আমি আমাকে পরিবর্তন করে ফেলছি স্যারের শিক্ষা বুকে দারন করে
#____জীবনের_গল্প
#বিসমিল্লাহির_রহমানের_রাহিম।
পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি।
#আসসালামু_আলাইকুম
ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ.....☆☆
আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই
তিনি আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে
সবুজ স্যামেল ভরা সোনার বাংলার মাটিতে
মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এবং
#বিশ্বনবী_হযরত_মুহাম্মদ (সা:) এর
উম্মত হিসেবে সৃষ্টি করেছেন......☆☆
#আমি_কৃতজ্ঞতা_প্রকাশ_করছি
আমাদের প্রিয় মেন্টর শিক্ষাগুরু শতাব্দীর সেরা আবিষ্কার উদ্যোক্তা ও ভালো মানুষ গড়ার কারিগর #জনাব_ইকবাল_বাহার_জাহিদ_স্যারের_প্রতি...💕
যার হাত ধরে বিশাল পরিবারের সৃষ্টি হয়েছে
#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফান্ডেশন।
যার স্বপ্নে স্বপ্নবাজ হচ্ছে লাখো বেকার তরুণের
সৃষ্টি হচ্ছে উদ্যোক্তা তৈরীর মানসিকতা।
দোয়া করি আল্লাহ তাআলার কাছে
প্রিয় স্যার কে নেক হায়াত দান করেন।(#আমিন)
#প্রিয়_স্যারের_শিক্ষাকে বুকে ধারন করে
আজ আমি আমার নিজের জীবনের গল্প
লেখার সাহস পেলাম তাই সবাই
আমার জন্য দোয়া করবেন..!
#আমার_পরিবার
#আমি_নিজাম_ভুইঞা
আমার বাবা চাচা মিলে ছিলেন ছয় ভাই
তার মধ্যে আমার বাবা ছিলেন সবার বড়
আমার বাবা ছিলেন একজন কৃষক
আমাদের এলাকায় আমার বাবার অনেক
সুনাম ছিলো এবং সবাই আমার বাবাকে
আমাদের গ্রামের সামাজিক ভাবে সবাই
অনেক সম্মান করতো...✅ #আলহামদুলিল্লাহ
আমরা ছয় ভাই,পাঁচ বোন, মা-বাবাসহ
১৩ জনের বিশাল পরিবার....
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ছোটবেলায়
বড় পরিবারের কিছু ভাই-বোনদের হারাতে হয়...😢
তার মধ্যে এক ভাই চার বোন মারা গিয়েছে
আমি ছোট থাকতে......😭
সকলের কাছে আমার ভাই বোনদের জন্য
দোয়ার প্রার্থনা করছি.....🤲🤲
ভাই বোনদের মধ্যে আমি হলাম ৩য় নাম্বার
আমার বাবা অনেক পরিশ্রমিক একজন মানুষ..
রোদে পুরে বৃষ্টিতে বিজে বাবা মাঠে ঘাটে কাজ করতো। তখন আমি পড়া লিখা করি
কিন্তু যখন আমি দেখতাম আমার বাবার
অনেক কষ্ট হত তখন বাবাকে সহজোগিতা
করার জন্য ছোটে যেতাম কিন্তু বাবা আমাকে
কাজ করতে দিতোনা বলতো আমার নাকি
পড়া লিখা নষ্ট হয়ে জাবে বলে...!
বাবার কষ্ট সয্য করতে না পেরে একপর্যায়
আমার বাবার সাথে কাজে লেগে গেলাম
বাবার নিষেধ অমান্য করে বাবা-মায়ের অনেক
আদরের সন্তান ছিলাম আমি তাই
বাবায় অনেক রাগ করেছিলেন
মায়ের সাথেও অনেক রাগকরেছেন বাবায়
আমি উনার কথা অমান্য করাতে
পরে বাপ বেটা মিলে শুরু করলাম জীবনের
সাথে সংগ্রাম পড়া লিখার সাথে সাথে
আমি আমার বাবার সাথে কৃষি কাজে লেগে
থাকার কারনে বাবার পরিশ্রম যেমন কমে এলো
তমনি আমাদের পরিবারের অবস্থান একটু ভালোর দিকে যাচ্ছিল। #আলহামদুলিল্লাহ
আমাদের পরিবার কৃষি নির্ভরশীল পরিবারের
অবস্থা তেমন একটা ভালো ছিল না।
তাই সব সময় বাবার কাজে সহজোগিতায়
লেগে থাকতাম জাতে করি আমার বাবার
পরিশ্রমটা একটু কমে।
কিন্তু আমার বাবা এত পরিশ্রম করার পরেও
সব সময় বাবার মুখে হাসি ফুটে থাকতো এবং
আমার বাবা সব সময় বলতেন আমি জানি সব সময় সতপথে চলি এবং সত উপার্যন করি..!
তাই আমার বাবার আসা নয় বিশ্বাশ ছিল আমার বাবার কস্টের দিন গুলো এক দিন শেষ হবেই #ইনশাআল্লাহ!
আবার আমার বাবা ছিলেন অত্যন্ত সহজ সরল এবং ভালো মনের একজন মানুষ,তিনি ছিলেন পরউপকারী , তিনি যেকোন বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
তাই আমার বাবার কোন শত্রু ছিলনা বাবাকে গ্রামের সবাই অনেক সম্মান করতো এবং ভালবাসতো।
সকলের ভালোবাসা নিয়ে এভাবেই কাটতে লাগলো
আমার ইস্কুল জীবন
দেখতে দেখতে আমি SSC পাশ করলাম
#আলহামদুলিল্লাহ
আমার পাশ করার আনন্দে আমার
মা বাবা অনেক আনন্দিত
#হাসিখুশি_ভাবে
#কোন_রকমে_চলতেছে আমাদের পরিবার
কিন্তু এভাবেই কতদিন চলবে এই ভাবলাম
বাবার পক্ষে সম্ভব নয় তাই আমি ভাবলাম
একটা কিছু করা দকার।
তবে কি করবো এইটা নিয়ে ভাবতেছি
আমাদের দেশে ভালো একটা চাকরি
মানি সোনার হরিণ...!
সেই সোনার হরিনটা পেতে হলে মামা খালুর
পরিচয় বহন করা লাগে কিন্তু আমার নসিবে তো
সেই পরিচয়টা নেই।
দিনরাত ভাবছি কি করে মা বাবাকে একটু
শান্তি সুখের মুখ দেখাবো
কিন্তু আমার নছিবে আশা আর পুরন করা হলো না..😢
হটাৎ যেনো পৃথীবির সব অন্ধকার
নেমে এলো আমার সানমে....😢
আমার প্রানের প্রিয় গর্ভধারিণী মা চলে গেলেন..😭
আল্লাহুর ডাকে সারা দিয়ে না ফেরার দেশে 😭
আকাশ সমান কষ্ট নিয়ে ভ্যংগে পড়লাম
পেরেশানি আরো বেড়েগেলো কি করবো
দিশে হারা হয়ে গেলাম...😭
মা ছাড়া পৃথীবি যেনো অন্ধকার.. 😭
আমার মা হারানো কষ্ট পেরেশানি দেখে
আমার এক পরিচিত একজনের সহজোগিতার
হাত বাড়ালো
একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নিলাম
তিন বছর ছাকরি করার পরও কোন উন্নতির
লক্ষে পৌচতে পারিনিই
তাই পেরেশানি হয়ে সিদ্যান্ত নিলাম প্রবাসে পারি দিবো কিন্তু কি ভাবে পারি দেবো কতো লোকের ধারস্থ হলাম কেউ আমার দিকে সহজোগিতার হাতটা বাড়িয়ে দিলোনা.... 😭
তবে আমি কিন্তু হতাশ হইনি আল্লাহর উপর ভরসা
করে ভাবতে লাগলাম কি করা যায় !
পরে আমার একজন প্রতি বেশিকে বললাম আমাকে একটা ভিসা দেওয়ার জন্য অনক মিনতী করার পর একটা ভিসা দিয়েছেন..!
#প্রবাশ_জীবনের_শুরু
ফ্যামিলিকে আরো একটু ভালো রাখার জন্যে
আমি সিদ্ধান্ত নিলাম প্রবাসে পারি দিবো।
ভিসা নেয়ার কিছু দিনের মধ্যে চলে আসলাম
প্রিয় বাংলাদেশের মাটি ছেড়ে ইউনাইটেড আরব আমিরাত দুবাইতে। #DUBAI
শুরু হলো প্রবাস জীবনের কর্ম
এখানে ও সেই একই কাহিনি কেউ কারো নয়
নিজের স্থান নিজকেই করতে হবে
তাই শুরু করলাম সততার সাথে নিজের কর্ম।
দির্ঘ সাত বৎছর কাজ করার পরেও
কিছুই করতে পারিনি শুধু পেরেছি
প্রবাশ জীবনের কস্টগুলো হযম করতে।..😢
জানতে চায় বাবা কেমন আছিস বাব মুসকি হেসে বলতাম অনেক ভালো আছি
কারন আমরা প্রবাসী আমাদের মুখে ভালো আছি কথাটা লেগেই থাকতো।
এই অভিনয়ের মধ্যে দিয়েই কাছের মানুষদেরকে
ভালো রাখতে হয়।....ভালো আছি
কথাটা বলতেই চোখের কোনে বসে থাকা
পানি গুলো বলে দিতো কত টুকু ভালো আছি।
যাই হোক কিছুই করারনেই প্রবাস মানেই কষ্ঠ
আমরা সবাই জানি! এ দিকে কিছু দিন পরে দেখলাম কোম্পির অস্থাও ভালোনা কাজ নেই
কোম্পানির একদিকে সেলারিও আটকে আছে
কয়েক মাসের তাই হিসাব ছাড়াই নিজে নিজেই কেন্সেল হয়ে গেলাম।.....😭
পরে অন্য এক কোম্পানিতে আমি জয়েন হয়ে
কাজ শুরু করলাম সততার সাথে....✅
আবার হটাত করে যেন মাথার উপর থেকে
যেন আকাশটা সরে গেলো....😭
আল্লাহর পাকের ডাকে সাড়া দিয়ে
আমার প্রানের প্রিয় বাবা ও চলে গেলেন...😭
আমাকে এতিম করে নিষ্ঠুর করুনার কারনে
আমি দেশে যেতে পারিনি...😭
আমার বাবাকে শেষ বারের মত
দেখতেও পারিনি.......... 😭 😢 😭
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে
#যোগ_দান....!
নতুন চাকরি মোটামুটি ভালই চলতে ছিলো
এরই মাজে কিছু দিন জেতে না জেতে ইউটিউবে ভিডিও দেখতে ছিলাম
কি করা যায় দেশে গিয়ে নিজের মতো করে
কিছু করার সিদ্ধান্ত নেই
কিন্ত কি করা যায় এ বিষয়ে
শুরু হয় অনলাইন ভিডিও দেখা
পোষ্ট আর ভিডিও দেখতে দেখতে
হটাৎ প্রিয় স্যারের ভিডিও সামনে পরলো
ভিডিওটি দেখে অনেক অনুপ্রেরণা পেলাম
এবং সাথে সাথে আরও কয়েকটা ভিডিও
দেখলাম।.....✅
ভিডিও গুলো দেখে মনে হলো
এই কথা গুলো হয়তো স্যার আমাকেই বলছে
বড় একটা নিঃশাস নিয়ে বললাম
ক্যানো যে আরও আগে আমি স্যারের দেখা পেলামনা তা হলে হয়তো আমাকে বিদেশে আসতে হতোনা
তখনই সিদ্ধান্ত নিলাম প্রিয় স্যারের ফাউন্ডেশনে যুক্তহবো,ফাউন্ডেশনের এক ভাইয়ের সহযোগিতায় রেজিষ্ট্রেশন করে ফেললাম
#চলিত ১৭ তম ব্যাচে তখন থেকেই স্যারের
প্রতিটি সেশন পড়তাম
#শুরু_হলো নতুন এক পথ চলা।
যতই সমনের দিকে আগাই ততই আরো গভীরে জেতে মন চায়। সেই থেকে এখন পর্যন্ত লেগে আছি প্রিয় এই ফাউন্ডেশনের সাথে।প্রিয় স্যারের শিক্ষায় নিজেকে খুব তারা তারি পরিবর্তন করে ফেললাম এবং প্রতিজ্ঞা করলাম যে জীবনে যতো দিন বেচে থাকি সততা ও ভালো মানুষ হয়ে বেচে থাকবো।
আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম আল্লাহর দরবারে আল্লাহ পাক আমাকে সততার ফল এতো তারা তারি এইভাবেই দান করবেন বুজতে পারিনি।
#আলহামদুলিল্লাহ এখন আমার
অবস্থান অনেক ভালো
একটা কোম্পানির স্টোরকিপার হিসেবে কাজ করছি মোটা মোটি একটা ভালো সেলারি পাই।আমি মনে করি এই সব কিছুই হয়েছে আমার সততার সুফল
আমাদের প্রিয় শিক্ষক মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের অনুপ্রেরনায় অনুপ্রানিত হয়ে আরো ভালো কিছু করতে পারবো #ইনশাআল্লাহ।
কারন আমি আমাকে পরিবর্তন করে ফেলছি স্যারের শিক্ষা বুকে দারন করে এতেই আমি মনে করি আমার জীবনে ভালো কিছু হবে। #ইনশাআল্লাহ
আপনাদের সবার নিকট আমার বিনিত অনুরোধ
সবাই আমার জন্য ও আমার ফ্যমিলির জন্য দোয়া করবেন আমার ফ্যমিলিকে আল্লাহ পাক হেফাজত করেন #আমীন। 🤲🤲
আল্লাহতালার ইচ্ছায় একদিন ইনশাল্লাহ সফল হব।
আমাদের প্রিয় স্যার বলেছেন:
স্বপ্ন দেখুন
সাহস করুন,
শুরু করুন
লেগে থাকুন,
সফলতা আসবেই ইনশাল্লাহ।.....✅
আমি সব সময় বিভিন্ন সামাজিক কাজ গুলো দেখি
এটা আমার খুব ভালো লাগে!
গ্রুপে যুক্ত হওয়ার পর আমার যে পরিবর্তন
ছোট থেকে চিন্তা ভাবনা ছিল লেখাপড়া শিখে ভালো একটা মানুষ ও ভালো একটা উদ্যোক্তা হবো
সকলের কাছে দোয়া চাই।
আল্লাহতালার কাছে দোয়া করি প্রিয় স্যার কে
এবং সকল সদস্যদেরকে সুস্থ ও হেফাজতে রাখেন
#আমীন.... 🤲
আমার লেখায় যদি কোন ভুল হয়ে থাকে নিজ গুনে ক্ষমা করবেন প্লিজ
💖 আশা করছি ভালোবেসে সবাই আমার পাসেই থাকবে ইনসাআল্লাহ্!!!
📌📌 স্ট্যাটাস অফ দ্যা ডে ৭৮৫
তারিখ ১৫-০৪-২০২২
✅মোহাম্মদ নিজাম ভুইঞা
✅ব্যাচ নাম্বার- ১৬
✅রেজিস্টেশন নাম্বার- ৭৯২৩৪
✅জেলা- ফেনী সদর
✅NRB দুবাই আজীবন সদস্য
✅এগ্রো_ফোরাম সদস্য
✅বর্তমান অবস্থান সংযুক্ত আরব আমিরাত
✅UAE এর একজন রেমিটেন্স যোদ্ধা