কথায় আছে কাছের মানুষ গুলা আঘাত করে বেশী
#আমার_জীবনের_গল্প....✅
..............বিসমিল্লাহির রহমানির রহিম...................
...............সকল প্রসংশা আল্লাহ তাআলার...............
#আস্সালামু_আলাইকুম
ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
#সর্ব_প্রথম_শুকরিয়া ও কৃতজ্ঞতা
গ্বাপন করছি মহান রাব্বুল আলামীনের প্রতি
যিনি আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির
সেরা জীব হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন।
#আমি আরো শুকরিয়া আদায় করছি আল্লাহ ছোবাহান আল্লাহু তাআলার প্রতি আমাকে
এই মহামারী পরিস্থিতির মধ্যে ও সম্পন্ন রূপে
সুস্থ ও নিরাপদে রেখেছেন এবং ভাল
কর্মের সাথে রেখেছেন আলহামদুলিল্লাহ।
#লক্ষ_কুটি দুরুদ ও সালাম প্রেরন করছি
মানবজাতির মুক্তির পথ প্রদর্শক পৃথিবীর
সর্ব শ্রেষ্ঠ মানব নবী কুলের শিরমনী
হযরত মোহাম্মদ সাঃ এর উপর
যিনি এসে ছিলেন সমস্ত মানব জাতির
মুক্তি ও কল্যানের দূত হিসেবে।.....💕
#কৃতজ্ঞতা গ্যাপন করছি আমার শ্রদ্ধেয় মা বাবার প্রতি যাদের উছিলায় আমি এই পৃথিবীতে
আসতে পেরেছি এবং মানুষের মত মানুষ
হতে অক্লান্ত পরিশ্রম করে আমাকে বড় করে তুলেছেন। এবং ভালো মন্দে সব সময় পাশে থেকে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন। দোয়া করি আল্লাহ জেন আমার মা বাবা কে সুস্থতা ও নেক হায়াত দান করেন, আমীন।........ 🤲
#শ্রদ্ধার_সাথে স্বরন করছি আমাদের সবার
প্রিয় শিক্ষক, প্রিয় মেন্টর
জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি.....💕
যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি এতো সুন্দর একটা প্লাটফর্ম যেখানে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন উদ্দোক্তা রচিত হচ্ছে সফলতার হার না মানা এক একটা গল্প। যার অনুপ্রেরণায় আমরা সোনার বাংলাদেশ গড়তে সপ্ন দেখছি।
মহান রাব্বুল আলামীনের দরবারে হাজারো শুকরিয়া গ্বাপন করছি আমাদের সবার মাঝে এমন একজন শিক্ষক পাঠানোর জন্য। স্যারের সু স্বাস্থ্য কামনা করছি আল্লাহ জেন স্যার কে নেক হায়াত দান করেন আমীন।
সন্মানিত প্রিয় বন্ধুগন.....✅
পৃথিবীর যে যেই প্রান্ত থেকে আমার বাস্তব জীবনের গল্পটি পড়েছেন আপনাদের সবাই কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা। ❤️
প্রিয় ফাউন্ডেশনের সকল ভাই বোনদের কাছে অনুরোধ রইলো আমার জীবনের গল্পটি পড়বেন এবং পড়ে আপনাদের মনের অনুভূতি শেয়ার করবেন।.....✅
#আসলে_জীবনটা নাটকের চেয়ে
ও অনেক বেশি....‼️
নাটকীয়, কেন বলছি এ কথা তার কারণ ব্যাখা করছি।নাটকে হয়তো সূএীপট অনুযায়ী সত্য মিথ্যা মিলিয়ে অভিনয় করা যায়। কিন্তু জীবনের ক্ষেএে কি তা সম্ভব? সম্ভব হলেও তা কতখানি সম্ভব। কেননা জীবনের প্রতিটা মূহর্তে ব্যাস্তবতার কষাঘাত। বাস্তব জীবনে প্রতিটা মুহূর্তে আামাদের সংগ্রাম করে যেতে হয়। সেই বাস্তবতার সংগ্রামে জীবনকে কঠিন থেকে আরো কঠিন তম করে তুলে।
#আমার_পরিচয়
০২/০৪/১৯৯৭ ইংরেজি ইংরেজি তারিখে ঐতিয্যবাহী ফেনি জেলায় ০৯নং সরিসাদি ইউনিয়ন এর জেরকাছাড গ্রামের হাজি বাড়িতে আমার জন্ম।
আমরা ৭ ভাই বোন। আমার থেকে বড় ২ বোন ৪ ভাই।
আমি সবার ছোট। মা বাবা আর আমার এই ৭ ভাই বোন নিয়েই আমাদের পরিবার।
#আমার_শৈশব_কাল
আমার ছোট বেলা ছিলো অনেক আনন্দ উল্লাসের, মা বাবা বোনেরা সবাই অনেক আদর করতো সবার ছোট বলে , আমার চাহিদা কখনো অপূর্ণ রাখেনি আমার বাবা, কখনো বুঝতে পারিনি কষ্ট কি। তবে দুষ্টামি আর খেলাধুলায় আমি অনেক পারদর্শী ছিলাম। তবে খেলা ধুলার প্রতি আমার অন্যরকম একটা নেশা ছিলো, ক্রিকেট ব্যাটমিনটন আমার প্রিয় খেলা, আমাদের গ্রাম অথবা আশেপাশে এমন কোন গ্রামের মাঠ নেই যেখানে আমি খেলিনি। স্কুল জীবনে অনেক থানা জেলায় স্কুল থেকে খেলার সুযোগ হয়েছিল। কোথাও যদি শুনেছি খেলা হচ্ছে আমি সেখানে খেলতে চলে যেতাম।
#আমার_শিক্ষা_জীবন
নিজ গ্রাম ফেনি সদর
মোহাম্মদ আলি বাজার সরকারি প্রাইমারী
স্কুলে ক্লাস ৩য় শেনি পযন্ত পডার পরে
চলে যাই মাদ্রাসায়,বাবার অনেক সপ্ন ছিলো
ছোট ছেলে আলেম হবে,কিন্তু বাবার সেই সপ্ন পুরন করতে পারলাম না মাদ্রাসায় পডার সুজগ হয়েছে
জামায়াতে হাস্তম পরজন্ত।এর পরে আবার স্কুল লাইন ছলে আসি,স্কুল লাইন থেকে j S C S S C,এবং H S C,এর পরে ফেনি সরকারি কলেজে অনার্স এ ভর্তি হই,
আমার আব্বা আমার উপর অনেক খুসি,আমাদের ৭ ভাই বোনের মধ্যে আমি একমাত্র উচ্চ মাধ্যমিক লাইনে পডতেছি।
🏠#আমাদের আরথিক অবস্থা
আমার বাবা একজন সরকারি চাকরিজিবি ছিলেন।
চাকরির জন্য তিনি আমাদের পুরা ফ্যামেলি নিয়ে নরসিংদী ছিলেন,সুদু আমরা ২ ভাই আমাদের নতুন বারিতে জন্মগ্রহন করি। এর পরে বাবা কিছু জায়গা কিনে আমাদের নতুন বারিতে আশে,আমার ভাইরা ওই সময় নরসিংদী পডা লেখার জন্য থাকত।
ভাইয়ারা তেমন বাবার কথা সুন্তনা, স্কুলে এবং মাদ্রসায় পাটালে ঠিক মত পডা লেখা করতনা।আমার আব্বার অনেক সুনাম ছিলো নরসিংদী যখন চাকরি করত।এক পরজায়ে আমার ভাইদের জন্য আমার বাবা হঠাত করেই গোলডেন দিয়ে চাকরি ছেড়ে চলে আসেন।
এর পরে আমার বড ভাইকে প্রবাস জীবন এ পাঠান, বাবা একটা দোকান দেন ভালো ই চলছিলো আমাদের পরিবারটা, প্রস্তুত ছিলাম না।
কিন্তু ভাইয়া দেশে আসি বিয়ে করার পরে কেমন জানি ছেঞ্জ হয়ে গেছে,আমাদের পরিবারের কোন খবর নেয়না,
এক পরজায়ে ভাইয়া দেশে চলে আসেন,পরে বাবা আমাদের যে পরিমান জায়গা ছিলো তা বিক্রি করে আবার ভাইয়াকে বিদে পাঠায়। কিন্তু ভাইয়া আমাদের পরিবারের কোন খবর ই নিতে চায়না। পরে ভাইয়া দেশে আসি আমাদের থেকে ভিন্ন হয়ে জায়। আমার মেজ ভাই তার ও একি অবস্থা বিয়ে করে ভিন্ন হয়ে জায়,এর পরে আমার সেজ ভাই সে ও ২ ভাই এর মত একি পথে চলে যায়।
আমরা ছোট ২ ভাই মিলে আমাদের আব্বা আম্মা এবং আমার ২ বোনকে নিয়ে আমরা এক সাথে আছি
সভাই আমাদের জন্য দোয়া করবেন।
#প্রবাস_জীবন_এর_গল্প
আমার মাথায় সেই ছোট বেলা থেকে ব্যাবসার প্রতি একটা ভালবাসা ছিলো কিন্তু বড সরে পুজির জন্য তা আর হয়ে উঠে নাই। যখন ভাবলাম পরিবারের জন্য কিছু একটা করা প্রয়োজন।
আমার সবসময় ইচ্চে ছিলো
দেশে কিছু একটা করবো। যাই হোক হঠাত করে আমার মামা আমাকে ভিসিট ভিসায়
ইউ নাইটেড আরব আমিরাতে নিয়ে আসে।
আমাকে মামার দোকানে ভিসা লাগিয়ে ৩ মাস
দোকানে রেখে হঠাত করে আমাকে
তার দোকান থেকে বের করে দেয়....😢
আমাকে বলেদেয় অন্ন কথাও কাজ করতে...😢
আমি সবে মাত্র নতু আসছি. ভাষা জানিনা..!
কোন জায়গা ছিনিনা,কথাই যাবো
কোন কাজ করছেনা মাথায়...😭
এই পরজায়ে Emaraat 7 steet job
একটা গ্রুপের মাদ্দমে একটা কাজ পাই
ওখানে কাজ করতে থাকি
মাস শেসে যখন বেতন এর জন্য ফোন দেই
তখন ওরা বলে বেতন দিবে কিছুদিন পরে,
এভাবে দিবে বলতে বলতে এক পরজায়ে
যখন বেতন এর জন্য ফোন দেই
ওরা ঠিক মত আমার ফোন ধরেনা।
আমার নাম্বার ব্লক করে দেয়।...😭
এর পরে ওখান থেকে কোন বেতন না পেয়ে
আরেকটা কাজে জাই,
ওখানে কাজ ছিল একটা DU Company
ফজর এর সময় সেই মরুভুমিতে চলে যেতাম
মাটি কেটে মাটির ভিতরে পাইপ ঢেলে
পাইপ দাপন করতাম।...😢
এমন দিন গেছে গরমের তাপ এর জন্য
বমি করে দিয়েছি...😢
দুঃখের বিষয় ওই জায়গায় ও
একটা টাকা পেলাম না...😭
আমি যেখানে কাজ করছি ওই খানে যখন
কাজ সেষ হয়ে যায় ওরা বলে
নতুন কাজ সুরু হলে আমাকে নিয়ে নিবে
এই কথা বলার পরে ওরা আমার সাথে আর কোন জোগাজোগ রাখেনি,আমি ফোন দিলে
আমার নাম্বার ব্লক করে রাখে ওরা।...😭
এর পরে আবার মামার কাছে আসি মামাকে বলি
আমি কথাও কোন কাজ করতে পারছিনা
মামা আমাকে একটা লন্দ্রি দোকানে
কাজ করতে বলে
আমি ও ওখানে কাজ করতে থাকি একদিন
ওখানে অনেক পরিস্রম করতে হয়
১২/১৪ ঘন্টা কাজ করতে হয়
একদিন আমি নামাজ পড়ার জন্য
মসজিদ এ জাই,নামাজ পড়ে আসার পরে
দোকান দার আমাকে বলে
তোমার নাটক বাজি এইগুলা
তোমার রুমে গিয়ে করো...😢
তখন আমি ভাবলাম আমার নামাজ যেখানে নাটক বাজি বলতেছে সেই খানে আমি কাজ করবনা।.😭
চলে আসলাম ওখান থেকে।
ওই দোকানে কাজ করবনা বলার কারনে আমার নিজের মামা আমাকে অনেক দিরহাম
জরিমানা করে
কথায় আছে কাছের মানুষ গুলা
আঘাত করে বেশী...😭
যাই হোক এর পরে ওখান থেকে চলে আসি
অনেক টাকা রিন মাথার উপরে
এখন পরজন্ত ঠিক মত কোন
কাজ মিলাতে পারিনা
একদিন কাজ করলে ৪/৫ দিন ই কাজ পাইনা।
সামনে ভিসার মেয়াদও প্রায় শেষ পরজায়ে।
সবাই আমার জন্য দোয়া করবেন
একটা বেবস্থা জেন হয়ে যায়।
#প্রবাস_জীবনের_অভিজ্ঞতা
প্রবাস জীবন কতটা কষ্টের দেশে অবস্থান
করে সেটা বুঝার মতো ক্যাপাসিটি কারো নেই।
প্রবাস জীবনের কষ্টটা উপলব্ধি করতে হলে
আপনাকে সশরীরে উপস্থিত থাকতে হবে।
#প্রিয়_প্লাটফর্মে_যোগদান
আমাদের সম্মানিত স্যারের কিছু প্রোগ্রাম
আমি নিয়মিত দেখতাম।
স্যারের কিছু কথা আমাকে অনুপ্রেরণা যুগিয়েছে
তাই ভালবাসে আজীবন সদস্য হয়ে গেছি।
এই গ্রপের সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি #ধন্যবাদ প্রিয় স্যারকে
এতো সুন্দর একটা প্লাটফর্ম তৈরী করে দেয়ার জন্য আপনার এবং আপনার পরিবারের সবাই কে আল্লাহ নেক হায়াত দান করুন আমিন।
এতক্ষণ ধৈয্য সহকারে আমার জীবনের
বাস্তবিক কথা গুলো পড়ার জন্য
আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ
প্রিতি ও ভালবাসা সেই সঙ্গে আপনাদের
সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ুকামনা করছি।
আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক আমিন।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৭৮৯
তারিখ ২২-০৪-২০২২
✅ মোহাম্মদ হারুন অর রশিদ
✅ ব্যাচঃ নং ১৬
✅ রেজিষ্ট্রেশনঃ ৭৫১২৮
✅ জেলাঃ ফেনী
✅ উপজেলাঃ
✅ বর্তমান অবস্থান দুবাই
✅ এগ্রো ফোরাম সদস্য