আমার বিশ্বাস নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন অনেক ভালো মানুষের পরিবার
🌺আসসালামু আলাইকুম🌺
🥀🌹আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন সবাই নিশ্চয়ই।? 🥀🌹
🥀🌷আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি।🥀🌷
🌼আজকে হাজির হয়েছি নিজের জীবনের গল্প বলতে। 🌹
আমার বিশ্বাস কেউ এরিয়ে যাবেন না। সবাই আমার গল্পটি পড়ে যাবেন।
ইনশাআল্লাহ।🌼
🌿 আসুন শুরু করা যাক।🌿
,,,,#নিজের_জীবনের_গল্প,,,..
,,,,,,,,।।।।,,,।।💝#গল্প💝,,,।।।।।
👇👇👇
🌼প্রথমেই শুকরিয়া জানাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই সুন্দর পৃথিবীতে। এবং সব নবীর শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মত করে পাঠিয়েছেন কোন দরখাস্ত করা ছাড়া। যেখানে সকল নবী আমাদের নবীর উম্মত হতে দরখাস্ত করেছিলেন। লাখো কোটি শুকরিয়া আমাদের সুস্থ রেখেছেন এবং রমজান মাস পর্যন্ত উপনীত করেছে আলহামদুলিল্লাহ।🌼🌼
🌺দুরুদ ও সালাম পেশ করছি বিশ্বমানবতার পথ প্রদর্শক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার জন্য আমরা পেয়েছি শান্তিপূর্ণ জীবন বিধান। সাহাবী রদিয়াল্লাহু তা'আলা আনহুম এর উপর আল্লাহ শান্তি বর্ষিত করুন যারা আমাদের নবীর প্রতি পদে পদে পাশে ছিলেন এবং কষ্ট সহ্য করেছিলেন 🌺
💜 আমি শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার জন্মদাতা পিতা মাতার প্রতি। যাদের দ্বারা আল্লাহ তাআলা আমাকে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন। এবং অক্লান্ত পরিশ্রম করে আমাকে লালন-পালন করেছেন এবং ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা ও অনুপ্রেরণা দিয়েছেন 💜
🌹শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় শিক্ষক প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। যিনি আমাদের জন্য এত সুন্দর একটি প্লাটফ্রম তৈরি করে দিয়েছেন এবং অক্লান্ত পরিশ্রম করে আমাদের একজন ভালো মানুষ এবং উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন। এই "নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন" হচ্ছে ভালো মানুষ এবং উদ্যোক্তা তৈরির কারখানা🌹
🪴💐কখনো ভাবিনি নিজের জীবনের গল্প লিখবো তাও আবার লিখছি এত বড় একটি প্লাটফর্মে। আশা করি ভাই ও বোনেরা আমার গল্প টুকু পড়বেন শেষ পর্যন্ত🌿🌿
🌹 জন্ম পরিচয় ও শৈশব 🌹
আমার জন্ম মুন্সিগঞ্জ জেলায়। আমি ফারজানা আদর ও ভালোবেসে কাকা কাকি ও বন্ধু-বান্ধব ডাকে ফারজু☺️🥰
আমরা তিন বোন এক ভাই। আমি আমার আব্বু আম্মুর প্রথম সন্তান☺️
🌹আমার আব্বু ছিলেন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর একজন গর্বিত সদস্য☺️
🌹আমার আম্মু গৃহিণী।
আমার আব্বু আম্মুর জন্য সবাই দোয়া করবেন আব্বু আম্মুকে যেন আল্লাহতায়ালা দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করেন আমিন 🤲🤲
আমি আমার আব্বু আম্মুর প্রথম সন্তান এবং আমাদের পরিবারের প্রথম সন্তান সবাই আমাকে অনেক আদর এবং ভালোবাসে আমার কাকা-কাকি ,মামা , আন্টিদের সবার আদরের মেয়ে আমি 🥰
মুন্সীগঞ্জে আমার জন্ম হলেও আমার মুন্সীগঞ্জে বেশিদিন থাকা হয়নি। আব্বুর চাকরির জন্য আব্বু বিভিন্ন ডিস্ট্রিকে ট্রানস্ফার হতেন আমরাও তার সাথে বিভিন্ন ডিস্ট্রিকে থাকতাম। আমার ছোটবেলা অনেক অনেক আনন্দ ও মজায় কেটেছে 🥰
বিভিন্ন জায়গায় গিয়েছি বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়েছে। ঢাকা পিলখানা, রাজশাহী, দিনাজপুর, কুষ্টিয়াতে থেকেছি। আমি বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ ,মিরপুর ,কুষ্টিয়া তে পড়েছি কেজি থেকে ক্লাস টু এর অর্ধেক সময়।
অনেক মজা করেছি ওই সময় গুলোতে ।আমার কিছু কিছু বন্ধুর কথা এখনো মনে পড়ে যুবরাজ, শিউলি ,কানিজ ফাতেমা।
আমার শিক্ষকরা অনেক ভাল ছিলেন কামরুল স্যার, বিকাশ স্যার কিন্তু কারো সাথে যোগাযোগ নেই 😥
আমরা রাজশাহীতে ছিলাম । কিন্তু তখন অনেক ছোট ছিলাম । রাজশাহীর স্মৃতি আমার তেমন ভালো মনে নেই।
রাজশাহী, দিনাজপুর, কুষ্টিয়ার ভাই বোনেরা যদি দাওয়াত দেন তাহলে ইনশাআল্লাহ যাব।🥰🥰
আমার খুব ভালো লেগেছে এই জেলা গুলো আর সবাই অনেক ভালো আলহামদুলিল্লাহ 😍😍
আমি দিনাজপুর কলেজিয়েট গার্লস স্কুলে পড়েছি ওইখানে অনেক বান্ধবী ছিল আমার।
আমি ছোটবেলা থেকে অনেক মিশুক ছিলাম। অনেক হাসিখুশি ছিলাম☺️ শুধু শুধু হাসতাম এর জন্য আমার ছোট কাকা আমাকে অনেক বকা বকি করত যে আমি এত হাসি কেন? বকলে ও তার মধ্যেও হাসতাম 😅😅
আমার বন্ধু বান্ধবীরা আমাকে ডাকতো হাসুনি বলে 🤣
আমি প্রকৃতিকে অনেক ভালোবাসি🍀🌺 গাছ-পালা, পাখি,ফুল প্রাকৃতিক সৌন্দর্য আমাকে অনেক আকৃষ্ট করে। আমি রাস্তায় যদি কোন ফুল বা সুন্দর গাছের পাতা বা ঘাস পেতাম কিছু হাতে কিছু কানে নিয়ে হাটতাম 🍀🌺 আমার বইয়ের পাতায় পাতায় ফুলের পাপড়ি ও বিভিন্ন পাতা থাকতো। আমার বন্ধুরা আমাকে বলতো আসছে প্রকৃতি পাগলি 🌼🌺🍀🥰
কিন্তু কেউ যদি সামান্য খারাপ ভাবে কথা বলে সারাদিন আমার মন খারাপ থাকে সারাদিন ভাবতে থাকি কেন আমার সাথে এরকম ব্যবহার করল ?আর কোন কিছু ভালো লাগেনা এটা আমার একটি খুব খারাপ দিক 😔
কিন্তু কেউ যদি ভালো ব্যবহার করেন তাহলে আমার অনেক ভালো লাগে সারাদিন মনটা অনেক ভালো থাকে 🥰
আমি ছোটবেলা থেকে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম। আমি ব্যাডমিন্টন এ স্কুলে চ্যাম্পিয়ন হয়েছিলাম☺️ হ্যান্ডবল,ভলিবল খেলতাম ।আমি গানে ও অনেক পুরস্কার পেয়েছি স্কুলের অনুষ্ঠানে।
আমি কলেজে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে যুক্ত ছিলাম।
আমি এসএসসি পরীক্ষা দেই আমাদের মুন্সীগঞ্জে। এইচ এস সি ভর্তি হই গভমেন্ট হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ এ। আমার কলেজে অনেক বন্ধু বান্ধবীরা ছিল । সবাই অনেক ভালো ছিল। সবাই কে অনেক মিস করি। অনেক মধুর স্মৃতি আছে ওদের সাথে কলেজের সাথে। 🌹🌹
আমার স্বপ্ন ছিল আমি আর্মি অফিসার হব। ☺️
আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন হঠাৎ আমার বিয়ে হয়ে যায় 😔 যেদিন বিয়ে তার আগের দিন সন্ধ্যায় জানতে পারি আমার বিয়ে। মানসিকভাবে অনেক ভেঙে পড়ি। শেষ হয়ে যায় স্বপ্ন😔 বিয়ের পর ইন্টার পরীক্ষা দেই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেজাল্ট করি। আমার হাজব্যান্ড আমাকে কলেজে ভর্তি করতে চেয়েছিল কিন্তু আমার পড়াশোনার ইচ্ছা হারিয়ে ফেলি শিক্ষা জীবনের ইতি হয়ে যায় 😔
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো একজন মানুষের জীবন সঙ্গী করেছেন 🌹 সে সব সময় আমার ইচ্ছে কে প্রাধান্য দেয় 🥰 আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দুনিয়া আখেরাত দুই জায়গায় একসাথে রাখেন 🤲
আলহামদুলিল্লাহ এখন আমি দুই সন্তানের জননী। আল্লাহ আমাকে দুইটি ছেলে সন্তান দান করেছেন। আমার সন্তানদের জন্য দোয়া করবেন আমার দুই সন্তান যেন নেক সন্তান হয় এবং দেশের ,সমাজের এবং পরিবারের কল্যাণ করতে পারে। ভালো মানুষ হয়ে গড়ে ওঠে 🤲
সবকিছু নিয়ে ভালোই কাটছিল হঠাৎ এক কালবৈশাখী ঝড় আসল আমার জীবনে। আমার হাসিখুশি সব নিয়ে গেল ঝড় এসে 😥 সারাদিন মন খারাপ থাকে কিছু ভালো লাগে না হাসতে ইচ্ছে করে না ।কোন কিছুতেই শান্তি পাই না। ফেসবুক ইউটিউব নিয়ে বসে থাকি কি করলে ভালো লাগবে খুঁজতে থাকি। মনে মনে ভাবলাম এগুলো না করে যদি গঠনমূলক কিছু করতে পারতাম তাহলে আমার সময় কাটত এবং কোন দুশ্চিন্তা মাথায় আসতো না। আমার এক বন্ধুর সাথে আলোচনা করলাম কি করতে পারি? ও পরামর্শ দিল ফ্রিল্যান্সিং শিখ। তারপর ফ্রিল্যান্সিং এ ভর্তি হলাম বাংলাদেশের একটি স্বনামধন্য ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এ। কিন্তু সেখানে সফল হতে পারলাম না আমাদের মেন্টর আমাদের গাইড লাইন দিল না ভালো মতো তাই সেখান থেকে তেমন কিছু শিখতে পারলাম না। হতাশ হয়ে গেলাম। টাকা গেল সময় নষ্ট হল কিন্তু কোন লাভ হল না আরো ভেঙ্গে পড়লাম। ফ্রিল্যান্সিং এর এক ভাইয়া এই গ্রুপের কথা বলল। তখন এই গ্রুপে জয়েন হলাম তখন 16 তম ব্যাচ চলছিল ।তখন আমি রেজিস্ট্রেশন করিনি শুধু গ্রুপের পোস্ট দেখতে লাগলাম আমার খুব ভালো লাগতে শুরু করলো গ্রুপটা। গ্রুপের পোস্ট দেখে অনুপ্রেরণা পেতে লাগলাম। 17 তম ব্যাচের জন্য রেজিস্ট্রেশন করলাম। আর স্বপ্ন দেখতে থাকলাম উদ্যোক্তা হওয়ার।
মুন্সিগঞ্জ এবং গুলশান জোনের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হলাম।
এখানে অনেক ভাই বোনের সাথে পরিচয় হলো সবাই অনেক ভালো মনের মানুষ🌺 আস্তে আস্তে আমার হতাশা কেটে যেতে লাগলো। আমার এখন অনেক ভালো লাগে 🌹
প্রতিদিন সেশন চর্চায় যুক্ত হই সবার সাথে খুব ভালো লাগে অনেক কিছু শিখতে পারি আলহামদুলিল্লাহ। আমার জীবনে যদি হতাশা না আসত তাহলে আমি এই গ্রুপে আসতে পারতাম না ।এখন যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছি তাও হতো না। আসলে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন।
🍀সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন একজন সফল উদ্যোক্তা হতে পারি নিজের একটি পরিচয় তৈরি করতে পারি এবং একজন ভালো মানুষ হতে পারি।পরিবার ও সমাজের উপকার করতে পারি।🤲
🌿সবাইকে অনেক ধন্যবাদ, যারা মনোযোগ দিয়ে আমার গল্পটি পড়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা।।
🍀আমি শেষ করবো। তবে কিছু কথা দিয়ে, আমার বিশ্বাস নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন অনেক ভালো মানুষের পরিবার। তাই আমি সবার দোয়া এবং ভালোবাসা চাচ্ছি ভালো কিছু পাবার আশায়। আমার বিশ্বাস সবাই আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ।
💝 আমি আবারও চির কৃতজ্ঞতা ও ভালোবাসা রাখছি আমাদের সবার প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার এর প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে এতো সুন্দর একটা পরিবার পেয়েছি। অনেক অনেক ভালোবাসা দোয়া স্যার।🤲
স্ট্যাটাস অফ দ্যা ডে ৭৮৮
তারিখ ২১-০৪-২০২২
🌷ফারজানা🌷
🌹ব্যাচ 17🌹
🌼রেজিঃ81696🌼
🌿নিজ জেলা মুন্সিগঞ্জ🌿
🍀বর্তমান অবস্থান শাহজাদপুর, গুলশান জোন🍀
🥀পেজ FAST MART