🌷এ গ্রুপের সাথে জয়েন করি 17 তম ব্যাচে, আমার স্ত্রীর হাত ধরেই আমার নিজেকে বলার মত একটা গল্প ফাউন্ডেশন গ্রুপে আসা, সে গ্রুপে সেশন ক্লাস করতো, তার মোবাইলে আমি কথা গুলো শোনতাম তখন আমার মধ্যে ভালো লাগতে শুরু করলো। তারপর জয়েন করি। আসার পর থেকে আমার মধ্যে হারিয়ে যাওয়া স্বপ্নগুলো যেনো আমি ফিরে পাচ্ছি স্যারের যে কথা টা আমাকে অনুপ্রানিত করতো "সপ্ন দেখুন সাহস করুন শুরু করুন ধৈর্য ধরুন লেগে থাকুন সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ। যখন থেকে স্যারের একথা টা মনে প্রানে ধারন করে আমার ব্যাবসার বা বাস্তব জীবনের সাথে মিলিয়ে পথ চলতে শুরু করলাম তখন থেকে আমার আর পিছে ফিরতে হয়নি। আমি আপনাদের দোয়ায় । যে ভয়টা পেতাম পারবো, কিনা এখন আর সেটা পায় না। আমার সকল ভাই বোনেরা আমার এক একটা উদাহরণ তারা পারলে আমিও পারবো ইনশাআল্লাহ।
#শুধু_ট্যালেন্টের_কারণে_কেউ_পৃথিবীতে_______সম্মানীত #হয়নি___হবেও__না।
🏃1⃣✍✍✍‼#মানুষ_সম্মানীত_হয়_কাজ_দিয়ে। পৃথিবীতে একটা মানুষও জানতে চাই়বে না আপনি কী কী করতে পারেন! একজন মানুষও আপনাকে স্যালুট জানাবে না আপনার মাঝে কত বড় সম্ভাবনা আছে তা জেনে। মানুষ তার চেয়ারটা তখনই ছেড়ে দিবে, তখনই মানুষ আপনাকে সম্মান জানাবে, যখন সত্যি সত্যি আপনি নিজে কিছু একটা করে ফেলবেন। তাই কিছু করার থাকলে আজকেই করুন, এখনই করুন।
🔜2⃣✍✍✍#সবাই_জানতে_চায়_আপনি_কী করেছেন। বিশ্বাস করুন, আপনার মাঝে কী কী করার সম্ভাবনা আছে তা দিয়ে কারো কিছুই যায় আসে না। দিন শেষে সবাই কাজের আউটপুট টাই দেখবে। সারাদিন ঘাম ঝড়ানোর পর যদি রেজাল্ট হয় জিরো, তবে নিশ্চিত থাকেন আপনার কয়েক লাখ বিন্দু ঝড়ে পড়া ঘাম থেকে এক ফোঁটা ঘামও কাউকে আকর্ষণ করবেনা।
🔜3⃣🏌🏌✍✍✍#অনেক_বড়_কিছু_হওয়ার জন্য অনেক বড় কিছু করতে হয় না, অনেক বড় ভাবে শুরু করতে হয়না। শুধু ছোট থেকে শুরু করে নিজের কাজটাকে করতে করতে বড় করে তুলতে হয়।
👍4⃣🏌🏌#যে_দুই_ভাই_বিমান_আবিষ্কার করেছিল তাদের না ছিল #ইঞ্জিনিয়ারিং_ডিগ্রী, না ছিল #হার্ভার্ড_কিংবা_অক্সফোর্ডের_সার্টিফিকেট। কিন্তু আজ যারা তাদের আবিষ্কার করা বিমানগুলো চালায় তাদের মাস্ট এভিয়েশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে হয়, তাদের অনেক বড় ডিগ্রী ও মেধার প্রয়োজন হয়।
🔜🆒5⃣✍✍✍#ইলিশ_মাছে_এত_কাঁটা, এত কাঁটা তবুও কেউ কাঁটার ভয়ে ইলিশ মাছ না খেয়ে উঠে যেতে কাউকে দেখিনি। অথচ কোনো একটা কাজে সফল হবে বলে সিদ্ধান্ত নিয়ে কাজে বাধা পেয়ে কিংবা কাজকে কঠিন ভেবে মাঝপথ থেকে অনেককেই আমি চলে গিয়ে নতুন পথে হাঁটতে দেখেছি। এরাই মূলত জীবনে কোনো পথের শেষ ঠিকানা খুঁজে পায়না। সব পথেই অর্ধেক করে হাঁটে।
‼6⃣💯✍✍✍সন্তান জন্ম দিতে গিয়ে পৃথিবীতে কত মায়েরই তো মৃত্যু হয়েছে। আপনার জন্মটাই আপনার মায়ের মৃত্যুর কারণ হতে পারতো। এত কিছুর পরও #একজন_নারী_সর্বোচ্চ_ঝুঁকি নিয়ে সন্তান জন্ম দেন। পৃথিবীতে সব কিছুতেই ঝুঁকি আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি ঝুঁকি ছাড়া কাজকে বেশি গুরুত্ব দেন, যেখানে বড় কিছু হওয়ার সম্ভাবনায় কম। আর যেখানে অনেক বড় কিছু হতে পারবেন সেখানে আপনি অনেক বড় হওয়ার স্বপ্নও দেখেন, কিন্তু সমস্যাটা হচ্ছে বড় কাজে কিংবা বড় সফলতায় যে বড় কিছু বাধা বা ঝুঁকি থাকে সেটা ৯০% মানুষই নিতে পারেনা। তাই দিনশেষে ১০% মানুষই সফল হয়।
▶7⃣✍✍✍#ভেঙে_যাওয়া_মানেই_সবসময়_শেষ নয়, হেরে যাওয়া মানেই পরাজয় নয়। ডিম ভাঙলেই তবে মুরগীর বাচ্চার জীবনের সুচনা হয়। কোনো এক ভেঙে যাওয়া ঘটনা থেকেই জন্ম নিতে পারে নতুন কিছু। তাই উঠুন, স্বপ্ন দেখুন, স্বপ্ন বাস্তবায়নে কাজ করুন। ভাগ্য কপালে থাকেনা, ভাগ্য থাকে কপালের ফোঁটা ফোঁটা ঘামে।
🌷 অনেকক্ষন আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
🌷 পরিশেষে আপনাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার লেখাটা পড়েছেন, প্রিয় ভাই ও বোনেরা আমি স্বপ্ন দেখি আমার পাশের মানুষ গুলোকে নিয়ে, যারা আমার পাশে সবসময় ছিল।
🌻আমার জীবন চলার পথে আপনাদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা আমার ভীষণ প্রয়োজন, আশা করছি ভালোবেসে পাশে থাকবেন সবসময়, সবশেষে আপনাদের সবার সুখি ও সুন্দর জীবন কামনা করি, সুন্দর হোক আপনাদের সবার আগামী জীবনের প্রতিটি দিনের প্রতিটি ক্ষণ, শুভ কামনায় আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, ভালোবাসা অবিরাম। সবায় আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।
📌📌📌📌স্ট্যাটাস অফ দ্যা ডে -৭৮০
তারিখ ৭-০৪-২০২২
ধন্যবাদান্তে
--------------
মোঃ আনোয়ার হোসেন
ব্যাচঃ 17 তম
রেজিঃ নং 85052
জেলাঃ টাংগাইল
বর্তমান অবস্থানঃ কুয়েত
আমার পেজ
M A Departmental store
🍨🍨 যে সকল প্রোডাক্ট নিয়ে কাজ করছি,
🌷খাটী সরিষা তৈল
🍓 ঘি
🌷পোলাও চাউল
🌺 লাল চাউল
🌷লাল চিনি
🌷লাল আটা
প্রতিনিয়ত আপনাদের সাহসে এগিয়ে যাচ্ছি।